নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
****সমন্বয়কারীদের থেকে ১ জন কোমলমতি ( নাহিদ ) সেনাবাহিনীকে আল্টিমেটাম দিয়ে এসেছে, রাত ১২টার মাঝে অন্তবর্তীকালীন সরকার ঘোষণা করতে ও তাদের লিষ্ট থেকে ঘোষণা দিতে! আমার মনে হয়, কোমলমতিরা বেশী কমান্ড দিচ্ছে, ইহার ফলাফল ভালো হবে বলে মনে হচ্ছে না ****
শেখ হাসিনাকে যত সহজে উৎখাত করা সম্ভব হয়েছে, দেশকে হাতের মুঠায় আনাটা অত সহজ হবে, নাকি সামনর অনেক কিছু এখনো ঠিক পরিস্কার নয়?
আমাদের কোমলমতিরা এই ৯ দফা, এই ১ দফা, এই ১২ দফা দিয়ে চলেছেন; সাথে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলীর নাম; সামনে হয়তো শাসনতন্ত্র বদলাতেও বলতে পারেন! ফেইসবুকে এত বেশী রেসিপি পাওয়া যাচ্ছে আজকাল? সেনাবাহিনী কি উনাদের নিযুক্তকরা বাহিনী?
বাবাজীরা উৎখাতে অনেক শ্রম দিয়েছ, দেশকে "নতুন স্বাধীনতা" এনে দিয়েছ: রাস্তায় ছিলা, পুলিশের সাথে যুদ্ধ করেছ, ছাত্রলীগকে পরাজিত করেছ, সাথীদের কেহ শহীদ হলে একটু কান্নাকা টি কর; তারপর সেলিব্রেট করো, চ্যাটিং মেটিং করো, বারে গিয়ে গান শোন, ঠান্ডা পানীয় খাও, টাকা পয়সা তো নিশ্চয় সমস্যা নয়, জিলেন্স্কিও তো টাকার অভাবে নেই; ফেইসবুক মিস করে থাকলে একটু পোষ্ট টোষ্ট লেখ, রিলাক্স কর।
সেনা বাহিনী সব করে দেবে; তবে, পুশকিনের "সোনালী মাছের" গল্পের জেলেনীর মতো বেশী জ্বালাতন করলে ওরা বেঁকে বসতে পারে; ওদের মেজাজ আছে, এবং ওদের হাতে কিন্তু বড় লাঠি আছে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৪
সোনাগাজী বলেছেন:
আমি বিবিসে দেখছি, আপনি দেখেন পদ্মা, মেঘনা, যমুনা; :নতুন স্বাধীনতা"টা গাঢ় হচ্ছে কিনা সময়ের সাথে? বড় লাঠির মালিকেরা একেবারে সোজা লোকজন নন, ঘুমন্ত ভালুক।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
কোমলমতিরা আগে আমলা হতে চাইতো,এখন সমন্বয়ক হতে চাইবে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৭
সোনাগাজী বলেছেন:
"ফেইসবুক অনুসাের দেশ চালনা" বিভাগ খুলে, সবাইকে বড় বড় পদ দেয়া সম্ভব হবে।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
৬ ঘন্টার আলোচনাও কিছু ঠিক হয়নি,ইউনুস শুধু ফিক্সড। আসিফ নজরুল তো বলেই বসলেন,ওদের যে ম্যাচুরিটি দেখা গেছে আলোচনায় রাস্ট্রও চালাতে পারবেন একটু সময় দিলে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪০
সোনাগাজী বলেছেন:
ওগুলো আসিফ নজরুলের জল্লাদী কমরেড।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯
জি এইস মেহেদী বলেছেন: ছাএদের আন্দোলন কে সেনাবাহিনী ভয় পেয়েছে সত্যিই, এখন ছাএরা যা বলবে তাই করতে হবে না হইলে আবার আন্দোলন। তারা হুট করে উড়ে আসেনি, সংগ্রাম করেই আসছে, ছাএদের বিজয় দেখে কলিজা টা ঠান্ডা হয়েছে সোনা ভাই আমার
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪১
সোনাগাজী বলেছেন:
আপনি একা নন, '৭১ সালের ডিসেম্বর থেকেই অনেকেই ইহার জন্য অপেক্ষা করছিলো।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:১২
নতুন বলেছেন: দেশের জনগনের কত ভাগ এখন আয়ামীলীগের পক্ষে?
১০% না কি আরো বেশি?
