নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
দীর্ঘ সংগ্রাম করে শেখ হাসিনা মিলিটারী থেকে দেশকে আংশিকভাবে কেড়ে নিয়েছিলেন; কিন্তু উনার বুদ্ধিমত্তার অভাবে উহা আবার মিলিটারীর হাতে চলে গেছে। মিলিটারী ও মৌলবাদ থেকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, মিশর মুক্ত হতে পারবে না দীর্ঘদিন।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪
সোনাগাজী বলেছেন:
জনতা জয়ী হহয়নি, ২/৩ বছরের মাঝে টের পাবেন; আপনি লো-প্রোফাইলে থাকেন, যারাই জয়ী হোক না কেন, আপনি একটু দুরে থাকুন।
২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬
অপলক বলেছেন: স্বগতোক্তি...
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৬
সোনাগাজী বলেছেন:
জাতিকে শিক্ষা থেকে দুরে রেখে বেকুব বানানো হয়েছে, নতুন আরেকটি ইয়েমেনে পরিণত হয়েছে জাতি।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়া এত যে তুচ্ছ তাচ্ছিল্য করছিলে জেন যিকে!!!
আসলেই নানী দাদীদের আর সময় নেই দেশ চালাবার!!!
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৩
সোনাগাজী বলেছেন:
কারা জিতেছে সেটা বুঝতে আপনার সময় লাগবে, ২/৩ বছর পর বুঝতে পারবেন।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৩
সোনাগাজী বলেছেন:
আপনি নারী তো, আপনি শীঘ্রই এই বিজয়ের তাপ অনুভব করার শুরু করবেন।
৪| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
নতুন বলেছেন: অন্তবর্তী কালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করবে।
আর্মী ক্ষমতা নেবে না। নিলে বাইরের দেশের চাপে পড়বে।
জনগনের ভোটাধিকার ফিরে পাক। নতুন সরকার ক্ষমতায় আসুক।
১৯৭১ থেকে ২০২৪ পযন্ত দেশ এগিয়ে গেছে, সামনে ২০৫০ এ জনগন আরো উন্নত বাংলাদেশই দেখতে পাবে।
সেই সরকার ৩০০-৪০০ মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায় তারা কিভাবে জনগনের জন্য ভালো হতে পারে?
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৪
সোনাগাজী বলেছেন:
আমারা ধারণা, ইহা নতুন ইয়েমেনে পরিণত হয়েছে; এমপি হওয়ার মতো কোন মানুষ নেই।
৫| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪২
মেঠোপথ২৩ বলেছেন: নিউইয়র্কের ব্লগারদের অনুরোধ জানাচ্ছি, এক প্যকেট মিষ্টি যেন ব্লগার সোনাগাজীর বাসায় পাঠিয়ে দেয়
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৭
সোনাগাজী বলেছেন:
কোন সময় বাংলাদেশে ক্ষমতা বদলের সময় আমি মিষ্টি খাইনি, আমি জানতাম কি হচ্ছে! মিষ্টি কিছুই না, আন্দোলকারীরা শেখ হাসিনার চেয়ার নিয়ে মাথায় করে।
৬| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪২
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:
জনতা জয়ী হহয়নি, ২/৩ বছরের মাঝে টের পাবেন; আপনি লো-প্রোফাইলে থাকেন, যারাই জয়ী হোক না কেন, আপনি একটু দুরে থাকুন।
১৫ বছর ধরেতো দেখেই আসতেছি, এর চাইতে খারাপ আর কি হবে? বাংলাদেশ অর্থনৈতিক, বানিজ্যিক, আইন শৃংখলা, বিচার সবদিক থেকে পংগু হয়েছে এর চাইতে আর খারাপ কিছুই হতে পারেনা। যারা দেশে আছে শুধু তারাই জানে কি জ্বালা ছিল।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০
সোনাগাজী বলেছেন:
আপনি যতটুকু বুঝেন, কমপক্ষে আপনার মতো লোকেরা দেশ চালালে জাতি ভবিষ্যত নিয়ে আশাবদী হতে পারতো; কিন্তু দেখবেন, আপনার তুলনায় যারা কিছু জানে না, তারাই দেশ চলাবে।
৭| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০
নতুন বলেছেন: আমারা ধারণা, ইহা নতুন ইয়েমেনে পরিণত হয়েছে; এমপি হওয়ার মতো কোন মানুষ নেই।
মানুষ পরিবর্তনে ভয় পায়। নিবাচন হউক। নতুন মানুষ এমপি হবে।
শুধুই আয়ামী/বিএনপি/জামাতী বুড়ো সন্ত্রাসীর গড়ফাদারদেরই এমপি বানাতে হবে?
