নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রাক্তন মিলিটারী অফিসারেরা নাকি মাঠে নেমেছেন?

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫



প্রাক্তনদের বেশীরভাগই জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের শিষ্য হওয়ার কথা; এরা রাস্তায় নামলে ব্লগার "ঢাবিয়ান"এর ঢোলের আওয়াজ শোনা যাবার কথা ব্লগে! উনাকে চুপ দেখে আপনারা, যাঁরা মাঠে আছেন, তাঁদের থেকে জানতে চাচ্ছি, এরা কি আসলে রাস্তায় নেমেছে? এরা রাস্তায় নামলে আপনি চিনতে পারবেন, গায়ে সাফারী থাকবে, পায়ে স্যান্ডেল থাকবে না, এরা বুটের কাছাকাছি জুতা পরে, এরা কমান্ডো, হাতের চেয়ে পা বেশী চলে।

এদের আরো বড় পরিচয় আছে, এরা জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের শিষ্য নন শুধু, এঁদের রাজনৈতিক পিতা হচ্ছেন গিয়ে পাকিস্তানের মানুষের প্রাণ ভোমরা, ফিল্ড মার্শাল আইয়ুব খান! আইয়ুব খানের আমলে সব অফিসার রাজকুমারদের মতো জীবন যাপন করতো ও ১ বার হলেও ক্যু করার প্ল্যান করতো।

পুর্ব পাকিস্তানেের সব বিহারী ও অনেক বাংগালীর কাছে আইয়ুব খান ছিলো ভয়ংকর জনপ্রিয় এক নাম; আমার ধারণা, দেশের বিহারীদের ঘরে ও পুরান ঢাকার অনেক বাংগালীর ঘরে এখনো এই পাকিস্তানী জেনারেলের ছবি ঝুলছে। ব্লগার মরুভুমির দলদস্যুর চাচাদের ঘরেও ছবি থাকতে পারে।

লোকটার একটা গুণ ছিলো, আমার জানা মতে, পাকিস্তান ও বাংলাদেশের সব মিলিটারী অফিসারদের মাঝে, টাকা পয়সার দিক থেকে ফেরেশতাদের চেয়েও সৎ ছিলো! পাকিস্তানে চাকুরী সৃষ্টির জন্য "পিআইডিসি" নামে ১ সংস্হা খুলে অনেক কলকারখানা খুলেছিলো। এরপর, পাকিস্তানী ও বোম্বাইো্যালা ২২ পরিবারের অনুরোধে পুর্ব পাকিস্তানে খুলে বসে "ইপিআইডিসি"; ইহার অধীনে নারায়নগন্জ, টংগি, খুলনা ও বাড়বকুন্ডে অনেক কলকারখানা করে; আমার ধারণা, উনি বিহারীদের জন্য চাকুরী সৃষ্টি করার জন্যই এসব করেছিলো, এতে সব বিহারীর চাকুরী হওয়ার পরে, অনেক বাংগালীও চাকুরী পেয়েছিলো!

আমি কিন্তু কোনদিন মিলিটারীর পক্ষের লোক ছিলাম না; আইয়ুব খান বাংগালীদের নীচু চোখে দেখতো, বলতো বাংগালীরা চোর! আমাদের ঢাবিয়ান সাহেব মিলিটারীর পক্ষের মানুষ; সিংগাপুরে মনে হয়, আজাদ হিন্দের অফিস খুলেছেন।

যারা যারা ঢাকার এলিট এলাকা "ডিওএইচ" এর কাছাকাছি থাকেন, তারা যদি প্রাক্তনদের রাস্তায় দেখেন, বেগম জিয়া ও ঢাবিয়ান সাহবেকে ১টা অভিন্দন জানাতে ভুল করবেন না।


মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২২

ডার্ক ম্যান বলেছেন: সুখে থাকতে ভূতে কিলায়। গত ১৫ বছরে সবচেয়ে বেশি সুবিধাভোগী এরাই। নিশ্চিন্ত জীবন যাপন।
তাদের কেউ কেউ পিলখানার ঘটনায় চাকুরিচ্যুত।

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



ওরা সবাই দেশের রাজকুমার!

২| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

ডার্ক ম্যান বলেছেন: মনে হচ্ছে জরুরি অবস্থা জারি করবে সরকার।

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:



আমি গত ৫ বছর থেকে বলে আসছিলাম যে, শেখ হাসিনা দরকারী কাজগুলো করছেন না, সামনে ভয়ংকর বিপদ হবে; আপনি তো আমার কথা শোনেনি, শেখ হাসিনাকে কিছু বলেননি।

৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


অবস্থা তো বেগতিক;দফা কমে ১ দফায় এসেছে।

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:



উহা তো বেগম জিয়ার দফা, ২০১৬ সাল থেকে চালু আছে; বেগম জিয়া ঈদের পরে কিছু করার কথা, এখন সবাইকে শান্ত হতে বলেন, যা হয়, ঈদের পরে হবে।

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:



বেগম জিয়া বাসায় বসে ঈদের চাঁদ দেখেছেন বলে মনে হয়?

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



কেহ নিশ্চয় উনার ঘরের ছাদেটাকে গুটো করে দিয়েছ!

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২০

কামাল১৮ বলেছেন: মৌলবাদের বিকাশ এই সরকার বেশি করেছে।ফলতো কিছু ভোগ করেই হবে।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:



আওয়ামমী লীগ, ব্যরোক্রেটরা, ব্যাংকের লোকজন, সরকারের উঁচুপদের লোকেরা ও ডাকাত ব্যবসায়ীরা মিলে দেশকে কলোনীর মতো করে লুট করছে।

৬| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:০২

আদিত্য ০১ বলেছেন: এবার বেগম জিয়ার ঈদ এসে গেছে মনে হয়, কারন তার দেওয়া ১ দফা এখন কোটায় হাওয়া লাগলো,
আচ্ছা, ফখরুল সাহেব তো নির্বাচনের আগেও ১ দফা দিয়েছিলেন, উনারও তো আজ ঈদ, উনি আজ গুন গুন করে একটা গানও গাচ্ছেন না

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:




দেখেন বা্যতুল মোকার্রমে সেমাই রান্না হচ্ছে কিনা!

