নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা, বেগম জিয়া-জামাত, এরশাদ কি করে ক্ষমতায় এলো?

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২০



মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশের জন্ম হয়েছিলো, সেই দেশে শেখ হাসিনা, বেগম জিয়া-জামাত কিংবা এরশাদ'এর মতো লোকজন কি করে ক্ষমতায় এলো? সেখানে তো শেখ ও তাজউদ্দিনের সরকার কয়েকটা টার্ম হলেও থাকার কথা; সেখানে মুক্তিযুদ্ধের লোকজন থাকার কথা! জামাত জুমাত কিভাবে সুযোগ পেলো?

যেদিন জিয়া ও সেনাবাহিনীর আরো কয়েকজন জেনারেল মিলে শেখকে হত্যা করলো, সেদিনই তাদের অজান্তেই শেখ হাসিনা, বেগম জিয়া-জামাত ও এরশাদ'এর মতো অপরাধীর ক্ষমতায় আসর পথ রচনা হয়েছিলো।

যেই দেশে ৮০ ভাগ বাংগালী মিলিটারী শাসনের বিপক্ষে ছিলো, সেখানে জিয়া কি করে সাড়ে ৫ বছর টিকে ছিলো? জিয়া টিকে ছিলো কারণ, যেই ২০ ভাগ বাংগালী বাংলাদেশের স্বাধীনতা চাহেনি, তারা ও এদের মাঝে অবস্হিত পতিত রাজনীতিবিদরা জিয়াকে সমর্থন দেয়ায় ও সাহায্য করায়।

জিয়া সেই পথ ধরে এসেছিলো, সেই পথ ধরে চলে গেছে; কিন্তূ দেশকে রেখে গেছে অনুপযুক্ত লোকদের হাতে। একটি দরিদ্র জাতি, যারা সামান্য খবার যোগাতে বিশ্বময় ভিক্ষা করছিলো, তাদেরকে কি এরশাদের মত চোর ও বেগম জিয়ার মতো নির্বোধ মানুষ চালাতে পারার কথা? বেগম জিয়া দেশ চালাতে গিয়ে নিজে চুরি করছিলো, উনার লোকেরা চুরি করছিলো।

বেগম জিয়াকে পরিচালনা করছিলো মিলিটারী ও জামাত। এসব ক্রিমিনালরা দেশকে এমন যায়গায় নিয়ে গিয়েছিলো যে, শেখ হাসিনা বেশ সহজেই দেশ দখল করে বসে; এখন উনার হাতের পানি খাছ্ছে সবাই মিলে।


মন্তব্য ৪৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫১

বিষাদ সময় বলেছেন: জনগন ক্ষমতায় এনেছে।

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



এটা যদি আপনার অভিমত হয়ে থাকে, আপনি রাজনীতি বুঝেন না।

২| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আফসোস শেখ হাসিনাকে যারা অপরাধী বলে তারা বেগম জিয়ার অপরাধ কে পরম সওয়ার বা পূন্য হিসেবে দেখে। ব্লগে কয়েকজন দেখি আপনাকে ব্যাক্তি আক্রমণ করছে। আপনি রিরক্ট করলে আপনাকে রীতিমতো ব্যান করবে অথচ শুরুটা ওরা করছে। শুধুমাত্র পদবী এবং ক্ষমতার জন্য সামান্য ব্লগে যেখানে স্বৈরাচার ও নিরপেক্ষ বিচার অসম্ভব সেখানে হাসিনা খালেদা এরশাদ এর কাছে অস্বৈরাচারী আচরণ আশা করা বিলাসিতা।

কাল নাকি গু আজমের জামাত নিষিদ্ধ হবে। অনেকের কলিজা পুড়তেছে। তাই আপনি কেউ ব্যক্তি আক্রমণ করলে রিএক্ট করবেন না। আর গালিগালাজ যারা করে তাদের পোস্টে মন্তব্য করবেন না। যুক্তিতে না পারলে গালিই যাদের হাতিয়ার বার বার নিষেধ করার পরও কেন তাদের পোস্টে যান বুঝিনা।

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



শেখ ও তাজউদ্দিন সাহেবকে হত্যা করায় দেশ গেরে গেছে, সেই পথ ধরে শেখ হাসিনা ক্ষমতায় এসেছে; স্ভাবাবিকভাবেই সেতার বাবার ও তাজউদ্দিনের হত্যাকারী ও ওদের সর্থকদের পছন্দ করবে না।