আমেরিকায় বা উইকে তে এমপি হবার জোগ্যতা কি?
সেই পদ্বত্বীগুলি সবার সাথে সেয়ার করুন। আমাদের তরুন সমাজ সেই রকমের এমপি মন্ত্রী আমাদের দেশেও আসবে।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৯
সোনাগাজী বলেছেন:
জ্ঞানীরা পরিবর্তন আসলে মানউষ পরিবর্তনকে ভয় পায় না; কিন্তু পরিবর্তন যদি মিলিটারী নিয়ে আসে, উহার ভয়ের ব্যাপার।
৮| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫২
শায়মা বলেছেন: ২/৩ বছর পর কি হবা না হবে দেখা যাবে।
অন্যায়ের যে পরাজয় হয় একদিন না একদিন সেটাই ধ্রুবসত্য!!!
শেখ হাসিনার বুঝা উচিৎ ছিলো সেই আদ্দিকালের বদ্দিবুড়ির মত যা খুশি তাই বললেই এই যুগের অতি ইনটেলেকচুয়াল বুদ্ধিমত্তার ছেলেরা মেনে নেবে না।
তুমিও এই ভুল করো ভাইয়া।
এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে খুব ভুল বুঝো। তুচ্ছ করো।
আমি জেন যি না আমি তাদের থেকে বেশ বড়। তবুও তোমার সাথে মতানৈক্য হয় এই কারণেই।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৭
সোনাগাজী বলেছেন:
আজকের দিন যে আসছে আমি ২০১৮ সাল থেকে বলে আসছি; উনার বুদ্ধিমত্তা যে, জাতিকে সাহাক্য্য করেছে না, ইহা নিয়ে আমি ব্লগে লিখেছি।
যাক, আপনি নারী মানুষ, নতুন বিজয়ের তাপ আপনি শীগ্রই অনুভব করবেন।
৯| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: গুরু, আসলে হয়েছে কী? অন্তত রক্তারক্তি বন্ধ হোক আপাতত। দেশ কারা চালাবে সেটা সময়েই বলে দিবে। Time is the great healer. এখন, অন্তত বাঙ্গালী জীবনের অন্যরকমের একটা রঙ্গিন দিন। বিজয় হোক মানবতার। দেশে শান্তি ফিরে আসুক। সন্ত্রাস, খুন, জ্বালাও পোড়াও বন্ধ হোক। চিহ্নিত অপরাধীদের বিচার হোক। কিছু বড় বড় অপরাধী যেনো অন্তত দেশ ছাড়তে না পারে সেদিকে কড়া নজর রাখা দরকার। এদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৮
সোনাগাজী বলেছেন:
এশিয়ায় Time is the great healer হয়েছে কোরিয়া, ভারত, মালয়েশিয়া, সিংগাপুরের জন্য কিন্তু ইহা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনকে সাহায্য করেনি।
২/৩ বছরের মাঝে অনেক কিছু পরিস্কার হবে।
১০| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১১
নতুন বলেছেন: যারা ৩/৪ শত মানুষ হত্যার কারন হয়, তাদের চেয়ে খারাপ হয়তো সামনে কেউ আসবেনা।
১৫ বছর তো মানুষ দানবের সৃস্টি দেখলো ২/৩ বছর সময় দিন।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯
সোনাগাজী বলেছেন:
উনি ১৬ বছর সময় ও সুযোগ পেয়েছিেলেন, কিন্তু জাতির জন্য প্রয়োজনীয় কোন কাজ করেননি, জাতি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু এখন থেকে জাতি বাংগালী থেকে রুপান্তিত হয়ে বেদুইন কিংবা পান্জাবীদের মতো হয়ে যাবে।
১১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১১
রানার ব্লগ বলেছেন: সামরিক শাসনের জন্য দেশ প্রস্তুত।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২১
সোনাগাজী বলেছেন:
বুটের লাথি না'খেলে অনেক বাংগালীর ভাত হজম হয় না; ১৯৭১ সালে ২০ ভাগ বাংগালী ইয়াহিয়া খানের পক্ষে ছিলো।
