নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকার খারাপ হলেও, জনগণ সমাজকে গড়ে তুলতে পারে কিনা?

১৮ ই জুন, ২০২৪ বিকাল ৫:০৮



সুদানে এখন সরকার ২টি; যেকোন ১টি, কিংবা উভয়ের হাতে মানুষ প্রাণ হারাচ্ছে মাছির মতো, নিজেদের বাসস্হান হারাচ্ছে, বেঁচে থাকার শেষ সম্বলও হারাচ্ছে। জেনারেল আবদেল-ফাতাহ বুরহান ও জেনারেল মোহাম্মদ দেগালো দেশবাসীকে নিজেদের সেবা দিয়ে চলেছেন; ফলাফল: ১৬ হাজার নিহত, ৪০ হাজার আহত, ১ কোটী ঘরবাড়ী ফেলে পালিয়েছে, হাজার হাজার নারী দেহ বিক্রি করে সন্তানদের মুখে খাবার দেয়ার চেষ্টা করছে।

এখন, সুদানের যেসব লোকজনের মাথায় সামান্য মগজ আছে ও পকেটে সামান্য টাকা আছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। যারা পালাতে পারেনি, তারা শহর ছেড়ে গ্রামের দিকে গিয়ে লতাপাতা দিয়ে পাখীর মতো বাসা তৈরি করে, রিলিফের খাবারের খোঁজে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। এরা এই ২ সরকারকে বাদ দিয়ে নিজেদের চেষ্টায়, নিজেদের সমাজের জন্য কি কি করতে পারে?

ধরে নিলাম, সুদানে এখন জনগণের করার কিছু করার কিছু নেই! তাদেরকে যুদ্ধ শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। বাংলাদেশে যখন পাকী বাহিনী ও মুক্তিবাহিনী যুদ্ধে লিপ্ত ছিলো, সাধারণ মানুষ কোনভাবে সমাজকে সাহায্য করেছিলো কিনা?

১৯৭১ সালে, আমাদের জাতির বড় অংশ সামান্য পরিমাণ হলেও অন্যদের ও মুক্তিবাহিনীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, বড় অংশ সাপোর্ট করেছিলেন ও কোনভাবে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন। আফ্রিকার মানুষের একটা গুণ হলো, গৃহযুদ্ধ ও এই ধরণের বিশাল বিপদের মাঝে অন্যদের সাহায্য করে না, পারলে, সুযোগ মতো অন্যদের ক্ষতি করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করে, গোত্রীয় হত্যাকান্ড চালায়।

বাংলাদেশের বেলায়, অবস্হা অত খারাপ নয়; তবে, শেখ হাসিনা ১ ভার্চুয়াল প্রতিপক্ষের ( বিএনপি-জামাত ) বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন; উনার সেনা বাহিনীতে আছে দেশের বাহিনীগুলো ও উনার দল। যুদ্ধেলিপ্ত শক্তিশালী বাহিনী যেসব সুযোগ-সুবিধা ভোগ করে থাকে, শেখ হাসিনার বাহিনীর লোকজন সেসব সুযোগ নিচ্ছে; ফলে, জনগণের জন্য তেমন কিছু থাকছে না। তবে, অবস্হা সুদান থেকে আলাদা; এখানে জনগণ নিজেরা নিজেদের সাহায্য করার জন্য কিছু করার সুযোগ আছে। তা'ছাড়া আমাদের দেশ, পীর আওলিয়ার দেশ, ভালো কিছু একটা ঘটবে?





মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

ডঃ এম এ আলী বলেছেন:




সরকার খারাপ হলেও, জনগণ সমাজকে গড়ে তুলতে পারে তাতে কোন সন্দেহ নাই ।
তবে সমাজে বসবাসকারী সকলকে তার নীজের সমাজকে জানতে হবে , ভালকে ভাল
আর মন্দকে মন্দ বলার মত কোমড়ে জোড় থাকতে হবে , না থাকলে তাদেরকে
উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে কোমড়ে জোড় এনে মেরুদন্ড সোজা রেখে চলে সমাজ
গড়ে তোলার মত সক্ষমতা দিতে হবে ।

