নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগের ৩ বেকার!

৩০ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫১



ব্লগারদের মাঝে অনেকই বেকার আছেন নিশ্চই; আমার জানা মতে, আমি, কবি মুসা ও রাজনীতির ছাত্র, ব্লগার না'হল তরকারী এই মহুর্তে বেকার। আমি সামান্য শারীরিক সমস্যা নিয়ে বেশ আগেই কর্মজীবন থেকে অবসর নিয়েছিলাম; কিন্তু পার্ট-টাইম কাজ করছিলাম, ১ বন্ধুকে সাহায্য করে; এখন সেটা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।

ব্লগার না'হল তরকারী চাকুরী পাচ্ছে না; আজ অবধি কোন পোষ্টে আমি দেখিনি যে, কেহ এই তরকারী সাহেবের চাকুরীর জন্য সামান্য সহানুভুতি প্রকাশ করেছেন। ব্লগে অনেক প্রভাবশালী সরককারী চাকুরে, প্রক্তন সরকারী চাকুরে আছেন; আছেন অনেক ব্যবসায়ী। এসব লোকজন দুনিয়ার আবর্জনা লিখে ব্লগ ভরায়ে ফেলেন; কিন্তু ব্লগার না'হল তরকারীকে একনার জিজ্ঞাসাও করেননি, ব্যাপার কি!

ব্লগার কবি এমডি মুসাকে আমি চাকুরীর ব্যাপারে সামান্য টিপস দিয়েছিলাম; বুঝা যাচ্ছে যে, উনি ওসব ঠিকভাবে বুঝেন না। চাকুরীর ব্যাপার নিয়ে আমি অন্য কোন ব্লগারকে উনার সাথে আলাপ করতে দেখিনি।

রাশান-ফেরত হিসেবে আমি অনেক কিছু আশা করেছিলাম ব্যবসায়ী ব্লগার শেরজা থেকে; সামান্য সময়ের মাঝে বুঝেছিলাম যে, উনার ব্লগিং ও আসল জীবনের সাথে মিল নেই! আজকে দেখছি, শেরজা ১ ব্লগারের বিপক্ষে ১ম শ্রেণীর বাচ্চার মতো নালিশ করে, নিজেই আটকে গেছেন; বিদেশী অভিজ্ঞতা নিয়ে, এত বয়সে মানুষ কিভাবে ব্লগে এসব ছাগলামী করে?

আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না; আমি আজকে চাইলে, ১ সপ্তাহের মাঝে ২/১টা চাকুরী নিজের জন্য যোগাড় করতে পারবো। কিন্তু মুসা ও না'হল তারকারী কোনভাবেই নিজের জন্য কিছুই করতে পারছেন না, ইহা মনে রাখবেন!


মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৪ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:

- আমিও কর্মমুক্ত ব্যক্তির তালিকায় আছি গুরু।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি তো ২/১ জনকে চাকুরী দিতে পারেন খামারে ও জমিতে। আপনার খামার দেখার চাকুরী আমি নেবো; দেশে এলে জয়েন করবো।
খামার থেকে শহরে আসতে কত সময় লাগে?

২| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


এখন শরীর কেমন?

০১ লা জুলাই, ২০২৪ রাত ৩:৫৩

সোনাগাজী বলেছেন:



একটু বড় ধরণের সমস্যার মোকাবেলা করছি, ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: শেরজা ভাই আজ নিজে আক্রান্ত হয়েছেন বলে কষ্ট পেয়েছেন। অথচ তার পোস্টে ব্লগের শ্রেষ্ঠ ব্যাক্তি আক্রমণ কারীরা বলছেন অমুক তমুক ব্যাক্তি আক্রমণ কারী। তবে আশার কথা আপনাকে তার পোস্টে এখন পর্যন্ত কেউ এট্যাক করেনি। আশা করছি আপনার এই পোস্ট এর পর আপনি ব্যাক্তি আক্রমণ করেছেন এমন অভিযোগ জানিয়ে কাল নাগাদ দুই চারটা মন্তব্য আসবে মনে হচ্ছে। অতীত অভিজ্ঞতা তাই বলছে।

০১ লা জুলাই, ২০২৪ রাত ৩:৫৭

সোনাগাজী বলেছেন:



শেরজা যে সৎ নন, আমি শুরু থেকেই বুঝেছি; উনি আজকে যেই পোষ্ট দিয়েছেন, ইহা পরিবারের ছোট বাচ্ছা যেভাবে নালিশ করে, সেই পর্যায়ের পোষ্ট।

৪| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৩:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি জিজ্ঞাসা করেছিলাম - অনিকেত বৈরাগী কাকে থাপ্পর দিতে চেয়েছেন?

