নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মনে হয়, কোমলমতিরা জাতিকে গৃহযুদ্ধের মাঝখানে নিয়ে এসেছে।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৩



গত ২ দিন সেনাপ্রধান কোমলমতিদেরকে ( ৫ তারা জেনারেল ) উনার কমান্ড অফিসারের মত মেনে চলছে ও ভীত-সন্ত্রস্ত হয়ে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করছে; মনে হচ্ছে, উনি কমান্ড থেকে নিরাপদে সরতে চাচ্ছেন। ড: ইউনুস ওখানে টিকবেন কিনা সন্দেহ আছে; ড: ইউনুস যদি দীর্ঘ সময় ধরে এদের সাথে কাজ করে থাকেন ইতিমধ্যে, সেটা আলাদা ব্যাপার; আর যদি হয় যে, উনি কোমলমতিদের সাথে এখন থেকে কাজে যোগ দিবেন, তা'হলে উনি ওখানে টিকে থাকার ব্যাপারে আমার সন্দেহ আছে।

কোমলমতিরা সামরিক বাহিনীর উপর হাত দিয়েছে; ইহা কোনদিকে যাবে, এখনো বুঝা যাচ্ছে না।

গত ৩ দিনে আমাদের এলাকায় বাড়ীতে ও ব্যবসায় যেভাবে আগুণ দেয়া হয়েছে, উহার দাগ আগামী ২/১ বছর থাকবে। নিরীহ তৃণমুল আওয়ামী সাপোর্টারকে যেভাবে মেরেছে, এরা আজীবনের জন্য পংগু হয়ে গেছে; ১ জনও প্রাণের ভয়ে হাসপাতালে যায়নি।

কোমলমতিরা হয়তো গৃহযুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে, তাই তারা ভাবলেশহীন; আর যদি তারা গৃহযুদ্ধের সম্ভাবনার কথা না ভেবেই দেশকে এখানে এনেছে, তাদেরকে মানসিকভাবে পুরোদেশ চালানোর জন্য তৈরি থাকতে হবে।


মন্তব্য ৪৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৯

কাছের-মানুষ বলেছেন: কোমলমতিরা জাতিকে সঠিক পথেই নিয়ে এসেছে! এই মুহূর্তে দেশে ল অ্যান্ড অর্ডার নেই, যে কোনো গণ-বিপ্লবের পরে একটি বিশৃঙ্খলা চলে দেশে, ৭১-এর পরেও নাকি হামলা/ডাকাতি হয়েছিল আমি শুনেছি (আপনি ভালো বলতে পারবেন, আপনি যদি বলেন হয়নি আমি মেনে নেব, তর্কে যাব না)। আমেরিকায় ব্ল্যাক লাইফ ম্যাটার এর মুভমেন্টেও সেখানে লোকজন দোকানপাট লুটপাট চালিয়েছে। আশা করি দেশ তাড়াতাড়ি নেতৃত্ব শূন্যতা থেকে বেরিয়ে আসবে! কোমলমতিরা গতকাল থেকে হামলা করতে নিষেধ করছে। যারা হামলা করছে, তারা উত্তেজিত জনতা, সুবিধাভোগী, এবং গত ১৬ বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে আপাতত আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই, তবে আজকের অবস্থার উন্নতি হয়েছে এবং শীঘ্রই এটা কেটে যাবে! আজ ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ স্টুডন্টরাই করছে, গন ভবনে যেই লুটপাট হয়েছে সেগুলা অনেকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে!

