নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

৫৩ বছরে ৪ বার মিলিটারী ক্ষমতা নিলো!

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২০



পাকিস্তান, বার্মা ও মিশরে মিলিটারীকে আর নতুন করে ক্ষমতা হয় না; ক্ষমতায় ওরাই আছে, ওরাই থাকবে। আমাদের মিলিটারীগুলোকে কিছু বাংগালী শান্তি দিলো না, পুরো ৫৩ বছর একাধারে থাকতে দেয়নি; ওরা আসে, চলে যায়, আবার ফিরে আসে; বেচারাদের কষ্ট হয়!

আমাদের মিলিটারীরা ম্যাজিক জানে, ১নং সেক্টেরের ফ্রন্ট-ফাইটার জিয়া, যুদ্ধ করলো পাকিবাহিনী ও আবর্জনা রাজাকার বাহিনীর বিপক্ষে; ১৯৭৫ সালে সেইলোক আবার যাদু বলে রাজাকার-জামাতের বন্ধু।

মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াকে মুক্তিযোদ্ধা অফিসাররা পছন্দ করতো না; তাই সে পাকিস্তান ফেরত এরশাদকে মুক্তিযোদ্ধা অফিসারদের মাথায় বসায়ে ছিলো; যাক, এরশাদ কৃতজ্ঞতা জানাতে দেরী করেনি; চট্টগ্রাম থেকে সরাসরি ফায়ার করে দিলো।

১৯৮১ সালে মিলিলিটারী ২ ভাগে বিভক্ত, কিন্তু এরশাদ ম্যাজিক জানতো, ৮ বছর টিকে গেলো; সরাসরি ক্ষমতায় না'থাকলেও আজীবন বাংলাদেশকে শোষণ করে গেলো। মরার পরও, ভাই, বউ সবাই সরকারে ছিলো।

৯০ সালে, জিয়াপন্হী মিলিটারী অফিসারেরা বেগম জিয়াকে ক্ষমতায় নিয়ে এলো; বেগম জিয়া ধরে নিয়েছিলেন উনাকে ওখানে থাকতে হলে মিলিটারীর লাগাম নিজের হাতেই রাখতে হবে; এতে মিলিটারী রেগে গেলো, বেগম জিয়া রাস্তায়। কিন্তু ইহা শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে। শেখ হাসিনা মনে হয়, চেষ্টা করেছিলেন মিলিটারীকে দুরে রাখতে; কিন্তু উনার বুদ্ধিমত্তার অভাব ছিলো, একই সাথে আমাদের ব্লগার ঢাবিয়ানের মতো মিলিটারী-প্রেমিক বাংলাদেশে আবারো বেড়ে গেছে; মিলিটারী না'এসে পারলো না।

এবার ককখন যাবে ও আগামীবার কখন আসবে, বসে বসে দিন গুনতে হবে।

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:শেখ হাসিনা মনে হয়, চেষ্টা করেছিলেন মিলিটারীকে দুরে রাখতে

"পিলখানার হত্যাকান্ড " জাতি ভুলে নাই , সঠিক খবর নিশ্চই জানা যাবে ।

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



পিলখানায় কারা হত্যাকান্ড ছালিয়েছিলো?

২| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

নতুন বলেছেন: তাহলে ৩-৪ শত মানুষ হত্যা করে শেখ হাসিনা কিভাবে এই সমস্যা ম্যানেজ করতো?

সেনা প্রধান তো হাসিনার আত্নীয়। শেখ হাসিনাই উনার সাথে পরামর্শ করে নিরাপদে সরে গেছেন।

উনি বুঝতে পারছেন জনগন আসছতেছে এবং উনার নেতারা অলরেডি বিদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

জয় এর ভিডিওতে তে বুঝতে পারবেন যে সেনাবাহিনি জোর করেনাই, বরং শেখ পরিবার গোস্বা করেই চলে গেছে।

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:






এত মানুষজনের উপর গুলি চালাতে উনি হুকুম দিয়েছিলো, নাকি অন্যেরা হুকুম দিয়েছিলো, আপনি কিভাবে সিওর হয়েছেন?


