নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সত্যপথিককে ধন্যবাদ, শিক্ষিকার পাগলামী থামাচ্ছেন!

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:১০



আমাদের শিক্ষার মান শুন্যের কোঠায় এসে ঠেকেছে; ইহার জন্য মুলত সরকার, শিক্ষকরা ও পরিচালনা কমিটিগুলো দায়ী। বর্তমানে প্রাইমারী স্কুল থেকে ইউনিভার্সিটিনা অবধি পরিচালনা কমিটিগুলোতে আওয়ামী লীগের পান্ডারা ঢুকে পড়েছে। ভারত শিক্ষার জন্য এখন বিশ্বে পরিচিত, বাংলাদেশ প্রশ্নফাঁসের জন্য পরিচিত।

চরিত্রহীন শিক্ষকদের লোভের কারণে ক্লাশে পড়ালেখা বন্ধ হয়ে গেছে, ওরা প্রাইভেট পড়ায়ে টাকা আয় করছে; আরো ৫০ বছর আগের থেকেই ১ম শ্রেণী থেকে বাচ্ছাকে প্রাইভেট পড়াচ্ছে মা-বাবারা; শিক্ষকেরা ক্লাশে কি করছে? আমি এই জীবনে ক্লাশ ছাড়া কারো কাছে ১ মিনিটও প্রাইভেট পড়িনি। আমি গ্রামের ছেলে, আমাকে সবকিছু ক্লাশের শিক্ষকের কাছে শিখতে হতো।

আজকের শিক্ষকদের ( প্রাইমারী, হাইস্কুল ও কলেজ ) ঘুষ দিয়ে চাকুরী কিনতে হচ্ছে! যেসব শিক্ষক ঘুষ দিয়ে চাকুরী কিনে নিচ্ছে, এরা নিজেরা শিক্ষায় কাঁচা ছিলো, এরা পড়াতে পারে না।

দেশে গেলে, আমাকে ১টি প্রাইমারী স্কুলে ১ঘন্টার জন্যও হলেও যেতে হয়; কারণ, সেই স্কুলের জমিটা আমি দান করেছি। ৭ জনই নারী শিক্ষক; একজনেরও যোগ্যতা নেই, ১ জনও ঠিক মতো পড়ান না। এর মাঝে ২ জন আছেন আবার নগরবধুর মতো, সেজেগুজে পুতুলের মতো স্কুলে আসে, গ্রামের তরুণরা নাকি শিষ দেয়।

আমদের বেশীরভাগ শিক্ষকের যোগ্যতা নেই, ব্যক্তিত্ব নেই, চরিত্র নেই। এরা আমাদের জেনারেশনগুলোকে গার্বেজে পরিণত করেছে; এদের ছাত্রদের ৪০ লাখ এখন বেকার, বাকীরা কাজ পেলেও দক্ষতার অভাবে কাজ করতে পারে না।

সত্যপথিক, আপনাকে ধন্যবাদ; শিক্ষকেরা যখন শিক্ষকের মতো আচরণ করেন না, আপনি রুখে দাঁড়াবেন, আমিও আছি।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৪ রাত ৮:১৪

অ্যালেকজান্ডার ফ্লেমিং বলেছেন: আজ ব্লগে সর্বশেষ পোস্ট এসেছে বিকাল ৪ টায়।এখন পর্যন্ত আর কোন পোস্ট নেই। ১ দিন আগেও ৩ টি মন্তব্য পেয়ে পোস্ট নির্বাচিত পাতায় গেছে।মাত্র ৭০ বার পঠিত হওয়া পোস্ট ও ২ টি লাইক পাওয়া পোস্ট আলোচিত পাতায় গেছে। ব্লগের এই বেহাল দশায় ব্লগাররা চিন্তিত হবেন এটা খুবই স্বাভাবিক।কারণ তারা ব্লগটারে ভালোবাসেন। এই সত্য টুকু বলায় একজন শিক্ষিকা পরিচয় দেয়া যখন হিংসা বা বিষ ঢালেন তখন এই জাতীর ভবিষ্যৎ নিয়ে আমি শংকিত। আরও শংকিত হিস্র পাচাটা শ্রেণির দালালরা যখন উক্ত শিক্ষিকার পা চাটে।


এমন একটা ভাব এটা হিংস্র পা চাটা দালালদের বাপের ব্লগ। ব্লগ নিয়ে চিন্তিত হওয়ার অধিকার শুধু পা চাটা দের আছে। আর কারও নেই।

২৫ শে জুন, ২০২৪ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:




আমার গ্রামের প্রাইমারী স্কুলের ৭ জন শিক্ষিকা আছেন; কেহ কিছুই পড়ান না; ২জন অতিরিক্ত সেজেগুজে আসেন ( গ্রামের জন্য গ্রহনযোগ্য নয় ), গ্রামেরা ছেলেরা স্কুলের আশেপাশে ঘুরে।

ব্লগকে এত নীচুতে নামানোর পেছনে কোন কারণ আছে, মনে হয়।

২| ২৫ শে জুন, ২০২৪ রাত ১০:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ, সোনাগাজী ভাই।

আমি অন্যায়ের বিরুদ্ধে যাবো, এটাই স্বাভাবিক।

আমি যদি কখনো অন্যায়ের বিরুদ্ধে না যাই, তাহলে ধরতে হবে আমার সুস্থ্য জীবন শেষ। আস্তাকূরে যাওয়ার সময় হয়ে গিয়েছে।

আপনি অতীতে দেখেছেন, আমি আপনার বিপক্ষেও কথা বলেছি, মাঝে মাঝে।

ভালো থাকুন নিরন্তর।

২৫ শে জুন, ২০২৪ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:



আপনি নিজের মতামত প্রকাশ করে থাকেন সব সময়।

৩| ২৫ শে জুন, ২০২৪ রাত ১১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



@অ্যালেকজান্ডার ফ্লেমিং,

কিছু কড়া কথা বলছি -

১) ব্লগার শায়মা এই ব্লগে অনেক পজিটিভ এনার্জি দিয়েছেন। তাঁর পজিটিভনেস, নেগেটিভীটি থেকে বেশি। তাই, বুঝে শুনে কথা বলবেন।

২) এই ঘটনাকে জাতির উপরে ফেলবেন না। আপনার 'ক্যাচালি' মন্তব্য যে মস্তিস্ক থেকে বের হয়েছে, তা থেক জাতির সামগ্রিক ভাবে ভালো অবস্থায় আছে। তাই, বেশি চিন্তিত হবেনা না। বি কুল!!!

৩) আপনি পা চাটা যাদেরকে বলছেন, তাঁরা ধীরে হলেও শিখছে। তাই, বলছি, এসব বস্ত্রির ভাষা এখানে প্রয়োগ করবেন না, প্লিজ।

বুঝার জন্যে ধন্যবাদ।

৪| ২৭ শে জুন, ২০২৪ রাত ২:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে সাহিত্য চর্চ্চার বাহিরে
অন্য আলোচনা ব্লগকে কখোনই
সমৃদ্ধ করবে না ।

২৭ শে জুন, ২০২৪ রাত ৩:৫৮

সোনাগাজী বলেছেন:




সাহিত্য কি আপনি ব্লগে দেখেছিলেন? স্প্যানকড, আলমগীর লিটন, আমাকে নিয়ে শাময়ার কবিতা, অপুর চোরা গল্প, সোনাবীজের বকবক, এগুলো কি মানুষের সাহিত্য?

২৭ শে জুন, ২০২৪ ভোর ৪:০০

সোনাগাজী বলেছেন:




আমাদের প্রশ্নফাঁস জেনারেশন ও জাতীয় ইউনিভার্সিটিট গ্রেজুয়েটরা বিদেশের ৮ম শ্রেণীর সমান জ্ঞানের অধিকারী; ব্লগে এরা দেশের অবস্হা জানতে পারার কথা

৫| ২৭ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই ব্লগে কি চর্চা হয় ?
কি চর্চা হওয়া উচিত ?

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:০৩

সোনাগাজী বলেছেন:




এডমিন সাহেব ও শায়মা মিলে এই ব্লগটাকে টংদোকানের আড্ডায় পরিণত করেছে; ইহা সোস্যাল মিডিয়ার লেভেলে নেই।

৬| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সত্যপথিক শাইয়্যান ভাই তো দারুন দারুন গান উপহার দিচ্ছেন।
সবাই সমসাময়িক সমস্যা নিয়ে পোস্ট দিবে না , গঠনমূলক পোস্ট দিবে না।

আপনি ব্লগটাকে নিজের দৃষ্টিতে দেখেন। আমি নিজেও টঙের দোকানে চা বিস্কুট খাচ্ছি। আবার আপনার পোস্টেও ঢু মারছি।

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৬

সোনাগাজী বলেছেন:



আপনার মতো ভুল ধারণার নাগরিকে দেশ ভর্তি বলেই বেগম জিয়া ও শেখ হাসিনা জাতিকে ডুবিয়ে দিয়েছে সহজেই; ৪০ লাখ গ্রেজুয়েট বেকার। আপনাকে এসব কথা আমি ব্যতিত অন্য কেহ বলবেন না; স্যরি, আমাকে এসব বলতে হচ্ছে অনেক বাংগালীকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.