নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
আমাদের সচীব-ব্লগার মাদ্রাসার লোকজনের মতো নিজাম উদ্দিন আওলিয়া ও কোন এক সৈয়দী মওলা ( আনুমানিক ১২৬৬-১৩০০ সাল ) নামের দরবেশের রূপকথাকে ব্লগে ইতিহাস হিসেবে চালিয়ে দিচ্ছেন, ব্যাপার কি? উনি কি মনে করেছেন যে, ব্লগে শুধু লিলিপুটিয়ান ও ডোডোরা আসে? নাকি উনি আসাতে অনেক সচীব উনার পোষ্ট পড়তে আসেন এখানে, তাদের জন্য উনি লিখছেন? এসব লোকজন এমন দায়িত্বশীল পদে যায় কিভাবে? সচিবালয় কি পিগমিল্যান্ডে পরিণত হয়েছে?
মেহমানদের খাবার তৈরির জন্য, দরবেশ সৈয়দী মওলা আবাসের ( মাঠের মাঝে নাকি বিশাল অট্টালিকা ) সামনে ২০০/৩০০ মণ চিনি ( তখন ভারতে গুড় ছিলো ), ২০০০ মণ ময়দা ( তখন আটা ছিলো ), ৫০০ গরু-ছাগল ও ১০০/২০০ মণ তরি-তরকারী আসতো সাপ্লাই চেইন থেকে! দরবেশের কোন আয় ছিলো না! কিন্তু সবাই "তংকা" পেয়ে যেতো; কি আজগুবি কথা বলছেন সচীব সাহেব?
এই বিপুল পরিমাণ খাবার ১ দিনের জন্য, নাকি ১ বছরের জন্য, নাকি ১ মাসের জন্য? পোষ্টে এসব ধারণা দেয়া হয়নি! এই সচীবের লেখা থেকে বুঝুন, উনি দেশের প্রশাসনে কি করছেন, উহার সাথীরা কি করছেন? বাংলাদেশের ব্যুরোক্রেসী ও ভারতের ব্যুরোক্রেসী সম্পর্কে আপনার ধারণা থাকলে, বুঝতে পারবেন, এদের দেশ চালনার কারণে আমাদের পড়ালেখার মান নেই, দেশ ভরে গেছে বেকারে ও দেশের মানুষ দেশ থেকে পালাতে গিয়ে ভুমধ্যসাগরে ডুবছে ও অনেক দেশের জেলে বাস করছে; আর, ভারতীয়রা ঢাকায় কাজ করে ৩ বিলিয়ন ডলার আয় করে নিচ্ছে!
দিল্লীর নিজাম উদ্দিন আওলিয়া নাকি দিল্লীতে বসেই ভারতের অন্য এলাকার খবর বলতে পারতেন আধ্যাতিক উপায়ে; সচিব-ব্লগার ভাবছেন, ব্লগে গার্বেজের অভাব পড়েছে!
১৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:১৩
সোনাগাজী বলেছেন:
আমি অন্য সমস্যা নিয়ে ভাবছি: যেই ১২০০/১৩০০ জন ব্যুরোক্রেট ১৯ কোটী মানুষের প্রশাসন চালায়, তিনি তাঁদের ১ জন; আমি ভাবছি, সেক্রেটারিয়েটে কি পরিমাণ পিগমি আছেন?
সক্রেটকে নিয়ে উনার ফালতু পোষ্টে আপনার মন্তব্য আমি দেখেছিলাম; এখন সক্র্রেটকে বাদ দিয়ে পীর, আওলিয়া ও দরবেশ নিয়ে লেগেছেন।
২| ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ঐটা আবার কে?
১৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:১০
সোনাগাজী বলেছেন:
ব্লগে এখন ১ জন সরকারী সেক্রেটারীই লিখছেন; সামনের পাতায় নিজামউদ্দিন আওলিয়াকে নিয়ে উনার পোষ্ট আছে।
আমিতো ভেবেছিলাম, আপনাকে জেনারেল বা এই ধরণের কিছু করা হয়েছে; ভালো যে, আমার ধারণা ভুল।
৩| ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: আমিতো ভেবেছিলাম, আপনাকে জেনারেল বা এই ধরণের কিছু করা হয়েছে; ভালো যে, আমার ধারণা ভুল।
আপা আমাকে ভালোই নজরে রেখেছেন। সুযোগ পেলেই ব্যান করাবেন। আমি কখন কি কারণে ব্যান হই আবার কখন আনব্যান হই নিজেই বুঝতে পারিনা।
১৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:১৬
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশে বাস করাটা, অনেকটা আফ্রিকায় বাস করার মতো চ্যালেন্জিং
৪| ১৬ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চলেন,
আমরা সবাই এখন সেন্টমার্টিন যাই,
ওখানে নুতন করে নাটক তৈরী হচ্ছে
নাফ নদী ঘিরে আর্ন্তজাতিক দড়ি টানাটানির খেলা
হবে ।
.............................................................................
ইতিহাস নিয়ে টানাটানি করে কি হবে ?
আমরাই তো ইতিহাস হয়ে যাবো
তিন শক্তির মারপ্যাঁচে !!!
১৬ ই জুন, ২০২৪ বিকাল ৩:৪১
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষের ৯০ ভাগ মিথ্যাুক, সরকারের লোকেরা ১০ ভাগ মিথ্যুক, নাফ নদীতে কি ঘটছে?
৫| ১৬ ই জুন, ২০২৪ রাত ৮:০৭
কামাল১৮ বলেছেন: নতুনকে সমর্থন করতে পারলাম না।আমি মনে করি,সত্য ধারনা প্রকাশ করা আমান কাজ যেটা আমি সত্য মনে করি।তাতে কে কি ভাবলো সেটা দেখা আমার কাজ না।
১৬ ই জুন, ২০২৪ রাত ৮:৫৫
সোনাগাজী বলেছেন:
গড় বাংগালীরা আধুনিক বিশ্বকে বুঝার মতো অবস্হানে নেই।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:৫৩
নতুন বলেছেন: মাথা ঠান্ডা করুন ভাই।
মানুষের জ্ঞানের দৌড় যতটুকু সে ততটুকুই বলবে সেটাই স্বাভাবিক।
উনি সমালোচনা নিতে পারেন না। উনার একটা পোস্টে সক্রেটিসের ভুল কোট নিয়ে মন্তব্যের জবাবে উনি কস্ট পেয়েছেন। নিজের ভুল বুঝতেও পারেন নাই। আমার মন্তব্যের আর কোন জবাবও উনি দেন নাই।
আমিও উনার পোস্টে আর মন্তব্য করিনা এখন।