নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
"সাধারণ ছাত্রদের" ( যারা কোন রাজনৈতিক দলের সদস্য নয়, সাপোর্টার নয় ) কোটা আন্দোলন, ছাত্রদের অন্য যেকোন আন্দোলনের মতো শুরুতে ক্যাম্পাসে ছিলো; এই আন্দোলনকে রাস্তায় নেয়ার সিদ্ধান্ত কারা নিলো, কেন নিলো? ইহা কি আন্দোলনের সমন্বয়কারীরা করেছে, নাকি ছাত্রলীগের আক্রমণের কারণে হয়েছে, নাকি অংশগ্রহনকারী ছাত্ররা উত্তেজিত হয়ে ক্যাম্পস ছেড়ে নিজেরাই রাস্তায় নেমে যায়? কোনটি সঠিক কারণ?
"সাধারণ ছাত্রদের" ভেতরে কোন ছাত্র রাজনৈতিক দলগুলোর সদস্য কিংবা সাপোর্টার ছিলো কিনা, ইহা কে বা কারা নিশ্চিত করেছে?
যখন ছাত্ররা রাস্তায় নামলো, তারা তখন দেশের পুলিশের মুখোমুখী; ইহা যে, ভয়ংকর রূপ নিতে পারে, সেটা ভেবে কি সমন্বয়কারীরা ছাত্রদের রাস্তা থেকে সরে যাবার নির্দেশ দিয়েছিলো? পুলিশ ছাত্রদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করার সময়, ছাত্ররা কি রাস্তা ছেড়ে চলে গিয়েছিলো, নাকি রাস্তা দখলের চেষ্টা করেছিলো?
ছাত্ররা রাস্তায় নামার পর, রাস্তায় যান চলাচল ও মানুষ চলাচলের অসুবিধা হচ্ছিলো কিনা? যদি হয়ে থাকে, সমন্বয়কারীরা ছাত্রদেরকে রাস্তা ছেড়ে চলে যাবার জন্য নির্দেশ দিয়েছিলো কিনা?
যেদিন রাস্তায় ৬ জন মানুষের প্রাণ গেলো, এরপর "সাধারণ ছাত্রদের" পরিবারেরা কি সাধারণ ছাত্রদের সহজে বাহিরে যেতে দিয়েছিলো বলে মনে হয়?
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:০০
সোনাগাজী বলেছেন:
কোটার অনুপাত আন্দোলন ক্যাম্পাসে করলে এক সময় শিক্ষামন্ত্রী, দেশের প্রেসিডেন্ট ও পিএম নিজের তাগিদে ইহাকে নিস্পত্তি করার চেষ্টা করতো; কারণ, দেশের বেকারত্ব নিয়ে তাদের বড় ধরণের দুর্বলতা আছে।
২| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সহমত।
আমার একটি লেখায় আমি এই কথাটি বলতে চেয়েছিলাম।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৯
সোনাগাজী বলেছেন:
লিংকে গিয়েছিলাম, আপনার লেখা খুঁজে পাইনি।
৩| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪
আমি নই বলেছেন: আপনার কি করিলে, কি হইত টাইপের পোষ্ট দেখতে দেখতে বিরক্ত।
কোনো আন্দোলনই দির্ঘ সময় এক জায়গায় থাকবেনা, বিস্তার লাভ করবে এটাই স্বাভাবিক। কোটা আন্দোলনের শুরুটা ঢাকা ভার্সিটির ভিতরে হলেও আস্তে আস্তে সারা দেশে ছরাবে এটাইতো স্বাভাবিক। আমাদের দেশের নেতারা যে রকম অহংকারি, ক্যাম্পাসের ভিতরে ১০০ বছর আন্দোলন করলেও কেউ পুছবেনা। আন্দোলন যেখানেই হোক, শান্তিপুর্ন কিনা এটাই আসল কথা।
সাধারন ছাত্র আন্দোলন মানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছারা, ছাত্রের স্বার্থে আন্দোলন। এই আন্দোলনে অন্য যেকোনো রাজনৈতিক দলের সদেস্য থাকতেই পারে, তারা প্রভাব বিস্তার না করলেই হল এবং করেও নাই। কোটা আন্দোলন ১০০% রাজনৈতিক উদ্দেশ্যবিহিন শান্তিপুর্ন আন্দোলনই ছিল।
সাধারন ছাত্র আন্দোলন কারিরা ভেবেছিল বাংলাদেশ পুলিশ তাদের যে কোনো অন্যায় আক্রমনের হাত থেকে রক্ষা করবে এবং হওয়া উচিৎ ছিল সেটাই। সমন্বয়কদের সমালোচনা না করে সমালোচনা করা উচিৎ তাদের যাদের দায়িত্ব ছিল আক্রমনকারীদের ঠেকানো।
