নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালের ক্যাপ্টেন অলি, ২০২৪ সালের কর্ণেল (অব ) অলি।

১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫০



নীচের কোটেড অংশটুকু আজকের ডয়েচে ভ্যালে থেকে নেয়া; সেখানে ক্যা: অলি বর্তমান সরকারকে নিয়ে কথা বলেছেন; উনার কথাগুলো পড়ুন ও ভাবুন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা কমান্ডার আজকে কি বলছেন! ইহা কি মানুষ, নাকি গার্বেজ?

"নির্বাচনের আগের আন্দোলন সফল না হতে পারার কারণ খুঁজতে যেতে অলি আহমেদ বলেন, ‘‘বিএনপির আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জামায়াতে ইসলামী৷ জামায়াত একটি সুসংগঠিত রাজনৈতিক দল৷ জামায়াতকে যেভাবে ব্যবহার করা লাগতো তা বিএনপি পারে নাই।"

আমি ক্যা: অলিকে ১ম বার দেখেছি উত্তর চট্টগ্রামের ১ ডিফেন্স পজিশনে; তখন এপ্রিল মাসের ( ১৯৭১ সাল ) মাঝামাঝি সময়; তখনো উত্তর চট্টগ্রাম থেকে ফেনী অবধি বাংগালীদের দখলে। এপ্রিলের ২/৩ তারিখের দিকে পাকীরা চট্গ্রাম শহর দখল করছিলো। এরপর, ইপিআর, বেংগল রেজিমেন্ট ও আনসারেরা পাকীদের চট্গ্রাম শহরে অবরুদ্ধ করে রাখার জন্য ঢাকা-চট্টগ্রাম রোডে স্হানে স্হানে ডিফেন্স দিয়ে যুদ্ধ করে যাচ্ছিলেন।

উত্তর চট্টগ্রামের এই ডিফেন্স ৫/৬ দিন টিকে ছিলো; সেখানে ছিলেন মেজর রফিক, ক্যাপ মাহফুজ, ক্যা: অলি, ক্যা: ভুঁইয়া, ক্যা: হামিদ। এরপর, বাহিনীটি ক্রমেই উত্তরদিকে সরতে থাকে; অবশেষে শুভপুরে দীর্ঘ মেয়াদী যুদ্ধ হয়।

তখনো এই বাহিনীর তেমন কোন নাম ছিলো না, মুক্তি-বাহিনী শব্দটা তখনো সুপরিচিত হয়নি। শুভপুরের যুদ্ধের পর বাহিনীটির নাম হয়, "যেডফোর্স"। যেডফোর্সে ক্যা: অলি বেশীরভাগ সময়ে এডমিনিষ্ট্রেটিভ ক্যাপ্টেন ছিলেন।

শেখ হত্যার সময়ে অলি নিশ্চয় তাতে যুক্ত ছিলো। জিয়া বিএনপি গঠন করার সময় সে বড় বড় দা্যিত্ব পালন করে; বিশেষ করে ছাত্রদের থেকে ছাত্রদল গঠন, শ্রমিকদের মাঝে শ্রমিক দল গঠনে তার একক অবদান রয়েছে। ছাত্রদল গঠনেের সময় যে টাকা দিয়ে ছাত্রদের কিনে নেয় ও সবাইকে অস্ত্র দেয়।

আজকের সরকার নাকি তার উপর বুলডজার চালাচ্ছে! শেখ হত্যার রাতে কারা ট্যাংক চালায়েছে? আমার ধারণা, সেদিন সেসব ট্যাংকে তার লোকজন অবশ্যই ছিলো।


মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার কাছ থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে আরও লেখা চাই।৷ সময় সুযোগ করে লিখবেন আশা করি। আমরা যারা যুদ্ধ দেখিনি, তারা আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানতে পারব।

১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:



যুদ্ধের সামান্য অংশ আমি দেখেছি ( ১ নং সেক্টর ); আমার কাছে দরকারী অনেক তথ্য নেই।

২| ১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার বিরোধী পক্ষের মাথা ঠিকঠাক কাজ করছে না।

১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



আমি জানি, তার গ্রুপ ১৯৭১ সালে (আগষ্ট, সেপ্ট: ) জামাতী নেতা ও রাজাকারদের বিপক্ষে অপরারেশনে যুক্ত ছিলো; এখন বলছে, জামাতই আন্দোলন করতে জানে! কি পায়খানা, কি গার্বেজ!