ভিন্ন প্রসঙ্গে বলি, আওমিলীগের আজকের পরিণতির জন্য শেখ হাসিনা এবং তার দলই দায়ী! গণতন্ত্র ধ্বংস এবং একনায়ক কায়েমের জন্য দেশের মানুষ তাকে এরশাদের চেয়ে খারাপ ভাবে স্মরণ করবে! সীমাহীন দুর্নীতি, ভোট চুরি, খুনের রেকর্ড তিনি ভেঙেছেন! ২০১৮ এর নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, নৌকার বাইরে যারা ভোট দিয়েছে তাদের বাড়ি গিয়ে হামলা হয়েছে। তিন-চার বাচ্চার এক মাকে আওয়ামী লীগ ভিন্ন দলে ভোট দেওয়ার অপরাধে দলবলে বাসায় গিয়ে ধর্ষণ করে (এই ব্যাপারটা আমি সম্ভবত অতীতের কোনো পোস্টে লিখেছিলাম!) , তবে এর বিচার হয়নি! আপনার অতীতের কোনো পোস্টে উল্লেখ করেছিলাম তিনি আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে বিপদের মাঝে ফেলে যাবেন! আসলে আমরা বাঙালিরা নৈতিকতার দিকে দুর্বল হলেও পরাধীনতার শৃঙ্খল বেশিদিন বাঙালিকে আটকে রাখতে পারেনি! যে কোনো সংকটে রক্ত দিতে বাঙালি সব সময়ই প্রস্তুত!

বাংলাদেশ উত্তর কোরিয়া, আরব বা রাশিয়ার জাতি নয়, এখানে একনায়কত্ব খুব বেশিদিন মানুষ সহ্য করবে না! এবার যদি আওয়ামী লীগ না পরত, এই দিন অবশ্যই আসতে একদিন না একদিন, এটা আমি বহুদিন বলে এসেছি, আপনার অনেক অতীতের কমেন্টেও উল্লেখ্য করেছি! স্বৈরাচারকে রক্ত ছাড়া বিদায়ের ইতিহাস পৃথিবীতে নেই, সে যত ভালো কাজই করুক। আমি কোরিয়াতে দীর্ঘ সময় থেকেছি, সেখানে এরকম এক স্বৈরশাসক ছিল যিনি টানা ২০ বছর ক্ষমতায় থেকে কোরিয়াকে অর্থনীতির দিক দিয়ে শক্তিশালী করেছেন, তবে কোরিয়ানরা তাকে গুলি করে মেরে ক্ষমতা থেকে সরিয়েছিল। পরে তার মেয়েও রাজনীতিতে সম্ভবত প্রেসিডেন্ট হয়েছিল অনেক বছর পর!

এই মুহূর্তে আওয়ামী লীগের পতনের দরকার ছিল! গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় ছিল না! গণতন্ত্রের সুন্দর দিক হচ্ছে এখানে মানুষ তার পছন্দের ব্যক্তিকে নেতা হিসেবে নির্বাচন করে, আবার ইচ্ছে হলে ফেলে দেয়! আর ব্রুটাল সত্য হলে এখানে আপনার আদর্শের বাইরের কেউ আসলেও তাকে মেনে নিতে হবে! শেখ হাসিনার উচিত ছিল ২০১৮-তে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা! এতে ক্ষমতার বাইরে গেলেও আমার বিশ্বাস পরের টার্মে আরামসে ক্ষমতায় চলে আসার সুযোগ ছিল!

যাইহোক, দেশে পরে কেউ ক্ষমতায় এলে থেকে যেতে চাইলে বাঙ্গালি তাকেও টেনে নামাবে সে যত বড়ই আল্লাওয়ালা হাফেজ হোক না কেন, এবং আমরা আবারো সমালোচনা করব! একসময় না এক সময় সাসটেইনবল গনতন্ত্র প্রতিষ্টা পাবেই! যেমন আমার বিশ্বাস এখন যেই গনতন্ত্র বাংলাদেশে আসবে সেটা ২০০৮ এর সময় এর গনতন্ত্র থেকে বেটার হবে বলে বিশ্বাস!

আপনাদের জেনারেশনে যারা যুদ্ধে করেছিল, তারা বেশিরভাগই তরুণ ছিল। শেখও তখন বোধ হয় ভেবেছিল এই তরুণরা কি বুঝবে, তাই তাদের কাজে লাগায়নি! ঠিক যেমন আপনি আজকের তরুণদের কোমলমতি বলে তাচ্ছিল্য করছেন, শেখের দৃষ্টিভঙ্গিও আপনাদের ব্যাপারে তেমনই ছিল, অথচ সেই জেনারেশোনের তরুণদের ভাল কাজে লাগানো যেত!

