নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব যখন যুদ্ধ ও গ্লোবেল-ওয়ার্মিং সমস্যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ সমস্যায়।

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:১১



ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধের কারণে আমেরিকা ও ইউরোপ সুদানের গৃহযুদ্ধ নিয়ে সঠিক কোন পদক্ষেপ আজো নেয়নি; লক্ষ লক্ষ নারীশিশু না'খেয়ে আছে; এই যুদ্ধ বন্ধ হলেও, পরবর্তী ১০ বছর সেই দেশে সমস্যা লেগে থাকবে। সুদানের ২ জেনারেলের গ্রুপ এখনো বুঝতে পারছে না, কি সমস্যা তারা নিজ জাতির জন্য সৃষ্টি করছে।

বিশ্বের এই দুর্যোগপুর্ণ সময়ে সরকার, কিছু রাজনৈতিক দল ও ছাত্ররা যেভাবে আচরণ করছে, তারা আসলে পুরো জাতিকে দীর্ঘ সময়ের জন্য সমস্যায় ফেলে দিচ্ছে; এই ধরণের অভ্যন্তরীণ সমস্যার কারণে বাংলাদেশে আন্তর্জাতিক সুযোগ থেকে বন্চিত হবে, যেভাবে সুদান তার গৃহযুদ্ধ বন্ধে কোনভাবে আমেরিকা ও ইউরোপের সঠিক সহায়তা পাচ্ছে না।

জেনারেল এরশাদ তার ২ ছেলের জন্য ৪০০ কোটী টাকারও বেশী সম্পদ রেখে গেছে; সামান্য একজন জেনারেল ও কয়েক বছর প্রেসিডেন্ট থাকা অবস্হায় যেই আয় করেছে, সে ৫ কোটী রাখার মতো পজিশনেও ছিলো না; জীবিত অবস্হায় খুবই ধনাঢ়্য জীবন যাপন ও পরে ৪০০ কোটীর বেশি সম্পদ রেখে যাবার জন্য কতটুকু দুর্নীতি তাকে করতে হয়েছে, ও তার সরকারের আমলে ব্যুরোক্রেটরা ও অন্য সরকারী কর্মচারীরা কতটুকু দুর্নীতি করেছে?

ব্যুরোক্রেটরা যখন দুর্নীতিতে ডুবে যায়, তখন দুর্নীতি নাগরিক জীবনের সর্বত্র ছড়িয়ে পড়ে। এডুকেশনের কোন ব্যুরোক্রেট এবারের কোটা আন্দোলন সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলো? আসেনি, ওরা নিজেদের নিয়ে ব্যস্ত ছিলো। এসব ব্যুরোক্রেটরা শেখ হাসিনাকে বেকার সমস্যা নিয়ে কোন সঠিক ধারণা দেয়?

এরশাদের আমলে সরকারী কর্মচারীদের দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছিলো। মানুষ সেই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য জীবন দিয়ে আন্দোলন করে তাকে সরাতে সক্ষম হয়েছিলো; কিন্তু মানুষ আরো বেশী ভয়ংকর দুর্নীতিবাজ বেগম জিয়ার হাতে পড়ে। বেগম জিয়ার ২ ছেলে লেখাপড়া ফেলে রাতারাতি দেশের বিশাল ব্যবসায়ী হয়ে যায়। বড় ছেলে তারেক, গুলশানে রাজনৈতিক অফিসের নামে ( হাওয়া ভবন ) রাষ্ট্রকে জিম্মি করার জন্য এক মাফিয়া ক্লাব চালু করেছিলো।