১২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১১
আঁধারের যুবরাজ বলেছেন: প্রকৃত তৃণমূল আওয়ামীলীগ উনাকে বাঁচাতে আসেনি এইবার।এসেছিলো কিছু অপরাধী গুন্ডাবাহিনী।উনার কোনো নৈতিক অধিকারীই ছিল না ক্ষমতায় থাকার। তিন তিনবার নির্বাচন কারচুপি করে ক্ষমতা কুক্ষিগত করে উনি হয়ে পড়েছিলেন জনতা বিচ্ছিন্ন।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৩
সোনাগাজী বলেছেন:
উনি নিজে আধুনিক বিশ্বের রাজনীতি বুঝতেন না, এর বাহিরে উনি দলকে রাজনৈতিক দল থেলে জঘন্য লা ঠিয়াল বাহিনীতে পরিণত করলেন, জ্ঞানের বদলে লাঠি।
১৩| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: লো প্রোফাইল বা হাই প্রোফাইল থাকার কিছু নেই। আমি আমৃত্যু যেমন তেমনই। আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি। সবসময় জঙ্গি রাজাকার বিরোধী। হক সত্য ও ন্যায়ের পক্ষে। হাসিনা সীমা লঙ্ঘন করেছিলেন। আমার দেশটাকে লুটপাট করে বিকিয়ে দিচ্ছিলেন। জুলুমের এমন কোন স্তর নেই তিনি অতিক্রম করেন নি। বিশ্বাস করুন গতরাত বাংলাদেশের মানুষ ঘুমায়নি। সবাই তাহাজ্জুদ পড়ে দুয়া করছে স্বৈরাচার এর পতনের জন্য।
যদি মৌলবাদ ও রাজাকার দেশকে ইয়েমেন আফগান বানানোর পরিকল্পনা করে আবার যুদ্ধ হবে। আপনি চিন্তিত হবেন না। এখন ব্যবসা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। হাসিনা ব্যাবসাটা ঠিক মতো করতে দিচ্ছিলেন না।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৯
সোনাগাজী বলেছেন:
বাংগালী জাতি ফাঁকিবাজ হলেও, নিজ পরিবারের জন্য কাজ করে, হাসিনা মানুষের জন্য চাকুরী সৃষ্টি করেননি; কিন্তু মানুষ নিজ চেষ্টায় দেশের অর্থনীতিকে পাকিষ্তান বা আফগানিস্তান থেকে ভালো রেখেছিলেন; এখন যারা আসবে, তারা জাতিকেই বেদুইন কিংবা পাকিস্তানীতে পরিণত করবে।
১৪| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৬
দক্ষিণ মেরু বলেছেন: আপনার "লোটা" আন্দোলন! হা হা হা!
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২
সোনাগাজী বলেছেন:
ইহা কোটার নামে কন্টাক্টটরী-করা আন্দোলন; ২/৩ মাসের ভেতরে আপনার কাছেও পরিস্কার হয়ে যাবে।
১৫| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩২
তানজীল ইসলাম বলেছেন: অস্ত্রধারীদের কি হবে? ওদের জন্য খুব চিন্তা হচ্ছে
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪
সোনাগাজী বলেছেন:
আপনার পক্ষেও ছিলো অস্ত্রধারীরা ছিলো, ইহা পরিস্কার হতে সময় লাগবে।
১৬| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০২
শায়মা বলেছেন: আমাদের বাসার পাশে ৭১ টিভিতে আগুন।
যে কোনো সময় আমাদের বাসাতেও এসে যেতে পারে।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১১
সোনাগাজী বলেছেন:
আপনি বাইরে গিয়ে আফগান স্টাইলের ১টা বোরখা কিনে নিয়ে আসেন।
১৭| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
শায়মা বলেছেন: ঐ ভাইয়া তোমার তাপ তাপ করা দেখেই মনে হয় আগুন লাগালো। তুমি তো আগে থেকেই জানতে এমন হবে। আফগান বোরখা কই থেকে কিনবো? সব তো বন্ধ! তুমি কি আফগান বোরখা অনলাইনে বেঁচো নাকি??
