নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইমান খুবই শক্ত বস্তু, গ্লোবেল-ওয়ার্মিং কিছুই করতে পারবে না।

২০ শে জুন, ২০২৪ ভোর ৫:১১



***** কোন ১ জন, বা একাধিক ব্লগার আমার পোষ্টটাকে রিফ্রেস করছে; ইহা সঠিক কাজ নয়, ব্লগাররা এসব ধরণের নীচু মানের কাজ করা সঠিক নয়। *****

এবারের হজ্বে ১ হাজারের মতো হাজীর মৃত্যু হয়েছে গরমে; মক্কায় গত কয়েকদিন তাপমাত্রা গড়ে ৫১ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিলো। একা মিশরের ৬০০ নাগরিক প্রাণ হারায়েছে।

এই বছর সারা বিশ্বে গ্লোবেল ওয়ার্মিং'এর প্রবল প্রভাব অনুভুত হচ্ছে। হজ্বের আগেই গ্রীস, ভারতে ভয়ংকর তাপে মানুষের মৃত্যু হচ্ছিলো। মক্কার তাপমাত্রা ৪৮ ডিগ্রির কাছে যাওয়ার সাথে সাথে হজ্বের কিছু কিছু ফিচার/আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়ার দরকার ছিলো; বিশেষ করে যাদের বয়স ৭০'এর বেশী তাদেরকে দিনের বেলায় বেরুতে নিষেধ করার দরকার ছিলো।

প্রিন্স সালমান নিশ্চয় হজ্বের সময়ের তাপমাত্রা সম্পর্কে আরো ২/৩ সপ্তাহ আগেই তথ্য পেয়েছে; কেন যে সে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্হা নেয়নি, বুঝা মুশকিল; সে তো বাংলাদেশ বা পাকিস্তানের কেবুবদের মতো হওয়ার কথা নয়।

যারা হজ্ব করতে গেছে, তাদের ভেতরে যারা মোটামুটি সাধারণ জ্ঞান রাখে, তারা হয়তো গরমে প্রাণ হারায়নি; কিন্তু যাদের তাপমাত্রা ইত্যাদি নিয়ে জ্ঞান নেই, তারা বেঘোরে প্রাণ হারায়েছে।

সারা বিশ্ব উত্তপ্ত হয়ে উঠেছে, সারা বিশ্বে বনভুমি পুড়ছে। সারা বিশ্বে অতি বৃষ্টি হয়ে ফ্লাশ বন্যা হচ্ছে; ইহা হচ্ছে অধিক তাপমাত্রার কারণে অধিক পানি বাস্পে পরিণত হয়ে আকাশে জমা হওয়ায়।

এগুলো সাধারণ জ্ঞানের কথা; তবে, এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যা মানব সমাজের হাজার বছরের লব্ধ জ্ঞান; ধর্ম জ্ঞানের বিষয় নয়, ইহা কমজ্ঞানী মানুষদের সমাজবিদ্যা, পুর্ণাংগ জীবন ব্যবস্হা; যারা ধর্মের মাঝে হারায়ে গেছে, তারা সমাজের জন্য বোঝা হয়ে গেছে এখন।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৪ সকাল ১০:৩২

কামাল১৮ বলেছেন: যারা বিশ্বাস করে হায়াত মওত আল্লাহ হাতে,তাদের আপনি কি করে বুঝাবেন।

২০ শে জুন, ২০২৪ সকাল ১০:৪০

সোনাগাজী বলেছেন:




নবীরা আরবে জন্মেছিলেন, আরবের মানুষের জ্ঞান বরাবরই কম ছিলো।

২| ২০ শে জুন, ২০২৪ রাত ১১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: হজ্ব সৌদিদের দ্বিতীয় রেমিটেন্স আয়ের উৎস। নিশ্চয়ই সালমান পরেরবার এটা মাথায় রাখবেন।

২১ শে জুন, ২০২৪ রাত ৩:৩৭

সোনাগাজী বলেছেন:



তবে, সালমান বলেছে যে, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, সুদান, বাংলাদেশের লোকজন ইবাদত করতে যায় না।

৩| ২১ শে জুন, ২০২৪ রাত ২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রিন্স সালমান নিশ্চয় হজ্বের সময়ের তাপমাত্রা সম্পর্কে আরো ২/৩ সপ্তাহ আগেই তথ্য পেয়েছে;
...................................................................................................................................
তিনি তখন নাইট ক্লাব চালু করার কাজে ব্যস্ত ছিলেন ।
আমেরিকায় পড়ার সময় দেয়া ওয়াদা পালন করলেন ।
কেননা ওয়াদা ভঙ্গকারীদের কেহ পসন্দ করেনা ।

২১ শে জুন, ২০২৪ রাত ৩:৩৯

সোনাগাজী বলেছেন:



আরবেরা আমেরিকা ও ইউরোপের মতো জীবন চায়।

৪| ২১ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

শাহ আজিজ বলেছেন: হজের সময়সীমা শীতের মধ্যে করলে কোন ক্ষতি হবে কি ??

২১ শে জুন, ২০২৪ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:



ইহা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষের জন্য সস্তা পর্যটন, চন্দরমাস বাদ দিয়ে ইহাকে জানুয়ারী মাসে করলে ভালো হবে; সালমান করতেও পারে।


চন্

৫| ২৩ শে জুন, ২০২৪ দুপুর ১:০২

নতুন বলেছেন: ৭ বছরের একটা বাচ্চা মারা গেছে গরমে, আর ধমান্ধরা সে বেহেস্তে গেছে বলে মন্তব্য করেছে।

যাদের মগজের প্রসেসর ১৪০০ বছর পুরনো তাদের ভাবনা কিভাবে পাল্টাবেন?

যার ৭ বছরের বাচ্চা মারা গেছে সেই বোঝে কস্টটা কেমন। কোন কিছুর বিনিময়ে সেই কস্ট ভোলা যায় না।

২৩ শে জুন, ২০২৪ রাত ৮:৪৪

সোনাগাজী বলেছেন:




আগের দিনের যেসব গুণীরা ধর্ম আবিস্কার করেছেন, তারা আজকে ৫ম শ্রেণীর বাচ্চার সমানও এই বিশ্বকে বুঝতো না; ফলে, তাদের দেয়া জ্ঞান, আজকের জন্য ভুল-ভাবনা।

৬| ২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


আমার এক আত্নীয় এবার মরতে মরতে বেঁচে গেছে হজ্বে।

৭| ২৪ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



বেশ আগে, আমর ক্লাশমেট, হাসিনার স্বামী মারা গিয়েছিলো হজ্বে হিটস্ট্রোকে; মেয়েটার জীবনটা হঠাৎ করে দোযখে পরিণত হয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.