উত্তর এখনো পাইনি সেখানে।

আপনি কি জানেন?

০১ লা জুলাই, ২০২৪ ভোর ৪:০৫

সোনাগাজী বলেছেন:


না, আমি জানি না; আমি আজকাল গার্বেজ কম পড়ছি, অনেক ব্লগারের লেখা পড়ার দরকার হয় না, অনেকের মন্তব্যও পড়তে হয় না। ব্যেমন আমি জানি অপু, জিকো ব্লগ, ভুয়া মফিজ, নীল আকাশ, সোনাবীজ কিংবা জটিল ভাই কি মন্তব্য করবেন।

৫| ০১ লা জুলাই, ২০২৪ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রূপকদার জন্য যতটুকু সহানূভূতি ব্লগাররা দেখিয়েছেন( কিন্তু তবুও উনি চাকরি পাননি)। না’হল ও মুসা ভাইদের জন্য কেউ আগ্রহ দেখাচ্ছেননা। এত বড় ব্লগ কমনিউটি অথচ বাস্তব জীবনে কেউ কাউকে তেমন হেল্প করেনা, দুঃখজনক। চাইলেই কেউ না কেউ ওনাদের চাকরির ব্যবস্থা করতে পারেন, কিন্তু করে না মনে হয় করবেওনা।

০১ লা জুলাই, ২০২৪ সকাল ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



রূপককে ঢাকায় এনে চাকুরী দেয়া হয়েছিলো; কিছুটা সময় চাকুরী করেছেন; তারপর, নিজগুণে চাকুরীটা হারায়েছেন; এরপর তিনি অন্য চাকুরী খুঁজে নিয়েছেন; এখন ঢাকায় আছেন।

৬| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার নিজের কোন চাকুরী দেয়ার ক্ষমতা নাই। তবে কয়েকজন আমার অফিস থেকে আমার আন্ডারে ইন্টার্নশিপ করেছে। তাদের মধ্যে সামু ব্লগারও আছেন। সেই সামান্য ব্যবস্থা টুকু আমি করেছিলাম। আশার কথা দুইজন চাকুরিও পেয়েছে। বাকিদের জন্য চেষ্টা অব্যাহত আছে।


এইবার শেষের প্যারাতে আসি।
ব্লগিং লাইফ আর আসল জীবনের মিল থাকবে না সবার।
আপনি একটা ভুল ধারণা নিয়ে ব্লগিং করছেন। এবং সেই ভুল ভাঙ্গানো অসম্ভব।

আমার ছেলের কাল টেস্ট। ভয়ানক টেনশনের ব্যাপার। এইবার রিপোর্ট কেমন হবে ভাবতেই বুকটা হুহু করছে। আর আমি দিয়েছি জিলাপির পোস্ট।
বলুন আসল জীবন আর ব্লগিং কিভাবে মেলাবেন।


০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:



আপনার লেখায় আপনার জীবন-ধারণা, ভাবনাচিন্তা, ব্যক্তিত্ব, চরিত্র, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, ইত্যাদি নিজের থেকে প্রতিফলিত হবে।

আপনার ছেলে ও আপনার জন্য শুভকামনা রলো; ছেলের হার্টের অবস্হা ( যতটুকু প্রকাশ সম্ভব ) ব্লগে দেবেন।

বেকার ব্লগারদের চাকুরী পেতে সাহায্য করার দরকার। আপনি ইন্টার্ণশীপ নিয়ে সাহায্য করছেন শুনে ভালো লাগলো।

৭| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ১:৫১

বাউন্ডেলে বলেছেন: সামুর সংসারে ঝগড়া, হানাহানি,বেকারত্ব, দারিদ্রতা,হিংসা,পরচর্চা,নিরক্ষরতা,অহমিকা নিত্যদিনের । এসব না থাকলে, মজা কিসে পাবে গো বাছাধনেরা !!!!! =p~

