নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
গড়ে ৩০ জনের মতো ব্লগার এখন ব্লগে আসেন, এঁদের মাঝে কার পোষ্ট নিয়ে আপনার ধারণা নেই, কার কমেন্টের সুর, নম্রতা, রুক্ষতা, ভাবনা, গঠন ও আকার ইত্যাদি আপনার জন্য এখনো নতুন? ধন্যবাদ অপু, আর ইউ, নীল আকাশ ও সোনাবীজকে, উনারা আমার পোষ্টে মন্তব্য করেন না, অত বড় বড় মন্তব্য আমার পক্ষে পড়া সম্ভব নয় কখনো, এরা মেশিনের মতো বকবক করেন, কথার শেষ নেই, কোন অর্থও নেই; ব্লগার পদাতিক চৌধুরীকে ব্লগেও দেখছি না অনেকদিন থেকে; মনে হয়, ভারতে সরিয়ার তেলের উৎপাদ কমে গেছে!
ব্লগে সব ধরণের বাংগালী আছেন: অনেক কবি, অনেক গল্পকার, অনেক কামেল ও বুজর্গ, অনেক ইসলামিক স্কলার, আনেক আস্তিক, ২/১ জন রাজনৈতিক এনালিষ্ট, অনেক উপন্যাসিক, ১ জন সায়েন্স লেখাক ও ১ জন মাত্র "ব্যক্তি আক্রমণকারী"।
নতুন ব্লগারেরা আসছেন ও যাচ্ছেন; এঁদের মাঝে ভালো করছেন ব্লগার না'হল তরকারী; পুরাতনদের মাঝে নতুন উৎসাহ নিয়ে, পোষ্ট লিখে ভরায়ে ফেলছেন আমাদের সচীব-ব্লগার, উনার নিজামউদ্দিন আওলিয়ার সিরিজ চলছে এখন। নিজাম উদ্দিন আওলিয়ার মিরাকল ও রূপকথা নিয় লিখলে কয়েক বছর লেখা সম্ভব, উনার দরগাহে এখনো প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ খাওয়াদাওয়া করে থাকেন ( তথ্য ঠিক আছে তো? )!
অপুর ব্লগার ইন্টারভিউ বেশ পপুলারিটি পেয়েছে; আগামীবার না'হল তারকারী কিংবা কবি এমডি মুসার ইন্টারভিউ এলে ভালো হতো, কি কারণে এঁরা চাকুরী পাচ্ছেন না, বুঝা যেতো; বিসিএস দেয়া নিয়ে এঁদের কোন প্ল্যান আছে কিনা, থাকলে সামুর বাকী ব্লগারেরা কিভাবে এই এই ২ ব্লগারকে সাহায্য করতে পারেন, তা নিয়ে আলোচনা করা যেতো।
আমি ভাবছি, গাজী, মাঝি বাদ দিয়ে একটি নতুন নিক তৈরি করতে ও সামুটিমের কুদৃষ্টি থেকে দুরে থেকে ব্লগিং করতে; আপানারা এই ব্যাপারে বুদ্ধি দিতে পারেন, সাথে সাথে লেখার বিষয়ের উপরও আলোচনা করার দরকার, যা ব্লগের বিজনেস প্ল্যানের পরিপুরক হবে! ব্যক্তি আক্রমণ আর দরকার নেই: রাজিব, জুলভার্ণ, জিকোব্লগ, শের সায়েরী, মলাসইলমুইনা, ওমেরা, অপি পিয়াল, ডা: আইজুদ্দিনরা ভুত হয়েও ফেরার আর সম্ভাবনা নেই!
১৬ ই জুন, ২০২৪ রাত ৮:০২
সোনাগাজী বলেছেন:
এখন লোকজন ফেইসবুকে, লিখলে ওখানেই লেখার দরকার। তবে, ফেইসূবুকের গড় বাংগালীদের কাজাকারবার দেখলে মনে হয়, ইহারা বাংগালী নয়, ইহারা সাহারার বেদুইন।
২| ১৬ ই জুন, ২০২৪ রাত ৯:০২
আরোগ্য বলেছেন: রাজিব ভাই কি আসলেই আর ব্লগে ফিরবেন না? উনার পোস্ট ছাড়া সামু একটু হলেও মলিন লাগে।
সামু কর্তৃপক্ষের কৌশল কী কে জানে। তবে এভাবে ব্লগ ব্লগার শুন্য হতে থাকলে ব্লগের কি হবে? যারা ফেসবুক চালাই না তাদের কি হবে?