ভাল কথা বলেছেন শেখ হাছিনা ভার্চুয়াল প্রতিপক্ষের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ।
তবে তার এই ভার্চুয়াল যুদ্ধে ভার্চুয়ালী লেখালেখি করার জন্য কোন বাহিনী নেই ।
তার বাহিনী লেখালেখি করার মত মগজের অধিকারী নয় ও এই কাজে সময় না
দিয়ে মুখে বড় বড় কথা বলে অন্য সহজভাবে নীজেদের আখের গুছিয়ে নেয়ার
কাজে বেশী ব্যস্ত ।

১৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:




আপনার খেয়াল আছে, আইয়ুবের আমলে ইউনিভার্সিটির শিক্ষকরা আইয়ুব খানের অন্যায়ের বিপক্ষে ঐক্যবদ্ধভাবে বিবৃতি দিতেন; এখানকাে শিয়ালের বাচ্চাগুলো শেখ হাসিনার সরকারের অন্যায়ের বিপক্ষে চুপ হয়ে আছে।

শিক্ষিতদেরকে নেতৃত্ব দিতে হবে সমাজ গঠনে; আমাদের কোন সরকার মানুষের জন্য সঠিক পদক্ষেপ নেয়নি, এই বানরগুলোর মগজ নেই।

২| ১৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

কামাল১৮ বলেছেন:

এই সকল দেশগুলি বহু গোত্রে বিভক্ত।এদের মানুষ হতে আরো সময় লাগবে।
সরকার এবং জনগন একসাথে কাজ না করলে সেই সেশ অগ্রসর হতে পারবে না।

১৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



আফ্রিকার গত ৩০০ বছরের ইতিহাস বানরের ইতিহাস।

৩| ১৮ ই জুন, ২০২৪ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: মুদ্রাস্ফিতি জনগনের মাজা ভেঙ্গে দিয়েছে । একত্রিত হবার সম্ভাবনা দেখিনা । যদি কিছু যাদুকরি ঘটে তবে তা হবে ঈশ্বরের আশীর্বাদ । তবুও কিছু একটা হোক --------------------------

১৮ ই জুন, ২০২৪ রাত ৮:৪৬

সোনাগাজী বলেছেন:



আইএমএফ বসে বসে দেখছে, শেখ হাসিনার ব্যাংকের লোকেরা ও বাজেটের লোকেরা কি করছে! ব্যাংক হচ্ছে ডাকতী, আর বাজেটে হচ্ছে বাচ্চাদের বালু দিয়ে বনভোজনের রান্না।

দেশ ইয়েমেন ইয়েমেনে পরিণত হবে; দেশনেত্রী নিজ চোখে দেখে যেতে পারবেন।

৪| ১৯ শে জুন, ২০২৪ ভোর ৫:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জনগণে র ম্যান্ডেট নিয়ে
দল ক্ষমতায় আসে, অর্থাৎ রাজা হন।
তারপর মহারাজা হয়ে জনগনকে ভূলে যায়।
এই খেলাই চলছে , রাজণীতিতে যদি ব্যবসায়ী আর সন্ত্রাসীর আগমন
না ঘটত তাহলে ও ভালো কিছু আশাকরা যেত ।

.........................................................................................
যেখানে সৎ রাজনীতি নাই, সততার মূল্যায়ন হয়না সেখানে বড় ধরনের
বিষ্ফোরন ছাড়া জনগনের মুক্তিও আসবেনা ।

১৯ শে জুন, ২০২৪ ভোর ৫:২৫

সোনাগাজী বলেছেন:



গত জেনারেশন'এর( ১৯৭১ সালের ) পর, একটি শিয়াল জেনারেশন জন্মেছে; এরা মুগীর বাচ্চা চুরি করে ফার্ম শেষ করে দিয়েছে।

৫| ১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকার প্রতিটি সেক্টরেই বেনজীর আজিজ তৈরী করেছে উহারা জনগনকে সেবা না দিয়ে দেশনেত্রীর সেবা করছে।

১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:



১৯৭৫ সালের হত্যাকান্ডকে যারা সাপোর্ট করেছিলো, যারা দেশের মুল জনসংখ্যার বিপক্ষে গিয়ে বিএনপি-জামাতকে সাপোর্ট করেছিলো, তাদের কারণে শেখ হাসিনা উদ্ভব হয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.