নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভুল বিষয়, অজ্ঞ ও প্রতারক নেতৃত্বের পেছনে রক্তাক্ত আন্দোলন।

২৪ শে জুলাই, ২০২৪ সকাল ১০:০০



সাধারণ ছাত্ররা যা চেয়েছে, আদালত তা দিয়েছে, যাহা আসলে "অস্তিত্বহীন একটি অধিকার"; সরকারই হয়তো আদালতকে এই রায় দিতে নির্দেশ দিয়েছে। আদালত কোন চাকুরী সৃষ্টি করে না, প্রদত্ত এই অধিকারের ভিত্তিতে লাখ লাখ বেকারের মাঝে কে কে চাকুরী পাবে, তা কখনো খুঁজেও বের করা সম্ভব হবে না।

কোন সৎ জাতিতে কোটার দরকার হয়নি কখনো; যদি কোন সৎ জাতি কোটা-সিষ্টেম চালু করে উহা সেখানে কাজ করবে; কিন্তু ইহা বাংলাদেশে কখনো সঠিকভাবে কাজ করার কথা নয়; ফলে, বেকার ছাত্ররা কি পেয়েছে সেটা বুঝা মুশকিল হবে।

যদি "চাকুরী সৃষ্টির জন্য আন্দোলন" হতো, সরকার যদি বছরে ২০ হাজার নতুন চাকুরী সৃষ্টি করতো, ২০ হাজার মানুষ সেই চাকুরী পেতো। বর্তমান পরিস্হিতিতে কোটা আন্দোলনে যাওয়াটাই ভুল সিদ্ধান্ত ছিলো; ২০১৮ সালে একই সরকার কিভাবে রিএ্যাক্ট করেছিলো, সেটাও গণনার মাঝে নেয়া হয়নি বলে মনে হচ্ছে।

সবচেয়ে বড় ভুল হয়েছে, অজ্ঞ ও প্রতারক নেতৃত্বের পেছেন আন্দোলনে যাওয়া। নেতৃত্ব আন্দোলনের ফলাফল সম্পর্কে সাধারণ ছাত্রদের কি ধারণা দিয়েছিলো তা কেহ বলতে পারেনি; আন্দোলন যদি সংঘর্ষের দিকে যায়, আন্দোলনকারীরা কি কি ধরণের ক্ষতির সন্মুখীন হতে পারে, সেই বিষয়ে কোন ধারণা দেয়া হয়েছে বলে মনে হচ্ছে না। সর্বোপরি, আন্দোলনের নেতৃত্বের কিছু কিছু লীডারের সাথে সমাজের অন্যান্য ধরণের লোকজনের সাথে যোগাযোগ ছিলো, এটা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে এখন।



মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৯

কামাল১৮ বলেছেন: আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা ছিলো না।এখানে অনেক গ্রুপ সক্রিয় ছিলো।নাসকতা করার পরিকল্পনা ছিলো শিবিরের।তারা অনেকটা সফল হয়েছে।
এখানে বিরাট ব্যর্থতা আছে গোয়েন্দা বিভাগের।তারা কিছুই জানতে পারলো না।

২৪ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



সাধারণ ছাত্র মানে যারা রাজনীতি করে না; শিবির, ছাত্রদল ও ছাত্রলীগকে দেখার পর, সাধারণদের সরে যাওয়ার দরকার ছিলো; মনে হয়, অনেক সাধারণ ছাত্র সরে গেছে।

২| ২৪ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৪৮

কামাল১৮ বলেছেন: কয়েক দিন পর সব স্পষ্ট হয়ে যাবে কারা কারা নাসকতার সাথে জড়িত ছিলো।নাসকতা করা হয়েছে পরিকল্পনা করে।

২৪ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



সেটাই ঘটবে, আক্রমণ হবে, আক্রমণের বিচার হবে, এই চক্র চলতে থাকবে; কেহ চাকুরী চাইবে না, কেহ চাকুরী সৃষ্টি করবে না ।

৩| ২৪ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্রআণ্দোলন হঠাৎ করে কেন নাশকতার দিকে মোড় নিলো সেটা সহজেই বোধগম্য বিরোধীপক্ষ ও সরকার উভয় ঘোলা পানিতে মাছ ধরতে চায়।

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:



ইহা সরকার নয়, ইহা বাংগালী ইষ্ট ইন্দিয়া কোম্পানী; বিপক্ষ হচ্ছে বর্ঘী ও চিল-কাউয়া