শেখ হাসিনা মিলিটারীর পুতুল বেগম জিয়াকে সরালেও এরশাদ ও বেগম জিয়ার আমলের দুর্নীতিবাজ ব্যুরোক্রেট ও সরকারী কর্মচারীদের সরায়নি; বরং তিনি তাদেরকে নিয়মের বাহিরে অনেক সুযোগ দিয়ে লোভী করে ফেলেছেন। এবারের ছাত্র আন্দোলন কোনদিকে যাচ্ছে, এডুকেশনের ব্যুরোক্রেসী ও মিনিষ্টার জানতো না; মিনিষ্ট্রির উচিত ছিলো দেশের প্রেসেডেন্টকেও ইহাতে যুক্ত করা, প্রেসিডেন্ট দেশের সব ইউনিভার্সিটির চ্যানচেলর।



মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:২২

আদিত্য ০১ বলেছেন: প্রথম কথা হল অনেকগুলো তাজা প্রাণ হারিয়েছি, এগুলো অপূরনীয়, সরকার চাইলেই এড়াতে পারতো, কিন্তু আওয়ামীলীগে বা শেখ হাসিনার আশে পাশে মুসতাকে মত কিছু বেইমান ভালো অবস্থানে আছে বলেই আজকে এই জটিল পরিস্থিতি হইয়েছে,

দ্বিতীয়ত ছাত্ররা এখন আন্দোলন করছে, এইটা যদি তৃতীয় আরেক পক্ষ সুযোগে সংঘাতে রুপ নেয় আবারো, আমরা নিজেরাই দেশটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছি,

একটা বড় সংঘাত ঘটে যাওয়ার পর আন্দোলনকারীদের উচিত ছিলো আন্দোলন প্রত্যাহার করা

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:



"সাধারণ ছাত্রদের" যারা নেতৃত্ব দিয়েছে, তারা বুদ্ধিমান ছিলো না, কিংবা তআদের সততার অভাব আছে; আন্দোলনকে ক্যাম্পাসের বাহিরে নেয়াতে আন্দোলন চরম অবস্হায় প্রবেশ করেছিলো।

২| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা আরো ব্যাপক হবে ।
কেননা বাংলাদেশে সম্পদ কম জনসংখ্যা বেশি।
বিদেশে কামলা দিতে না পারলে আমাদের খাবার যোগানো কঠিন হয়ে দাঁড়ায়।

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



বিদেশে কাজের সু;যোগ বাড়ছে; কারণ, অনেক দেশের অর্থনীতির সম্প্রাসারণের জন্য জনবল প্রয়োজন; কিন্তু অদক্ষ শ্রমিকদের সুযোগ কমছে।

৩| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এরশাদ চাচা ৪০০ কোটি কামাইছে বেশ বেশ। কয়দিন আগে প্রধান মন্ত্রী যেনো কার কথা বললেন?
- বিএনপি আর আওমিলীগের অতি ক্ষুদ্র নেতারা কত কামিয়েছেন?
- পুলিশ আর আর্মির লোকজন?

বিশ্ব যখন যুদ্ধ ও গ্লোবেল-ওয়ার্মিং সমস্যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ সমস্যায়।
- জ্বী, সরকারের এখন "পাছার ঘায়ে কুত্তা পাগল অবস্থা"। বিশ্ব নিয়ে মাথা থামানোর সময় সাধারন মানুষ বা সরকার, কারোই নাই।

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



আজকে দেশ দুর্নীতি চরম শিখরে যাওয়ায়, চাকুরী সৃষ্টির ক্যাপিটেল লুট হয়ে গেছ; এরশাদের কারণে দেশের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছিলো।

৪| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

রানার ব্লগ বলেছেন: দুর্নিতী এখন নিয়ম হয়ে গেছে। এই যে কোটা সংস্কর। এর পেছনে উদ্দেধ্য কি? দেশের সেবায় মেধাবীদের আত্মত্যাগের ইচ্ছা? আমার একদম মনে হয় না। সবাই অল্প পরিশ্রমে বিলিনিয়র হতে চায়।

০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:




সেক্রেটারিয়েটের লোকজন বাংলাদেশকে বর্গীদের মতো লুট করছে; ওরা চাকুরী সৃষ্টির ক্যাপিটেল ডাকাতী করে, নিজের পরিবারকে সম্পদশালী করেছে।