যারা ভুল লেখেন, তাদেরকে একটু ফিডব্যাক দিতে হয়, ইহাই ব্লগিং।

৩| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বৈরাচারীরা নেট গরুর গাড়ির চেয়েও স্লো করে দিয়েছে।তাই ব্লগে আসা যাচ্ছেনা। আপনি গালিবাজ, ঝামেলা ও ব্যাক্তি আক্রমণ কারী এড়িয়ে চলুন।

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



ব্লগের বেশীরভাগ ব্লগারই আমাকে সব সময় গালি দিবেন; কারণ, ইহাই দেশের বর্তমান অবস্হা।

৪| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৭

বিষাদ সময় বলেছেন: ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত কি দেশে ছিলেন?

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



আসা যাওয়ায় ছিলাম; আমি খুব বেশী সময় চাকুরী করিনি, আমি দেশ, বিদেশের অনেক যায়গা ঘুরেছি।

৫| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১১

বিষাদ সময় বলেছেন: যদি থাকতেন তবে দেখতেন এ সময়ের ইলেকশন গুলোতে লক্ষ লক্ষ মানুষ এদেরকে ভোট দিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে।

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:



মানুষ ভোট দিয়েছে, কিন্তু রেজাল্ট দিয়ে মিলিটারী।

১৯৭৩ সালের পর থেকে বাংলাদেশে প্রায় ভোটের ফল বদলায়েছে মিলিটারী।

৬| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

বাউন্ডেলে বলেছেন: দেশে দুর্নীতি, বেকারত্ব, মৌলবাদ ছাড়া আন কোন সমস্যা নেই। এগুলো দুর করার বা সমাধানের প্রক্রিয়া চলমান আছে। গদীতে জিয়া-এরশাদের উড়ে এসে, জুড়ে বসার পরিবেশ এখন নাই। দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখার পক্ষে। গৃহযুদ্ধ বাধিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার জামাত-শিবিরের ষড়যন্ত্র দেরিতে হলেও শান্তিপ্রিয় সাধারন জনতা উপলব্ধি করতে পেরেছে। মাঝখানে উম্মাদণা ছড়িয়ে আড়াইশ মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে প্রতিক্রিয়াশীল মোনাফেক, গুজুব সৃষ্টিকারী, টিকটকার ও ভাড়াটে খুনিরা।

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা একাধারে ১৬ বছর সময় পেয়েছিলেন, তিনি বেকারত্ব "ব"ও বুঝেন না; উনি ৩/৪টা বড় চাকুরী করেন, উনার ছেলে এডভাইজার, মেয়ে অটিজম এক্সপার্ট, শেষ! আর কারো চাকুরীর দরকার নেই; উনি নতুন করে কিছু করতে পারবেন না।

৭| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২০

বাউন্ডেলে বলেছেন: দেশে দুর্নীতি, বেকারত্ব, মৌলবাদ ছাড়া আর কোন সমস্যা নেই। এগুলো দুর করার বা সমাধানের প্রক্রিয়া চলমান আছে। গদীতে জিয়া-এরশাদের মতো উড়ে এসে, জুড়ে বসার পরিবেশ এখন নাই। দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখার পক্ষে। গৃহযুদ্ধ বাধিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার জামাত-শিবিরের ষড়যন্ত্র দেরিতে হলেও শান্তিপ্রিয় সাধারন জনতা উপলব্ধি করতে পেরেছে।
মাঝখানে উম্মাদণা ছড়িয়ে আড়াইশ মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে প্রতিক্রিয়াশীল মোনাফেক, গুজুব সৃষ্টিকারী, টিকটকার ও ভাড়াটে খুনিরা।

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:



চাকুরী থাকলে এসব সমস্যা হতো না, ঘুরেফিরে বেকারত্বের জন্য দায়ী শেখ হাসিনা, উনার সরকার, উনার ব্যুরোক্রেটরা ( যারা কয়েক বছর আগে জাতিকে সেবা করার জন্য বিসিএস দিয়েছিলো )।

৮| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

করুণাধারা বলেছেন: অন্যের পোস্টে গিয়ে যদি কলহে জড়ান, এমন কিছু বলেন যাতে বিপদ হতে পারে, তবে সেই পোস্টে না যাওয়াই ভালো।

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, বুঝতেছি সমস্যা হবে; কিছু কিছু ব্লগার ব্লগে অন্যায় কাজ করে বেড়ায়, কেহ কিছু বলেন না।

