নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ স্বাধীনতাকামীদের চয়েসের দল, ইহা ঘুরে দাঁড়াবে আবারো।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫



আওয়ামী লীগকে আইয়ুব খান, ইয়াহিয়া খান ও জিয়া খান হজম করতে পারেনি; ইহা বটবৃক্ষ, ইহাতে দোয়েল, কোকিল, ইগল, কাউয়া, সবাই স্হান পায়; কাওয়া তাড়াতে ঢিল ছুড়লে সব পাখী উড়ে গেলেও সবাই আবার ফিরে আসে; আওয়ামী লীগ ফিরে আসবে ও দরিদ্র বাংগালীর পাশে আবারো দাঁড়াবে।

আজকে৫ই আগষ্ট, দুর্নামের দিন; কিন্তু আজ হচ্ছে ফিরে আসার ১ম দিন। ১৫ই আগষ্ট বেগম জিয়া কেক খেয়ে সজীব হয়ে উঠবেন, তখনি তৃণমুল আওয়ামী লীগের লোকজনের ঘোর কেটে যাবে।

আওয়ামী লীগের ৩য় বার পালানোর ইতিহাস রচনা হয়েছে গতকাল, আজকে থেকে নতুন যাত্রার শুরু হবে। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন মওলানা, মওলানাকে আইয়ুব ভয় ও সমীহ করতো; আমার পোষ্ট যখন ফেইসবুকে যাবে, তখন অনেকের কাঁপুনী শুরু হবে। এই দল ১৯৭১ সালের মুক্তিকামী দরিদ্র বাংগালীদের চয়েসের দল; ইহাকে ফিরে আসতে হবে। দরিদ্র বাংগালীরা যেভাবে স্বাধীনতা এনেছিলেন, তাঁরাই আওয়ামী লীগের ব্যানার নিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়াবেন।

শেখ হাসিনা ইহাকে ভুলভাবে ব্যবহার করেছে, রাজনৈতিক দলকে লাঠিয়ালের দলে পরিণত করেছিলো; ইহাতে চিল-কাউয়ারা স্হান করে নিয়েছিলো, জামতের লোকেরা বেকুব হাসিনার হাতে ফুল দিয়ে এজেন্ট হিসেব ঢুকে ইহাকে পরাজিত করে দিয়েছে গতকাল; সেইসব এজেন্টরা আজকে স্বদলে ফিরে গেছে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, সেই আদিকালের দোয়েল, কোয়েল ও ইগলেরা ফিরবে; কাউয়ার স্হান হবে না সামনের দিন গুলোতে, ছাত্র রাজনীতি থাকবে না; পুর্নট্রেনিং প্রাপ্ত কোমলমতি "সাধারণ ছাত্ররা" বৃষ বৃক্ষের বীজ বোনার স্হান পাবে না; বটের নীচের আগাছা সুর্যের আলোকের অভাবে পঁচে আবর্জনায় পরিণত হবে।



মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: সময় লাগবে। পরাজিতদের ছেটে ফেলে নতুন নেতৃত্বের আগমন ঘটতে হবে।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৪

সোনাগাজী বলেছেন:




সময় লাগতে পারে, উহা না'ফিরলে বাংলা ভরে যাবে আগাছায়।

২| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১০

ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: বিএনপির ব্লগার শাহাদাত উদার্জী আপনি ও হাসান কালবৈশাখীকে ব্যান করার আবেদন জানিয়েছেন। এখন কি এই ধরনের পোস্ট লেখা উচিত হচ্ছে?

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮

সোনাগাজী বলেছেন:



উনি কিছুদিন আগে ১টি পোষ্ট দিয়েছিলো, "আমরা আজীবন ভারতের চেয়ে অনেক উন্নত ছিলাম, হঠাৎ করে কিভাবে পেছনে পড়লাম"? এই মনিষীকে সৌদী আরব খুঁজছে।

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩

মিথমেকার বলেছেন: অলীক স্বপ্ন এখনও দেখছেন? আপনি কী এসব অলীক স্বপ্ন দেখার জন্য বিদেশি কোনো মেডিসিন নেন?