০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



১২/১৩ শত ওএসডি-করা ব্যুরোক্রেটরা বসে বসে তসবিহ গুনছিলো? ওদেরকে ওএসডি করার কি কোন দরকার ছিলো? ওদেরকে ভালো বেনেফিট দিয়ে রিটায়ারমেন্টে পাঠালে উনি ওদের রোষ থেকে রক্ষা পেতেন।

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:



উনি চাত্রলীগের ডাকাতদের পুলিশে দিয়ে ভেবেছিলেন যে, নিজের পজিশন শক্ত করেছন; ওদের ডাকাতী শেখ হাসিনাকে কবর দিয়ে দিয়েছে।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২

এম ডি মুসা বলেছেন: এই বলে না স্বাধীন হয়েছে। তবে একটা স্বাধীন দেশে আবার স্বাধীন হয় কিভাবে? আমাদের দেশে অনেক রাজনৈতিক দলকে দেখেছি তাদের প্রতি আস্থা নেই। কার প্রতি আস্থা হবে?

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:



কয়েক বছর আফগানিস্তান সকাল বিকাল স্বাধীনতা অর্জন করতো।

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: পিলখানায় কারা হত্যাকান্ড ছালিয়েছিলো?

শেখ তাপসতো পালিয়েছে ,ঐটাকে ধরলে জানা যেত। অপেক্ষায় আছি জানা যাবে নিশ্চই। গুজব তো কত কথাই বলে ,সেটা যেহেতু নিশ্চিত না তাই আর বললাম না।

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



যদি নিজে বলতে না'পারেন, কার কথা আমাকে শোনাবেন?

৫| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

নতুন বলেছেন: এত মানুষজনের উপর গুলি চালাতে উনি হুকুম দিয়েছিলো, নাকি অন্যেরা হুকুম দিয়েছিলো, আপনি কিভাবে সিওর হয়েছেন?


এইটা আপনি কি জবাব দিলেন।

যদি প্রধানমন্ত্রীর উপরে কেউ হুকুম দেয় তবে প্রধানমন্ত্রীর তো ক্ষমতা নাই নিয়ন্ত্রন করার। তবে তার পদত্যাগ করা উচিত।

যদি কেউ তার পদের যোগ্য না হয় তার পদত্যাগ করা উচিত।

(আমি ব্যক্তিগত ভাবে মনে করি হুকুম তিনি দেননাই। সেটা কাদেরের মতন দুই একজন নেতার কাছ থেকে গেছে, কিন্তু যদি শেখ হাসিনা পুতুল প্রধানমন্ত্রী হয়ে থাকেন তবেও সেটার জন্য ক্ষতি তারই হয়েছে)

উনার নিবুদ্ধিতার জন্য দেশের মানুষের চোখে বঙ্গবন্ধুর ইমেজ, শেখ হাসিনার ইমেজ, আয়ামীলীগের ইমেজ ধুলিসাত হলো।

ইতিহাস, ছাত্রলীগের সভাপতির কথা মনে রাখতেবেনা। পলক, আশরাফ, কাদেরের নাম মনে রাখবে না।

কিন্তু তিনি শেখের বেটি হিসেবে তার বাবার পাশে সন্মানীত হিসেবে বাংলাদেশের ইতিহাসে থাকতে পারতেন সেটা না করে এখন এই প্রযন্মের চোখে ঘৃন্যার পাত্রে পরিতন হলেন।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:



উনার প্রশাসনে জামাত-বিএনপির ১১ শতের বেশী ওসডি ব্যুরোক্রেট আছে; উনার পুলিশ বাহিনীতে আওয়ামী যুবলীগের বর_ণ ধরে অনেক শিবির ঢুকেছে। গত ১ সপ্তাহ উনার কন্ট্রোল ঠিক নেই, উনি মলিটারী নিয়ে বেশ ঝামেলায় ছিলেন।

৬| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

এম ডি মুসা বলেছেন: যে দলকে বিশ্বাস করেন সেই দল নিজের সুবিধা স্বার্থ ভোগ করার জন্য রাজনীতি করে। জন মানুষের রাজনীতি কে করে ??

