নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আজ রাতে, আমেরিকার ইতিহাসে সবচেয়ে অস্বাভাবিক ডিবেইট

২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:০৬



আজ, বৃস্পতিবার (৬/২৭/২০২৪, নিউইয়র্ক সময় সন্ধ্যা ৯'টা) আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ১ম ডিবেইট অনুষ্ঠিত হবে বাইডেন ও ট্রাম্পের মাঝে। ইহা বেশ কয়েকটি কারণে অস্বাভাবিক: এই ধরণের ডিবেইট হয়, দলগুলোর ফাইন্যাল ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার পর, আমেরিকায় এখনো প্রাইমারী চলছে; প্রেসিডেন্ট পদের ১ম বিতর্ক কোন মিডিয়া করে না, করে থাকে The Commission on Presidential Debates; এবার ওরা করছে না; সবাই চিন্তিত যে, অভদ্রভাবে কথা বলবে ট্রাম্প।

ট্রাম্প ডিবেইট করতে জানে না; কিন্তু সে বাইডেনের কিছু দুর্বল দিক ( বাইডেনের ছেলের জেলের সম্ভাবনা, ইমিগ্রেশন, বেশী খরচ, ইনফ্লেশন ) নিয়ে, ভুল ও মিথ্যা তথ্য দিয়ে হরিপুর ও গোরিপুরের লোকদের মত গোলযোগ লাগিয়ে দিবে; এতে বাইডেন রেগে যাবার সম্ভাবনা; আমেরিকানরা ডিবেইটে কেহ রেগে গেলে পছন্দ করে না। বয়স-জনিত কারণে বাইডেন কিছুটা শ্লো-রেসপনসিভ ও মুল পয়েন্টের উপর আলোকপাত করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে।

আরেকটি সমস্যা হবে, ডিবেইট শেষ হওয়ার সাথে সাথে ট্রাম্প দাবী করবে যে, সে ভালো করেছে, ডিবেইটে জয়ী হয়েছে; ডিবেইটকে এনালাইসিস করতে কিছুটা সময় লাগবে।

এবারের নির্বাচনে মানুষ কয়েকটি বিষয়কে মাথায় রেখে ভোট দিবে: (১) ইনফ্লেশান( অর্থনীতি ) (২) বেআইনী ইমিগ্রেশন (৩) ইউক্রেন ও গাজার যুদ্ধে বর্তমান সরকারের ভুমিকা।

আমেরিকার এবারের নির্বাচনটা হবে এক ভয়ংকর নির্বাচন; এই নির্বাচনে ট্রাম্প জয়ী হলে, আমেরিকার সমাজ ব্যবস্হায় বিশাল পরিবর্তন আসবে, আমেরিকার এক প্রক্তন সমস্যা রেসিজম আবার বিশালভাবে ফিরে আসবে; মানুষ ভয়ে আছে। বাইডেনের স্বাস্হ্য ভালো নয়, নির্বাচনের পর, কোন এক সময়ে যদি বাইডেনের মৃত্যু হলে, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হয়ে যাবে; এই অপদার্থকে কেহই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাহে না; ইহা একটি সমস্যা।





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নিউইয়র্কের সন্ধ্যা ৯টা মানে, বাংলাদেশের আগামীকালের সকাল ৯টা?

CNN সম্প্রচার করবে জানতে পারলাম। CNN-এঁর ওয়েবসাইটেও লিংক দিয়েছে।

অনেক ইন্টারেস্টিং কহব দিয়েছে এখানে - Click This Link

কোন পডীয়ামে কে যাবেন তা টস করে নির্ধারিত হবে।



২৭ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



ঢাকা সময় হবে সকাল ৭টা।
লিংক পড়ে দেখবো, ধন্যবাদ।

২| ২৭ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক ইন্টারেস্টিং খবর দিয়েছে উপরের লিংকে।

কোন পডিয়ামে কে দাঁড়াবেন তা টস করে নির্ধারিত হবে!

মার্কিন ভোটের নিয়মটা নিয়ে একটা পোস্ট দেন, প্লিজ। বেশ ইন্টারেস্টিং হবে। ইলেক্টরাল কলেজ ভোট কি মাথায় ঢুকছে না।

২৭ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, ইলেক্টরাল কলেজ ভোট ব্যাখ্যা করে ১টি পোষ্ট দেবো।

৩| ২৭ শে জুন, ২০২৪ রাত ৯:৫৯

কামাল১৮ বলেছেন: ডিবেইটে ভাল করার উপর ভোটে পাশ করা নির্ভর করে না।হিলারি ক্লিনটন অনেক ভালো করেছিলো কিন্তু ভোটে পাশ করতে পারে নাই।দেখার ইচ্ছা আছে।

২৭ শে জুন, ২০২৪ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



ডিবেইটে মানুষ বুঝতে চায়, আসলে আচরণ ও ভাবনার দিক থেকে কোন কেন্ডিডেট ভালো।

হিলারীর পরাজয় হয়েছিলো, তার ব্যক্তিগত কম্প্যুটারে অফিসিয়্যাল কাগজ পাওয়া যাওয়ায়।

৪| ২৮ শে জুন, ২০২৪ রাত ১:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাইডেন ও ট্রাম্পের মাঝে ভালো খুজঁতে যাওয়া বোকামী
..................................................................................
ইউক্রেন যুদ্দ বন্ধ করে যে বিশ্বে শান্তি আনবে
তাকেই ভোট দেয় উচিৎ।

২৮ শে জুন, ২০২৪ রাত ২:২৬

সোনাগাজী বলেছেন:



বাইডেন এলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে; তবে, বাংলাদেশ রিলিফ পাবে না ও বিশ্ব ব্যাংকের ঋণ পাবে না সহজে; সে বলবে যে, ফিলিস্তিনীরা সন্ত্রাসী, সেজন্য মারা পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.