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:২০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের কতভাগ মানুষ অসৎ বলে মনে হয়? ১৯৯৩ সালের দিকে রাশিয়া ও ইউক্রেন হয়ে ইউরোপ নেয়ার জন্য আদম বেপারীরা হাজার হাজার ছেলেকে রাশিয়া ও ইউক্রেন নিয়ে যায় ছাত্র হিসেবে।

৮| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৫৭

এম ডি মুসা বলেছেন: আমি আলাদা কিছু চেষ্টা করছি। তারপর আপনার কথা আমার মাথায় আছে।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



চেষ্টা করছেন শুনে ভালো লাগলো; আপনি তরুণ, অবস্হা বুঝে চেষ্টা করলে সফল হবেন। বিদেশ থেকে দেশে সুযোগ বেশী।

৯| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:০১

এম ডি মুসা বলেছেন: গুরু আমাকে নিয়ে পোস্ট করছেন, আমি একটা ক্যাডেট স্কুলে দীর্ঘদিন , আমাকে দেশের বাইরে যাওয়ার কথা বলেছে। আমি যাইনি আমি একবার ট্যুর দিয়েছিলাম। ডুবাই। কিন্তুু আমার কথা হচ্ছে । আমি দেশে কিছু করার েইচ্ছা। তবে আপনার জন্য অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:



সম্প্রতি সায়েমুজ্জমান নামে ১ সেক্রেটারী ব্লগে একটিভ হয়েছেন, সোনাবীজ ও খায়রুল আহসান অনেক বড় বড় সরকারী চাকুরী করেছিলেন, উনাদের হাত আছে, চেষ্টা করলে ৩/৪ জন ব্লগারের জন্য কিছু করতে পারেন।

১০| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছেলের হার্টের অবস্হা ( যতটুকু প্রকাশ সম্ভব ) ব্লগে দেবেন।

কেন ? জানতে চাইলাম। কিছু মনে করবেন না।

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৪

সোনাগাজী বলেছেন:



এখানে কোন কার্ডিলোজিষ্ট'এর সাথে আলোচনা করার চেষ্টা করবো।

১১| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগে তেমন কিছু আর দেব না।
কয়েকবছর আগে দুই বাচ্চার হার্টের সমস্যা নিয়ে ব্লগে পোস্ট প্রকাশিত হয়েছিল কয়েকটা। ওই বাচ্চারা এখন কেমন আছে শিরোনামে পোস্ট করেছিলাম গতকাল। বিশেষ কারণে পোস্ট সরিয়ে নিয়েছি।
তবে আপনি পার্সোনালি চাইলে দিতে পারবো। যদি বিকল্প কোন রাস্তা থাকে আপনাকে পাঠানোর। উন্নত দেশের কার্ডিওলজিস্ট কি বলেন সেটা আমারো জানার ইচ্ছা।

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:



আমি দেখি, কোন কার্ডিওলোজিষ্ট অন্য দেশে অবস্হিত বাচ্ছার ব্যাপারে কথা বলতে চায় কিনা।

১২| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:০৫

লিখন২০১৬ বলেছেন: ভাই আপনে আপনার বাধ্যগত ফটোগ্রাফার শিষ্য গোফরানের বালডি লেহার খাতারে কন না ভাই আমারে বুলক না কইত্তে। আপনে না কইছেন মন্তব্য বুলক করে ডরপুকেরা। বেডা ডরপুক আপনার শিষ্যের বালডি হইয়া আমারে মন্তব্য বুলক কইরে দিলো। কামডা কি ঠিক হইলো কন?

ভাই আপনে আর আপনার শিষ্য নাকি মুতে দিলেই আমরা ভাইসা যামু? কতাডা কি হাছানি? এই কতা আপনের বাধ্যগত বাধ্যগত ফটোগ্রাফার শিষ্য গোফরানের বালডি লেহার খাতা কইসে। কতাডা কি সত্য?

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:২৮

সোনাগাজী বলেছেন:



আপনি কি ব্লগার?
নীচে আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ১টি
মন্তব্য করেছি: ৫৪টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৮ বছর ২ দিন

১৩| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:১২

নতুন বলেছেন: আপনার ছেলের হার্টের কি সমস্যা সেটা নিয়ে লিখুন ।

আপনার ঐ পোস্টে মন্তব্য করতে গিয়ে আর পাইনাই।

ছেলের সমস্যা নিয়ে একটা ছোট পরামর্শ যদি তার উপকার হয় তবে সেই চেস্টা করা উচিত।

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:



আমার নিজের কার্ডিওলোজিষ্টের এর সাথে আলোচনা করে দেখবো, অন্য দেশে অবস্হিত বাচচার ব্যাপারে আলাপ করতে চান কিনা!