২৫ মার্চ কালো রাত্রিতে লাখ লাখ বাংগালিকে হত্যার পরে বাংগালিরা চুপ করে ছিল? ছিলনা, তাইলে ৬ জনকে শহিদ করার পর ঐ বাংগালীদের উত্তরসুরীরা বাড়ীতে বসে থাকবে, এটা ভাবলেন কেমনে? বরং দেখা গেছে মা ছেলেকে বাসায় পতাকা বানিয়ে দিচ্ছেন, বাবা মেয়ের সাথে রাস্তায় দাড়িয়েছেন।
আন্দোলন বিরোধীরা শুরু থেকেই জামাত-শিবির বাল-ছাল বলে আন্দোলনটিকে বিতর্কিত করার চেষ্টা করতেছিল কিন্তু সাধারন জনগন জানে এটা ছিল ছাত্রদের অধিকারের আন্দোলন।
দয়া করে আমার প্রোফাইলে কয়টা পোষ্ট করেছি না করেছি তা দেখে অযৌক্তিক প্রতিমন্তব্য না করলে খুশি হব। কারন আমি পাঠক, লেখক নয়।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৭
সোনাগাজী বলেছেন:
আপনি আন্দোলন করার মতো যোগ্য লোক নন।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৯
সোনাগাজী বলেছেন:
যেজন লিখতে জানেন না, তিনি আবার কিসের পাঠক?
৪| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৭
আঁধারের যুবরাজ বলেছেন: যেখানে শত শত মানুষকে মেরে ফেললো , সেখানে এই ধরণের পোস্ট আপনি না চাইলেও হাসিনার অন্যায়ের সাফাই গাওয়া হয়ে যায়। আপনার মাথায় আগেই যদি বসিয়ে রাখেন যে , হাসিনা বা আওয়ামীলীগ যত যাই করুক আর কোনো দল ক্ষমতায় আস্তে পারবে না ,অধিকার নাই তাহলে আর দেশের বর্তমান এই আন্দোলন সম্পর্কে আপনি অনুধাবন করতে পারবেন না।
নানা দলের লোকজনতো একটা পর্যায় জড়িত হবেই ,সুযোগ তো নেবেই। কিন্তু তাতে ছাত্রদের মেরে ফেলাটা জায়েজ হয়ে যায় না। নানা দেশের নানা মিডিয়াতে হাসিনার সমালোচনা হচ্ছে , জাতিসংঘ ,ইউরোপিয়ান ইউনিয়ন ,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে ইন্ডিয়ার মিডিয়াগুলিতেও ( যেখানে দ্যার্থহীন ভাবে হাসিনাকে সমর্থন দিয়ে এসেছে এতো দিন ) এই বর্বরোচিত হত্যার সমালোচনা করা হচ্ছে ,সেখানে আপনার সাম্প্রতিক কিছু মন্তব্য এবং পোস্ট ঘুরে ফিরে পরোক্ষ ভাবে হাসিনার অন্যায়ের প্রতি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা ( হয়তো অনিচ্ছাকৃত ভাবেই ) দুঃখজনক।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৩
সোনাগাজী বলেছেন:
এই দেশে যদি মাত্র ১ জন লোক থাকেন, যিনি শেখ হাসিনা, বেগম জিয়া, এরশদ ও জিয়ার কাজকর্ম পছন্দ করেন না, সেজন হচ্ছি আমি।
ছাত্রদের আন্দোলন আমি দেখছি বিশ্বের বহুদেশে; ছাত্রদের আন্দোলন ক্যাম্পাসে হলে, উহা একবারে খারাপের দিকে গেলেও ২/১ ছাত্র প্রাণ হারাতো।
৫| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: https://www.dhakatimes24.com/2024/07/31/360647
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৮
সোনাগাজী বলেছেন:
পড়েছি, আপনিও সঠিভাবে ভাবতে পেরেছেন যে, এই কম-দরকারী আন্দোলনটিকে ক্যাম্পাসেই চালিয়ে যাওয়ার দরকার ছিলো! সমন্বয়কারীদের মাঝে কোন ভাড়াটিয়া আন্দোলনকারী ( জিলেনস্কি ) ছিলো বলে মনে হয়?