কিন্তু হাসিনার গদি ছাড়ার পক্ষে কত ভাগ? ৮০%
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪০
সোনাগাজী বলেছেন:
২০ ভাগের মতো হবে।
হাসিনার বিপক্ষে ৮০ ভাগ হতে পারে।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৫
আঁধারের যুবরাজ বলেছেন: প্রথমে আমিও একটু অবাক হয়েছিলাম ,তবে অভ্যুত্থান তারাই ঘটিয়েছে। বিপ্লবের নেতারা এমনটা করতেই পারে। দেশের পরিস্থিতি ভালো না। কেন যেনো মনে হচ্ছে ছাত্রদের পেছনে মাস্টারমাইন্ড কেউ আছে। সংখ্যালঘুদের উপরে আক্রমণ খুবই অন্যায় হয়েছে। পুলিশ না হয় এলোমেলো ছিল ,কিন্তু আর্মির উচিত ছিল সামলানোর। অনেক ভাস্কর্য ভেঙেছে ,যারা করেছে আমার মনে হয় মামুনুলের চেলা হবে। দেশের তরুণ সম্প্রদায়ের অনেকেই ভুল ধর্মীয় শিক্ষা পেয়েছে। এদেরকে নিয়ে আগামীতে বিপদ হতে পারে। ধর্মীয় নানা রকম গ্রুপ সক্রিয় আছে দেশে। শেখ হাসিনা ১৬ টি বছরে এদেরকে প্রকৃত শিক্ষাটাই দিতে পারেনি। সব কিছু সে এবং তার বাবা করেছে ,এই কথা জোর করে গেলানো ছাড়া।
আমি খুশি হয়েছি স্বৈরাচারের পতন হয়েছে , "আয়নাঘরের " কাহিনী আগেও শুনেছিলাম। আজকে একটি ভিডিওতে দেখলাম একজন বীর প্রতীককেও আটকে রেখেছিলো অনেক দিন যাবৎ বিনা বিচারে। গোলাম আযমের এবং মীর কাশেমের ছেলেদেরকেও গুম করে আটকে রেখেছিলো। উনাদের কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাদের বিচার করা উচিত ছিল। অসংখ মানুষকে গুম করে ফেলেছে ,আজো যাদের কোনো খবর নেই।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৭
সোনাগাজী বলেছেন:
এটা বিপ্লব নয়, এটা আন্দোলন মাত্র। ২/১ মাস পরে বুঝা যাবে; হয়তো, বাবাজীরা আটক খাবে মিলিটারীর হাতে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫৭
সোনাগাজী বলেছেন:
সেনাবাহিনী নিজেদের সমস্যা কাটিয়ে উঠতে কোমলমতিরা ধরা খেতে পারে।
৭| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: লক্ষ্মণ ভালো না। জামায়াত শিবির ও ওহাবিরা আই এস জঙ্গি দের মত মাজস্র ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এই মসজার ভাঙ্গার উস্কানি দিয়েছিল মিজানুর আজহারী সাইদি মামুনুলরা। মনে হচ্ছে এদের নোংরামি স্বৈরাচার বিজয় ২০২৪ কে কলংকিত করবে। বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন ২ গঠন করে আবার আন্দোলনে নামার গুঞ্জন শোনা যাচ্ছ্র। পশ্চিমারা ৩য় শক্তিকে ক্ষমতায় বসাবে এটা নিশ্চিত। বিম্পি মনে করছে নির্বাচন হবে ওরা ক্ষমতায় আসবে।
আজ নির্ঘুম ৪র্থ রাত। দেশের চিন্তায় ঘুম আসেনা। পুরা দেশে লুটপাট চলছে। আর্মি নীরব।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৯
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে! ফেইসবুক আন্দোলন যুদ্ধের কারণ হতে পারে।
৮| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন:
কবি গুরুর ভাষ্কর্য ও মাজার ভাঙ্গার দৃশ্য।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫০
সোনাগাজী বলেছেন:
ইহা এখন আফগানিস্তান।
৯| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫৮
জ্যাক স্মিথ বলেছেন: @মোহাম্মদ গোফরান - আপনি এত টেনশন করছেন কেন? দেশে যা ঘটছে তা তো দেশের জনগণই করছে? এটা স্বাধীন একটা দেশ তাই এই দেশের জনগণ যখন যা খুশি তাই করতে পারে।
আমাদের শান্তিপ্রিয় জনগণ কবিগুরুর মূর্তি ভেঙ্গে কি গাছে ঝুলিয়েছে? নাকি গলায় দড়ি দিয়ে রাস্তায় টানা হ্যাঁচড়া করেছে?
