নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
এবারের আন্দোলনে যেসব পরিবারের লোকজন নিহত ও আহত হয়েছে, তাদের জন্য সহমর্মিতা রলো।
বেকারত্বের সমাধান ১টা, চাকুরী সৃষ্টি করতে হবে।
এই আন্দোলনটা কোটাকে (অধিকার ও যোগ্যতা অনুসারের চাকুরীর সুযোগ ) কেন্দ্র করে হলেও, মুল সমস্যা হলো, প্রয়োজনের তুলনায় চাকুরী খুবই কম; চাকুরীর সংখ্যা কম হলে নিয়োগে ভয়ংকর দুর্নীতি হয়, তখন কোটা কাজ করে না; আমাদের দেশে কোটা কখনো সঠিকভাবে কাজ করেনি।
দেশে চাকুরী সৃষ্টি করা হয়নি ৫৩ বছর। যারা বড় বড় ( পিএম, অর্থমন্ত্রী, ব্যাংকের গভর্ণর, সেক্রেটারীরা, প্রেসিডেন্ট ) চাকুরী করেছে গত ৫৩ বছর, যাদের উপর দায়িত্ব ছিলো চাকুরী সৃষ্টি করার, তারা চাকুরী সৃষ্টির জন্য দরকারী ক্যাপিটেল অপচয় করেছে, ডাকাতী করে নিয়ে গেছে। আমাদের বৈদেশিক ঋণের সমপরিমাণ টাকা লুট হয়েছে সরকারের তহবিল থেকে।
আজকের দিনে, চাকুরীর সেভিংস কিংবা পারিবারিক সম্পদ থেকে কেহ শিল্প-কারখানা গড়তে পারার কথা নয় , ব্যাংক থেকে ঋণ নিতে হয়; ঋণের টাকা বন্দী হয়ে গেছে ডাকাতদের হাতে; ফলে, ক্যাপিটেলের অভাবে চাকুরী সৃষ্ট হয়নি, এবং শীঘ্রই চাকরী হওয়ার সম্ভাবনা নেই। চাকুরী সৃষ্টি না'হলে জাতি অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত হবে না।
৩য় বিশ্বে বেশীরভাগ চাকুরী সৃ্ষ্টিতে সরকারকে উদ্যোগ নিতে হয়: হয় সরকারী উদ্দ্যোগে কলকারখানা হয়, কিংবা সরকার সুনিদ্দষ্ট নীতির মাধ্যমে প্রাইভেট সেক্টরকে চাকুরী সৃষ্টি করতে ক্যাপিটেল ও অন্যান্য সাহায্য দেয়। আমাদের সরকারগুলো কোনভাবে দরকারী পরিমাণ চাকুরী সৃষ্টির চেষ্টা করেনি; কারণ, ৫৩ বছর বিবিধভাবে কিছু শ্রেণী দেশের ক্ষমতাকে ক্যাপিটেলকে কুক্ষিগত করে, জাতির সম্পদ লুন্ঠন করেছে।
এখন কোটার কথা ভুলে গিয়ে, সবাই মিলে ভাবুন, কিভাবে চাকুরী সৃষ্টি করা যায়।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:০৯
সোনাগাজী বলেছেন:
আপনার দেয়া ছবটির লেখা খুবই ছোট, ওখানে কি লেখা আছে?
২| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:১৪
নব অভিযান বলেছেন:
৩| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাইয়া, এসব কথা সরকারের সাথে সংশ্লিষ্টরা জানেন না বললে ভুল হবে।
কিন্তু, তারা যা ভাবেন বা জানেন, তা কর্মে পরিণত করতে দেরী করেন।
আমাদের সরকার ব্যাবস্থা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে অক্ষম।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:৫৮
সোনাগাজী বলেছেন:
ওরা চাকুরী সৃষ্টি করতে জানে না, সেটা নিয়ে চিন্তা করে না; ওরা সরকারী চাকুরী পাওয়ার পর লুট শুরু করে; চাকুরী সৃষ্টি করার মতো সব ধরণের ক্যাপিটেল ওরা লুট করে নিয়ে যায়।
৪| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:১৭
নব অভিযান বলেছেন:
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:৫৯
সোনাগাজী বলেছেন:
আপনার সমস্যা আছে, ব্লগিং আপনাকে সাহায্য করার সম্ভাবনা নেই।
৫| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:২৫
আঁধারের যুবরাজ বলেছেন: আমার ঘনিষ্ট একজনের আত্মীয়কে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে বেদম মার্ দিয়ে মেরে ফেলেছে। মানুষটি সাধারণ একজন গ্রামের মানুষ ঢাকা আমিন বাজারের। কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। অনেক গুলি ভিডিও দেখলাম পুলিশ মহিলাদেরকে ভয়ঙ্কর ভাবে মারতেছে।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:০২
সোনাগাজী বলেছেন:
পুলিশে চাকুরী পেতে বড় অংকের ঘুষ দেয় এরা, এরপর, সিনিয়রদের টাকা দিতে হয় মাসে মাসে; পুরো পুলিশ বাহিনী ভেংগে, নতুন করে গঠন না করলে, এই ডাকাতদের থেকে জাতি নিস্তার পাবে না।
৬| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:০৩
সোনাগাজী বলেছেন:
মিডিয়ায় প্রকাশি্ত আপনার লেখার জন্য ফিডব্যাক লিখেছিলাম, আপনি দেখেছিলেন?