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৯

সোনাগাজী বলেছেন:


উহা মওলানার স্বপ্ন, ফেইসবুকারদের জন্য দু:স্বপ্ন।

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে লন্ডন থেকে টিউলিপ আপাকে আনতে হবে।

জয়কে দিয়ে হবে না। শেখ রেহানাও যোগ্য নন।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৬

সোনাগাজী বলেছেন:



শেখের গোষ্ঠী বাদ, উহারা ছাত্রলীগ ছাড়া বাঁচবে না; লাল মওলানার অনুসারীরা আওয়ামী লীগকে ফিরায়ে আনবে।

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৩

নতুন বলেছেন: আগে দলে গনতন্ত্র আনুক আয়ামীলীগ।

আয়ামীলীগের সমর্থকেরা এখনো ৩-৪ শত মানুষ হত্যায় অনুতপ্ত নয়। তারা মনে করে আরো হত্যা করে যদি ক্ষমতা টিকে যেতো তবে শেখ হাসিনাকে মাথায় তুলে নাচতো তারা।

যারা মানুষ হত্যার সমর্থন করে, যারা দূনিতি করে, তারা কিভাবে দেশপ্রেমিক হয়?

আজ ভিডিও দেখলাম ছাত্ররা রাস্তায় গনভবন থেকে নেওয়া মালামাল জড় করছেন, এটা দেশপ্রেমিক।
বিভিন্ন এলাকাতে মন্দিরের সামনে পাহাড়া দিচ্ছেন তারা দেশপ্রেমিক।
রাস্তায় দাড়িয়েছেন ট্রাফিক নিয়ন্ত্রনে, রাস্তায় পরে থাকা জন্জাল পরিস্কার করেছেন তারা দেশপ্রেমিক।

টাকার জন্য ক্ষমতার জন্য সকল দলই একত্র হয়ে হুক্কাহুয়া বলে।

দেশেপ্রমিক কতজন নেতা জন্য বর্তমানের আয়ামীলীগের আছে?

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৯

সোনাগাজী বলেছেন:



গণতন্ত্র ছিলো না বলেই ৩য় বার পালায়েছে।
জিয়ার দল ও মওদুদীর দলের সাথে টিকে থাকতে হলে, বাংলাদেশে মিলিটারীকে কিনতে হয়; ফলে গণতন্ত্র এখনো সাহায্য করছে না।

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮

এস.এম.সাগর বলেছেন: সেক্সি হাসিনার বাল (আওয়ামী কুত্তালীগ) আর উঠে দাড়াতে পারবেনা এবং তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষনার দাবি জানানো হবে।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪২

সোনাগাজী বলেছেন:



আমেরিকা ঠিক করে দেয় কোনটা সন্তরাসী দল, আপনার জন্য কেহ বসে নেই; নিজের দলের নাম কোন লিষ্টে আছে, উহা আমেরিকা থেকে জেনে নিন

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪০

করুণাধারা বলেছেন: আওয়ামী লীগ আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনা একে ধ্বংস করে দিয়েছেন।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৬

সোনাগাজী বলেছেন:



বুয়েটের তবলীগ যদি বাংলাদেশে স্হান পায়, গরীব স্বাধীনতাকামীদের চয়েসের দল অবশ্যই ফিরে আসবে। লাল মওলানার নাম শুনেছেন তো? দেখেন, ভয়ে আপনার যেন ঘুম কমে না যায়; মওলানা ছিলেন গরীব মানুষের রাজনীতিবিদ, ভয়ের কিছু নেই।

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৩

এস.এম.সাগর বলেছেন: আমেরিকা ঠিক করে দেয় কোনটা সন্তরাসী দল, আপনার জন্য কেহ বসে নেই; নিজের দলের নাম কোন লিষ্টে আছে, উহা আমেরিকা থেকে জেনে নিন

আপনি জেনে নিন ভাই। বালরিকা কি বলে সেটা জানার কোন সময় নেই , আমরা কি বলি সেটাই হবে। আবারো বলছি- সেক্সি হাসিনার বাল বাংলাদেশে উঠে দাড়াতে দেয়া হবেনা। কোন কুতা লীগ, সন্ত্রাসী লীগের স্থান বাংলাদেশে হবেনা।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০