৩| ১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রাম ১৩ এর জনগণের কাছে উনি ভগবান।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



আমি যুদ্ধের মাঝে উনার আচরণ দেখেই বুঝেছিলাম যে, তিনি (উনার পরিবার ) সাধারণ মানুষের সাথে নেই। উনাদের এলাকা মুসলিম লীগের এলাকা ছিলো পাকিস্তানী আমলের শেষদিকেও।

৪| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ৮:২৯

কামাল১৮ বলেছেন: পরিবর্তন হবার সময় তার শেষ হয়ে গেছে।বাকি জীবন এমই চলবে।এরা সুযোগ সন্ধানী।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:




এসব লোকদের মিলিত চেষ্টায় শেখকে হত্যা করে মিলিটারী জাতিকে কক্ষচ্যুত করে দিয়েছে।

৫| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: কর্নের অলির ৭১ সালে যেমন রকম ধারনা বা চিন্তা ভাবনা ছিলো, সেটা আজকের দিনে, এত বছর পরে এক থাকার কথা না।
বয়সের বাড়ার সাথে সাথে এবং দীর্ঘসময় পার হবার পর মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:২০

সোনাগাজী বলেছেন:


ভাবনার পরিবর্তন হয়; তবে, মুক্তিযোদ্ধা যদি জামাতের আন্দোলনকে পছন্দ করে, উহা অমানুষ, গার্বেজ

৬| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হত্যার সময়ে অলি নিশ্চয় তাতে যুক্ত ছিলো।
............................................................................
যা প্রমানিত নয় তা বলা সঠিক নয় ।
উনি সত্যই জড়িত আছেন এমন কথা শুনি নাই ।
তবে একজন মুক্তিযোদ্ধার বয়স ( ৫৩ বৎসর পর ) ও অতিক্রান্ত সময়ে
অনেক পরির্বতন ঘটতে পারে ।
বর্তমান সময়ে উনি যা বলছেন ও করছেন তা সমর্থন করা যায়না ।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:



শেখ হত্যা নিয়ে আপনার নিজস্ব কোন অনুসন্ধান ও কনক্লশান আছে, নাকি টং দোকানেরটা নিয়ে বসে আছেন?

উনাকে কারা, কি কারণে হত্যা করেছিলো?

৭| ১৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪৮

ধুলো মেঘ বলেছেন:
৭৫ এ শেখ হত্যার পরে ট্যাঙ্কের উপর যারা ছিল, তারাই আজকের সরকারের এ্যাওয়ার্ডেড মন্ত্রী মিনিস্টার।

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৯

সোনাগাজী বলেছেন:



তা ঠিক; তবে, ওরা শেখকে হত্যা করেনি, করেছিলো সিআইএ, ামাদের মিলিটাররির মিলিটরীকে কিনে নিয়ে।

৮| ১৭ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি'র নেতা কর্মীরা জামায়াত, হেফাজতের কর্মীদের মত ডেসপারেট নয় - এটা সত্য। বিএনপি-ও এককভাবে কখনোই আন্দোলন জমাতে পারে না এদের ছাড়া। তবে অলি, বি চৌধুরী - এরা বিএনপি'র সাথে বেঈমানী করে জীবনে কী পেল সেটাই একটা প্রশ্ন...

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫২

সোনাগাজী বলেছেন:



অলিরা মুসলিম লীগের লোকজন; বিএনপি'তে ছিলো জিয়ার কারণে; কিন্তু অলি বেগম জিয়ার অধীনে থাকার মতো লোক ছিলো না। বেগম জিয়ার লোকেরা ভয়ে বি চৌধুরী ও উনার ছেলেকে বের করে দিয়েছিলো।

৯| ১৭ ই মার্চ, ২০২৪ দুপুর ২:২৩

নূর আলম হিরণ বলেছেন: উনি যখন লাইভে এসব কথা বলছিলেন জাস্ট বমি আসছিল। একজন মুক্তিযোদ্ধা এভাবে কেনো কথা বলবে, আমার মাথায় আসেনা। উপস্থাপককে ধন্যবাদ উনি বেশ পেঁচিয়ে ধরেছিলেন উনাকে। শেষমেষ উপস্থাপক বুঝতে পেরেছে বেচারা ঠিকভাবে উত্তর দিতে পারছে না, পরে ছেড়ে দিয়েছে।

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



অলি ও মীর শওকত আলী জিয়ার অনেক অপকরমের সাথী ছিলো

১০| ১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১০

শূন্য সারমর্ম বলেছেন:


উনি কেমন বাংলাদেশ দেখতে চায়?

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:



উনি মুলত বিএনপি'র প্রতষ্টাতাদের ১ জন; তারেক ও হাওয়া ভবন চান তিনি।

১১| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বড়ই আফসোস উনাকে নিয়ে।

১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:


জিয়া, অলি, মীর শওকত আলী আমাদের জাতীকে আফ্রিকার দলে নিয়ে গেছে।

১২| ১৯ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৪৭

এম ডি মুসা বলেছেন: শেখ সাহেবের পোস্ট ডিলেট করে ফেলেছেন?

১৩| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



না, ডিলিট করিনি, ড্রাফটে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.