১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৪৩
সোনাগাজী বলেছেন:
ব্লগটিমের বিজনেস প্ল্যান বুঝা মুশকিল, পিগমী প্ল্যান হতে পারে: কোন ১ কারণে, মনে হয়, ব্লগার কমানোর দরকার! রাজিব উহাতে পড়েছে; আমার এই নিকটাকে ধ্ংস করার চেষ্টা চলছে; তবে, আমি নতুন নিক খুলবো; সামুটিম এর আগে আমার ৬টা নিক হজম করেছে।
৩| ১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৪১
অ্যালেকজান্ডার ফ্লেমিং বলেছেন: ৩ টি মন্তব্য পেয়েই আপনার পোস্ট আলোচিত পাতায় গেলো।
কি দিন আইলো।
নুরু চাচা বাঁচিয়া থাকিলে
ছড়া লিখিত।
লাখ টাকার বাগান খাইল
দুই টাকার ছাগুলে।
১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৪৭
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশে ১২ বছরের মেয়েও বাচ্ছা হয়; ওখানে সবকিছু সম্ভব। আমি সম্প্রতি অনেকের পোষ্ট ১টি মন্তব্য না'পেয়েও আলোচিত পাতায় যেতে দেখেছি।
৩টা মন্তব্য পেয়ে পোষ্ট আলোচিত পাতায় যাওয়াটা অনেকটা অপমানকর!
৪| ১৬ ই জুন, ২০২৪ রাত ১১:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গাজী, মাঝি বাদ দিয়ে একটি নতুন নিক তৈরি করতে
ও সামুটিমের কুদৃষ্টি থেকে দুরে থেকে ব্লগিং করতে;
.........................................................................
যুদ্ধে রেগে গেলেন তো হেরে গেলেন ।
নিক পরিবর্তন করলেও আপনার লেখার স্টাইল দেখে
যাচাই করতে সময় নিবে না ব্লগাররা ।
১৬ ই জুন, ২০২৪ রাত ১১:২৫
সোনাগাজী বলেছেন:
আমি এইসব নিয়ে যুদ্ধে যেতে চাই না, কারণ তখন দাঁড়াবার যায়গাই নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি যে সামুটিম নিজদেরকে সোস্যাল মিডিয়ার টিম হিসেবে গণ্য করে, নিজেদের সন্মান রাড়াক।
৫| ১৬ ই জুন, ২০২৪ রাত ১১:৪৬
বিষাদ সময় বলেছেন: আমি চাচ্ছি যে সামুটিম নিজদেরকে সোস্যাল মিডিয়ার টিম হিসেবে গণ্য করে, নিজেদের সন্মান রাড়াক।
কিন্তু আপনাকেও তো নিজের সম্মান বাড়ানোর চেষ্টা করতে হবে।
১৭ ই জুন, ২০২৪ রাত ১:৫২
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, আমি ঠিক আছি। বাংলাদেশের ৪০ ভাগ মানুষের সততার অভাব আছে, ব্লগে তাদের একাংশ আছে।
৬| ১৭ ই জুন, ২০২৪ রাত ১২:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হতাশ হবেন না। সব ঠিক হয়ে যাবে।
ঈদ মোবারক।
১৭ ই জুন, ২০২৪ রাত ১:৫৪
সোনাগাজী বলেছেন:
ঈদ মোবার.
