নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের জাতীয় বেগমের ১৫ই আগষ্টের জন্মদিনের কেইক চাই।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯



আমাদের জাতীয় বেগম মুক্তি পেয়েছেন; এতদিন ১০ ধরণের রোগে আক্রান্ত ছিলেন: বসলে উঠতে পারতেন না, উঠলে বসতে পারতেন না, ঘুমালে চোখে দেখতেন না; গতকাল থেকে ভালো; ১৫ই আগষ্টে উনার বার্ষিক ৩য় জন্মদিন; কেক অর্ডার দেয়ার দরকার; এবারের কেইক হবে ৭৮ কিলো; আমরা চাই আমাদের বিম্পি ব্লগার তানভীর জুমার, শাহীন৮৮ যেন ব্লগারদের পক্ষ থেকে গিয়ে কেইক খেয়ে আসেন।

উনি যখন থেকে ১৫ই আগষ্টে কেক কাটা শুরু করলো, তখন আমি ব্লগে লিখলাম, উনি নিজের কপাল নিজে পুড়ছেন, শেখ হাসিনা এই কাজের জন্য উহাকে ধরবেন। উনার জন্মদিনের কেক খেতো উনার পোষা বানরেরা; তবে, এই বানরদের মাঝে প্রফেসর এমাজুদ্দিনকে দেখে আমি হতবাক। সেই পিগমী প্রফেসর ছিলেন ডোডো বেগমের থিংকট্যাংক অথবা সেইফটি ট্যাংক; বেগমের তো মগজ নেই, কিন্তু সেইফটি ট্যাংক এমাজুদ্দিন সাহেব কি বুঝতে ছে না যে, শেখ হাসিনা বেগমকে লালাঘরের পানি খাওয়াবে?

বেগম জিয়ার নিযুক্ত জেনারেল, জেনারেল মঈন বেগমকে চুরির কারণে ২০০৭ সালেে গ্রেফতার করার পর, "জিয়া এতিমখানার ফান্ড চুরির" কারণে মামলার আসামী করেছিলো; মঈন চলে যাবার পরও মামলাটি ছিলো; শেখ হাসিনার বানর-আইনবিদরা বেগমের জন্য ৫ বছরের জেল চেয়ে মামলাটি চালু করে; ৫ বছরের জেল হয়, বেগমের বানরেরা আপিল করার পর, উহা ১০ বছর হয়ে যায়। শেখ হাসিনার তিরোধানের পর, জিয়ার জুনিয়র অফিসারদের ঠেলায়, বেগম গতকাল থেকে মুক্তবিহংগ।

বেগম হচ্ছেন ফিনিক্স পাখী, আসছে ১৫ই আগষ্ট উনার জন্মদিন, কেক চলবে।


মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

সরকার পায়েল বলেছেন: ইউনুস সাহেব কি জন্মদিনের দাওয়াত পাবেন?

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস শেখ হাসিনার শত্রুতে পরিণত হওয়ার ১টি কারণ হলো, বিএনপি সাথে ২০১৮ সালের নির্বাচনের আগে মিটিং'এ বসা। তবে, ইউনুস যেমনভাবে জ্ঞানী, তেমনি দেশের সেরা বেকুবও।

২| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: গার্বেজ পোস্ট।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:




আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ৪টি
মন্তব্য করেছি: ৭৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৭ মাস ২ দিন

৭ মাসে ৪টি পোষ্ট লেখে ০ মন্তব্য? আমার পোষ্ট গার্বেজ, কিন্তু আপনার মগজের একি অবস্হা?

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১১

রানার ব্লগ বলেছেন: প্রতিহিংসার রাজনিতী আমাদের সবার বন্ধ করা উচিৎ

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়ার ১৪ গোষ্ঠি চোর, দেশে উনার সাপোর্টার আছে ২/৩ কোটী; এরা জাতিকে আরামে থাকতে দিবে?

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

রানার ব্লগ বলেছেন: না

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের চিল-কাউয়ারা পালিয়ে যাক, তারপর আসল আওয়ামী লীগ বেরিয়ে আসবে; বেগম অবস্হা বুঝে চাপু হয়ে যাবে।

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

কামাল১৮ বলেছেন: শিফন শাড়িতে কি এখন মানাবে?

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



মসলিন পরলেও লাভ নেই, চোরের কদর কমে গেছে

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: I saw a photo of her today in the Facebook , in this photo -Not only she lost her eyebrows, she also lost the sense of where to draw eyebrows. She is broken suffered alot for the sins. Let her celebrate her happy birthday though that is a fake birthday.

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



আমরাসহ করবো, এবারের "নতুন স্বাধীন বাংলাদেশের" গাজী তানভীর জুমার যাবেন আমাদের হয়ে।

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

নতুন বলেছেন: ঘোষেটি বেগম সিসিউ থেকে বাড়ী বসে পান খাবেন মাত্র। এর চেয়ে বেশি কিছু হবার নয়।

কিন্তু বেয়াদপ তারেক জিয়া সুযোগ যেন না পায়।

০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুসের সময় চলে আসতে পারে।

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১১

গোবিন্দলগোবেচারা বলেছেন: লেখক বলেছেন:




আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ৪টি
মন্তব্য করেছি: ৭৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৭ মাস ২ দিন

৭ মাসে ৪টি পোষ্ট লেখে ০ মন্তব্য? আমার পোষ্ট গার্বেজ, কিন্তু আপনার মগজের একি অবস্হা?


একই ম্যাওপ্যাও।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২০

সোনাগাজী বলেছেন:



দেখছেন, কি আবর্জনা লিখছেন? আমি আপনার প্রতি পোষ্টে ১টি মন্তব্য করে দেবো!

