নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
রাজতন্ত্রের সময়ে বাবর যেভাবে মধ্য-এশিয়া থেকে এসে ভারতে নিজের রাজ্য স্হাপন করেছিলো, ঠিক একইভাবে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী (১৭৫৭-১৮৫৭ সাল) ইউরোপ থেকে ব্যবসা করতে এসে রাজ্য স্হাপন করেছিলো ও লাভবান হয়েছিলো ১০০ বছর। এরপর বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর রাজ্য, ভারতকে কলোনীতে পরিণত করে (১৮৫৭-১৯৪৭ সাল ) প্রায় ১০০ বছর লাভবান হয়েছিলো।
বৃটিশ চলে যাবার সময় ১টি ভালো কাজ করে গেছে, ভারতকে ২ ভাগ করে রাজ্যের বদলে ২টি 'রিপাবলিক গঠন" করে, ইউরোপের মতই আধুনিক দেশ দিয়ে গেছে ভারতবাসীকে। বিভক্ত উপমহাদেশে, ভারত ইউরোপের পথে গেছে, পাকিস্তান স্বদেশের মিলিটারীর কলোনীতে পরিণত হয়েছে।
আমাদের দেশও মিলিটারী ও ব্যুরোক্রেটদের কলোনীতে পরিণত হয় ১৯৭৫ সালে। মিলিটারী ( জিয়া, এরশাদ, বেগম জিয়া-জামাত কোয়ালিশন ) ও ব্যুরোক্রেটদের কলোনী চলেছে ২০০৯ সাল অবধি; এরপর, ইহা আওয়ামী লীগ ও ব্যুরোক্রেটদের কলোনীতে পরিণত হয়েছে।
বাংলাদেশে বাংগালীদের কলোনী হলো বৃটিশ থেকে হাজারগুণ বেশী লাভজনক ব্যবসা। দেশ যার দখলে যাক, ব্যুরোক্রেটরা সব সময় ঠিক পজিশনে আছে, এজন্য আমাদের ছেলেমেয়েদের মুল লক্ষ্য হলো ব্যুরোক্রেট হওয়া। ব্যুরোক্রেটরা ক্ষমতাশালী কলোনিয়েল গোষ্ঠী।
আওয়ামী লীগ তার কলোনী হারালে মিলিটারী ও ব্যুরোক্রেটরা আবারো ইহার দখল ফিরে পাবে।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৩
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার পতন হওয়া অবধি, শেখ হাসিনা ভোটে বিএনপি-জামাতকে জয়ী হতে দেবে না; আসলে, বিএনপি-জামাত দেশ চালানোর মতো রাজনৈতিক দল নয়।
তৃণমুল আওয়ামীগ আন্দোলন করে করে শেখ হাসিনা ও উনার ডাকাতদের ক্ষমতাচ্যুত করতে পারলে দেশ নতুনভাবে চিন্তা করার সুযোগ পেতো।
২| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে আবার গণ্ডগোল লেগে গেসে। পুলিশ ছাত্র মুখোমুখি অনেক স্থানে। কিছুক্ষণ আগে গণ্ডগোল শুরু হইছে।সাধারণ পথচারী দের হয়রানি করছে। মুবাইল চেক করছে।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৫
সোনাগাজী বলেছেন:
বিএনপি-জামাত-শিবির নেকড়ের মতো, এরা শেখ হাসিনার সরকারের এই অবস্হার জন্য অপেক্ষা করছিলো; ওরা চাচ্ছে দেশ যে মিলিটারীর হাতে চলে যায়।
৩| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৪
পুরানমানব বলেছেন: গাঢ় বেজ ।
ধন্যবাদ
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৯
সোনাগাজী বলেছেন:
আপনার জন্য স্পেশাল; কলেজে ও ইউনিভার্সিটির সময় তো পড়ালেখা করেননি, এখন কিছু লিখতে পারেন না; অনেকের অবস্হা আপনার মতো
৪| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৩