কিছু বাংগালী বেঠিক থেকেই যাবে, মনে হয়।
৭| ১৭ ই জুন, ২০২৪ সকাল ১১:২৭
নতুন বলেছেন: ব্লগার কমানোর চেস্টা কেউই করছে না।
আপনি রেগে না গেলে কোন সমস্যা হবে না।
রানু ভাইকে আমি অনুরোধ করেছি ফিরে আসতে। উনিও সামু কে মিস করছেন।
১৭ ই জুন, ২০২৪ বিকাল ৩:১৮
সোনাগাজী বলেছেন:
রাজিব হয়টও ফিরে আসবেন, না'এলে উনার পরিবারের জন্য ভালো হতো। সামুটিম সোস্যাল মিডিয়াকে বাংগালী সোস্যাল মিডিয়া হিসেবে চালানোতে, ব্লগারেরা সোস্যাল মিডিয়া তেমনভাবে থেকে খুব ১টা উপকৃত হতে পারেননি।
৮| ১৭ ই জুন, ২০২৪ দুপুর ১:৪৭
নতুন বলেছেন: এখন ঈদ চলতেছে, একটু আগে মাত্র ৬ জন দেখলাম ব্লগে। মানে ৫ জনই হয়তো ল্যাপটপে সাইন ইন করে সবার সাথে সময় কাটাচ্ছেন।
ব্লগে সম্ভবত সবাই ই অফিস থেকে ব্লগিং করেন তাই ছুটির দিনে ব্লগেও ছুটি চলে।
অফিস শুরু হলে আবার ব্লগে পোস্ট আশা শুরু হবে।
১৭ ই জুন, ২০২৪ বিকাল ৩:১৯
সোনাগাজী বলেছেন:
কোন বাংগালী, সেক্রেটারী থেকে পিয়ন, কেহই সঠিকভাবে ৮ ঘন্টা কাজ করে না।
৯| ২৩ শে জুন, ২০২৪ দুপুর ১:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি 'নাহল তরকারি' ভালো করছেন। আগে মনে হয় আমাদের সাথে মজা করেছেন।
২৩ শে জুন, ২০২৪ রাত ৮:৪৭
সোনাগাজী বলেছেন:
মনে হয়, সে অন্যদের লেখা চুরি করছে; কিংবা এই নিকটি কেহ ব্লগে একটি বেকুব চরিত্র সৃষ্টি করে আণন্দ করছে।
১০| ২৪ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সে অন্যদের লেখা চুরি করলে ধরা পরে যাবার কথা ছিল। চুরি ধরার টিম বেশ শক্ত। মাঝে মাঝে দেখতাম গুগল থেকে অনুবাদ করতে।
এখন সে রীতি মত পাল্টেছেন। সাকিব খানের মত। আপনি আবার সাকিব খান কে চেনেন তো ?
আর আপনার দ্বিতীয় সম্ভবনা সঠিক হতে পারে।
২৪ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
সোনাগাজী বলেছেন:
এই ব্লগে অনেক ক্রিমিনাল ব্লগার আছে, তাদের কেহ হয়তো না'হল তরকারী নামে বোকার হর্দ তৈরি করেছে; কিংবা, না'হল তরকারী হচ্ছে আমাদের জাতীয় ইউনিভার্সিটির সঠিক ফসল।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
কামাল১৮ বলেছেন: নতুন নিক নিয়ে আসতে পারেন।চিন্তাটা খারাপ না।তবে প্রথম লেখাতেই বুঝা যাবে এটা গাজী সাহেবের লেখা।সেখানে সমস্যা নাই,সমস্যা হলো প্রতিমন্তব্য বেশি করা।সেটা চেক দিতে পারলে অনেক দিন টিকে যাবেন।রাজীবও নতুন নিকে আসতে পারে।এখন যেটা করছে সেটা মনে হয় ঠিক না।তাকে আমি প্রতি দিনই দেখি।
পুরনো ব্লগার মুজিব রহমান নিয়মিত ফেসবুকে লিখে।সে একজন শক্তিমান লেখক।তার ফেন ফলোয়ার অনেক বেশি।এক দেড়শ মন্তব্য পায়,দুই তিনশ লাইক পরে।দিন দিন বাড়ছে।সে ব্লগ ছেড়েছিলো মন্তব্য না পেয়ে।কিছুদিন মুক্তমনায় লিখতো।সখানে পাঠক কম।