নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ছাত্র আন্দোলন নয়, দরকার শিক্ষকদের আন্দোলন

১০ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৪



**** আমার ব্লগিং-ষ্ট্যাটাস এখন "সেইফ", এডমিন সাহেবকে অনেক ধন্যবাদ। অন্যদের লেখায় ফিডব্যাক দেয়ার জন্য আমার কমেন্ট করার ক্ষমতা দরকার। ****

আমার মুল চাকুরীর সাথে, প্রবাসে আমি আজীবন পার্ট-টাইম শিক্ষকতা করেছি; আমেরিকায় সর্বশেষবার শিক্ষকতা করার সময়, অনেক বেশী ছাত্রকে A দেয়ার কারণে ফ্যাকাল্টি ডীনের ( ভারতীয় ) সাথে তর্ক হওয়ায় আর শিক্ষকতা করিনি; নিজে ফ্রি টিউটরিং ক্লাশ চালিয়ে ৩ হাজারের মতো বাংগালীকে চাকুরী পাবার কোর্স করায়েছি। আমার ক্লাশ দেখার জন্য ব্লগার এলিয়ানা সিম্পসন নাকি এসেছিলেন ছদ্মবেশে।

বাংলাদেশে চাকুরীর সময়, একবার শিক্ষকতার ১টা সুযোগ এসেছিলো; যারা আমার সময়ে গ্রেজুয়েশন করেছে, তাদের জন্য চাকুরী খুঁজেছি। একবার, ৩ জন ছাত্রের চাকুরীর জন্য আমাদের এমপি'র অফিসে ( ব্যবসায়িক) গিয়ে ২ ঘন্টা বসেছিলাম, উনি কোকাকোলা খাওয়াছিলেন; কিন্তু দেখা করেননি। আমার সামনে দিয়ে অফিস থেকে বেরিয়ে যাবার সময়, আমি উনার সামনে গিয়ে দাঁড়ালাম; উনি আমাকে বললেন,
-শোন, এটা আমার ব্যবসা, ইহা রেডক্রস নয়।

তিনি আমার বড় ভাইয়ের ক্লাশমেট ছিলেন ও আমাকে চিনতেন।

আমার ১ ছাত্র বললো,
-স্যার, আপনি আমাদের জন্য অপমানিত হচ্ছেন।
-আমি উনার কাছে ভিক্ষা চাচ্ছি না, তোমাদের জন্য চাকুরী চাচ্ছি; আগামী নির্বাচনে উনি আমাদের গ্রামে যেতে লজ্জা পাবেন।

ব্লগিং থেকে স্পষ্টভাবে পরিস্কার যে, আমাদের ছাত্ররা সভ্যতার এই সময়ে, অনেক দেশের ছাত্রদের তুলনায় ও প্রয়োজনের তুলনায় পড়ালেখা খুবই কম করছে, বড় অংশ লিলিপুটিয়ান। পরীক্ষার সময় তাদেরকে পাঠ্যবই সরবরাহ করলে, ৩ ঘন্টা সময়ে, এদের একটা বড় অংশ সঠিকভাবে সব উত্তর খুঁজে বের করতে পারবে না। বর্তমান জেনরেশনের ছাত্ররা কিভাবে বুঝবে পারবে তাদেরকে কি নিয়ে আন্দোলন করা উচিত?

ছাত্রদের কাছে একটা বিষয় পরিস্কার যে, গ্রেজুয়েশন করার পর, ৬০/৭০ ভাগের চাকুরী প্রথম বছর হবে না; ইহার সমাধান চেয়ে তারা "কোটা বাতিল আন্দোলন"এ নেমেছে; কিন্তু ইহা কি আসল সমাধান?