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
সোনাগাজী বলেছেন:
কোন ঠিকানায় পাঠাতে হবে?
১৮| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: হা হা ভাইয়া ঠিকানা কোথায় দেবো??
হেথায় নাকি ঐ আগের ইমেইলটায়??
আজ দুপুর থেকে হাসতে হাসতে আমার গলা বসে গেছে।
আমাদের ৭১ টিভির সামনে ভাঙ্গা অংশ দিয়ে লোকজন ঢুকে পড়ছে।
বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, লাখ লাখ মেয়ের হাসি থেমে যাবে। বাংগালী মৌলবাদী স্বামীরা কাউয়ার মতো বিরক্তিকর; আমার এক ছাত্রীকে পারিবারিক আত্মীয় শিবিরের কাছে বিয়ে দিয়েছিলো; বেচারী কৌশলে পালিয়ে জাপান হয়ে আমেরিকা চলে এসেছিলো; পরে ভালো বিয়ে হয়েছিলো
ঠিকানা দিয়েন না, বোরখা নাকি শুধু জেকসন হাইটস'এ আছে; শরীর ভালো নয়, মনও ভালো নয়, অতদুর যাওয়া হবে না।
১৯| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৪
রানার ব্লগ বলেছেন: আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋন!
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৩
সোনাগাজী বলেছেন:
বাংলার মানুষকে নির্বোধ করে রেখেছে মাদ্রাসা ও ব্যুরক্রেটরা; এই জাতি এভাবে আরবদের দাস হয়ে থাকবে বহুকাল।
২০| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দুর্ভাগ্য এদেশের সাধারণ মানুষের।
তাদের ভাগ্যের উন্নতি কোন দিনই হবে না।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫
সোনাগাজী বলেছেন:
মানুষ যদি শিবিরের পুর্ণ ট্রানিংপ্রাপ্ত "সাধারণ ছারদের"ও চিনতে না'পারে কিভাবে তারা ভালো থাকবে?
২১| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অতি উৎসাহী আওয়ামীলীগার ও অতি উৎসাহী পুলিশ ও আমলাদের বিচার করা জরুরী।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫
সোনাগাজী বলেছেন:
কোর্টে গিয়ে দেখন, দেখিয়েন ওখানে আবার আপনাম নাম যদি থাকে সমস্যা হবে।
২২| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসনে কি হবে সেটা সবাই দেখতে পাবে।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৭
সোনাগাজী বলেছেন:
সবাই একই বস্তু দেখে, সবাই উহাকে একইভাবে বুঝে না; আপনার বুঝেও সমস্যা আছে।
২৩| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন: এক্কেবারে স্বাধীন দেশের কিছু স্বাধীন চোর ডাকাত এখানে ওখানে চুরি ডাকাতি করছে।
এত সুন্দর এক স্বাধীনতায় কারা এই চোর ডাকাত??
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৪
সোনাগাজী বলেছেন:
ঢাকা শহরের ৬০ ভাগ মানুষ চুরি করে; বাংলার সব চোর-ডাকাত, বাটপাড়, ঠগ, জালিয়াত ঢাকায় যায় সুযোগের জন্য।
২৪| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭
প্রামানিক বলেছেন: মনে হবে কেন ভাই, বাংলার জনগণ নিজেরাই মিলিটারীর হাতে তুলে দিয়েছে।
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৬
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা মিলিটারী থেকে ক্ষমতা কিছুটা কেড়ে নিয়েছিলো, উনার ভুলের কারণে ক্ষমতা মিলিটারীর কাছে চলে গেছে; মিলিটারী ব্যতিত জামাত-বিএনপি বাঁচে না।
২৫| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৫
শায়মা বলেছেন: ভিডিওতে সে সব চোর ছাঁচ্ছোড়ের ছবি দেখা যাচ্ছে। বাড়িতে গেলে বাড়ির লোক জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা কি বলবে ভাবছি।
চোর বলবে নাকি ফকির বলবে এই ভাবনায় সকাল থেকে আমি ভাবান্নিত।
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২২
সোনাগাজী বলেছেন:
দেশ এখন বর্গীর হাতে।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ছাত্র-জনতা জয় লাভ করছে। স্বৈরাচার আউট।