নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বর্তমান পরিস্হিতির ঘোলাজলে মুক্তিযোদ্ধাদের প্রতি কটুক্তি

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৮:০৭



আমাদের এই ছোট ব্লগেও ২/১ জন মুক্তিযোদ্ধা ( FF ) ব্লগার আছেন; ইহা কিন্তু অনেকটা বিস্ময়ের ব্যাপার; কারণ, মুক্তিযোদ্ধাদের মাঝে যাঁরা ছাত্রও ছিলেন তাঁদের অনেকেই জীবনে ভালো করতে পারেননি; যুদ্ধ অনেকের জীবনকে বদলায়ে দিয়েছিলো; যুদ্ধের মানসিক চাপ ভয়ংকর বস্তু; ফলে, ব্লগ অবধি আসাটা সোজা ব্যাপার নয়।

দেশের বর্তমান পরিস্হিতির সাথে মুক্তিযোদ্ধারা কোনভাবে জড়িত নন; তাঁরা মুক্তিযু্দ্ধের সাথে জড়িত ছিলেন মাত্র। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন ( অন্য কেহ দেয়নি ) মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য, উনার লাঠিয়াল হিসেবে নয়; শেখ হাসিনা কিংবা উনার সরকারের উপর রোষ প্রকাশ করার সুযোগে, মুক্তিযোদ্ধাদের প্রতিও ২/৪ জন ব্লগার পাথর নিক্ষেপ করার সুযোগটা মিস করতে চাচ্ছেন না।

মুক্তিযুদ্ধ হয়েছে ৫৩ বছর আগে; সবচয়ে কনিষ্ট মুক্তিযোদ্ধাও ৭০/৭১ বছর বয়সী; আমেরিকার ভাষায় সিনিয়র সিটিজেন; তাঁদেরকে বুড়া, বুইড্ডা ডাকাটা বেশ নীচু লেভেলের আচরণ। তাঁদের মতামতের সাথে সাম্প্রতিক কালের ২/১ জেনারেশনের মতামত পুরোপুরিভাবে কখনো মিলবে না; না'মিললে কটু বলাটা খুবই বড় ধরণের অভদ্রতা।

দেশের বর্তমান পরিস্হিতিটা অনেকটা ঘোলাজল; ইহা পরিস্কার হতে সময় লাগবে; যারা ১৯৭১ সাল থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি শত্রুভাবপন্ন , তারা শ্রেণীগতভাবে মুক্তিযোদ্ধাদের প্রতি রুষ্ট, ইহার কোন সমাধান নেই; ইহা স্বাধীনতাযুদ্ধের ফলাফলের সাথে যুক্ত। ব্লগিং'এর বিষয়, ধারণা, মতামতের মিল কম হলে, ব্লগার হিসেবে কথা বললে ভালো হয়, মুক্তিযুদ্ধকে টানাটা সঠিক হচ্ছে না।


মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৮:৩২

কামাল১৮ বলেছেন: মুক্তিযোদ্ধার প্রশ্নটা এই জন্য আসছে যে, আন্দোলনটা মুক্তিযোদ্ধার কোটা নিয়েই।তাই যেখানে যত মুক্তিযোদ্ধা আছে তাদের তাড়াও। তারাই সর্বনাশের মূল।তাদের আদর্শ তাদের চেতনাকে নির্মূল করতে হবে।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:২৭

সোনাগাজী বলেছেন:



কোটাটার সদব্যাবহার হয়নি বলেই আমার ধারণা; কিন্তু আমাদের ব্লগার বন্ধুদের মাঝে অনেকই আছেন, যাদের আচরণ কোটা আন্দোলনের আগেও এমনটি ছিলো!

২| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:২৬

ধুলো মেঘ বলেছেন: মুক্তিযোদ্ধা সবসময়েই অনেক সম্মানের পদ - এর অবস্থান অনেক উঁচুতে - আমাদের নাগালের বাইরে। কিন্তু মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কেউ যদি ব্লগে এসে ছাগলামি করে, আমরা কি তাকে ছাগল বলতে পারবো না?

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:২৯

সোনাগাজী বলেছেন:



আপনি কোনকিছু লিখলে উহা লেখা হয় না, কোন কিছু বললে উহা বলা হয় না; আপনার ব্যাপারে এটা আমার ধারণা।

৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:২৯

রানার ব্লগ বলেছেন: আমি মুক্তিযোদ্ধা বা রাজাকার এই দুই শব্দ উচ্চারন করুন দেখবেন দুই তিন টা আইডির পুচ্ছ নেচে উঠবে। সাথেসাথে ওই স্থান ত্যাগ করবেন।কারন ওই পুচ্ছ নেচে ওঠার একটাই কারন শকুন ছানার উপস্থিতী। আমি বলছি না আপনি ভয়ে পেয়ে স্থান ত্যাগ করবেন। ডাস্টবিন বা ময়লার ভাগাড় দেখলে আমরা কি করি? নাকে রুমাল চাপা দিয়ে কেটে পরি।স্থানীয় ভাষায় কথা আছে, ময়লা পেটাতে নাই তা হলে তা ছড়িয়ে যায়, ময়লা এক জায়গায় জড় করে মাটি চাপা দিতে হয়।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



কিছু আছেন, যারা মুক্তিযোদ্ধাদের আসলে শত্রুই ভাবেন; এদের জীনটাই এই রকম।

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৫

তানভির জুমার বলেছেন: ধুলো মেঘ বলেছেন: মুক্তিযোদ্ধা সবসময়েই অনেক সম্মানের পদ - এর অবস্থান অনেক উঁচুতে - আমাদের নাগালের বাইরে। কিন্তু মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কেউ যদি ব্লগে এসে ছাগলামি করে, আমরা কি তাকে ছাগল বলতে পারবো না?'