যারা সরকারী চাকুরীর জন্য রাস্তায় প্রাণ দিলো, তাদের বড় ভাইয়েরা সেক্রেটারিয়েটে আছে।

৫| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশ বিশ্বের অনেক উন্নত এমনকি উন্নয়নশীল দেশের চেয়ে পিছিয়ে। এই দেশে এই মুহুর্তে সবচেয়ে বেশি দরকার একজন দেশপ্রেমিক ও সুশাসন করে, জনতার মৌলিক অধিকার পূরণ করে এমন একজন সরকার।

০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার সময় কোন জ্ঞানী ও সৎ রাজনীতিবিদ তৈরি হয়নি; ক্ষমতা দেয়ার মতো কাকে খুঁজে পাওয়া যাবে?

৬| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

আলামিন১০৪ বলেছেন: মুজিব আর জিয়ারে নিয়া বলেন না কেন? মুজিব কি বলে নাই, আমার কম্বল কই? আর জিয়ার সম্পত্তি কি ছিল মৃত্যুর সময়?

০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:



শেখের কম্বল চুরির বিচার শেখ করেননি।

জিয়া ভয়ানক ভয়ানক অপরাধ করেছিলো; দুর্নীতিও করেছিলো, উনি জাতির টাকা ব্যবহার করে, বিএনপি'র চিল, কাউয়াদের বাসীভাত খাওয়ায়েছিলো।

৭| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

কামাল১৮ বলেছেন: ইউরোপ আমেরিকার দৃষ্টি দেয়ার ফলে ইউক্রেনের আজকের এই অবস্থাা।আমেরিকার শুভ দৃষ্টিতে গাঁজার অবস্থা।
বিশ্বকে একহয়ে এসব দিকে দৃষ্টি দিতে হবে।বিশ্ব যতদিন ঐক্যবদ্ধ না হবে এমন সমস্যা চলতেই থাকবে।দুই কেন্দ্রীক বিশ্ব ব্যবস্থা থেকে বেরহয়ে বহুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা গড়েতোলতে হবে।তবেই বিশ্বের মঙ্গল।
বাংলাদেশ বিশ্বের বাইরে নয়।যুদ্ধ এবং ভূমন্ডলীয় উষ্ণতাবৃদ্ধীর প্রভাব বাংলাদেশেও পড়েছে।সেই সাথে যুক্ত হয়েছে আন্দোলনের ঝামেলা।এর থেকে যত তাড়াতাড়ি মুক্ত হবে সেটাই জাতির জন্য ভালো হবে।

০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:





সভ্যতা ও অর্থনীতি যেখানে গেছে, এবং রাজনীতি যেইভাবে বিবর্তিত হচ্ছে, বিশ্ব সহজে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা কম; এরপর গ্লোবেল ওয়ার্মিং'এর শুরুতে সবাই নিজ জাতিকে সাহায্য করায় মন দিবে; গ্লোবেল ওয়ার্মিং চরম পর্যায়ে গেলে, তখন কিছু জাতি ঐক্যবদ্ধ হবে।

৮| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


দেশ সুদান হবার সম্ভাবনা কত ভাগ?

০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



জেনারেশন "Z" রাস্তার দখল নিলে, দেশ সুদানের মতো হয়ে যাবে! কলিকাতার গেছো দাদা বলেছে বাংলাদেশে নাকি জেনারেশন "Z" আছে, সত্য নাকি?

৯| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:১৭

আমি সাজিদ বলেছেন: প্রয়োজনে জ্যাকসন হাইটসের বাঙালী দোকানে চা মিষ্টি খেতে খেতে, গ্লোবাল ওয়ারমিং সমস্যার যা সমাধান আপনার মাথায় আসে তা আপনার বড় বোনকে ফোন দিয়েন জানিয়ে দিয়েন।

অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষার সমস্যায় মানুষ দিক খুঁজে পায় না, আইসে গ্লোবাল ওয়ারমিং মারাইতে !