৬| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:০০
আমি নই বলেছেন: লেখক বলেছেন:
আপনি আন্দোলন করার মতো যোগ্য লোক নন।
আর আপনি যৌক্তিক শান্তিপুর্ন আন্দোলনকে বিভিন্ন উপায়ে সমালোচিত করার লোক।
লেখক বলেছেন:
যেজন লিখতে জানেন না, তিনি আবার কিসের পাঠক?
আমিতো আপনাকে চিনি, লজিক্যাল উত্তর দেয়ার মুরোদ নাই, সুতরাং উল্টা-পাল্টা বকবেন। তো জনাব আমার মন্তব্যইতো আপনার ম্যও-প্যাও, গারবেজ পোষ্টের চাইতে বড়, আমি লিখতে জানি না কে বলল?
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৫
সোনাগাজী বলেছেন:
ভিয়েতনাম যুদ্ধের পর, আমেরিকায় এবার গাজার সমর্থনে আন্দোলন হয়েছে; সেই আন্দোলন হয়েছে ক্যাম্পাসে; ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে সরানোর জন্য পুলিশ লেগেছে; তারপরও ছাত্ররা ক্যাম্পাসে ফেরার চেষ্টা করছিলো সব সময়; দেশের বড় অংশ ছাত্রদের পক্ষে।
৭| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৮
পুরানমানব বলেছেন: লেখক বলেছেন :যেজন লিখতে জানেন না, তিনি আবার কিসের পাঠক?
কিসব বালছাল লিখিয়াছেন।
পাঠক হইতে হইলে লেখক হইতে হবে সেইডা আপনে কারে বুঝাইতাছেন ? এখনো কি ফিডার খান নাকি মায়ের পেটে আছেন ?
আপনার এসব ফাতরামি বন্ধ করবেন না সেইডা ভালো কথা, সবাই যে আপনার লেখায় হিসু করিয়া দিচ্ছে সেইডা বুঝেন ? দালাল নাম্বার জিরো।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৪
সোনাগাজী বলেছেন:
যেজন লিখতে জানে না, সে অন্যের লেখা পড়লে, কিছুই বুঝার কথা নয়।
৮| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৬
পুরানমানব বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: রাজাকাররা ছাত্রদের কাঁধে ভর করে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে সরকার নামানোর আন্দোলনে রূপান্তর করে হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
আমি সাধারণ মানুষ। আমি ছাত্র নই, ছাত্রদের সমর্থনে রাস্তায় নামিয়াছি। আপনি সমষ্টিগতভাবে ছাত্র ছাড়া সবাইকে রাজাকার বলিয়াছেন যাহাদের মধ্যে আমিও আছি । তাই আমাকে রাজাকার বলার কারণে আমি প্রতিবাদ স্বরূপ ব্লগের মডারেটরদের কাছে বিচার জানাইলাম এবং আপনার পশ্চাদ্দেশে একখানা বাম পায়ের ভার্চুয়াল লাত্থি বসাইলাম।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৩
সোনাগাজী বলেছেন:
রাস্তায় নেমেছেন? অভিনন্দন! মাঝে মাঝে জানাবেন, কেমন আছেন?
৯| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৫
আমি নই বলেছেন: লেখক বলেছেন:
ভিয়েতনাম যুদ্ধের পর, আমেরিকায় এবার গাজার সমর্থনে আন্দোলন হয়েছে; সেই আন্দোলন হয়েছে ক্যাম্পাসে; ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে সরানোর জন্য পুলিশ লেগেছে; তারপরও ছাত্ররা ক্যাম্পাসে ফেরার চেষ্টা করছিলো সব সময়; দেশের বড় অংশ ছাত্রদের পক্ষে।
হয় আপনি বড় মাপের বেকুব আর না হয় অতি মাত্রায় সহজ সরল।
আমেরিকায় কি ছাত্রলীগ, শিবিরের মত জংগী মনভাবের বাহিনী আছে? গাজার সমর্থনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কি ছাত্রলীগের মত কোনো দল লাঠি, দা, কুড়াল, পিস্তল জাতীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলে পরেছিল? আবার সেই হামলায় পুলিশ কোনো এ্যাকশন না নিয়ে দেখছিল?