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:




আপনি নিজের চিন্তা করেন, দেশ আপনাকে আগামী ১০ বছরেও সাহায্য করতে পারবে না।

৭| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

রানার ব্লগ বলেছেন: সমন্বয়কারীদের সাথে আলোচনা না করে মার্কামারা চোরদের সাথে আর্মী কেনো আলোচনায় বসলো?

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:




আর্মি সমস্যায় আছে, ওখানে শেখ হাসিনার ঘনিষ্ট কয়েকজন জেনারেল আছে, যারা আজকে নড়বড়ে অবস্হায়; প্রাক্তন অফিসারেরা সবাইকে চিনে।

৮| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আমাকে বলছেন লো প্রোফাইল থাকতে। একটু আগে সাচু ভাই বললেন না লিখতে কিছু দিন। কিন্তু কি কারণে আমি বুঝতে পারছিনা। একটু বুঝিয়ে বলুন।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:



সাচুর কথা শুনলে আপনার বিপদ হতে পারে; আপনি চট্টগ্রামের মানুষ, সাচু ঢাকার মানুষ।

৯| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০২

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: যদি নিজে বলতে না'পারেন, কার কথা আমাকে শোনাবেন?

নেটে নানা জনের বক্তব্য শুনেছি। তৎকালীন র‍্যাবের প্রধানের ছেলের বক্তব্য দেখেছি। "র " এর কথা উঠে এসেছিলো সে সময় এবং কিছু আওয়ামীলীগের নেতার নাম ও এসেছিলো। শেখ তাপস তাদের একজন। আমি বলেছি যে আশা করি সত্য জানা যাবে। সবার মতো আমিও জানতে চাই।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪২

সোনাগাজী বলেছেন:




আমি অনেক বাংগালীর কথায় কান দিইনা; আমি বাংলাদেশ সম্পর্কে বিদেশীদের আলোচনা শুনি

১০| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০০

কামাল১৮ বলেছেন: আমেরিকার ভূমিকা কি হবে।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



আমেরিকার মানুষ ক্লান্ত হয়ে গেছে, এরা সুদান, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মানুষজন নিয়ে ক্লান্ত; এরা জানে যে, এসব জাতি কোনদিন পায়ে দাঁড়াতে পারবে না।

১১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: এবার ছাত্র জনতাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়েছে। শেখ হাসিনা এতটাই আনবেয়ারেবল হয়ে গিয়েছিল

১২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪

ঊণকৌটী বলেছেন: তিন দিকে ভারত একদিকে সমুদ্র দেওলিয়ার পথে এগুচ্ছে বাংলাদেশ, তারপর

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:



আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষ কখনো দেউলিয়া হবে না; আরবদের যতদিন উট আছে, বাংগালীদের ততদিন চাকুরী থাকবে।

১৩| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৭

ঊণকৌটী বলেছেন: হয়তো বাংলাদেশের মানুষের দরকার ছিলো এই আন্দোলনের কিন্তু বিশ্ব পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ভুল করছে না তো বাংলাদেশের মানুষ, একটা কথা তো সত্য ভারতের বিরোধিতা করে পার্শ্ববর্তী কোন দেশ চলতে পারবে না কোনদিনই সে ক্ষেত্রে ভবিষ্যৎ বলবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চলছে

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:



ইহা আফগানিস্তানে পরিণত হয়েছে, শেখ হাসিনা একাধারে ১৬ বছর সময় পেয়েও বুদ্ধির অভাবে কিছুই করতে পারলো না।

১৪| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৫

আলামিন১০৪ বলেছেন: এরশাদ জিয়াকে মারেনি মঞ্চুরকে মেরেছিল, লিগেসি অব ব্লাড পড়েন

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৬

সোনাগাজী বলেছেন:




আপনি যখন বলছেন সেটাই সঠিক হবে; আপনি কি আরবে চাকুরী করেছেন কিছু সময়?

১৫| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৯

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: আপনি যখন বলছেন সেটাই সঠিক হবে; আপনি কি আরবে চাকুরী করেছেন কিছু সময়?

মস্করা করেন?

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:০৫

সোনাগাজী বলেছেন:



থিংকট্যাংকের সাথে মশকরা করতে যাবো আমি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.