৪| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ১:০৮

নতুন বলেছেন: সবচেয়ে বড় ভুল হয়েছে, অজ্ঞ ও প্রতারক নেতৃত্বের পেছেন আন্দোলনে যাওয়া। নেতৃত্ব আন্দোলনের ফলাফল সম্পর্কে সাধারণ ছাত্রদের কি ধারণা দিয়েছিলো তা কেহ বলতে পারেনি; আন্দোলন যদি সংঘর্ষের দিকে যায়, আন্দোলনকারীরা কি কি ধরণের ক্ষতির সন্মুখীন হতে পারে, সেই বিষয়ে কোন ধারণা দেয়া হয়েছে বলে মনে হচ্ছে না। সর্বোপরি, আন্দোলনের নেতৃত্বের কিছু কিছু লীডারের সাথে সমাজের অন্যান্য ধরণের লোকজনের সাথে যোগাযোগ ছিলো, এটা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে এখন।

আপনার প্রথম অংশের সাথে একমত। যে আন্দোলন দরকার ছিলো নতুন কর্মস্ংস্থানের জন্য।

কিন্তু ২০০ মানুষ হত্যার পুরোপুরি দায় আয়ামীসরকার, মুলত শেখ হাসিনার।

১৫ বছরে যেই দানব সৃস্টিকরছ এবং যেই অহংকার তৌরি হয়েছে তার ফলেই ছাত্রলীগ ঢাবির সাধারন ছাত্রছাত্রীদের উপরে ঝাপিয়ে পরেছে।

তারপরে সবকিছু নতুন গতি পেয়েছে। আক্রমনের ফলে ছাত্রলীগকে হল ছাড়া করেছে সেটা সাধারন প্রতিকৃিয়া মাত্র।

কিন্তু পরের দিন পুলিশের মানুষ হত্যা আরেকটা ট্রিগারং ফ্যাক্টর।

বাঙ্গালীকে হত্যা করে চুপ করানো যায় না। এবার থামাতে আর্মী নামাতে হলো, ইন্টারনেট, ফোন বন্ধ করতে হলো।

মানুষ মারা গেছে শেখ হাসিনার অদুরদর্শীতার ফলে।

তিনি নিজেই নিজেকে বাংলাদেশের তরুন প্রযন্মের চোখে ঘৃনার পাত্রে পরিনত হলেন।

১৫ বছরে তার দলে যে এতো পরিমান সাইকোপ্যাথ, সোসিওপ্যাথ যোগ দিয়েছে তিনি কল্পনাও করতে পারবেন না।

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৩

সোনাগাজী বলেছেন:



আমার মতে সরকার হচ্ছে বাংগালী ইষ্ট ইন্ডিয়া কোম্পানী, দেশটা তাদের ব্যবসা কেন্দ্র।

তবে, ছাত্ররা মাথা খাটানোর দরকার ছিলো, রাস্তায় নামলে কি কি ঘতার সম্ভাবনা ও ছাতা মাথার জন্য রাস্তায় যাওয়ার দরকার আছে কিনা।

৫| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই দুর্বল ইস্যুটি ২০১৮ সালেই মিমাংসা করা উচিত ছিল।
২০২৪ সালে এর জন্য এতো ধ্বংস আর প্রাণহানি কাম্য ছিল না।

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:




২০১৮ সালেও যদি শেখ হাসিনা বুঝহার চে্ষ্টা করতো যে, দেশে চাকুরী সৃষ্টির দরকার, উনি মানুষে পরিণত হয়ে যেতেন; সামনে, কোন এক সময় অমানুষ হিসেবে বিদায় নিতে হবে।

৬| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৮

শায়মা বলেছেন: ভাইয়া

এই কদিন কেমন ছিলে আমাদেরকে ছাড়া?

দেশের মানুষ তাদের খবরাখবর কিছুই তেমন পাচ্ছিলেনা নিশ্চয়।

আমার তোমার কথা অনেকবার মনে পড়েছিলো ভাইয়ুমনি। সত্যিই কিন্তু।

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, মোটানুটি ছিলাম।

দেশের এই ভয়ংকর অনস্হা দেখে ভয়ংকরভাবে হতাশ ছিলাম' অপেক্ষা করছিলাম, কখন সরকার ইন্টারনেট খুলে দেবে।

৭| ২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৬

রানার ব্লগ বলেছেন: এইবারের অবস্থা দেখে আমার একটাই ধারনা হয়েছে, বিএনপি, জামাত শিবির ও তাদের মতাদর্শের সকল সংগঠন যেকোন ইস্যুতে এমন পরিস্থিতি আবার ঘটাতে সক্রিয়।

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:




এটাপ ছিলো ২০১৬ সালের আক্রমণের চলিত একটি অংশ, আবারো ঘটবে; দেশ এক সময় মিলিটারীর হাতে চলে যাবে।

৮| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

অক্পটে বলেছেন: সকলের মুখোশই উম্মোচন হল।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:



ডাকাতে ডাকাতে যুদ্ধ হচ্ছে, ডাকাতেরাই সব দখলে রেখেছে; চাকুরী করতে যেতে হবে আরব, মালয়েশিয়া কিংবা ভুমধ্য সাগারে ভাসতে হবে।

