নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যাক, কমপকক্ষে ড: ইউনুসের মামলাগুলো খারিজ হয়ে যাবে।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৬



ড: ইউনুস শিক্ষিত বাংগালীদের পছন্দের মানুষ; জামাত-শিবির, হেফাজত ও বিএনপি উনাকে ঘৃণা করে, বলে সুদখোর! শেখ হাসিনা শুরু থেকেই যদি উনাকে নিজের সরকারে টানতেন, আজকে শেখ হাসিনার এই অবস্হা হতো না; আওয়ামী লীগের চোর ডাকাতেরা, ব্যুরোক্রেটরা ও বলদ মুহিত ড: ইউনুসকে শেখ হাসিনার কল্পিত শত্রুতে পরিণত করেছিলো; আসল কারণ হলো, ড: ইউনুস যদি শেখ হাসিনার সরকারে আসতেন কেহ সরকারী টাকা লুট করতে পারতো না।

শেখ হাসিনা থেকে ড: ইউনুসকে আলাদা করার জন্য জামাত-শিবির শকুনী মামার তাস চালে, ড: সাহেব নোবেল পাবার পর, জল্লাদগুলো উনার গলায় ফুলের মালা পরায়ে, ছবি তুলে পত্রিকায় দেয়; ইহাতে শেখ হাসিনার লিলিপুটিয়ান ছোট মগজে আগুন লেগে যায়। এরপর, বলদ মুহিত ভয়ংকর এক কাজ করে, ৩/৪ জন আওয়ামী ডাকাতের ঘুষ গ্রহনের জন্য যখন বিশ্বব্যাংক পদ্মাসেতুর ঋণ দিতে শর্ত জুড়িয়ে দিয়ে দেয়, তখন বলদটা শেখ হাসিনাকে বলে যে, ড: ইউনুস বিশ্বব্যাংককে অনুরোধ করে ঋণ বন্ধ করে দেয়, এবার শেখ হাসিনা মা-কালীর রূপ ধরে খড়গ হাতে বেরিয়ে আসে।

২০০০ সালে, ড: ইউনুস সাহেব আটলান্টিক সিটিতে আসেন "ভিশন-২০০০ নামে এক টেকনোলোজী কনফারেন্সে। আমি উনার সাথে পরিচিত হওয়ার জন্য উনাকে কেনেডি এয়ারপোর্ট থেকে আটলান্টিক সিটি নিয়ে গেলাম ড্রাইভ করে; গাড়ীতে আলাপ করার সময়, আমি উনার কাছে চাকুরী চাইলাম: চিটাগং'এর মানুষ হিসেবে উনি খুবই ইন্টারেষ্টেড হয়ে গেলেন; জানতে চাইলেন, আমি কি করতে পারবো?

আমি জানালাম যে, উনি শিক্ষিত বেকারদের জন্য হ্যান্ডস-অন ট্রেনিং স্কুল খুলবেন, আমরা মানুষকে "ফ্রি পড়াবো"; উনি হঠাৎ করে উৎসাহ হারালেন। আমি বুঝলাম, আমি ভুল করে ফেলেছি, উনি তো আসলে সওদাগরের বাচ্চা, লোভী বাংগালী। (চলবে )



মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১০

রানার ব্লগ বলেছেন: বিএনপির মনভাবে বোঝা যাচ্ছে তারা সরকার গঠন করতে যাচ্ছে।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:



এখন বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল, তারা থাকবে; তবে, রিজভী পাগলকে ওখানে দিলে পুরো জাতিকে পাগল বানাবে ডোডোটা।

২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৭

কামাল১৮ বলেছেন: এটা ঠিক যে কেউ সরকারী টাকা লুট করতে পারতো না। কারণ ওনি লুট করার পর আর কিছু অবশিষ্ট থাকতো না।ক্ষমতায় না গিয়েই কোটি কেটি টাকা মেরে দিয়েছে জনগনের।এখন তা পরিশোধ করতে হচ্ছে।আবার জনগনের সরকার গঠিত হলে তার বিচার চালু হবে।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