সমাধান হচ্ছে, "সরকারকে প্ল্যান করে চাকুরী সৃষ্টি করতে হবে"; আমাদের ছাত্রদের যেই সামাজিক অবস্হান এদের কথা শেখ হাসিনা শুনবেন না, এবং ছাত্ররা উনার সাথে কথা বলার প্রসেস জানেন না, এবং কথা বলার মত বুদ্ধিমানও নয়; এই অবস্হায়, আন্দোলনটা শিক্ষকদের থেকে আসার দরকার।




মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: বিসিএস পাস করে সরকারী চাকুরী পাওয়ার টোট্যাল সিস্টেমটাই চ্যাঞ্জ করে দেয়া উচিৎ। আমরা কোন কোটা ছাড়া ভর্তি পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে টিকছি। মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে এরা বিসিএস পাস করে সরকারের বিভিন্ন সেক্টরে ঢুকে মুক্তিযুদ্ধের বিপক্ষ দলের সাথে কাজ করবে।


আপনি চিন্তিত হবেন না। আমাদের তরুণ প্রজন্ম এখন ইউটুব ফেসবুক টিকটক ইনিস্টা থেকে মিলিওনার হওয়া শিখে যাচ্ছে। ক্ষেত মেত যেগুলো ক্রিয়েটিভ না, সরকারি চাকরি ছাড়া কিছুই করার যোগ্যতা ও মেধা নেই এরা কোটার পক্ষে ও বিপক্ষে হাউকাউ করছে। আর সুন্দর মেয়েরা এরা বিসিএস পাস না করলে জীবনেও বিয়ে করবেনা। মূলত দেশের সম্পদ লুটপাট করে একটি সুন্দর স্মার্ট মেয়ে বিয়ে করার জন্যই এসব হাউকাউ।

১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:


আমাদের সরকার আফ্রিকার ষ্টাইলে দেশ চালাচ্ছে, নাগরিকেরা ইয়েমমেন ও আফগানিস্তানের মডেল অনুসরণ করছে; ইহা ফিলিস্তিনীদের মত যাযাবর হয়ে যাবে।

শিক্ষকেরা কি গার্বেজ পড়াচ্ছে, তারা জানেন; তাদের দায়িত্ব ছাত্রদের জন্য চাকুরীর ব্যবস্হা করা। বিসিএস মানে সরকারী ডাকাত।

২| ১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

কামাল১৮ বলেছেন: শিক্ষকরাও আন্দোলন করছে।তবে কি জন্য তা সঠিক জানি না।বিএনপি সমর্থন দিয়ে আন্দোলনকে রাজনৈতিক চরিত্র করে ফেলেছে।
টিউলিপ সিদ্দিক মন্ত্রী হওয়ায় বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।চিন্তায় চিন্তায় মা গেছেন আবার হসপিটালে।লেবার সরকার ক্ষমতায় এসেই ঘোষনা দিয়েছেন,কোন বিদেশি বৃটেনে বসে রাজনীতি করতে পারবেনা।করলে তাকে ধরে তার দেশে পাঠিয়ে দেয়া হবে।তারেক নতুন দেশ খুঁজছে।

১০ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা দেশকে যেখানে নিয়েছে, শুধু বিএনপি নয়, সব ধরণের মোল্লারা আগামীতে ক্ষমতায় যাবে; তারা দেশকে ইয়েমেন বানিয়ে ছাড়বে। শেখ হাসিনা বিএ পাশ করে ৫টা বড় চাকুরী করছে, তরুণরা মাষ্টার্স করে, মায়ের থেকে ২০টা টাকা নিয়ে টং দোকানে চা খাচ্ছে; শেখ হাসিনাকে চাকুরী সৃষ্টি করতে হবে, সেটা আওয়ামী লীগের কোন লিলিপুটিয়ান ও সেক্রেটারিয়েটের কোন পিগমী জানে না।

৩| ১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

ডঃ এম এ আলী বলেছেন:




প্রত্যয় স্কিম প্রত্যাহারসহ কয়েকটি দাবীতে বর্তমানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ধারাবাহিক
সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে ।
ক্লাস-পরীক্ষা বন্ধ। শিক্ষার্থীরা জিম্মি। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলছে।
এটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। যে ক্ষতি হচ্ছে, তা পুষিয়ে নেওয়া সহজ হবে না। এই আন্দোলন নিয়ে নানা
মহলে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। অনেকেই অবশ্য এই আন্দোলনের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না।
ফলে শিক্ষক, ছাত্র, সাংবাদিক, সরকারি পেশাজীবীদের সমালোচনার মুখে পরছেন। তার পরেও বিভিন্ন কারণে
সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’টি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপত্তি উঠেছে।