১৪| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৩৫

লিখন২০১৬ বলেছেন: হ্যা আমি ব্লগার। ব্লগে রেজি করলেই মানুষ ব্লগা অয় আর মালটি দিয়ে লিখলে মালটিবাজ হয়। তয় লেহার খাতা মালটির কলঙ্ক বালডি আমার মন্তব্য বলক করিছে এই ব্যপারে উপদেশ দেন। কইয়েন না আমি ব্লগার ছাড়া উপদেশ দেই না। পিলিজ লাগে উপদেশ দিয়েন।
ঐ বালডি কইসে আপনারা মুইতে দিলে নাকি আমরা ভাইসা যাবো। কিমুন কতা ইডা? সত্য নাকি কন দেহি।

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনার সাথে আমার ব্লগিং জমবে না।

১৫| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৪২

এম ডি মুসা বলেছেন: ওরে এত বড় কিছু জন্য আমি মোটেও প্রস্তুত না। যদি সম্ভব হয় আমি এর আগে কিছু ল,,,,,,,করতে চাইছি । তাতে কাজ হচ্ছে না যদি তাদের সেক্টরে কোন কামলা হিসবে দিতে পারে । এতে তো বড় কিছু পাওয়া হবে ,,,,,,,,মনে হয় হবে না।

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:




আপনি কি এখনো ভোলায় আছেন, নাকি কোন শহরে আছেন?

১৬| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: উপরে ছাগুটিল ব্লগে পায়খানা করে দুর্গন্ধ করে ফেলতেছে। ওরে ব্লক করে দেন।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:




রাখালটি সাড়ে ৮ বছরে ১ বিশ্রী পোষ্ট লিখেছে; উহা নিজের থেকেই বাস্পীভুত হয়ে যাবে।

১৭| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:২৩

নিমো বলেছেন: আমি ঠিক জানি না, আপনি শেষ কবে দেশে এসেছেন। ২০০০ পরবর্তী সময় থেকেই দেশে স্বার্থান্ধদের রমরমা। এরা বাস্তব জীবনেই কাউকে সাহায্য করে না, আরতো ব্লগে। ব্লগ তার সূচনালগ্নে যে আদর্শ ধারণ করেছিল, তা থেকে পথচ্যুত হয়েছে বহু আগেই। ইদানিংতো নূতন বাণী পাওয়া যাচ্ছে ব্লগ হচ্ছে আড্ডার জায়গা, এখানে কি দেশোদ্ধার হবে। তবে এসব যারা বলেন তাদের পোস্ট ও মন্তব্য কিন্তু উল্টো বলে। দেশ শেষ হয়ে গেল, ভারত খেয়ে ফেলল,স্বৈরাচারে বাক স্বাধীনতা নাই অমুক তমুক। আমি ভেবে পাই না, দেশ ও প্রবাসে এসব মাথাভারি পাহারাদার স্বত্তেও এত কিছু কিভাবে হয়ে যায়! আর আপনি যেসব বেকারদের কথা লিখেছেন, তাদের একজনকে আমি সাহায্যের চেষ্টা করেছিলাম, কিন্তু সমস্যা হল উনাদের কারই তথ্য-প্রযুক্তি বিষয়ক দক্ষতা সেভাবে নাই। আমার যোগাযোগ মূলত ঐ খাতে, তাই আমি চাইলেও সাহায্য করতে পারছি না।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



আমি দেশে সম্প্রতিও গিয়েছি; দেশকে বেশী ধ্বংস করেছেন শেখের কন্যা; উনার দলের যে লোকটি কিছুটা সৎ ও দক্ষ, তাকে দেশের কোন পদে নমিনেশন দেয়া হয় না; উনার দলের ক্রিমিনালদের উনি বড় বড় পদ দেন; এসব ক্রিমিনালদের কাজে লাগিয়ে ব্যুরোক্রেটরা, ব্যাংকের লোকেরা ও ব্যবসায়ীরা ডাকাতী করছে। ডাকাতীর রাজ্যে বাস করে সাধারণ মানুষের নৈতিক পতন হয়েছে।