এগুলোর কোনোটাই হয় নাই। আমরাও দেখেছি কিভাবে ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনে হামলা করেছিল, এই হামলা নিশ্চই আমাদের দেশের ছাত্র আন্দোলনের চাইতে অনেক বড় ছিল (১৫ তারিখে হায়েনাদের আক্রমনের আগ পর্যন্ত) তার পরেও কি আমেরিকা আর্মি ডেকেছিল ট্রাম্পের সমর্থকদের গুলি করার জন্য?
সারা বিশ্ব দেখল আবু সাইদ কিভাবে মারা গেল, পুলিশ এফআইআরে কি লিখেছে জানেন? আপনার আমেরিকায় কি এমন হয়?
কোন আক্কেলে আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করেন?
আর আর একটা কথা, বাংলাদেশের বড় অংশও ছাত্রদের পক্ষেই। যদি পুলিশ গুলি না করত তাহলেই দেখতেন কিভাবে দল-মত নির্বিশেষে দলে দলে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করত।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭
সোনাগাজী বলেছেন:
ছাত্রেরা যদি আমেরিকা থেকে কিছু না শিখে, ইয়েমেন বা সুদান থেকে শিখে, আন্দোলন বিফলে যাবেই যাবে।
১০| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯
আহলান বলেছেন: সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে ছাত্রলীগের হামলা ও সর্ব সাধারণ ছাত্র ছাত্রীকে রাজাকার বলিয়া ট্যাগ করার কারণে আন্দোলোন রাস্তায় চলে যায়। তবে এই সাধারণ নিরস্ত্র মানুষের উপর এভাবে গনহত্য চালানো হবে, সেটা কেউ ভাবেইনি।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
সোনাগাজী বলেছেন:
আপনি বলছেন যে, নিরস্ত্র মানুষের উপর এইরকম গণহত্যার কথা কেহ ভাবেনি; না'ভেবে এই ধরণের আন্দোলন চালানো সম্ভব? নিরস্ত্র বলছেন কেন, ওরা পাথর ছুঁড়ছিলো। আরও ভাবার দরকার ছিলো যে, পুলিশ কিন্তু পাথর মারবে না।
১১| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: আসিফ নজরুল লোকটারে আমার ভালো লাগে, কিন্তু এই লেখা পড়ে আমি কনফিউজড হয়ে গেছি। নীচে লেখাটা কপি পেস্ট করছি। আপনি কি উনার সম্পর্কে কিছু জানেন?
জাতির বিবেক আসিফ নজরুল
বাংলাদেশের ইতিহাস জীবনের মতোই চলমান।যারা ইতিহাসবিদ তারা অনেক নদীর শাখার এক মোহনায় গিয়ে মেশা দেখতে পান।
আজকে একজনের পোস্ট পড়ছিলাম(লিংক কমেন্ট বক্সে দেব)-সে শিক্ষক হতে চাইলে আসিফ নজরুলের মতো হতে চায়।
আসিফ নজরুলের প্রকৃত নাম মো. নজরুল ইসলাম। ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট থেকে পাশ করে কিছুদিন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন,এরপর যোগ দেন 'বিচিত্রা'য়।৯০ এর গণঅভ্যুত্থানের সময় নজরুল ছাত্রদলে ছিলেন।বিশেষ করে ছাত্রনেতা অভি'র সাথে ছিল তার ঘনিষ্ঠতা।অভি'র চরিত্রকে নির্ভর করে নজরুল তার প্রথম উপন্যাস 'ক্যাম্পাসের যুবক' লিখেন।
বিচিত্রায় শাহরিয়ার কবিরের সাথে তরুণ নজরুলের কলিগ হিসেবে দেখা। নজরুল সাংবাদিক হওয়ার উচ্চাশায় শাহরিয়ার কবিরের ঘনিষ্ঠ হওয়ার নিমিত্তে যোগ দেয় ঘাতক দালাল নির্মূল (নির্মূল কমিটি) কমিটিতে। বয়সে তরুণ,তার উপর আইনজীবি এ বিবেচনায় শহীদ জননী জাহানারা ইমাম নজরুলকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন।তাকে সারাদেশ থেকে আসা মাঠ পর্যায়ের রাজাকারদের যে তথ্য তা সমন্বয় করে রিপোর্ট জমা দেয়ার কাজ দেয়া হয়। ১৯৯২ সালে রমনায় নির্মূল কমিটি'র যে প্রতীকী আদালত বসে ২৬শে মার্চ নজরুল সেখানে গোলাম আযমের আইনজীবীর ভূমিকা পালন করেন।
আপনাদের মনে থাকবে শহীদ জননী জাহানারা ইমামসহ ২৪ জনের বিরুদ্ধে তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রদ্রোহের মামলা করে।সেখানে আসিফ নজরুলের নাম নজরুল ইসলাম হিসেবে নথিবদ্ধ আছে। ১৯৯৩ এর ১৬ ডিসেম্বর নির্মূল কমিটি''র দ্বিতীয় পর্যায়ের নথি পেশ করার কথা ছিল যার মূল কাগজপত্র সব ছিল নজরুলের কাছে।কিন্তু নজরুলের সাথে ক্যান্সার আক্রান্ত শহীদ জননী বহুবার যোগাযোগ করলেও সে ধরা দেয় না ওই দ্বিতীয় পর্যায়ের দলিল দস্তাবেজের মাঠ পর্যায়ের তথ্যসহ।
নজরুল ক্যান্সার আক্রান্ত শহীদ জননীকে একটি যেনতেন রিপোর্ট দিয়ে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড চলে যায় ১৯৯৪ তে।
☞কি আশ্চর্য লাগছে যে শহীদ জননী যেখানে রাষ্ট্রদ্রোহীতার মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেন সেখানে একই মামলায় নজরুল কিভাবে দেশ ত্যাগ করলো?