উনি লোভী ক্যাপিটেলিষ্ট, কোন কিছু ফ্রি দে ননা; তবে, চোর নন, একামত্র দক্ষ বাংগালী

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বিএনপি কি এবার নিজেরা নির্বাচন করবে নাকি জামায়াতকে সাথে রাখবে? নাকি বিএনপি জামায়াত প্ল্যান করে বিএনপি সরকার গঠন করবে আর জামায়াত হবে গৃহপালিত বিরোধী দল জাপার মত।

১৪ দলকে বাংলাদেশের কেউ এই টার্মে ভোট দিবেনা।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:



আন্দোলনের দীর্ঘমেয়াদী ডিজাইন, ফান্ড, অস্ত্র, জল্লাদ সবাই সরবরাহ করেছে জামাত; বিএনপি সাথে নিবে, কোয়ালিশন করবে।

১৪ দল হচ্ছে, আওয়ামী লীগ ও বানর বাহিনী। আওয়ামী লীগের সৎ নেতাদের দাঁড়া করালে উপস্হিতি থাকবে; শেখ হাসিনা, কাউয়া কাদেরকে নাম না'নিয়ে ভোট করলে বেশ কিছু সীট পাবে।

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: আবার শোনা যাইতাসে জামাত একা নির্বাচন করে সব আসনে প্রার্থী দিবে।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:



জামাতের কিছু সীটে বিএনপি ভোট করবে না ( উইথড্র করবে )

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ইন্টারেস্টিং। এরপর দাবি করবেন যে অর্থনীতির পাঠ উনি আপনার কাছ থেকে শিখেছেন :) বিনোদন হিসেবে দারুণ খাসা হয়েছে। চালিয়ে যান :)

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



আমারটা শিখতে চাননি সওদাগরের বাচ্চা; যদি ফ্রি টেকনিলোজী স্কুল খুলে দিতো, আরো ৫০০ মিলিয়ন ডলার পেতো ইউরোপ থেকে!

এই বাছর নাকি কলকাতার ডাবের ভেতর ইশিশের বাচ্ছা পাওয়া যাচ্ছে?

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫১

সাহাদাত উদরাজী বলেছেন: হায় রে চাপাবাজি! চালান, চালিয়েই আনন্দ নিন! আপনি সামুর ইতিহাস সেরা চাপাবাজ! :)

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:



এখনো কি উট চরান, নাকি বাংলাদেশে লুটপাট চালাচ্ছেন?

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


উনার সাথে যোগাযোগ করে সরকারে ঢুকতে পারবেন?

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



সময় চলে গেছে; উনার সাথে শিবির ( "সাধারণ ছাত্রদের" ) লীডারেরা আছে; ওগুলো উঁচু লেভেলের জল্লাদ।

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: জটিল আপনাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন। আপনি কি সে প্রস্তাব গ্রহণ করবেন?

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



এই ক্রিমিনালটাকে সামু কেন পালন করে?

৯| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ড: ইউনুস যখন নোবেল পুরষ্কার পেয়েছিলেন চট্টগ্রামের লোকাল দৈনিক গুলো পত্রিকার হেড লাইন করছিল - "আঁরার ইউনুস নোবেল ফাইয়ি "। - " আমাদের ইউনুছ নোবেল পেয়েছেন"। উনি চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অহংকার। এজ আ চাটগাঁইয়া এন্ড চবিয়ান বিষয়টি আমাদের জন্য সম্মানের।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



শেরে বাংলা সাহেবের পর উনিই দক্ষ ও সৎ বাংগালী; আর তো নেই। কিছুটা লোভী, এখনউনার কাছর ক্যাশ আছে অর্ধ বিলিয়ন ডলার, সাথে আছে গ্রামীনের অনেক অনেক শেয়ার; এগুলো দিয়ে কি করবেন?