বঙ্গদুলাল বলেছেন: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের একটি বিশাল অংশ বিএনপিতে আছে।তাঁদেরকে অবাঞ্ছিত বলা যাবে? বঙ্গবন্ধু হত্যায় অনেক বীর উত্তম জড়িত। আমাদের জাতির ইতিহাস এমন হলো কেন! আমেরিকান সাংবাদিক এন্টনির বই পড়ে দেখলাম বঙ্গবন্ধুর সময় দেশ এখনকার চেয়ে রাজনৈতিক, অর্থনৈতিকভাবে ভঙ্গুর ছিল।বঙ্গবন্ধু জনগণের পালস না বুঝে বাকশাল মাকশাল করতে গেলেন কেন!গণতান্ত্রিক দেশে জনগণকে অগ্রাধিকার দেয়া বুদ্ধিমানের কাজ।১৯৭৫ সালের ঘটনায় কে হিরো, কে ভিলেন বের করা কঠিন!বঙ্গবন্ধু হত্যাকান্ড না ঘটলে দেশ এগিয়ে যেতো?হত্যাকান্ড ছাড়া অন্য উপায়ে আমাদের মতো দেশে সরকার প্রধান/প্রেসিডেন্টকে শোধরানো সম্ভব? তৃণমূল আওয়ামী লীগ বলতে দেশে কিছু আছে?কোনো আওয়ামী লীগের মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা আছে?আপনার আসে?
কোন দশকে দেশ ভালোভাবে চলেছে?(আপনার মতে)
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৪
সোনাগাজী বলেছেন:
তৃণমুল আওয়ামী লীগ বলতে একটা শ্রেণী ছিলো ও এখনো সামান্য পরিমাণ আছে; এরা শেখের সময়ের জাতীয়তাবাদী, কিন্তু শেখ বা আওয়ামী লীগ এই শ্রেনীর লোকদের জন্য কিছু করেনি, শুধু ভোট নিয়েছে।
বাংগালীরা মিলিটারী বিরোধী হয়েছে আইয়ুবের আমল থেকে; আইয়ুবের তুলনায় জিয়া , এরশাদ ও বেগম জিয়ার সময়কার মিলিটারী ছিলো নেকড়ে ও হায়েনা।
আওয়ামী লীগকে শেখ হাসিনা রাজনীতি থেকে সরায়ে নিয়ে লাঠিয়েল পরিণত করেছে; ওদের রাজনৈ্তিক শ্লোগান "রাস্তা ও দেশ দখলে রাখো"।
৫| ২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
নতুন বলেছেন: শেখ হাসিনার পতন হওয়া অবধি, শেখ হাসিনা ভোটে বিএনপি-জামাতকে জয়ী হতে দেবে না; আসলে, বিএনপি-জামাত দেশ চালানোর মতো রাজনৈতিক দল নয়।
জনগনের ভোটাধিকার নাই। এটা রাজনিতিক দলগুলি ইচ্ছাকরেই হতে দেয় নাই।
যদি ধরেই নেই যে আয়ামীলীগের চেয়ে ভালো কিছু নাই তবে বিকল্প কিভাবে আসবে?
জনগনকে নিবাচন করতে দেন। তারা এমপি নিবাচন করুক।
এমপিরা কোয়ালিসন সরকার বানাবে। তখন সরকারের নেতারা এতো বড় দানব হতে পারবেনা।
তারপরের বার বড় দল ক্ষমতায় আসবে কিন্তু জনগনেকে সন্তুস্ট করেই আসতে হবে।
সবার আগে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে।
২৯ শে জুলাই, ২০২৪ রাত ৮:২২
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা সন্দেহ করেন যে, বাংগালীদের বড় অংশ এখন হেফাজত মেফাজতের মতো জীবন যাপন করে, এরা ভোট দিয়ে দুষ্টদের ক্ষমতায় নিয়ে আসবে; এই ভয় থেকে উনি ব্যুরোক্রেটদের দিয়ে দেশ চালাচ্ছেন।
৬| ২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বিএনপি-জামায়াত ছাত্রদের রক্তের উপর ভর করে ক্ষমতায় যাক, এটা কি কাম্য হতে পারে?