➤নজরুল নির্মূল কমিটি'র সবাইকে ডিঙিয়ে এ সময় ঘনিষ্ঠতা গড়ে তুলেন আইন বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান এরশাদুল বারীর সাথে। বারীর সুপারিশে নজরুল কমনওয়েলথ বৃত্তি লাভ করেন।
নজরুলের পুরো ভূমিকা,তার এই বেঈমানী লিপিবদ্ধ আছে শাহরিয়ার কবিরের লেখা 'জাহানারা ইমামের শেষ দিনগুলি' বইয়ে (লিংক কমেন্ট বক্সে)।শহীদ জননী জাহানারা ইমাম,নজরুলের এহেন ব্যবহারে ঝরঝর করে কেঁদে ফেলেন শাহরিয়ার কবিরের হাত ধরে।
আমাদের স্বভাব হলো যে আমার পক্ষে থাকবে,যে আমার খুব ঘনিষ্ঠ সে চোর,ডাকাত,খুনী,ধর্ষক,প্রতারক,নিপীড়ক যাই হোক না কেন তার কোন কাজই আমাদের কাছে অন্যায় বলে পরিগণিত হবে না।
ব্যক্তিকে পীর,আউলিয়া,আইডল মানার আগে আমাদের এতটুকু বিচার-বিশ্লেষণ সক্রিয় থাকে না।
জাতীয় বেঈমান তো সবাই হতে পারে না,নজরুল ইসলাম অরফে আসিফ নজরুল হতে পেরেছে।তার ইতিহাস হয়তো আরও অনেক শব্দে নিবদ্ধ করা যাবে কিন্তু দীর্ঘ লেখা কেউ ফেসবুকে পড়বে না।
ভিন্ন দলে থাকা,ভিন্ন মতে নিমগ্ন হওয়া,ভিন্ন রঙ ধারণ কোনটাই নিষিদ্ধ নয়-কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির নথি গায়েব করে এরশাদুল বারীর রেকমেন্ডেশনে রাষ্ট্রদ্রোহীতার মামলার আসামীর কমনওয়েলথ বৃত্তি নিয়ে পলায়ন আধুনিক মীরজাফরের চেয়ে কোন অংশে কম না।
তাই বলি একজন আসিফ নজরুল হওয়া কোন স্বাভাবিক বোধসম্পন্ন মানুষের লক্ষ্য হতে পারে কি না ভেবে দেখবেন। নিজের কেবলা কোথায় স্থির করবেন তা নির্ণয় করার আগে মাথা খাটাবেন।
(তথ্যসূত্র-সচলায়তন ও সামহোয়্যারইনব্লগ)
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
সোনাগাজী বলেছেন:
আসিফ নজরুল ক্রিমিনাল।
১২| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্টে আমি নয়মিত মন্তব্য করি। একটা জারজ এখানে আমাকে পারসোনাল এট্যাক করে। জারজকে আমি লাথি মেরে আমার ব্লগ থেকে জামায়াতি শিবিরের সরাসরি দাললি করায় বের করে দেয়ায় আবুল তাবুল বকছে। এই বাস্টার্ডকে ব্লক না করলে তো সে কুকুরের মত কামড়াবেই। ওরে ব্লক করেন না কেন?