যারা ব্লগে আওয়ামীলিগের স্পষ্ট দালালী করেছে। ইনিয়ে-বিনিয়ে আওয়ামীলিগের সব অপকর্মের প্রতি সমর্থন দিয়েছেন। এই স্বৈরাচারের সুবিধাভোগী। আমাদের কে বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাদের কে আমরা কিভাবে একজন সাধারণ মুক্তিযোদ্ধার মত সম্মান করবো?

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪১

সোনাগাজী বলেছেন:



উনার বক্তব্য ও আপনার বক্তব্য আমার কাছে বাতাস।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৭

সোনাগাজী বলেছেন:




আপনাকে কে গালি দেবেন, আপনি যে ব্লগে আছেন ও আপনারও যে কিছু বক্তব্য থাকতে পারে, উহা আমার কাছে এখনো পরিস্কার হয়নি

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: নারা ভাই এর সাথে সহমতব। যারা ছাগুদের মত আচরণ করে, যারা নিজেরা আপনাকে গালি দেয়না কিন্তু পোস্ট দিয়ে আপনাকে গালি দেয়ার সুযোগ করে দেয় এসব রামপাঠাদের এড়িয়ে চলুন।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৪

সোনাগাজী বলেছেন:




যারা ফাঁদ পেতে আমাকে টেনে উহার ভেতরে নেন, আমি উনাদের বুঝি; কিন্তু আমি ফাঁদে পা দিয়ে দেখি, ফাঁদটা কেমন শক্ত।

৬| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৭

নাহল তরকারি বলেছেন: সাধারন মানুষের পক্ষে রাজনীতির গভীর রহস্য বুঝা কঠিন।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৫

সোনাগাজী বলেছেন:




আপনি তো নিশ্চয় অসাধারণ! আমি আপনাকে রাজনীতি নিয়ে আলাপ করতে দেখেছি।

৭| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: @তানভীর

আপনাকে কোন লিগার গালি দিসে দেখি একটা প্রমাণ দিন। মিথতাচার করেন কেন? কে লীগ করবে কে বিম্পি করবে তা কি আপনারা যারা ইনিয়ে বিনিয়ে বিম্পি-জামাত করেন তারা ঠিক করে দিবেন? এই ব্লগে জামাত শিবির ছাড়া অন্য সব রাজনৈতিক দল এলাউড।

৮| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৩

শ্রাবণধারা বলেছেন: হুমায়ুন আজাদ বলেছিলেন "একবার রাজাকার মানে চিরকাল রাজাকার, কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়"।
আজাদ নিজে মুক্তিযোদ্ধা ছিলেন না, কিন্তু তার এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। এই কথাটা ব্যক্তি মুক্তিযোদ্ধার জন্য যতটা গুরুত্ব রাখে তার চেয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের জন্য বেশি প্রাসঙ্গিক মনে হয় এই সময়টাতে এসে। কেননা তারা এই ২০২৪ সালে এসে কুখ্যাত রাজাকারের মতই জঘন্য, ঘৃণিত, খুনির দল ছাড়া আর কিছু নয়। আসলে তাদের অপকর্মই কিছু দুর্বৃত্তকে মুক্তিযোদ্ধাদের প্রতি কটুক্তির এই সুযোগটা দিয়েছে।

সত্যি বলতে কি চিরকাল মুক্তিযোদ্ধা থাকাটা খুবই দুরূহ ব্যাপার। বিদেশে ছিলেন বলেই কি না জানিনা, আপনি ঠিক চিরকালের মুক্তিযোদ্ধা না হলেও এই পরীক্ষায় আপনি অনেকের চেয়ে বহুগুণ এগিয়ে বলেই আমার ধারনা।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৫০

সোনাগাজী বলেছেন:




হুমায়ুন আজাদ আমার শিক্ষক ছিলেন, উনার ছাত্ররা মুক্তিযুদ্ধে গেছেন, উনি যাননি; মুক্তিযোদ্ধা মিয়ে উনার আবার কিসের বক্তব্য থাকতে পারে?

