নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

পাকি সংস্কৃতির লোকদের কারনে আমাদের জাতিটা দাঁড়ানোর সুযোগই পেলো না। (সাময়িক )

২০ শে জুলাই, ২০২৪ ভোর ৬:৩৫



ভারত বিভক্তের সময় হিন্দু মুসলমান সম্পর্ক ভয়ংকর দাংগার জন্ম দিয়েছিলো; দাংগার পর হওয়া পাকিস্তানকে মুসলমানেরা ইসলামের প্রতীক হিসেবে নিয়েছিলো, পুন্যভুমি; যদিও দেশটাকে মিলিটারী আবর্জনার স্তুপে পরিণত করছিলো, পাকি সংস্কৃতির লোকজন কিন্তু পাকিস্তান নিয়ে গর্বিত ছিলো; এবং তারা মনে করতো, ভারতের মানুষজন নীচু জাতি, পাকিস্তানীরা পবিত্র জাতি।

দেশের পুর্বান্চেলের মানুষজন পাকিস্তানের আবর্জনা অর্থনীতির শিকার হয়ে দারিদ্রতা ও হতাশার মাঝে ডুবে যাচ্ছিল; সেই অর্থনীতি থেকে বেরিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় পুর্ব পাকিস্তানের মানুষজন আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করে, মিলিটারী শাসনের অবসান ঘটাতে চেয়েছিলো; কিন্তু আইয়ুব সরে যাবার সময় তার চেয়ে আরো বেশী ভয়ংকর এক অধমের হাতে দেশ দিয়ে যায়; উনার নাম ছিলো ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান বাংগালী জাতিকে মিলিটারীর দাসে পরিণত করার প্রচেষ্টা চলালে, বাংগালীরা বেঁচে থাকার জন্য নিজ জন্মভুলিকে আলাদা করে ফেলে। যুদ্ধ করে আলাদা হওয়ার সময় ভারত সাহায্য করে, এই কারণে পাকি সংস্কৃতির লোকজনের কাছে ভারত মহা ঘৃণিত দেশে পরিণত হয়েছে।

১৫/২০ ভাগ বাংগালীও এই আলাদা করণের বিপক্ষে ছিলো, তারা স্বাধীনতা যুদ্ধের সময় জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, পাকি মিলিটারীর পক্ষে যুদ্ধ করে ও তাদের জন্য সাপোর্ট গড়ে তুলে ছিলো। পাকীদের সাথে তারাও যুদ্ধে পরাজিত হয়।

পাকি মিলিটারী পরাজিত হয়ে সিআইএ'এর সাথে হাত মিলায়ে চরম প্রতিশোধ নেয়: সিআইএ, পাকি মিলিটারী ও বাংলাদেশ মিলিটারী সমবেতভাবে শেখকে হত্যা করে, দেশকে সেই পুরোনো পাকি সংস্কৃতিতে নিয়ে যায়। শেখের অদক্ষতার কারণে স্বাধীনতার পক্ষের মানুষরা মুল লক্ষ্যকে কাজে লাগানোর কোন সুযোগ পায়নি; মিলিটারী দেশ দখল করার পর, পাকি সংস্কৃতির পরিত্যক্তদের নিয়ে বাংলা ভাষাভাষী এক নতুন পাকিস্তান গড়ে তুলে; ওদের বলয় থেকে মুক্ত হওয়া সম্ভব হয়নি আজো।

মনে হচ্ছে, শীঘ্রই জাতিকে আবারো মিলিটারীর বুটের নীচে যেতে হবে।


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৪ ভোর ৬:৫২

মেঠোপথ২৩ বলেছেন: বর্তমান ইয়াহিয়া কে ? আপনার অবস্থান স্পষ্ট করুন। দেশে এখন দুইটা পক্ষ । আপনি কোণ পক্ষে ?

২০ শে জুলাই, ২০২৪ ভোর ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



আমি আমার পক্ষে।

২| ২০ শে জুলাই, ২০২৪ সকাল ৭:৩৯

কামাল১৮ বলেছেন: এই উপমহাদেশে হিন্দু মুসলমান মিলেমিশেই ছিলো।পাকিস্তান আন্দোলন তাদের মঝে বিভেদ সৃষ্টি করে।একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তাদের ভিতর একটা ঐক্য গড়ে উঠে।পচাত্তরে জিয়া এসে সেই ঐকে ফাটল ধরায়।
মিলিটারি আসার সম্ভাবনা খুব কম।শেখ হাসিনা যদি মিলিটারীর হাতে তুলে দেন সেটি ভিন্ন কথা।কিন্তু সেই পর্যন্ত যেতে এখনো অনেক পথ বাকি।
ধরপাকরের পর বুঝা যাবে কোন দিকে যায়।তবে শাসক দল বিরাট রকমের একটা নাড়াখেলো।এখান থেকে অনেক কিছু শিক্ষা নিবার আছে।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৫১