সোনাগাজী বলেছেন:




আপনি কি জিনিষ উহা আমি জানি না; আমেরিাকে যে আছে, তা চাঁদও বুঝে।

৯| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৪

সোনাগাজী বলেছেন:



নুরু সাহেবের মতো লোকজন কমে গেছে, সময় লাগবে।

১০| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: এই প্রজন্মের কাছে আর সম্ভব নয়।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনি টেকনোজীর মানুষ, কিন্তু ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী, ধর্ম হচ্ছে কমজ্ঞানীদের আবিস্কার; টেকনোলোজী হচ্ছে আধুনিক মানুষের চিন্তাধারা।

১১| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:





হাসিনা পালিয়ে না গেলে সে সম্ভাবনা কিছুটা ছিল, এখন আর তা নাই। ধর্মীয় চেতনা বেচতে গিয়ে মুসলিম লীগ হারিয়ে গেছে। একাত্তরের চেতনা বিক্রি করতে গিয়ে আওয়ামিলীগ শেষ। এটা পড়ুন

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৯

সোনাগাজী বলেছেন:


ডিপ্লোমা ইন্জিনিয়ারের জ্ঞানও ততটুকু থাকে?

১২| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে আসুন, দেখুন তারপর কথা বলুন। হাজার মাইল দূরে বসে মারফতী কথা বলে লাভ নেই।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০০

সোনাগাজী বলেছেন:



আমি ১৯৫৮ সাল থেকে দেশে আছি; মাঝে মাঝে সামান্য সময়ের জন্য বিবিধ দেশে চাকুরী করেছি

১৩| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৮

নতুন নকিব বলেছেন:



সাধু ভাষা আমার খুবই প্রিয়। তয় এক্ষনে আর 'ইহা', 'উহা' করিয়া লাভ হইবে না, গাজী ভাই। উহার গীত গাহিয়া কোনোই ফল পাওয়া যাইবে না। উহা ইতিমধ্যেই পালাইয়া গিয়াছে। জীবনের মায়া অবোধ প্রানীরও আছে। উহারও রহিয়াছে। তাই উহা নিজের জীবন বাঁচাইতে চ্যালাচামুন্ডা ফালাইয়া রাখিয়া নিরাপদে পলায়নের পথ ধরিয়াছেন।

মূল কথা হইলো, যাহা যাইতে চায় উহাকে যাইতে দেওয়াই উত্তম। উহাকে নিয়া, উহার দল নিয়া আপাততঃ আপনার এইসব স্বপ্ন অলিক বৈ কিছুই নহে। বলি, বাস্তবতা কিছু কি বুঝিতে পারিতেছেন!

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০১

সোনাগাজী বলেছেন:




যারাই আসুক আপনার লাভ, মাদ্রাসা ব্যবসা আরও বাড়বে।

১৪| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আপনি টেকনোজীর মানুষ, কিন্তু ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী, ধর্ম হচ্ছে কমজ্ঞানীদের আবিস্কার; টেকনোলোজী হচ্ছে আধুনিক মানুষের চিন্তাধারা।

আগের মন্তব্য মুছে দিয়ে নতুন মন্তব্য করলেন। যাইহোক, আপনার ধারনা সঠিক নয়। আমি কোন ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলকে সমর্থন করিনি, করছি না করবোও না। আশা করছি আপনার ধারনা অরেকজনের পরিচয়ের উপর চাপিয়ে দেবেন না। ডি-ফেইম করা কোন বুদ্ধিমানের কাজ নয়।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



আপনি নিউইয়র্কের বাসিন্দা হওয়ায় আপনার সব পোষ্ট আমি পড়ি আপনার সম্পর্কে আমার ধারণা আছে।

১৫| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আমি ১৯৫৮ সাল থেকে দেশে আছি; মাঝে মাঝে সামান্য সময়ের জন্য বিবিধ দেশে চাকুরী করেছি

অপ্রয়োজনীয় তথ্য, এগুলো বলে বা জানিয়ে কোন লাভ নেই। এটা ২০২৪ সাল, বাস্তবতায় আসতে হবে। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:



আপনি দেশ, স্বাধীনটা, দেশের সমস্যা, রাজনীতি নিয়ে বুঝেন বলে মনে হয় না; আমি আপনার পোষ্ট সব সময় পড়ে আসছি।

১৬| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭

নতুন বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবের কথায় জনগন ঝাপিয়ে পড়েছিলেন।তার বক্তৃতা শুনলে এখনো গুসবাম্প হয়।

তিনি তার বুদ্ধিমতে জাতীর সাথে বেইমানী করেনাই। ভুল মানুষের হতে পারে তার মাসুল তিনি দিয়েছেন।

বঙ্গবন্ধুর মতন নেতা যেই দলেই থাকুকনা কেন জনগন তাকে সন্মান করবে।

শেখ হাসিনা তার বাবার কথা গুলিই ভুলে গিয়েছিলো। তার অহংকার আর নিবুদ্ধিতার কারনে প্রায় মরতে বসেছিলেন গতকাল।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:








উনার বাবা উনাকে রাজনীতিতে আনেননি, উনি এসেছিলেন জিয়ার অপরাধ থামাতে।

১৭| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৮

Sujon Mahmud বলেছেন: আওয়ামী পদত্যাগের সাথে সাথে শুরু হয়ে গেছে বিএনপির ধ্বংস নিলা,,,,আওয়ামী বিএনপি একে অপরের পরিপূরক

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:



উহা মিলিটারীর সাইনবোর্ড ছিলো; জিয়া হতয়াকান্ড ঘটায়ে জাতিকে পাকিস্তান বানায়েছিলো; যেই পথ ধরে এসেছিলো, সেই পথ ধরে চলে গেছে।

১৮| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪

তানভির জুমার বলেছেন: আওয়ামীলিগের পা চাটা গোলাম যে আপনি এটা আবার প্রমান করলেন। পৃথিবীর ইতিহাসে ম্যাসাকার করে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোন দল পুনরায় ফিরে আসতে পারেনি। আমাদের কিংবা আমাদের সন্তানদের সময় যদি আওয়ামী সন্তাসবাদ আবার মাধা চারা দেওয়ার চেষ্টা করে এবারের মত আবার জীবন দিয়ে প্রতিহত করা হবে।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



আওয়ামী অবদান অবদান হচ্ছে, মুক্তিযুদ্ধ; শিবিরের অবদান হচ্ছে রাজাকারগিরি ও গণহত্যা; অবশেষে ফাঁসী; তাদের সব আমিরের ফাঁসী হয়েছে, সামনেও হবে।

১৯| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৯

ধুলো মেঘ বলেছেন: জামাতীরা কত বুদ্ধিমান এইবার ট্যার পাইছেন কাকু? এদের লগে লাগতে আইবেন আর? এইবার কিন্তু জামাকাপড় নিয়া ভাগতে পারছেন। পরের বার ল্যাংটা হইয়া হেলিকপ্টারে উঠতে অইবো।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



আমি ১৯৭১ সালেই টের পেয়েছি; তবে, আপনার ব্যাপারে টের পেয়েছি এই বছর; চেষ্টায় থাকেন, লীগ যেন ফিরে না আসে, এলে আপনাকেও ধরবে।

২০| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৮

আদিত্য ০১ বলেছেন: আওয়ামীলীগ ফিরে আসবে, সময় লাগবে, তবে এই আসাটা হবে অনেক ভালো অনেক গুছানো। হয়ত হাসিনার হাত ধরে না আসার সম্ভবনায় বেশি, আবার হতেও পারে।

আন্দোলন ফসল ফলিয়ে সেই ফসল যত্ন করে বিএনপি জামাতের হাতে তুলে দেওয়া এই অবোধ বালকগুলো কালের গহবর আবর্জনার মত হারিয়ে যাবে ডাস্টবিনে, কারন তারা বুঝেনি যে তারা শুধুই ব্যবহারের হাতিয়ার ছিলো, যতদিন বুঝে ফেলবে, ততদিনে তারা ডাস্টবিনে থাকবে বিএনপি জামাতের ছুড়ে দেওয়াতে

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৪

সোনাগাজী বলেছেন:




শখ হাবেরিয়ে আসবে।সিনা ও উনার সাংপাংরা আর আসতে পারবে না স হজে; ভেতর থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসবে।

২১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৪

জি এইস মেহেদী বলেছেন: আওয়ামীলীগ আর জাসদ ভাই ভাই তাদের অবস্থা জাসদ এর মতো হলো শেষ পর্যন্ত। এই দল পরিচালনার আর যোগ্য কোন নেতা নাই তারা এখন দেওলিয়া এবং পলায়ন কারী খুনী আসামী

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৬

সোনাগাজী বলেছেন:



৪৪ বছর শেখ হাসিনা সভাপতি; সেক্রেটারী ছিলো নোয়াখালীর মাফিয়া; দল শেষ। তবে, ইহা আবার আসবে।

২২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩২

নতুন বলেছেন: আয়ামীলীগের সরকার ৩০০+ মানুষ হত্যা করেছে( মিডিয়া বলছে) , আসল সংখ্যা ৫০০+ হবে।

তাহলে গতকাল ছাত্রদের কি করার দরকার ছিলো?

সবাই কে বাড়ী ফিরে যাবার বলা উচিত ছিলো?

আপনি যেই দেশে আছেন. বা সভ্য দেশ দেখছেন সেখানে এমন হত্যার পরে সরকার ক্ষমতায় থাকতে পারে?

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৭

সোনাগাজী বলেছেন:



এখানে দলীয়ভাবে ১ জন মারা গেলে ভয়ংকর অবস্হা হওয়ার কথা।

মানুষের সংখ্যা দেখে পুলিশ এক সময় থেমে যেতো; শিবিরের ছেলেরা অকারণে পুলিশকে আক্রমণ করতে গিয়ে পুলিশের গুলির রেন্জে প্রবেশ করেছিলো মনে হয়।

২৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৩

নতুন বলেছেন: মানুষের সংখ্যা দেখে পুলিশ এক সময় থেমে যেতো; শিবিরের ছেলেরা অকারণে পুলিশকে আক্রমণ করতে গিয়ে পুলিশের গুলির রেন্জে প্রবেশ করেছিলো মনে হয়।


আপনি একটা ভুলের মাঝে আছেন মনে হচ্ছে।

ছাত্ররা পাথর আর লাঠি হাতে পথে নেমেছিলো। পুলিশ পয়েন্ট ব্লাংক গুলি করেছে।

অনেক ভিডিও আছে নিরস্রমানুষকে পুলিশ গুলি করে মেরেছে।

https://www.facebook.com/reel/440560182315596

শিবিরের পোলাপাইন হয়তো ঝামেলা বাড়াতে ছিলো কিন্তু মারা যায় নাই।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:



পুলিশ যখন কথা বলবে গুলির ব্যাপারটা জানা যাবে।

২৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৩

জাহিদ অনিক বলেছেন: কোনো সরকার ছাড়াই প্রায় ৩২ ঘণ্টা পার করছে বাংলাদেশ।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩০

সোনাগাজী বলেছেন:



এই সময় নোয়াখালীর লোকজন এসে উত্তর চট্টগ্রামের ২টি থানায় আওয়ামী লীগারদের প্রতিটি বড়ীতে আক্রমণ চালিয়ে গেছে।

২৫| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: সময় লাগবে তবে আওয়ামীলীগ নিশ্চিত ঘুরে দাঁড়াবে ,নিজেদের সংশোধন করে নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াবে আমি আশা করি।

২৬| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪

নতুন বলেছেন: ক্ষমতার লোভ সামলানো মুসকিল। তাই যারা জনগনের জন্য সত্যিকারের কাজ করবে তারাই আবার ফিরে আসবে।

আয়ামীলীগের সমস্যা হইলো শেখ পরিবারের কেউ আসবেনা,

স্ট্রবেরী শেক, মিল্ক শেক জনগন তেমন পছন্দ করবেনা।

শেখ হাসিনা না পালালে ৫ বছর পরে আসার সম্ভবনা ছিলো। এখন সম্র্পর্ন নতুন আয়ামীলীগ নিয়ে ফিরে আসতে মিনিমাম ১০ বছর লাগবে। বেশিও লাগতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.