৯| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

কামাল১৮ বলেছেন: এক কোটি ভুয়া ভোটার ছিলো।এরাই নির্ধারন করেছে ভোটের ফলা ফল।এরশাদ ভোট গননা বন্ধ রাখলো তিন চার দিন।যার জন্য আওয়ামী লীগ বেশি ভোট পেয়েও কম সিট পেলো।ভুয়া ভোট সরানোর পর বিএনপি একবারই নির্বাচনে গিয়ে জাতিয় পার্টির সমান আসন পেয়েছে।তর পর আর নির্বাচন মুখি হয় নাই।

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:



বিএনি জামাত ছিলো সাইনবোর্ড, পেছনে ভোট মোট করতো মিলিটারী।

১০| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

কামাল১৮ বলেছেন: ফেসবুক কৌশলে মুক্তি বুদ্ধির চর্চাকে নিরুৎসাহিত করে।তাদের পেজগুলি বন্ধকরে দেয়।এমন বহু প্রমান আছে।গার্বেজ পেজগুলির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।এবার যদি একটা সমাধান হয়।

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ম্যাসলম্যন নিয়ে সরকার ভরে ফেলেছেন, দক্ষ লোকদের উনি ভয় পান; উনার লোকেরা সরকারের কাজ করে না, নিজের আয়ের জন্য সারাদিন চুরদারী করে বেড়ায়।

১১| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে মোনায়েম খানের সরকারের সব আমলা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবাইকে বাদ দিয়ে নতুন করে নিয়োগ দিয়ে বাংলাদেশ সরকারের কার্যক্রম নতুন করে করা উচিত ছিল।
আগের সরকারের আমলাতন্ত্রের বোঝা নতুন সরকারের নেওয়া খুবই ভুল সিদ্ধান্ত ছিল।

উচিত ছিল?

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



আগের আমলাদের একই চাকুরীতে রাখায় শেখ ও তাজউদ্দিনের প্রাণ গেছে।

১২| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে মোনায়েম খানের সরকারের সব আমলা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবাইকে বাদ দিয়ে নতুন করে নিয়োগ দিয়ে বাংলাদেশ সরকারের কার্যক্রম নতুন করে করা উচিত ছিল।
আগের সরকারের আমলাতন্ত্রের বোঝা নতুন সরকারের নেওয়া খুবই ভুল সিদ্ধান্ত ছিল।

উচিত ছিল?

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৩

সোনাগাজী বলেছেন:




উচিত ছিলো ব্যুরোক্রেসী শুন্য থেকে শুরু করা; সামনে এক সময়, সেক্রেটারিরা শেখ হাসিনাকে ফেলে পালাবে।


১৩| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলছেন: যারা ভুল লেখেন, তাদেরকে একটু ফিডব্যাক দিতে হয়, ইহাই ব্লগিং।

আপনার ফিডব্যাক এর জবাবে ব্যক্তি আক্রমণ করা হয়। তাই নিজের সম্মান বাঁচাতে যেখানে গালি খাওয়ার সম্ভাবনা আছে সেখানে মন্তব্য না করাই বেটার।

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫১

সোনাগাজী বলেছেন:



যারা গালি দিচ্ছে, তারা নিজকে সবার সামনে ইডিয়ট বানাচ্ছে।

১৪| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন:
ব্লগার রাজীব নুর খান এই প্রোপিক দিয়ে গণহত্যার প্রতিবাদ করছেন ফেসবুকে।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:



রাজিব রাস্তায় বের না'হলে হলো, তাকে টার্গেট করতে পারে।

১৫| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৬

জ্যাক স্মিথ বলেছেন: পিছনে যাই হোক আমার মনে হয় এই দেশে আর কোনদিন সঠিক গণতন্ত্র ফিরবে না। আর যদি ফিরেও তাহলেও যে সরকার ক্ষমতায় থাকবে সে সঠিকভাবে রাষ্ট্রপরিচালনা করতে পারবে না কারণ এই দেশের জনগণের আচারগত সমস্যা রয়েছে।

এই দেশের জনগণ নাকি রাজনীতি ম্যানিয়ায় ভুগে কিন্তু এত বছর পার হয়ে গেলো এরা শুধু গালাগলি আর হাউকাউ'ই করে গেলো আজ পর্যন্ত আওয়ামীলীগের বিকল্প শক্তি দ্বার করাতে পারলো না।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:





সেক্রেটারিরা জাতিকে শিক্ষা ও সংস্কৃতিহীন করে রেখেছে, বেকার করে রেখেছে; ওরা যেই বই পড়ে বিসিএস পাশ করে, জাপানে সেটা ১০ম শ্রেণীতে পড়ায়।

১৬| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ১০:৩৬

রবিন_২০২০ বলেছেন: মিলিটারি যে কাদের পিছনে আছে সেতো সবাই দেখতে পাচ্ছে। না হলে কি আর এতবড়ো বি ডি আর হত্যাকাণ্ডের পরেও মুরগির মতো আচরণ করে?
আপনি আছেন ৫০ বৎসরের পুরানো কাসুন্দি নিয়ে। নুতন জেনারেশন কি এই সব অজুহাত শুনতে চায়? তারা ভবিষ্যত নিয়ে চিন্তিত।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



নতুন জেনারেশনের জন্য চাকুরি সৃষ্টি করে আপেক্ষা করছে তাদের সিনিয়র ভাইয়েরা।

১৭| ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের মতো এতো বেশী বাক স্বাধীনতা পৃথিবীর কোন দেশেই নাই।
আমােদের পাশের দেশ শ্রীলঙ্কায়ও সভাসমাবেশ করতে চাইলে অনুমতি নিতে হয়।
একটি নির্দিস্ট জায়গায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সমাবেশ করা যায়।
এর ব্যাতিক্রম হলেই ব্যবস্থা নেয়া হয়।

বাংলাদেশে এর কোন বালাই নেই। যখন মন চায় রাস্তাবন্ধু করে সমাবেশ করা যায়। গাড়ী বাড়ি ভাঙ্গচুর করা যায়। আগুণ দেয়া যায় । কোন সমস্যা হয় না।

টিভিতে টক শোর নামে যে ধরনের মুক্ত বকাবাজির শো হয় সেটা একমাত্র বাংলাদেশ বলেই সম্ভব।

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩

সোনাগাজী বলেছেন:



যেহেতু ৮০ ভাবাংগালী যেকোন বীষয়ের উর নন-সেন্স কথা বলে, ওরা স্বাধীনতা ভোগ করে থেকে।

১৮| ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আরেকটি ব্যাপার।

পাকিস্তান ফেরত আমির লোকদেরকে বাংলাদেশ আর্মিতে নেয়াটা আমার মনে হয় না্ কোন সঠিক সিদ্ধান্ত ছিল।
এরশাদ পাকিস্তান থেকে আগত। সে রে ক্ষমতা দখল করে রাস্ট্রপতি হয়্

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৫

সোনাগাজী বলেছেন:



শেখের মৃ্ত্যুর পেছনে ওরাই ছিলো, জিয়াকে সিআইএ যোগাযোগ করেছে এরশাদের মাধ্যমে।

১৯| ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:০৫

সামরিন হক বলেছেন: বিএনপি,জামাত,শিবির,জাতীয় পার্টি সবাই তো আওয়ামী লীগের সামনে ফেরেস্তা। আমি ওদের জায়গায় থাকলে মান হানির কেস করে দিতাম।
আমার মনে হয় পুরানো কাসুন্দি না ঘেঁটে নতুন নেতা খুঁজে বের করা দরকার।
এছাড়া আওয়ামীলীগ সরকার কেন পর পর এত ভুল করছে সেটাও একটা ভাবনার বিষয়!!
সামনে কি হতে চলেছে !!!?

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৭

সোনাগাজী বলেছেন:



যেহেতু আওয়ামী লীগের সবাই নিজেরাই চুরি করছে, এরা নিজেরাই পেছনেরকর্প সারিতে চলে যাবে। কর্পরেট জগত থেকে মানুষ খুঁঝে বের করা নাগরিকদের দায়িত্ব।