সোনাগাজী বলেছেন:




তৃণ-মুল আওয়ামী লীগ প্রায় বিলুপ্ত; এখন আছে লাঠিয়াল আওয়ামী লীগ, যা বিনা পুলিশে কিছুই না।
ব্যুরোক্রেটরা ও পুলিশ একদিন শেখ হাসিনা ছেড়ে চলে যাবে; বাকী থাকবে মিলিটারী, তারা আবার বাংলাদেশের কেহ নয়, তারা জাতিসংঘের মিলিটারী।

৩| ২০ শে জুলাই, ২০২৪ সকাল ৮:২৪

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: ছাগু আর চেতন্যাংটা দুটাকেই দেশ থেকে লাত্থি মেরে বের করে দেওয়া হোক।
একদল বোকরিধর্ষক সন্ত্রাসীদের দালাল, আর আরেকদল রাস্তাহাগানীদের দালাল।
এরা একই মুদ্রার দুই পিঠ।
দুইটাই দুর্গন্ধযুক্ত মল, খালি কালার আর সেন্ট আলাদা।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৫৩

সোনাগাজী বলেছেন:



ঘুরেফিরে দেশ ওরাই চালাচ্ছে, সাধারণ লোকজনের অবস্হা আফ্রিকানদের মতো। জনতার ৫০ ভাগ ভুমিহীন চাষী।

৪| ২০ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৪৮

শ্রাবণধারা বলেছেন: আগের পোস্টটি মুছে দিলেন যে?

আপনার এই লেখাটি অন্য সময় হলে আলোচনার অবকাশ ছিল এবং আপনার সাথে অমি অনেকাংশে একমত হতাম। কিন্তু ঠিক আজকের এই সময়ের জন্য এটি একটি ভীষণ রকমের politically incorrect পোস্ট।

আপনি এবং উপরের কামাল১৮ ছাড়া এখন এই পোস্টে কেউ অংশগ্রহন করবে বলে আমার মনে হয়না। বরং সকলের কাছে আপনার গালি খাবার সম্ভাবনা প্রবল! Best of luck!

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:০০

সোনাগাজী বলেছেন:



আগের পোষ্টের মন্তব্যে আপনি আমাকে "ব্যক্তি আক্রমণ" করেছিলেন; তাই, লুকায়ে ফেলেছি।

ব্লগে গালি আমি আজীবন শুনেছি।

৫| ২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১৬

শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: আগের পোষ্টের মন্তব্যে আপনি আমাকে "ব্যক্তি আক্রমণ" করেছিলেন; তাই, লুকায়ে ফেলেছি।

আপনার এই কথা শুনে স্তম্ভিত হলাম। আপনার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল ছিলাম।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি জোক করে দেখলাম; এই ব্লগে শুধু একজনই বাকী ভদ্র ব্লগারদের "ব্যক্তি আক্রমণ" করে থাকে, আমিই সেজন।

৬| ২০ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৬

নতুন বলেছেন: আমার কিছু পাকিস্থানী কলিগ আছে, কিছু পাকীস্থানীদের কাছে থেকে দেখি। খুবই অল্প আছে যারা ভালো।

পাকিস্তানী চরিত্র থেকে অনেক দুরে চলে এসেছে বাঙ্গালীরা।

পাকীরা এখনো গুহা মানবের কাছাকাছিই আছে। তারা আরো হাজার বছর ঐরকমেরই থাকবে।

আমাদের দেশের রাজনিতিক নেতারা ভালো হলেই দেশের জনগনও ভালো হয়ে যাবে এবং অনেক দুর এগুতে পারবে।

২০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:




আমাদের রাজনৈ্তিক দলের নেতারা পাকি নেতাদের চেয়েও অধম। পাকি সংস্কৃতির লোকেরা এখনো ১৯৭১ সালের মতোই বিষাক্ত।

৭| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫৬

প্রহররাজা বলেছেন: দেশের বেশীর ভাগ মানুষ পাকিস্তান ভাগের পক্ষে ছিলো না কোনদিনও।পাকিস্তানিদের পিটা খেয়ে সাময়িক অভিমানে মুক্তিযুদ্ধ হয়েছিলো, এখন সব রাগ হাসিনার উপর ঝারতেসে।

২১ শে জুলাই, ২০২৪ রাত ১২:৩৪

সোনাগাজী বলেছেন:


১৯৭১ সালে শতকরা ১৫/২০ জন এক পাকিস্তানের পক্ষে ছিলো; তবে, ওদের একাংশ জা্তির বিপক্ষে যুদ্ধ করেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.