০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৪৯
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা সেনাবাহিনীতে হাত দিয়েছে, দেশকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, আমার মনে হয়।
১০| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০৮
জ্যাক স্মিথ বলেছেন: পুরো দেশে গত তিন দিনে যে হত্যাযজ্ঞ, যে বর্বরতা, যে নৃশংসতা হয়েছে বা এখনো হচ্ছে, যা বিশ্বের ইতিহাসে বিরল।
আমি ৭১ দেখিনি আমি দেখেছি ২৪।
আমার অবশ্য এসব নিয়ে কোন মাথা ব্যাথা নেই এটা স্বাধীন একটা দেশ এই দেশের জনগণের অবশ্যই অধিকার রয়েছে যখন যা খুশি তাই করার।
আমাদের শান্তিপ্রীয় জনগন বেশ বিরত্বের একটি কাজ করে ফেলেছেন Click This Link target='_blank' >view this link ভিডিওটি দেখতে আগে বয়স কনফর্ম করুন, হা্ট দূর্বল হলে দেখার প্রয়োজন নেই।
০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৫০
সোনাগাজী বলেছেন:
আমাদের এলাকায় পাকীরা এর অর্ধেকও পোড়ায়নি; কোমলমতিরা বখতিয়ার খিলজী হয়ে গেছে।
১১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১১
জ্যাক স্মিথ বলেছেন: আগের লিংকটা কাজ করছে না। view this link
০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৫২
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা ফেইসবুক অনুসরণ করে চলেছে; সেনাপ্রধান তাদের ভয়ে ভীত।
১২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১২
কামাল১৮ বলেছেন: আমাদের কমলমতি ছাত্রদের অনেকের বৌ বাচ্চা আথে।অনেকে শিবিরের ক্যাডার।দিন যত যাবে তত স্পষ্ট হবে।
জামাত পন্থী অনেক আর্মী অফিসার আছে।তারা আওয়ামী পন্থীদের কোন ঠাসা করে রাখছে । কয়েক জনকে অবসরে পীঠিয়্ছেে।অনেককে কমান্ড থেকে সরিয়ে দিয়েছে।আর্মীর ছাত্রদের পক্ষে কাজকরেছে।তারা নিরপেক্ষ ছিলো না।তাদের মাঠে না নামালে সরকারের পতন হতো না।
০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৫৩
সোনাগাজী বলেছেন:
মনে হচ্ছে, গৃহযুদ্ধের দিকে দ্রুত যাচ্ছে দেশ।
১৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৩১
দক্ষিণ মেরু বলেছেন: ছাত্ররা কমান্ড একটু বেশি দিয়ে ফেলছে তা ঠিক। আমার মনে হয় পরিস্থিতি বিবেচনায় মিলিটারি সব মেনে নিবে। তবে আস্তে ধীরে সব সেট হওয়ার পর লাইম লাইট একটু সরে গেলে তখন আর কমান্ড কাজ করবেনা। তখন সব লাইনে চলে আসবে।
০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৫৪
সোনাগাজী বলেছেন:
কাকে কমান্ড দিচ্ছে, কি আগুন নিয়ে খেলছে কে জানে!