উল্লেখ্য চালুর সময়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, সর্বজনীন পেনশন স্কিম শুধু যাঁরা কোনো পেনশন-ব্যবস্থার মধ্যে
নেই, তাঁদের জন্য। যাঁরা পেনশন-ব্যবস্থার মধ্যে আছেন, তাঁরা এর অন্তর্ভুক্ত হবেন না। সেখানে বছর না
পেরোতেই হঠাৎ স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য প্রত্যয় স্কিমের ঘোষণা এলে শিক্ষকমহলে ব্যাপক
প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ, যেসব সরকারি কর্মচারী এই স্কিম তৈরি করলেন, তাঁরা নিজেরাই সেই স্কিমের
বাইরে থাকলেন।

আরো উল্লেখ্য সকলের জন্য সার্বজনীন পেনশন স্কীম চালুর বিষয়ে এই সামুতে বিস্তারিত রূপরেখা তুলে ধরে
একটি পোষ্ট দিয়েছিলাম বছর কয়েক আগে । তারপরে বিলম্বে হলেও একটি সার্বজনীন পেনশন স্কীমের উদ্যোগ
নেয়া হয় বাংলাদেশে । কিন্তু আমলাদের হাতে সেটি সঠিকভাবে প্রনয়ণ করা হয়নি, যতটুকু হয়েছিল তাকেও
আবার আমলারা জগাখিচুরী পাকিয়ে মহান পেশার অধিকারী বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে আন্দোলনের
মুখে ঠেলে দেয়া হয়েছে ।

১০ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশে পেনশন চালু করলে, সরকার উহা চালিয়ে যেতে পারবে না; কারণ, সরকার কোথায়ও বিনিয়োগ করতে জানে না; আমেরিকান ষ্টাইলে 401K চালু করলে, চাকুরীজিবীরা নিজেদের টাকাগুলো ইচ্ছা মতো বিনিয়োগ করতে পারবে।
শেখ হাসিনার অবস্হা বাইডেনের মতো, উনার মগজ আর কাজ করছে না।

১০ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:



শিক্ষকেরা নিজের জন্য আন্দোলন করছেন; যাদেরকে গার্বেজ পড়াচ্ছেন, তাদের কথা বলেন না।

৪| ১০ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩২

বঙ্গদুলাল বলেছেন: ১.আমেরিকান নির্বাচনে নতুন কিছু( বাইডেন/ট্রাম্প) ঘটার সম্ভাবনা কেমন?
২.আমাদের সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রীকে আপনার কেমন লাগে?(জ্ঞান, দক্ষতা)
৩.ভারত -বাংলাদেশ রেল ট্রানজিট চুক্তিতে কোন দেশ কত সুবিধা পাবে?
৪.রাশিয়া -ইউক্রেন, ফিলিস্তিন ইস্যুতে আমেরিকান নির্বাচনের ফলাফল কোনো প্রভাব ফেলবে?
৫.২০২৫ সালে বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার সম্ভাবনা কেমন?

১০ ই জুলাই, ২০২৪ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:




আজকে ভোট হলে ট্রাম্প জেতার কথা; বাইডেনের জেতার সম্ভাবনা শতকরা ৩০ ভাগ।

ট্রাম্প জিতলে ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে; গাজায় ইসরায়েলী সৈন্য থাকে যাবে।

ট্রানসিট থেকে বাংলাদেশ লাভবান হবে সময়ের সাথে।

২০২৫ সালে বিশ্বে ট্রাম্প, পুটিন, শি জিন পিং, মোদী, কিম ও নেতানিয়াহুর তান্ডব চলবে, মনে হয়; ৩য় বিশ্বের লোকজন ক্রমেই ইয়েমেন বা সুদানের পথ ধরবে।

১০ ই জুলাই, ২০২৪ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



শিক্ষামন্ত্রীকে অশিক্ষার মন্ত্রী ডাকার দরকার। উনার বাবা চাঁদাবাজ ছিলো, তিনি সেই টাকায় বিদেশে পড়েছেন; এখন কেহ যদি পড়তে চায়, তাকে বিদেশে যেতে হবে।

৫| ১১ ই জুলাই, ২০২৪ রাত ১:১২

কাছের-মানুষ বলেছেন: ছাত্র শিক্ষক দু-পক্ষই আন্দোলন করছে দেখলাম!