৯| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


সরকারী ছুটিটা বাদ গেলো।

০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



উনার স্বামী আমাদেরকে পাকিস্তানী কালচারে নিয়ে গিয়েছিল; জামাত শিবিরকে পাকিস্তান থেকে আমদানী করেছিলো, সেই কোমলমতি শিবিরেরা জাতিকে আফগান জাতিতে পরিণত করবে।

১০| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪২

কথামৃত বলেছেন: আপনি খুবই বেশি পোস্ট দিচ্ছেন। কারণ কি?

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:




চলমান ঘটনাকে বুঝার চে্টা করছি; আমি যা ভাবছি, সেটার উপর মতামাত নিয়ে দেখছি, ঠিক আছি, নাকি জটিল ভাইয়ের মত মাথার ভেতরে আবর্জনা !

১১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০২

নতুন বলেছেন: ড: ইউনুস কনর্ফাম। ছাত্ররা তার নাম করেছে এবং তিনিও রাজি বলেছেন। অন্যকেউ অমত করবেনা।

সমস্যা তারেকের মনে লাড্ডু ফুটতেছে, ছাত্রদলের ছাগলা অলরেডি লাফালাফি শুরু করেছে।

মামুনুল/আজহারীর ছানারা মূর্তি ভেঙ্গেছে। ফরিদপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে আবু সাইদের নামে মসজিদের নামে টাকা উঠাচ্ছে।

আশা করি ড: ইউনুস এদের থামাতে পারবেন।

দেশের জনগনের IQ লেভেল লো। তাই এদের অন্ধভক্ত বানানো সহজ।

তবে ছাত্ররা সচেতন, ইন্টারনেট জামানা পাল্টে দিয়েছে। এখন হাসিনার মতন সৈরাচার সৃস্টিহতে সময় লাগবে। অথবা সৃস্টি হবেনা। কিন্তু বাঙ্গালী ধান্দাবাজ তারা সোজা পথে চলার মানুষ না, নতুন দল চাইবেই তাদের মতন করে দখল করতে।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:




আমাদের ট্রেনিংপ্রাপ্ত প্রিয় "সাধারণ ছাত্ররা" অনেক কিছু যোগ করছে, অনেক কাজ আগের থেকে করে রেখেছে; মনে হয়, কাজ ব হু আগে শুরু হয়েছিলো; ইউনুস সাহবেও সাথে সাথে মাথা ও লেজ নাড়ছেন!

উনাকে জামাত-শিবির, হেফাজত ও বিএনপি কন্ট্রোল করবে, ওদের কথা না'শুলে লাথি মেরে উৎখাত করে দেবে মনে হয়।

১২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৯

নতুন বলেছেন: আয়ামীলীগের নতুন চাল। ভারতের প্রচারনা হিন্দুদের উপরে হামলা। ১.৫ কোটি হিন্দুদের বাচাতে মোদীকে সেনা পাঠাতে আবেদন ভারতীয় টিভি তে।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৭

সোনাগাজী বলেছেন:



দেশের ভেতরে জামাত-শিবির, বিএনপি-ছাত্রদল ও হেফাজত অরাজকতা চালাচ্ছে, বেশ হতয়াকান্ড চালাচ্ছে; দেশের হিন্দুরা সরাসরিও বিজেপির সাথে যোগাযোগ রক্ষা করছে নিশ্চয়; ভারত হুশিয়ারী দেবে; কারণ, জামাত-শিবির পাকিদের চেয়ে ভয়ানক। আওয়ামী লীগ একবারে বসে থাকবে বলে মনে হচ্ছে না; দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে।

১৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২১

নতুন বলেছেন: আয়ামীলীগ চাইবে ভারতীয় সেনা আসুক । মহান দেশপ্রেম।

নতুন অন্তবর্তকালিন সরকার ক্ষমতা নিলে এসব ঠিক হয়ে যাবে।

আজকের জনস্রোত দেখেছেন? যদি জনগন আয়ামীলীগকে না চায় তবে তাদের কি আরো কয়েক হাজার মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে হবে?

আমেরিকার সরকার হলে কি করতো?

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:১১

সোনাগাজী বলেছেন:



ভারত কখনো বাংলাদেশে সৈন্য পাঠাতে পারে না; বিশ্বে এখন তাদের আলাদা ইমেজ; আওয়ামী লাঠিয়ালদের কথায় ভারত চলে না।

১৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৩

রানার ব্লগ বলেছেন: নতুন @ আপনি যা যা আশা করছেন ডঃ ইউনুসের কাছে উনি তার কিছুই করবেন না । নিশ্চিত থাকুন !!! উনি সমন্তরল গতীতে দেশ চালিয়ে নামকা ওয়াস্তে নির্বাচন করে তারেকের চ হায়া তলে আশ্রয় নেবেন । এটা আমার শংকা না । এটিই বাস্তবতা ।

০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস সাহেবকে সামনে রেখে দেশকে আফগানিস্তান বানাবে কোমলমতি শিবিরেরা; উনাকে জীবিত অবস্হায় ওখান থেকে বের হতে দিবে না।

১৫| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩

আহলান বলেছেন: যার যেদিন খুশি জন্মদিন পালন করবে, এটাই স্বাধীনতা .... এই ব্যপারে কারো এলার্জি থাকলে সেটাও তার স্বাধীনতা। তবে কেনো ১৫ই আগষ্ট এর মতো খুন খারাবী হয়েিছিলো , গত পনেরো বছর ধরে নতুন প্রজন্ম তা বুঝতে পেরেছে আশা করি। সেই সময়ের সিরাজ শিকদার, লেবু এই সময়ের সাইদ আবরার ...

০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



আপনার জন্মদিনও ১৫ই আগষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.