এই মা**চু** এর এটা বুঝার ঘিলু নেই যে ছাত্রদের আন্দোলনকে দেশের সাধারণ মানুষ সাপোর্ট করছে এটা যেমন সত্য জারজ রাজাকার জামাত শিবির এই আন্দোলকে পুঁজি করে নোংরা রাজনীতি করতে চাইছে এটাও সত্য। রাজাকারদের দাচু দিলে এই পাকি জারজের জ্বলে।
এই মা*দা*চ* অনেকদিন ধরে ব্লগে এমন ভাবে নোংরামি করছে ওরে না দাচু দিয়ে পারলাম না। আপনি সহ সকল ব্লগারের কাছে ক্ষমাপ্রার্থী একজন কুলাংগারকে তার ভাষায় ট্রিট না করলে হচ্ছিলনা। *
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
সোনাগাজী বলেছেন:
এদেরকে ব্লক করলে, বাকীরা জানবেন না যে, আমাদের ব্লগে কিসব বস্তুু বসবাস করেন।
১৩| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮
আমি নই বলেছেন: লেখক বলেছেন:
ছাত্রেরা যদি আমেরিকা থেকে কিছু না শিখে, ইয়েমেন বা সুদান থেকে শিখে, আন্দোলন বিফলে যাবেই যাবে।
এই সবক টা সাধারন ছাত্রদের না দিয়ে হানাদার পেটোয়া বাহিনির মালিক পক্ষকে দ্যান, প্রশ্ন করেন তারা কোথা থেকে শিখতেছে। দুনিয়ার সবচাইতে সহজ কাজ হচ্ছে দুর্বলকে প্রশ্ন করা, দুর্বলের সমালোচনা করা। গাটস থাকলে প্রশ্ন সরকারকে করেন, সমালোচনা সরকারের করেন।
ইনিয়ে-বিনিয়ে ছাত্রদের ভুল ধরে তাদের হত্যা করার পক্ষে সমর্থন দেয়া বন্ধ করেন।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
সোনাগাজী বলেছেন:
আমার এসব কথায় শেখ হাসিনা, ছাত্রলীগ, "সাধারণ ছাত্রদের সমন্বকরা" বদলাবে না; আমি ব্লগের মানুষদের সাথে নিজের ভাবনার কথা বলছি মাত্র।
১৪| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
"সাধারণ ছাত্রদের" ভেতরে কোন ছাত্র রাজনৈতিক দলগুলোর সদস্য কিংবা সাপোর্টার ছিলো কিনা, ইহা কে বা কারা নিশ্চিত করেছে?
==================
আপনার এই প্রশেন জবাব আমি দিতে পারবো। আমি আন্দোলনকারীদের সাথে যতটুকু মিশেছি, তা থেকে দেখেছি, তাঁরা সাধারণ শিক্ষার্থী ছিলেন।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনি নিশ্চয় পুরো দেশের কথা বলছেন না; কত লাখ রাস্তায় নেমেছিলো, আপনি কি পরিমাণকে দেখেছেন! ঢাকা ইউনিভার্সিটিতে "সাধারণ ছাত্রের" সংখ্যা খুব একটা বেশী হবে বলে মনে হয় না।
১৫| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৫
পুরানমানব বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন:এই মা*দা*চ* অনেকদিন ধরে ব্লগে এমন ভাবে নোংরামি করছে ওরে না দাচু দিয়ে পারলাম না।
আপনি তো হাফ লেডিস, দাচু করিতে পারেন ? যারা দাচু করিয়া দেয় তারা চিল্লায় না।
আপনার আওয়ামী খোলস না খুলিতে পারিতেছেন না গায়ে রাখিতে পারিতেছেন। হুদায় লাফাইতাছেন। আর আমারে যা যা বলিয়া গালি দিয়াছেন সব আপনি নিজেই।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
সোনাগাজী বলেছেন:
আপনি এভাবে অপ্রয়োজনীয় কথা বলতে থাকলে, আমি আপনাকে কমেন্ট ব্যান করে দেবো। আপনার আচরণ সমাজ-বিরোধী ধরণের।
১৬| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
পুরানমানব বলেছেন: লেখক বলেছেন:
রাস্তায় নেমেছেন? অভিনন্দন! মাঝে মাঝে জানাবেন, কেমন আছেন?