৯| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: এখন পর্যন্ত সরকার সবকিছু দক্ষতার সাথেই সামাল দিয়েছে, তা না হলে দেশ আজ ধ্বংস যজ্ঞে পরিণত হতো। সরকার আগের চেয়ে এখন অনেকবেশী সংঘঠিত।

কিছু হলেই প্রাণ দিয়ে দিতে হবে! 'কোটা' এটা এমন কোন বিষয় নয় যে যার জন্য ছাত্রদের জীবন বিসর্জন দিতে হবে, কোমলমতি এসব শীক্ষার্থীদের যারা ব্রেইন ওয়াশ করেছে তাদের অবিলম্বে গ্রেফতারে দাবী জানাই।

সোশ্যাল নেটওয়ার্কে ব্যপক পরিমাণে গুজব ঘুরপাক খাচ্ছে; এসব গুজবের উপর ভিত্তি করে এবং শিক্ষার্থীদের মাথার উপর কাঁঠাল রেখে যারা সরকার পরিবর্তন করতে চায় তারা কোনদিন সফল হবে না

আমাদের দূর্ভাগ্য যে আমাদের কোন যোগ্য বিরোধী দল নেই যে কারণে সরকারের প্রায় সবকিছুতেই সমর্থন দিতে হয়। বিএনপি দেশের মানুষের আস্থার প্রতিফলন ঘটাতে পারেনি, একসময়ের শক্তিশালী এই দলটি বর্তমানে ফেসবুক আর ইউটিউবে গুজব আর গালিগালাজ ভিত্তিক রাজনীতি করে যাচ্ছে।

২৫ শে জুলাই, ২০২৪ রাত ১:৪৯

সোনাগাজী বলেছেন:



যোগ্য বিরোধীদল নেই, যোগ্য সরকারও নেই; আমাদের সরকারটা আসলে কলোনিয়েল সরকার, এরা দেশকে নিয়ে ব্যবসা করছে।

প্রাইম মিনিষটার দেশের ৪/৫টা বড় চাকুরী করেন, ছেলে এডভাইজার, মেয়ে অটিজম এক্সপার্ট; আর কারো চাকুরীর দরকার আছে?

১০| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ২:০৩

জ্যাক স্মিথ বলেছেন: যেমন সরকার, তেমন বিরোধী দল আর ঠিক তেমনই দেশের জনগণ, ঠিক যেন বাংলাদেশ।

২৫ শে জুলাই, ২০২৪ রাত ২:২৩

সোনাগাজী বলেছেন:



ছা্ত্ররা যদি প্রশ্নফাঁস ও ফেইসবুক গ্রেজুয়েট না'হতো, ওরা বুঝতো যে, ওদের দরকার চাকুরী; কোটার দরকার বেগম জিয়া ও শেখ হাসিনার।

১১| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ২:২৮

শাহিন-৯৯ বলেছেন:

উপরের কমেন্ট করা ব্লগের কথিত হাম্বালীগের জন্য
চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার নির্দেশে বিআরটিসি’র ৪ বাসে আগুন

২৫ শে জুলাই, ২০২৪ ভোর ৬:১৫

সোনাগাজী বলেছেন:



আগামীতে কোন এক সময়, মিলিটারী আওয়ামী লীগকে সরায়ে দেবে ক্ষমতা থেকে; তখন দেশে চালাতে পারবেন তো?

১২| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ২:৩১

শাহিন-৯৯ বলেছেন:

মানবজমিন বিশ্বাস না করতে পারেন তাই প্রথম আলোর প্রকাশিত সংবাদ দিলাম।

চট্টগ্রামে বাসে আগুন দিতে ৪ লাখ টাকায় চুক্তি, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

২৫ শে জুলাই, ২০২৪ ভোর ৬:১৩

সোনাগাজী বলেছেন:


আওয়ামী লীগ এখন বিএনপি'তে পরিণত হয়েছে।

১৩| ২৫ শে জুলাই, ২০২৪ সকাল ৮:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তে বিএনপির সময় যে পরিমাণ ছাত্রদল ও শিবিরের পোলাপান ঢোকানো হয়েছে সেই অর্থে এই সংস্থা থেকে শেখ হাসিনার জন্য মঙ্গলজনক কোন তথ্য পাওয়া সম্ভব না।

২৫ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১৩

সোনাগাজী বলেছেন:


শিবির হলো সাপের ছানা, জন্মটাই আজন্ম পাপ।

১৪| ২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হত্যা বা মৃত্যু ছাড়া সমাধন হলে সরকারের উপর তরুন প্রজন্ম খুশি থাকতো। হিতে বিপরীত হলো।

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



ব্লগার অর্ক বলছেন, ইহা ছিলো শিবিরের আক্রমণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.