১৪| ০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেনাবাহিনীকে কমান্ড শোনার ব্যাপারে ট্রেইনিং দেওয়া হয়।
১৫| ০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:২১
বিষন্ন পথিক বলেছেন: এখন বুঝি কেন দুনিয়ার তাবৎ বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, প্রফেশনালস সব সাউথ ইস্টার, আর আমরা বাঙালি কেন বিদেশে মেসে থেকে কামলা দিতে যাই. এই অতি মেধাবীদের উচিত দেশের তাবৎ ইন্ডিয়ান প্রফেশনালদের বের করে দেওয়া, তাতে দেশের মেধা টাকা দেশে থাকবে, বৈষম্য কমবে। ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, তাতে ফেসবুক টিকে থাকবে
০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৫৫
সোনাগাজী বলেছেন:
গত ৩ দিনে যা ঘটেছে, ইহা যদি কোমলমতিদের প্ল্যানে থেকে থাকে সব ঠিক আছে।
১৬| ০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:২৩
এক্সম্যান বলেছেন: সমন্বয়করা রাত ১২টার আলটিমেটাম দিয়েছে, এই নিউজ আপনি কই পাইলেন? ফেসবুকে? তারা রাষ্ট্রপতির কাছে একটা প্রাথমিক তালিকা দিয়েছে যেটা বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
ফেক নিউজ ছরান কেন,
লাস্ট দুইদিন যা হয়েছে তা লজ্জাজনক, কোনো ভাবেই মেনে নেয়া যায় না। তবে অবস্যই এগুলো ছাত্ররা করেনি, করেছে হাসিনার মানসিকতার খুনিরাই। যেই করুক ছাত্র-জনতার হত্যার সাথে এই হত্যার বিচারো কাম্য।
০৭ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৪৭
সোনাগাজী বলেছেন:
আপনার ব্লগিং জ্ঞান:
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ১০৪টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৪ মাস ৬ দিন
১৭| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১১
খাঁজা বাবা বলেছেন: এরা একটা শক্তিমান সরকার ফেলে দিয়েছে।
কোমলমতি বলে এদের আন্ডারএস্টিমেট করা ঠিক না।
০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৫
সোনাগাজী বলেছেন:
সেই সরকার নিজের ভারেই পড়ে গেছে, সেখানে কারা আসছে?
১৮| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৫
আহলান বলেছেন: যাই হোক , আমাদের ধৈর্য্য খুবই কম, যা করার দ্রুত করতে হবে।
১৯| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৮
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:
আপনার ব্লগিং জ্ঞান:
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ১০৪টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৪ মাস ৬ দিন
তো আপনার জ্ঞান বেশি দেখে আপনি ফেক নিউজ ছরাবেন?
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৬
সোনাগাজী বলেছেন:
১০ হাজারের মতো "কোমলমতি" জাতিকে ব্লাফ দিয়েছে, আপনি কি ১ জন কোমলমতি?
২০| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: তারা কি বিয়ে করে সংসার ধর্ম পালনের উপযুক্ত হয়েছে? দেশকে নেতৃত্ব দেয়া এত সহজ নয়। আগে চাকরি পাওয়ার দরকার। চাকরি অবস্থায় রাজনীতি করা যায় না। মানুষ দফা এক দাবি এক বিষয়ে মত দিয়েছে সেখানে আওয়ামী লীগ বনাম বাকি সব দল খেলা হয়েছে। নেতৃত্ব বিষয়ে রাজনীতি বিষয়ে জনতার ঢল নামে নি । জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৭
সোনাগাজী বলেছেন:
আপনি কি চাকুরী সৃষ্টির প্র্যোজনীয়তার উপর ১ টি বাক্য কোনকালে লিখেছেব? লিখেছেন বিরক্তিকর কবিতা।
২১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৪
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:
১০ হাজারের মতো "কোমলমতি" জাতিকে ব্লাফ দিয়েছে, আপনি কি ১ জন কোমলমতি?
আরে ভাই প্যাচান কেন? বলেছি মিথ্যা ছরাবেন না। আপনি উল্টা-পাল্টা বকতেই আছেন। কে কি করে সেটা জেনে আপনার কি লাভ? আপনি মিথ্যা না বললেইতো হয়।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৯
সোনাগাজী বলেছেন:
২/১টা পোষ্ট লেখেন, ভাবনা শক্তি বাড়বে; এভাবে অকারণ কমেন্ট করলে নিজের দক্ষতা বাড়বে না, কিছুই সঠিভাবে বুঝবেন না।
২২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৭
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:
২/১টা পোষ্ট লেখেন, ভাবনা শক্তি বাড়বে; এভাবে অকারণ কমেন্ট করলে নিজের দক্ষতা বাড়বে না, কিছুই সঠিভাবে বুঝবেন না।
পোষ্ট দিয়ে মিথ্যা ছরিয়ে কিছু বোঝার চাইতে না বোঝাই ভাল। আর আমি ব্লগজীবি না, অত দক্ষতার দরকার নাই। আর আপনার মত পিছলানোর স্বভাবটাও নেই।
০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭
সোনাগাজী বলেছেন:
মনে হয়, আপনি লিখতে পারেন না।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ওই লাঠির ভয় ওদের ছিলোনা বলেই কেউ একজনকে পালাতে হয়েছে। চিন্তা করবেন না। ওরা ঠিক সামলে নিবে। আমরা ঠিক সামলে নিবো। আপনি আরাম করে করে বসে জুস পান করতে করতে চোখ রাখুন যমুনা টিভির পর্দায়।