আপনিও আসেন গাজী সাহেব , রাস্তায় নামুন , আপনার অবান্তর প্রশ্নগুলোর উত্তর পাইয়া যাইবেন।
আমি আপনাকে ঘাড়ে তুলিয়া নিয়া বলিব , ইনি জাতির পরামর্শক , দেশে চাকুরী সৃষ্টি করিতে বলিতেছেন, ইনি মহাবিজ্ঞ।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
সোনাগাজী বলেছেন:
আমি ১৯৬৪ সালে, ১৯৬৮-১৯৭১ সাল অবধি রাস্তায় ছিলাম; এখন আপনার সময়।
১৭| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: হিজড়া চুদা ছদ্ম নামে দেখি আবার গলাবাজি করে। ওরে হিজড়া মানুষকে উত্তেজিত করে নীতিমালায় আনার, নিজেগো দলের ছাইয়া লেলিয়ে দিয়ে নারী অবমাননার অভিযোগ তুলে ব্যান করানো এসব টেকনিক বহু পুরানো। নতুন কিছু আছে? এই হিজড়াদের সামান্য নিজের নামে কাউরে এট্যাক করার হেডাম নাই আবার গলাবাজি করে। হিজড়া দেখছি এদের মত নীচু মানের হিজড়া জীবনে দেখিনাই।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের শিক্ষিতদের ৬০/৭০ ভাগ মানুষ পুরানমানবের মতো।
১৮| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পুরানমানব ও মোহাম্মদ গোফরান,
লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দুইজনেই ব্লগে বাজে কথা বলছেন। গালিগালাজ করছেন। শান্ত হোন। মনে রাখবেন, আপনি যদি একটি ভালো কথা ছুঁড়ে দেন, আপনার প্রতি ভালো কথাই ফিরে আসবে। খারাপ কথা আপনাদেরকে হারিয়ে যেতে সাহায্য করবে।
জাতির এই দুঃসময়ে নিজেদের মাঝে কাঁদা ছুড়াছুড়ি করবেন না। সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘনকারীকে কেউ পছন্দ করে না।
১৯| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
পুরানমানব বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: ওরে হিজড়া মানুষকে উত্তেজিত করে নীতিমালায় আনার
কবে থেকে হিজড়া খাওয়া শুরু করিয়াছেন ? আমি মডারেটরদের অনুরোধ করিতেছি গোফরানকে ব্যান করিবেন না।
হিজড়া দেখছি এদের মত নীচু মানের হিজড়া জীবনে দেখিনাই।
মডেল ছাড়িয়া হিজড়া দেখা শুরু করিলেন কবে থেকে ?
নতুন কিছু আছে?
নতুন হচ্ছে এই , যে আপনি একটা বদনা , ভাব নেন চোদনা।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
সোনাগাজী বলেছেন:
আপাগে আচরণ অসামাজিক; আপনার মন্তব্য আমার কোন কাজে লাগছে না।
২০| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২০
শূন্য সারমর্ম বলেছেন:
আন্দোলনের শুরুটা রাস্তায় শুরু করতো যদি পারতো,ক্যাম্পাস থেকে শুরু করে কখন রাস্তায় যাবে সে ভাবনায় থাকে।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০১
সোনাগাজী বলেছেন:
ছাত্র মানেই ক্যাম্পসের লোকজন; বাংলাাদেশের রাজপথ ভয়ংকর যায়গা; ওখানে হাজার মানুষের প্রাণ গেছে যুগে যুগে।
২১| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২১
পুরানমানব বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন: লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দুইজনেই ব্লগে বাজে কথা বলছেন। গালিগালাজ করছেন। শান্ত হোন। মনে রাখবেন, আপনি যদি একটি ভালো কথা ছুঁড়ে দেন, আপনার প্রতি ভালো কথাই ফিরে আসবে। খারাপ কথা আপনাদেরকে হারিয়ে যেতে সাহায্য করবে।
দুঃখিত ভাইয়া। আর খারাপ ভাষা ব্যবহার করবো না । এই যে হাত জোর করিলাম।
২২| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