অভিনন্দন আপনাকে মুক্তির জন্য!

রাজিব নূর সাহেবের খবর কি, আপনার সাথে কি কোনভাবে যোগাযোগ হয়েছে?

১১ ই জুলাই, ২০২৪ রাত ১:৩৫

সোনাগাজী বলেছেন:


যোগাযোগ আছে। উনাকে অকারণে ( আমার ব্যানের বিপক্ষে কথা বলায় ) টার্গেট করায় উনি মন খারাপ করে ব্লগে আসেন না; তবে, উনার পরিবারের জন্য ভালো হয়েছে, মেয়েকে সময় দিচ্ছেন।

শিক্ষকেরা নিজেদের বেতন ও বেনেফিটের জন্য আন্দোলন করছেন; উনারা গার্বেজ পড়ায়ে যাদের সার্টিফিকেট দিচ্ছেন, ওরা কোন দোযখে যাচ্ছে, সেটার খবর নেই।

১১ ই জুলাই, ২০২৪ রাত ১:৩৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমাকে ব্যানের পেছনে সঠিক কোন কারণ ছিলো না; সোস্যাল মিডিয়া নিয়ে বাংগালীদের ধারণা সীমিত।

৬| ১১ ই জুলাই, ২০২৪ রাত ১:৪৮

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




শুধু ছাত্র বা শিক্ষকেরাই নন, সকল নাগরিকদেরকেই একযোগে আন্দোলন করতে হবে যাতে কাজের সুযোগ সৃষ্টি করার জন্যে সব সরকারই যেন সব সময় সচেষ্ট থাকেন।

১১ ই জুলাই, ২০২৪ রাত ৩:৪৫

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, চাকুরী সৃষ্টি করার জন্য সরকারকে চাপ দেয়ার জন্য পুরো জাতিকে আন্দোলনে যাওয়ার দরকার আছে।

চাকুরী যে সৃষ্টি করতে হয়, সেটা বাংলাদেশ সরকারের কেহ কোনদিন কোথায়ও শুনেছেন বলে মনে হয় না; উনারা জানেন যে, চাকুরী বেচাকেনা করতে হয়।

৭| ১১ ই জুলাই, ২০২৪ রাত ৩:১০

কামাল১৮ বলেছেন: গত কালের নির্দেশের পর এখন আর কোন কোটা ব্যবস্থাই নাই।এক মাসের জন্য স্থগিত।এই একমাসের মধ্যে যারা আন্দোলন করবে তারা কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে অভিযুক্ত হতে পারেন।সরকার চাইলে তাদের আইনের আওতায় আনতে পারে।তাদের উচিত ভালো আইনজীবীর পরামর্শ নেয়া।

১১ ই জুলাই, ২০২৪ রাত ৩:৪৯

সোনাগাজী বলেছেন:




আইন ও আদালতের প্রতি কোন সন্মান এদের থাকার কথা নয়।

শেখ হাসিনার সরকারও কোন রকমে জোড়াতালি দিয়ে সময় কা টাচ্ছে, নতুন গ্রেজুয়েটদের প্রতি সরকারের কোন দায়িত্ব আছে বলে তারা জানে না।

unction at() {
[native code]
}

৮| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৫২

অহন৭১ বলেছেন: সুভেচ্ছা, স্বগতম............. @ সোনা দাদা।

বাই দ্যা ওয়ে, আপনাকে নিয়ে লেখা একটি নেহাত ফানপোষ্টে পায়ে পারা দিয়ে আমাদের কাভা যেভাবে মডুগিরি দেখালেন তা একদম ঠিক হয় নি।