শেখ হাসিনার বিকল্প কে হতে পারেন? শেখ রেহানা? কিংবা, ডঃ মুহাম্মদ ইউনুছ?
২৯ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৩
সোনাগাজী বলেছেন:
ড: ইউনুস অর্থনীতিতে ভালো; তবে, লোভী সৎ মানুষ। রেহানা ইত্যাদি ডোডো।
৭| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩১
নতুন বলেছেন: শেখ হাসিনা সন্দেহ করেন যে, বাংগালীদের বড় অংশ এখন হেফাজত মেফাজতের মতো জীবন যাপন করে, এরা ভোট দিয়ে দুষ্টদের ক্ষমতায় নিয়ে আসবে; এই ভয় থেকে উনি ব্যুরোক্রেটদের দিয়ে দেশ চালাচ্ছেন।
কোটি কোটি টাকা দূনিতি করা নেতারা জামাত/শিবিরের জুজুর ভয় দেখায়।
জনগনের উচিত রাজনিতিকদের ভয় দেখানো, দূনিতি করলে পরের বার ভোট পাবেনা।
দেশে এখনো দখলের রাজনিতি চলছে,। বাংলাদশ যে কবে সভ্য দেশের মতন গনতন্ত্র আসবে হিসাবে আসে না।
২৯ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫১
সোনাগাজী বলেছেন:
এখন দেশে রাজনীতিবিদ আছে বলে মনে হয় না।
৮| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ৯:১১
কামাল১৮ বলেছেন: আমরা সবাই ভালো কিছু কথা জানি এবং অন্যকে করতে বলি।যখনি বলা হয় আসুন নিজেরা করি তখন কাউকে পাওয়া যায় না।অভিক্ষতা থেকে বলছি।কেবল মাত্র সমাজের অগ্রসর শ্রেনী নিজে করতে আসে কিন্তু তাদের সংখ্যা খুব কম।
তাই দেশকে সঠিক পথে আনতে অনেক সময় লাগবে।অপর দিকে মৌলবাদ বাড়ছে দ্রুত গতিতে।সরকার এটা বাড়তে দিয়ে ভুল করেছে।সেই ভুলের মাশুল দিচ্ছে এখন।
২৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:০৭
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার সময় মাদ্রাসা বেড়েছে হাজার গুণ; ইউনিভার্সিটিতে পড়ালেখা না'থাকাতে ছেলেরা নির্বোধ আড্ডাবাজে পরিণত হয়েছে; এগুলো জাতিকে সুদান বানানোর জন্য যথেষ্ঠ
৯| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ৯:১৮
রানার ব্লগ বলেছেন: মনে রাখবেন যে যায় মক্কায় সে হয় হাজী।
২৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:০৯
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার লোকজন স্বাধীনতার পক্ষের লোকদের উপরও অতয়াচার চালাচ্ছে।
১০| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: দেখুন এই নতুন প্রজন্মের লড়াকো মনোভাব আপনি যাদের প্রশ্নফাঁস জেনারেশন বলেন।
৩০ শে জুলাই, ২০২৪ রাত ১২:০০
সোনাগাজী বলেছেন:
এরা দেশকে হয়তো সুদানে পরিণত করবে।
১১| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: আন্দোলনের একটা ভিডিওতে স্লোগান দিচ্ছে ছাত্রজনতা "এই মুহূর্তে দরকার, সেনাবাহিনীর সরকার"
সেনাবাহিনি খুব কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে!! গুলি করবে নাকি অ্যাপ্রিসিয়েট করবে!!
পরে গুলি টুলি করা বাদ দিয়ে ভিডিও করছে দেখলাম
#Gaslighting_the_military_is_wild
#The_beauty_of_Gen_Z
*COLLECTED
৩০ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৩
সোনাগাজী বলেছেন:
এদের নেতারা ভাড়াটে আন্দোলনকারী হওয়ার সম্ভাবনা বেশী।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৩
নতুন বলেছেন: দেশে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
যখন ভোট ডাকাতী করা যায় তখন ডিবি অফিসে ভাতের হোটেল খুলে বসে সরকার।