আপনি নিশ্চয় পুরো দেশের কথা বলছেন না; কত লাখ রাস্তায় নেমেছিলো, আপনি কি পরিমাণকে দেখেছেন! ঢাকা ইউনিভার্সিটিতে "সাধারণ ছাত্রের" সংখ্যা খুব একটা বেশী হবে বলে মনে হয় না।
==================================
আপনি হয়তো রিসার্চ বুঝবেন না।
রিসার্চে সেমপ্লিং বলে একটা কথা আছে।
আমি ২০ বছর ধরে রিসার্চের কাজ করছি।
সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি, আন্দোলনরত শিক্ষার্থীদের বেশিরভাগই সাধারণ ছাত্র-ছাত্রী।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
সোনাগাজী বলেছেন:
আপনি যখন বলছেন, আপনি সময় ব্যয় করেছেন ও বিশ্বাস করেন যে, রাস্তায় সাধারণ ছাত্ররাই নেমেছিলো, আমি তা মেনে নিলাম। আমি বলতে চাচ্ছি যে, বাংলাদেশের রাজপথ ভয়ংকর যায়গা।
২৩| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগলমানব ক্রিমিনাল ক্যাচাল গং এর মাল্টি। আপনি এই মন্তব্য সহ সকল ক্যাচাল মন্তব্য ডিলিট করে দিন এন্ড ক্রিমিনাল আবার নোংরামি করলে ওরে ব্লক দিবেন প্লিজ। ও ব্লগার নামের কলংক। ব্যক্তি জীবনে চরম অসুখী তাই ব্লগে এসে গালিগালাজ নোংরামি ক্তাচাল এগুলো করে।
০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
সোনাগাজী বলেছেন:
ইহার মন্তব্য রাখলে ভালো হচ্ছে, আমাদের একটিভ ব্লগারেরা মাল্টিট নিক ব্যবহার করে ব্লগে কি করে, বাকীরা দেখার দরকার আছে।
২৪| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
কামাল১৮ বলেছেন: পরিকল্পনা করে রাস্তায় নেয়া হয়েছে।নুরুর কিছু চেলা এর সাথে যুক্ত ছিলো।যে এলাকায় মাদ্রাসা বেশি সেই এলাকায় আন্দোলনে নাশকতা বেশি হয়েছে।উত্তরা(ইংলিশ মাদ্রাসা) মোহাম্মদপুর যাত্রাবাড়ী তার প্রমান।সঠিক অনুসন্ধান করলে সব বের হয়ে আসবে।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৮:২৯
সোনাগাজী বলেছেন:
সাধারণ ছাত্রদের পক্ষের কোন নেতা কি ভাড়াটিয়া আন্দোলন করছে বলে মনে হয়।
২৫| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৮:১৭
আমি নই বলেছেন: লেখক বলেছেন:
আমার এসব কথায় শেখ হাসিনা, ছাত্রলীগ, "সাধারণ ছাত্রদের সমন্বকরা" বদলাবে না; আমি ব্লগের মানুষদের সাথে নিজের ভাবনার কথা বলছি মাত্র।
ভাই, বদলাবে না বলেই কি সাদা কে সাদা আর কালো কে কালো বলা যাবেনা?
গোফরান সাহেবের মত ছাত্রলীগ মনে হয় এই ব্লগে আর নাই। দেখেন উনিও ছাত্রলীগ, পুলিশের সমালোচনা করতেছে। কারন সত্য সত্যই, উনি দেখেছেন কি হয়েছিল।
ছাত্ররা সঠিক পথেই ছিল। হায়েনাদের আক্রমনের কারনেই আন্দোলন রক্তাক্ত হয়েছে এটা দেশের সবাই বোঝে, কোটি কোটি মানুষ দেখেছেও কিন্তু তার পরেও ছাত্ররা কেন এটা করল, কেন ওটা করল আপনাদের সেই প্রশ্ন থামবেনা। অথচ আপনারা কিছুই দেখেন নাই।
উপরে কামাল১৮ সাহেবের মন্তব্যটা দ্যাখেন, দেশের কোনো গোয়েন্দার কাছে যে তথ্য পাবেন না সেটা উনি ফ্রীতে দিয়ে দিচ্ছেন (হাসান সাহেব আরো এক কাঠি সরেস)। সমস্যা এখানেই, আমরা দেশে থেকে চোখে দেখতেছি, আর আপনারা বিদেশে বসে না দেখেই মনের মাধুরি মিসিয়ে মনে যা আসতেছে তাই বলতেছেন।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: খুনি হায়েনারা এট্যাক করায় ও দাবী না মেনে আল চুদুর ওয়াল বুদুর করায় ছাত্রছাত্রীরা সমন্বয়কদের আহবানে রাস্তায় নামে। রাজাকাররা ছাত্রদের কাঁধে ভর করে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে সরকার নামানোর আন্দোলনে রূপান্তর করে হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।