২০| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫২

বঙ্গদুলাল বলেছেন: গতকাল একটি কমেন্ট লিখেছিলাম, সেইভে রাখিনি,এখন মনে আসছে না..
১.বঙ্গবন্ধুর নিউক্লিয়াসের ছাত্ররা উনার থেকে বের হয়ে জাসদ মাসদ করলেন।
২.বীর উত্তম মুক্তিযোদ্ধাদের একাংশ উনাকে মেরে ফেললেন।
৩.আরেকদল বীর উত্তম, বীর উত্তম, বীর প্রতীক মুক্তিযোদ্ধারা রাজাকার মাজাকারদের সাথে জেনারেল জিয়ার বিএনপিতে গেলেন।
৪.আ লীগের মোশতাকরা ঘাতকদের প্রেসিডেন্ট হলেন
৫.সেক্টর কমান্ডার তাহেররা জাসদ মাসদ,সিপাহি বিপ্লব টিপ্লব করে শেষ হলেন।বিএনপি, আ. লীগ সমানতালে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কেনা বেচা করলেন।
৬.দুনিয়ার মগা, বিচ্ছু,শামসু,বদি মদি আ.লীগের লিডার।আ.লীগও জামাত মামাতের সাথে ছিল এক সময়(৯৬ সালে সম্ভবত)
এই দেশে আদর্শ, বৈধ,অবৈধ,মাফিয়া সব মিলেমিশে একাকার।মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধাদের মতো পবিত্র শব্দগুলো ব্যবহার করে তামাশা করা মানুষ ভালোভাবে নিচ্ছে না আর।উচিত হবে বর্তমান নিয়ে ভাবা, জনগণের পালস বোঝা।নয়তো পঁচে গলে যাবে, দেশের প্রতিটি ধূলিকণার সমর্থন হারিয়ে নাম গন্ধও মুছে যাবে।হোক আ.লীগ, বি.এন.পি বা অন্য দল।

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



১) নিউক্লিয়াস যারা করেছিলো, এরা পড়ালেখা করতো না, ছাত্ররাজনীতির নামে মাফিয়াগিরি করতো, যুদ্ধ করেনি; কিন্তু কেকের টুকরা ধরে বসেছিলো।

২) ওগুলো সুযোগ সন্ধানী "বীরোত্তম" ছিলো; অনেকে যুদ্দে গেছে শেষে দিকে; ওরা লোভাী ছিলো, আমেরিকা ২ ডলারে কিনে নিয়েছে।

৩) মাত্র ৩/৪ জন ব্যতিতই সব উঁচু পদের অফিসারেরা আগের থেকে জানতো ও কৌশল করে পরে যোগ দিয়েছে।
৪) সে ষড়যন্ত্রে যুক্ত ছিলো; মনে হয়, জিয়া ও মেজররা জোর করে বানায়েছিলো।
৫) কর্ণেল তাহেরের পুরো পরিবারই ক্রিমিনাল ছিলো।
৬) আওয়ামী লীগের লোকজন শেখ থাকাকালেও রাজনীতি জানতো না, শেখ ও তাঝউদ্দিন সব চালাতেন; এখন সবকিছু চালাচ্ছে ব্যুরোক্রেটরা, শেখ হাসিনা রাজনীতি জানেন না ও আধুনিক রাষ্ট্র সম্পর্কে অজ্ঞ।

২১| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৫

বঙ্গদুলাল বলেছেন: আচ্ছা, আরেকটা কথা বাচ্চাকাল থেকে শুনে আসছি, সত্য নাকি ছাগুরা রটাইছে জানি না। আমাদের পুতুল আপার শ্বশুর, মাননীয় প্রধানমন্ত্রীর বেয়াই মশাই নাকি রাজাকার? আপনার জানা থাকলে বলবেন,প্লিজ।

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



ঠিক রাজাকার নয়, শান্তি কমিটিতে ছিলো; ওরা মুসলিম লীগপন্তী ছিলো।

২২| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৩

বঙ্গদুলাল বলেছেন: হাসানুল হক ইনু, আপনার প্রিয় মতিয়া আপা নাকি চরম শেখ-বিরোধী ছিলেন। এঁরা লীগে কখন থেকে যোগ দিয়েছিলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যন্ত হলেন দীর্ঘ সময়।
আপনাকে একবার প্রশ্ন করেছিলাম আ.লীগে বর্তমান প্রেসিডেন্ট হওয়ার মতো কয়েকজনের নাম বলেন। আপনি বলেছিলেন
১.মতিয়া চৌধুরী ২.রাজ্জাক সাহেব (মোটামুটি উপযুক্ত)।

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:


মতিয়া সামান্য ধরণের সোস্যালিষ্ট, চুরি করে না; একেবারে পুতুল হয়ে বসে থাকতো না; শেখ হাসিনা যাদের প্রেসিডেন্ট বানায়েছিলেন, তাদেরকে উনি বানায়েছেন, কারণ ওরা সবাই মোটামুটি ইডিয়ট ছিলো, উনার কথা মতো চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.