১০| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন:

আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:



অনেক মুক্তিযোদ্ধারা বর্তমান পরিস্হিতিকে বুঝতে পারেননি; তাঁরা শেখ হাসিনার পক্ষে কথা বলতেন। কোন এলাকার ঘটনা? ১৯৯১-১৯৯৬ সালে জামাত অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে।

১১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন:

ভোলায়।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



ভয়ংকর এলাকা ঐগুলো; তোফায়েলের সাথীদের হত্যা করছে মনে হয়।

১২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৫

শ্রাবণধারা বলেছেন: অনেক দিন পরে আপনার এই লেখাটা আমার বেশ ভালো লাগলো।

আপনার শেষের ঘটনাটিও আমার কাছে সত্যি বলেই মনে হল। উপরে কতগুলো দেখতে পাচ্ছি চাপা ইত্যাদি বলছে। আপনার প্রজেক্টে তিনি কেন উৎসাহ হারালেন এটা নিয়ে কখনো আত্ম-অনুসন্ধান করেছিলেন কি?

ড. ইউনূস সম্পর্কে আপনার মূল্যায়ন আমি আগেও পড়েছি যেটা এই লেখাটির সম্পূরক। এই কথাটি জেনে আস্বস্ত হলাম যে, তিনি যদি হাসিনার সরকারে আসতেন তাহলে কেউ সরকারি টাকা চুরি করতে পারতো না।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:



এটা ২০০০ সালের কথা, আমেরিকায় আইবিএম'এ চাকুরীরত ১ জন বাংগালী, ড: আবদুল্লাহ ( পকিপসি, নিউইয়র্ক ) এই কনফারেন্সের ব্যবস্হা করেছিলেন; ড: ইউনুস ও ড: জাফর আহমেদ এসেছিলেন।

উনি তখন এত টাকার মাকিল ছিলেন না, টাকার পেছনে দৌঁড়ছিলেন; কোনকিছু ফ্রি দেয়ার মতো মানসিকতা উাে ছিলো না; আমি পরে আর চেষ্টা করিনি, পারিবারিক ঝামেলা ছিলো।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১১

সোনাগাজী বলেছেন:



আমি ঢাকার বাংগালী নই, আমার কথা সব সময় সত্য।

১৩| ০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি কি অসুস্থ?

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি কি কোমলমতিদের কেহ?

১৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




বিক্ষোভের সময়ে আহত শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ

আপনি আমার উপরের লেখা পড়েন নাই।

ইন্টারনেট খোলার পরে বাংলাদেশ থেকে সামুতে ১ম পোষ্ট।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি সেই পোষ্ট পড়েছিলাম।

এখন আমি জানতে চাচ্ছি, আপনি কি কোমলমতিদের কেহ, নাকি আগের মতোই ব্লগার সত্যপথিক?

১৫| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
এখন আমি জানতে চাচ্ছি, আপনি কি কোমলমতিদের কেহ, নাকি আগের মতোই ব্লগার সত্যপথিক?
========================================

এতো এতো শিশু ও মুগ্ধদের হত্যাযজ্ঞ দেখে আমি আর আগের শাইয়্যান থাকতে পারি না। যদি থাকি, তাহলে জাতির সাথে, শহীদদের রকের সাথে বেইমানী করা হবে।

১৬| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন:
এখন আমি জানতে চাচ্ছি, আপনি কি কোমলমতিদের কেহ, নাকি আগের মতোই ব্লগার সত্যপথিক?
========================================

এতো এতো শিশু ও মুগ্ধদের হত্যাযজ্ঞ দেখে আমি আর আগের শাইয়্যান থাকতে পারি না। যদি থাকি, তাহলে জাতির সাথে, শহীদদের রক্তের সাথে বেইমানী করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.