৯| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি ভুল তথ্য দিচ্ছেন কি? ব্লগে আমি নিয়মিত ছিলাম। ব্লগের দুই একজন মুক্তিযোদ্ধা ছাত্রদের আব্দোলনকে সাপোর্ট না দিয়ে, সরকার স্বৈরাচার ও পাকিস্তানি হানাদারের মত আচরণ করর ফলে মুক্তিযোদ্ধা হয়েও প্রতিবাদ না করায় ক্ষোভ প্রকাশ করতে দেখেছি। সরাসরি মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা দের কটুক্তি করছে এটা আমার চোখে পড়েনি।

তবে হ্যাঁ এইবার আপনি ব্যান মুক্ত হওয়ার পর কাউকে আগে ব্যাক্তি আক্রমণ (,হাউকাউ অসৎ ম্যাওপ্যাও গার্বেজ ডোডো পিগমি ইত্যাদি যা অনেকের ব্যাক্তি আক্রমণ) করেন নি। অতীত টেনে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন দুই একজন। আপনাকে বুইড়া, ভুয়া মুক্তিযোদ্ধা, আবাল, জুকার, বলদ সহ আরও কিছু আপত্তিকর শব্দ প্রয়োগ করে ব্যাক্তি আক্রমণ করেছে যা অত্যন্ত লজ্জাজনক। ব্লগের একজন মডারেটর ধারণা করা হয় এমন ও উনার ঘনিষ্ঠ বন্ধু আপনাকে গলু, বলদ, আবাল ছাড়া সম্বোধনই করেন না। যা আমরা আম ব্লগারের জন্য হতাশাজনক। কারণ তারা কর্তৃক ব্যাক্ত আক্রমণ এর শিকার হওয়ার ভয়ে আমরা আমাদের মত প্রকাশ করতে বাঁধাগ্রস্ত হচ্ছি। যারা একজনকে ব্যাক্তি আক্রমণ করেন তারা মতের অমিল হলে সবাইকে ব্যাক্তি আক্রমণ করবেন।

ক্রিমিনালটিল নিয়মিত পোস্টে ও মন্তব্যে আপনাকে ব্যাক্তি আক্রমণ করছে।

সমস্থ স্ক্রিনশট আমি নিয়ে রাখছি।

দেশের এই পরিস্থিতিতে এগুলো কাম্য নয়। এখন দেশের ৯০% মানুষের একটাই দাবী:

১) উই ওয়ান্ট জাস্টিস। আমার ভাই বোনদের হত্যাকারী দের ফাঁসি দিন নাহলে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।


সামু ব্লগে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার উপযুক্ত প্রমাণ দিলে সাথে সাথে ব্যান করা হবে। আপনি ও সকল মুক্তিযোদ্ধারা চিন্তিত হবেন না।

(আগের ৪ নং মন্তব্যে টাইপো ছিল, আপনি ওটা মুছে দিন)

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৫২

সোনাগাজী বলেছেন:



আন্যদের কথা কি বলবো, আমি "তথাকথিত সাধারণ ছাত্রদের এই আন্দোলনকে কোনভাবেই সাপোর্ট করিনি"। আমি বিশ্বাস করি, "সাধারণ ছাত্ররা" ( যারা কোন দলের সদস্য বা সাপোর্টার নয় ) ক্যাম্পাসের বাহিরে রাস্তায় নেমে জাতির প্রতি অন্যায় করেছে।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



সামুটিমে দুরে থাকুক, আমি কারো নামে আল্লাহের কাছেও কোন অভিযোগ করিনা; আমি ছিঁছকাদুনে বাংগালী নই।

১০| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৬

ধুলো মেঘ বলেছেন: আপনার 'ধারণা' আমি টিস্যু বানিয়ে নিজের হাগাও মুছিনা। আমার মতামতে আমি স্ট্রেইট ফরওয়ার্ড।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:০৪

সোনাগাজী বলেছেন:




আপনি স্ট্রেইট ফরওয়ার্ড, অথবা স্ট্রেইট বয়াকওয়ার্ড যাই হয়ে থাকেন, উহা আপনার কাছে থাকুক; আমার কাছে আপনি কোন লেখক নন; আপনি ১ বছর ২ মাসে ২টি পোষ্ট লিখেছেন; এগুলো আমার জন্য বাতাস।

১১| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ১১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: আন্দোলনে নতুন গতি পেয়েছে, এখন তা সরকার পতননের আন্দোলনে রুপ পেয়েছে, ছাত্ররা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, আগামীকাল (রোববার ) থেকে পরিস্থিতি আরো ঘোলাটে হবে।

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৯

সোনাগাজী বলেছেন:



মনে হয়, দেশ গৃহযুদ্ধের কাছাকাছি এখন।

১২| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এদের কথাবার্তা শুনে মনে হয় এরা রাজনৈতিক দলের নেতা।

তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।

দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।

এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও দশের ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে । নেতায় নেতায় ভরে যাবে বাংলাদেশ।

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:


আমেরিকায় এখন শিবিরেরা ব্যবসা করে ও চাঁদা তোলে, লন্ডনেও সেটা করছে; এরপর আছে পাকিদের দেয়া জাল টাকা ও আরবদের ডলার; জামাত ঢাকার সব দরকারী লোকজনকে অনেক আগেই কিনে নিয়েছে; মিলিটারীতেও ওদের লোকজন আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.