৭| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্বাধীনতার ৫০ বছর পর জনসংখ্যা হয়ে গেছে তিনগুণ ।
চাকরি নয়, সবার জন্য কাজ চাই।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:০৬
সোনাগাজী বলেছেন:
চাকুরী/কাজ যেটাই হয়, ৩য় বিশ্বে উহার ব্যবস্হা করতে হয় সরকারকে।
৮| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:২২
আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: পুরো পুলিশ বাহিনী ভেংগে, নতুন করে গঠন না করলে, এই ডাকাতদের থেকে জাতি নিস্তার পাবে না।
যে সমস্ত পুলিশ অতি উৎসাহের সাথে এই অন্যায় ,অবিচার করছে এরা সবাই প্রাক্তন ছাত্রলীগ / যুবলীগের কর্মী। হাসিনার এই পুলিশলীগের এতই যোগ্যতা যে , মৃত মানুষ কে গিয়েছে গ্রেপ্তার করতে। প্রয়াত ব্যারিস্টার মইনুলের বাসায় গিয়েছিলো আজকে গ্রেপ্তার করতে !
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:৪১
সোনাগাজী বলেছেন:
এই দেশে দলীয়করণটা শুরু হয়েছিলো জামাতীতের ঠেকানোর জন্য, এখন সরকার এদের উপর ভর করে আছে।
৯| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:৩৯
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: পুরো পুলিশ বাহিনী ভেংগে, নতুন করে গঠন না করলে, এই ডাকাতদের থেকে জাতি নিস্তার পাবে না।
আঁধারের যুবরাজ বলেছেন: যে সমস্ত পুলিশ অতি উৎসাহের সাথে এই অন্যায় ,অবিচার করছে এরা সবাই প্রাক্তন ছাত্রলীগ / যুবলীগের কর্মী।
মুক্তিযোদ্ধা কোটা নামে এই ছাত্রলীগ/ যুবলীগের কর্মীদেো পুলিশ নামক ডাকাতদলে নিয়োগ দেওয়া বন্ধ করাটাই ছিলো ছাত্র আন্দোলনের উদ্দেশ্য। অথচ আপনি বিগত কিছুদিন এদের ফেসবুক গ্রাজুয়েট ইত্যাদি নাম দিলেন।
তবে আপনার বিষয়ে আমি কিন্তু আশাবাদী। বয়সের কারনে প্রসেসরের গতি কিছু মন্থর হয়ে যাওয়া দোষের কিছু নয়, সেটি কাজ করছে কিনা সেটাই মূখ্য।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:৪৩
সোনাগাজী বলেছেন:
পুলিশের চাকুরী আপনিও কিনে নিতে পারবেন, জামাতীরা কিনে নিয়েছে; ওখানে কোটা লোটা নেই।
১০| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৩
কামাল১৮ বলেছেন: কোনটা আগে করতে হবে,সরকারে যোগ্য লোক, নাকি চাকুরি।
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪১
সোনাগাজী বলেছেন:
সরকারের উঁচু লেভেলে যদি চাকুরী সৃষ্টির জন্য পরিকল্পনা নেয়; সেসব পরিকল্পনা কার্যকরী করতে গেলে, সরকারের চোখে পড়বে, তাদের কাছে দক্ষলোকজন আছে কিনা, যারা পরিকল্পনাকে কার্যকর করতে পারবে।
আগে পরিকল্পনা।
১১| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৫
কামাল১৮ বলেছেন: চাকরি সৃষ্টি হবে।
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৫
সোনাগাজী বলেছেন:
দেশের ৫০ ভাগ মানুষ চাষে আছেন; এদের পরিবারসহ হিসেবে করলে ৯ কোটাী মানুষ কৃষির উপর নির্ভরশীল; কৃষি দিন মুজুরেরা বছরে ১০০ দিনের বেশী কাজ পায় না। এদের জন্য চাকুরী সৃষ্টি হবে?
১২| ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার পরামর্শ আমার খুবই কাজে লাগবে।
আমি বড় কয়েকটি পত্রিকার সাথে যোগাযোগ করছি।
আশা করি আমার লেখার মান বাড়াতে পারবো।
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭
সোনাগাজী বলেছেন:
আপনি লেখার সময় অন্যদের ভাবানাকে যুক্ত করবেন না; এই বিষয়ে অন্যরা যেভাবে, যেই ফরমেটে লিখেছে, সেটাকে অনুসরণ করবেন না।
১৩| ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের পটিয়ার ব্যাংক মাসুদ একটা ভালো কাজ করছে। পটিয়ার সব পরিবারে ১ জন করে ব্যাংকার। এখন অন্য ১৩ টি উপজেলার লোকজনকে চাকুরী দিচ্ছে। সে চোর হোক অথবা ব্যাংক লোট করুক। ১ টা ভালো কাজ তো করছে।
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৮
সোনাগাজী বলেছেন:
মাসুদ কি এমপি'র নাম?
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:০৫
নব অভিযান বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ কি নিয়ম মেনে চলছে?