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



প্রশ্নফাঁসী মনে আইডিয়ার অভাব নেই।

১০| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:১৯

নিমো বলেছেন: আজ মার্কিন যুক্তরাস্ট্রে বেকারত্ব ৪ শতাংশ পার করেছে। অর্থনৈতিক মন্দার আগমনি ধ্বনি পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির বলির পাঁঠা হচ্ছে বাংলাদেশ। ভারতকে শিক্ষা দেবার ভালো উপায় বের করেছে মার্কিন যুক্তরাস্ট্র। মাঝখান দিয়ে দেশের নিরীহ প্রাণ চলে যাচ্ছে। বাংলাদেশে শান্তি আসুক, এই কামনায়.

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



বাইডেন জিলেনস্কিকে ভাড়া করে ইউক্রেন যুদ্ধ চালু করে আমেরিকার লোকজনকে ভোগাচ্ছে; সে ফলাফল অগ্রিম পেয়ে গেছে। ভারতের সাথে আমেরিকার সম্পর্ক চীনের কারণে।

১১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৩

নিমো বলেছেন: @আমি সাজিদ, আবহাওয়া ও জলবায়ুই যদি ঠিক না থাকে, মৌলিক অধিকারের সংস্থানও সম্ভব হবে না।

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:



উনি প্রাইভেটের ফেইসবুক গ্রেজুয়েট; থাকেন বাহিরে, দেশের উনার ব্রাদারেরা পুলিশের হাতে মার খাচ্ছে; কিন্তু উনি রাগটা আমার উপর উড়াচ্ছেন।

১২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৪

আমি সাজিদ বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও দুর্বৃত্ত সেজে ছাত্রদের গুলির মিথ্যা ভিডিও করে সেটা অনলাইনে ছেড়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আপনি সৎ মানুষ, রুটির ভাগ নিয়ে কেয়ার করেন না।

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:




শুনেন, আপনার দেশীয় ব্রাদারদের এই অবস্হা আমার কারণে নয়; ফেইসবুক চালায়ে ডিগ্রি পেয়েছেন বলে, রাজনীতি রপ্ত হয়ে গেছে বলে মনে করলে ভুল.

১৩| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৪

আমি সাজিদ বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও দুর্বৃত্ত সেজে ছাত্রদের গুলির মিথ্যা ভিডিও করে সেটা অনলাইনে ছেড়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আপনি সৎ মানুষ, রুটির ভাগ নিয়ে কেয়ার করেন না। @নিমো ভাই

১৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৭

আমি সাজিদ বলেছেন: আবহাওয়া ও জলবায়ুই যদি ঠিক না থাকে, মৌলিক অধিকারের সংস্থানও সম্ভব হবে না।

নিজেরা নিজেদের আবহাওয়া নষ্ট করে , সাসটেইলএবল গোল এচিভের কাজ না করে, পরের টাকায় পোলাও খাওয়ার স্বপ্ন দেখলে কেমনে হবে ভাই ?

আমার মনে হয়, আপনি ব্লগে অন্যদের একটু বেশীই বোকা ভাবেন। @ নিমো ভাই

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



ব্লগের আপনার থেকে কম বুঝেন বলে আমার ধারণা; আরব ও পুর্ব এশিয়ায় গেলে মানুষ বিদ্ধিমান হয়ে যান।

১৫| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২৮

আমি সাজিদ বলেছেন: সাসটেইনএবল হবে। টাইপো।

১৬| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩২

নিমো বলেছেন: ভাই সাজিদ, দেশের সাধারন মানুষই এক্সপেনডেবল হয় কোলাটরেল ড্যামেজের প্রধানতম স্বীকার হয়। সরকার একগুঁয়েমি করেছে, তার মাশুলও পতনের মধ্যে দিয়েই দিবে, কিন্তু আর একটি নিরীহ মানুষেরও মৃর্ত্যু না হোক, এই কামনা করি। বাংলাদেশ শান্ত হোক, আপনিও ভালো থাকুন। মার্কিন যুক্সরাস্ট্র কী পারে, তা বুঝার মত জ্ঞান ও দিব্যশক্তি আপনার আছে বলে মনে করি, আমি আর কী বোঝাবো।