৭| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৫৩

আদিত্য ০১ বলেছেন: সবাই যেভাবে মিস্টি খাওয়ার ছবি দিচ্ছে, তাতে তো সেমাই খাওয়ার লোক থাকবে না

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:


াদেশে মানুষের চাকুরী নেই; মানুষ বউ ফেলে বিদেশে গিয়ে নীচুমানের চাকুরী করে জীবন কাটায়, বউ খালি ঘরে রাতে একলা ঘুমায়; সেক্রেটারীরা গড়ে ৪টা বিয়ে করে; দেশে চাকুরীর দরকার। মিষ্টি আর সেমাই খেয়ে বেকুবের মতো জীবন যাপন আর কতো দিন?

৮| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:০০

আদিত্য ০১ বলেছেন: ব্লগের ফাকে ভালোই রসবোধ মজা দিতে পারেন, আমি আপনার সবগুলো ব্লগ পড়ি আবার সবগুলো কমেন্টও পড়ি, আপনার ব্লগে ফ্যাক্ট ও তথ্য ভিত্তিক এনাল্যাটিক্যাল ব্যাপার থাকে, অনেক ব্লগেই পাইনা, এখানে অনেক ব্লগই পড়ি, কিছুই ব্লগার গার্বেজে রাখার মত লেখে মনের মাধুরী মিশিয়ে, আবার কিছু ব্লগার মগজে ঢুকার মত ভালো লিখেন। যাইহোক লিখুন কিন্তু অযথা তর্কে জড়াইয়েন না

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:





ধন্যবাদ, আর তর্কে যাচ্ছি না। আপনিও লিখুন।

৯| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এদের কথাবার্তা শুনে মনে হয় এরা রাজনৈতিক দলের নেতা।

তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।

দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।

এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও দশের ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে । নেতায় নেতায় ভরে যাবে বাংলাদেশ।

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:




আমি ২০১৪ সাল থেকে বলে আসছি যে, শেখ হাসিনা দরকারী কোন কিছুই ( লেখাপড়া ও চাকুরী ) করছেন না, স্বাধীনতার পক্ষের লোকজনকে উনি বিপদে ফেলবেন।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:০৪

ঊণকৌটী বলেছেন: গাজী সাহেব যতদিন না বাংলাদেশ এর মানুষকে প্রকৃত শিক্ষা প্রদান করা হচ্ছে এবং জনসংখ্যা কন্ট্রোল না করা হচ্ছে ততদিন এই চলবে কারণ একটা শিক্ষিত মা বাবা তার সন্তান কে যে ভাবে মানুষ করবে অশিক্ষিত পরিবারের পক্ষে তা সম্ভব না অথবা অশিক্ষিত পরিবারের কাছে যদি সম্ভব হয় সমাজের পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয় যে শিক্ষার বিকল্প নেই তবেই কিছু সম্ভব, উদাহরণ আমাদের দেশে প্রচণ্ড গরিব কিন্তু সন্তানের জন্য একবেলা খেয়ে সন্তান কে মানুষ করছে, গাজী সাহেব ভীষণ দুঃখের সাথে বলছি আমার সাত পুরুষের পূর্বপুরুষের দেশ প্রিয় বাংলাদেশ আজকে ভালো নেই কারণ আমার মনে হচ্ছে সরকার অথবা সমাজের চরম ব্যর্থতা বা প্রচণ্ড ভুলের স্বীকার হচ্ছে আজকের বাংলাদেশ, ব্যর্থতা শুরু থেকেই শেষ অব্দি কোথায় শেষ হবে কেউ বলতে পারবেনা ,আমার মনে হয় এই দেশে শিক্ষা ব্যবস্থা টাকে পরিবর্তন করা উচিত এবং যারা যারা এই ব্লগের মাধ্যমে পক্ষে বিপক্ষে লিখেছেন একটু ভাবেন দেশের কি ভালো হবে বা না হবে কমপক্ষে দেশ টাকে রক্ষা করেন হৃদয় থেকে বলছি আপনারা শিক্ষিত করেন দেশের আম জনতাকে ভালোবাসেন এবং সম্মান করেন




০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:২৮

সোনাগাজী বলেছেন:



এই ব্লগে কয়েকজন মাষ্টার্স আচে, যাদের লেখা ৫ম শ্রেণীর বাচ্ছা থেকে নীচু মানের। বাংলাদেশে আসল পড়ালেখা বিলুপ্ত হয়ে গেছে; ঢাকার ১০ ভাগ পরিবারের বাচ্চারা ভালো করছে, এরা শিক্ষিত পরিবারের ছেলেমেয়ে; গ্রামের ৯৫ ভাগ বাচ্চাকে নির্বোধ করে রেখেছে।

শেখ হাসিনা চট্টগ্রামের ১ ডাকাতের ছেলেকে এডুকেশন মিনিষ্টার বানায়েছেন, যেটা বাবার মতোই মুর্খ। দেশের প্রেসিডেন্ট ইউনিভার্সিটিগুলো চ্যানচেলর, উহা জানে না, ওকাহনে কি হচ্ছে, খেয়েদেয়ে রাখালের মতো বক্তব্য রাখে। দেশকে সুদান বানায়েছে সব মুর্খ মিলে, প্রতি বাড়ীতে মাদ্রাসা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.