১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

সেই পোষ্টে আমি এডমিন সাহেবের ও আপনার মন্তব্য পড়েছি। উনাকে অনেক রাগান্বিত দেখাচ্ছে; হতে পারে ঢাকার তাপমাত্রা; গোফরান চট্টগ্রামের মানুষ, ওখানে তাপমাত্রা ঢাকা থেকে ২/৩ ডিগ্রি কম থাকে।

৯| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:১০

ধুলো মেঘ বলেছেন: ছাত্রদের আন্দোলন কখনোই নিজেদের আখের গুছানোর জন্য হয়না। তারা পরিবর্তনের অংশ হতে চায়। চাকুরিতে ৫৫% কোটা - এটা বিশ্বের কোন জায়গাতেই নেই। পুরোপুরি কোটামুক্ত হলে বাংলাদেশ কলংকমুক্ত হবে আশা করি।

১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৩৬

সোনাগাজী বলেছেন:




১৯৬২ সাল থেকে ছাত্ররা যত আন্দোলন করেছে, পরিবর্তন চেয়েছে, নিজেদের যত বড় সুনাগরিক হিসেবে দেখায়েছে, কাজের বেলায় তার প্রমাণ পাওয়া যায়নি; এরাই এই জাতির সকল সুযোগ ও সম্পদ লুট করেছে সময় মতো।

১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৩৯

সোনাগাজী বলেছেন:




আগের ছাত্রদের কার্যকলাপ সুবিধার ছিলো না, এখানকারগুলোর সততা ও ব্যক্তিত্ব তো কচু পাতার পানির মতো।

১০| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেইফ হওয়াতে অভিনন্দন।

১১ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

১১| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৪

আহলান বলেছেন: সবার আগে দরকার দূর্ণীতিতে ০ টলারেন্স .... দেখবেন সব সোজা হয়ে যাবে! দরকার আইনের শাসন। দুষ্টের দমন আর শিষ্টের পালন ... হচ্ছে এর বিপরীত।

১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশে কোনটা যে আগে করতে হবে, সেটা বের করা মুশকিল; কারণ, সরকার ও রাজনৈতিক দলগুলো খারাপ।

১২| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০০

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই কেমন আছেন?

১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো আছি! আপনার খবর কি? ব্লগে তো আসেন না!

১৩| ১১ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

শায়মা বলেছেন: কি লিখেছিলে দেখতে পাইনি। জবাব দেখতে এসে দেখলাম পোস্ট নাই। :( প্রথম পাতায় সরিয়ে দেওয়া পোস্ট বার বার প্রথম পাতায় নিয়ে যাওয়া যায় না ভাইয়া। :(

১১ ই জুলাই, ২০২৪ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:




আমি মনে করেছিলাম, সফটওয়ার সমস্যা। যাক, আমি ড্রাফট করে ফেলেছি, থাক!

১৪| ১২ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৬

জুন বলেছেন: আপনার গতকালের পোস্টে মন্তব্য করতে এসে দেখলাম আপনি পোস্টটি সরিয়ে ফেলেছেন। আমি পড়েছি কিন্তু মন্তব্য করতে পারি নি কাজের জন্য। আপনার কথা সঠিকভ, ফিডব্যাক না পেলে ব্লগে লেখালেখি অর্থহীন। এটাতো পেপারে লেখার মতই, দুদিন পর ঝালমুড়ি খেয়ে ফেলে দেয়ার মতই। আমার এই ব্যাপারে কিছুই বলার নেই, দেখেন কি হয়।
অনেক ভালোলাগা রইলো লেখায়। আপনার লেখা আমি পছন্দ করি কারণ তা রাজনৈতিক মতাদর্শ সহ বাহুল্য বর্জিত ধারালো লেখা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে এবার দেখা হলো না, আগামীবার অবশ্যই দেখার আশা রাখি :)

১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, আপনি সীতাকুন্ডেও ছিলেন, ইহা আমার মনে আছে।

গতকালের পোষ্টটাকে মডারেশান টিম বারবার সামনের পাতা থেকে সরায়ে দেয়ায়, আমি ড্রাফট করে ফেলেছি। এই ধরণের মডারেশন টিমগুলো বাংলা ব্লগগুলোকে পটল তুলতে সাহায্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.