১৭| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮

নিমো বলেছেন: আবহাওয়া ও জলবায়ুর কথাটা এসেছে, বৈশ্বিক উষ্ণতার সাপেক্ষে, এখানে রাজনীতির রঙ লাগানোর দরকার দেখি না। আর কাউকে বোকাই বা ভাববো কেন?

১৮| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৪২

আমি সাজিদ বলেছেন: এতোই যখন বুঝেন, কপি পেস্ট আর গাল গল্প ছাড়া গ্লোবাল ওয়ারমিং নিয়ে একশত লাইন লিখে ব্লগে পোস্ট দেন। আমাদের বুঝান। পড়ে যেন বুঝতে পারি আপনি বাহাত্তরের অটোপাশ নন।

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৫১

সোনাগাজী বলেছেন:



আমার কথা বলছেন? আমি আমেরিকার ইউনিভার্সিটির অটোপাশ! আপনি তো আমেরিকান ইনিভিভার্সিটির প্রেসেডেন্সিয়াল মেডেলিষ্ট বলে শুনেছিলাম।

১৯| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৪২

আমি সাজিদ বলেছেন: এতোই যখন বুঝেন, কপি পেস্ট আর গাল গল্প ছাড়া গ্লোবাল ওয়ারমিং নিয়ে একশত লাইন লিখে ব্লগে পোস্ট দেন। আমাদের বুঝান। পড়ে যেন বুঝতে পারি আপনি বাহাত্তরের অটোপাশ নন। @ গাজী

২০| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৫১

আমি সাজিদ বলেছেন: শুনেন, আপনার দেশীয় ব্রাদারদের এই অবস্হা আমার কারণে নয়; ফেইসবুক চালায়ে ডিগ্রি পেয়েছেন বলে, রাজনীতি রপ্ত হয়ে গেছে বলে মনে করলে ভুল.

ওরে বাবা, এতো সোনাগাজী নন, পলিসোনাটিক্স গাজী ! B:-)
আপনি আপনার স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছেন। এভাবে প্রকাশ্যে গুলি করাকে কোন চেতনা/উন্নয়ন/মেট্রোরেল দিয়ে জাস্টিফাই করা যায় না।

২১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৫২

আমি সাজিদ বলেছেন: সোনাগাজী আইডি কয়জন চালায় !

২২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:




আমি গ্লোবেল ওয়ারমিং নিয়ে অনেক লিখেছি; খুঁজলে পাবেন।

২৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে।

দুর্ভাগ্যের সাধারণ জনগণ।

সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে 2018 সালেই শেষ করে দেওয়া যতো এবং এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৫

সোনাগাজী বলেছেন:



দেশে শেষ অবস্হা নিয়ে ১টা পোষ্ট লিখুন।

২৪| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৫০
লেখক বলেছেন:
দেশে শেষ অবস্হা নিয়ে ১টা পোষ্ট লিখুন।



আমি ব্লগে আর কোন পোস্ট দিব না।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬

সোনাগাজী বলেছেন:



এই অবস্হা? ব্লগে দেশের সঠিক অবস্হার কথা আসে না।

২৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এদের কথাবার্তা শুনে মনে হয় এরা রাজনৈতিক দলের নেতা।

তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।

দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।

এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও দশের ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে । নেতায় নেতায় ভরে যাবে বাংলাদেশ।

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:



জামাত ঢাকার গুরুত্বপুর্ণ পদের লোকজনকে কিনে নিয়েছে; ঢাকার লোকজন ২ পয়সায় বিক্রয় হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.