দেশের ৪০% মানুষ অন্যায়ের সাথে যুক্ত, ব্লগেও ৪০% আছে; ফলে, ব্লগের অবস্হা ভালো নয়।

বাংলাদেশে চাকুরী পেতে হলে ভালো দক্ষতার দরকার, নাহয় 'ক্রিমিনাল হতে হবে। এমডি মুসা নাকি কিছু একটা করার চেষ্টা করছেন।

১৮| ০২ রা জুলাই, ২০২৪ সকাল ৮:২৯

অহন৭১ বলেছেন: গাজী দাদা, আপনার অবসর জীবন কেমন যাচ্ছে? বাবাকে দেখিছি, কর্মজীবনের পর অবসরে উনি বই লিখতেন। যদিও ঐ লেখা গুলো এখনো পান্ডুলিপি হিসেবে বড় ভাইয়ের কাছে আছে, প্রকাশ পায় নি। তো, অবসরে আপনার পরিকল্পনা কী? প্রবাস জীবন নিয়ে লিখতে পারেন।

ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা।

০২ রা জুলাই, ২০২৪ সকাল ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



মুক্তিযুদ্ধে গণ-মানুষের অবদান ও শুন্যহাতে বিদায়ে নিয়ে ১টা বই লেখার দরকার। আমি জেনেটিক্যালী-প্রাপ্ত ১টি শারীরিক সমস্যায় ভুগছি, কিছুই করা হচ্ছে না।

১৯| ০২ রা জুলাই, ২০২৪ সকাল ১০:১৩

অহন৭১ বলেছেন: সোনাগাজী বলেছেন : মুক্তিযুদ্ধে গণ-মানুষের অবদান ও শুন্যহাতে বিদায়ে নিয়ে ১টা বই লেখার দরকার।

এটা সময়ের দাবি, একদম।

০২ রা জুলাই, ২০২৪ সকাল ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



দেখি, ব্লগে সময় না'দিয়ে বইতে সময় দেয়া যায় কিনা।

২০| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:৩১

রানার ব্লগ বলেছেন: আপনি এদের কে এদের রাস্তায় ছেড়ে দিন । আপনি আপনার নিজের অভিজ্ঞতা কে বইয়ে রূপান্তর করুন । একটা কথা আশকরি আপনি জানেন দুর্জনের ছলের অভাব হয় না । রাজাকার ও তাদের ঔরষ পুত্র/পৌত্রিরা যুগে যুগে নানা রঙে ঢঙ্গে আসবে এটাই স্বাভাবিক । কারন পরাজিতদের গায়ের ক্ষত কখনোই শুকায় না এবং এরা শুল্কাতেও দেয়া না । সমস্যা হলো জয়ীদের ঘুম আরো গভীর হচ্ছে । তাদের ঘুমা ভাঙ্গাতে পারেন কি না দেখুন ।


*** আপনি কি আবার মেজর জেনারেল হয়ে আছেন ? অবশ্যে ইহাতে যাদের জিহবা দিয়ে খুশির লালা টপ টপিয়ে পরছে তাহাদের দেখে হতাশ হবেন না । ঘেয় কুকুরের জিহবা এমনি হয় ।

০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, দেখি স্বাধীনতাকামীদের আশা-নিরাশা নিয়ে কিছু লিখতে পারি কিনা; যাঁরা বাংলাদেশ চেয়েছিলেন, প্রান দিয়েছিলেন, ৯ মাস মৃত্যু-ভয়ের মাঝে থেকে স্বাধীনতার জন্য অবদান রেখেছিলেন; কিন্তু দিনশেষে শুন্য হাতে ও ভগ্ন হৃদয় নিয়ে ফিরছেন, তাঁদের পক্ষের কাহিনীগুলো বলার দরকার আছে।

২১| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১১:১৮

নূর আলম হিরণ বলেছেন: মুক্তিযুদ্ধে গণ-মানুষের অবদান ও শুন্যহাতে বিদায়ে নিয়ে ১টা বই লেখার দরকার। আমি জেনেটিক্যালী-প্রাপ্ত ১টি শারীরিক সমস্যায় ভুগছি, কিছুই করা হচ্ছে না।
আপনাকে এর আগেও একবার বলেছিলাম আপনার বই লেখার কাজে মনোযোগ দেন, এটা খুব একটা ভালো কাজ হবে।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:১৮

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, শুরু করতে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.