আমার ধারণা আর্মি দেশের ক্ষমতা নেবে না, আর্মি সেইফ গেম খেলে বের হবে। আমার এক পাকিস্তানি ল্যাবমেট ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের দেশে ঘনঘন আর্মি ক্ষমতায় নেয়, এতে তোমার কি ভাবনা। কথা বলে বুঝলাম তাদের সিংহভাগ জনগণ চায় আর্মি আসুক! আমি খুব কম বাংলাদেশি পেয়েছি যারা আর্মি ক্ষমতায় থাকুক চায়, অর্থাৎ বাঙালিদের আর্মিতে মৌন সমর্থন নেই। এটা বাংলাদেশের আর্মিও বুঝে, তাই ক্ষমতা নেবে না এরশাদের মতো! বিশাল জনসংখ্যার মৌন সমর্থন ছাড়া কোনো দেশের স্বৈরশাসক এবং আর্মি ক্ষমতা নেবার সাহস করে না!

এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কাছাকাছি, তবে অবশ্যই দীর্ঘ সময় পরে ফিরে আসবে! যে কোনো আদর্শ একেবারে শেষ হয়ে যায় না! তবে মানুষ সহজে বিশ্বাস করতে চাইবে না, তাছাড়া ৭১-এর আগের জেনারেশন এবং তাদের সন্তানেরা যেমন ডাই-হার্ড আওয়ামী লীগার ছিল, পরের জেনারেশনে সেই লেভেলের ডাই-হার্ড থাকবে না! [যেমন আপনি বাংলাদেশে অর্ধেক জনসংখ্যা হাসিনা মেরে ফেললেও আওয়ামী লীগ চাইবেন আমার বিশ্বাস কারণ আপনি শেখকে দেখেছেন, তবে এই লেভেলের ডেডিকেশন ৭১-এর পরের প্রজন্ম আওয়ামী লীগ করবে না। আমার এক চাচা জীবনে আওমীলীগ করে কিছু তেমন করতে পারেনি তবে তার সামনে আওমীলীগের সমালোচনা করে ছাড় পাওয়া যেত না, ১৫ আগষ্টে শেখ মুজিবের ভাষণের রেকর্ড বাজাতো প্রতি বছর, তিনিও ৭১ এর জেনারেশনের! যেহেতু সেই জেনারেশন এর সংখ্যা কম, তাই ফিরে আসতে সময় লাগবে, কত সময় লাগবে তা নির্ভর করবে যারা ক্ষমতায় আসবে তারা কতটা খারাপ পারফরমেন্স করে তার উপর!

শেখ হাসিনার ছেলে বলেছে তার পরিবার থেকে নাকি কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বে কেউ নেবে না! এখন কে এই দলের সভাপতি হয় সেটা দেখার বিষয়!

যাইহোক আমি ইউনুস প্রধানমন্ত্রী হয়ে আসলে খুশি হব, তবে তিনি তত্ত্বাবধায়ক সরকার হয়ে আসবেন এতে কিছুটা বেজাড় হয়েছি! নোবেল প্রাইজ উইনারদের মাঝে একটি মিল আছে তারা ভালো বক্তা, ইউনুস পজিটিভ একটি ইমপ্যাক্ট ফেলতে পারত দেশে (ইউনুস যে হেফেজ সেটা বলছি না তবে তিনি এই মুহূর্তে দেশের সবচেয়ে সম্মানিত এবং বুদ্ধিমান সিটিজেন আমার দৃষ্টিতে, এবং খুব ভাল বক্তা আন্তজার্তিক লেভেলে)!

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, পুরো ব্যাপারটা একটা ভয়ংকর প্ল্যান; আমার মনে হয়, এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই; দেখতে হবে কারা কিভাবে হ্যান্দলিং করে।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা উনাকে ১ মিনিটও সহ্য করার কথা নয়; উনাকে ওখানে নেয়া হয়েছে সবাইকে দেখানোর জন্য; উনাকে অফিসে নিয়ে যাবে ও বিকেলে ঘরে দিয়ে যাবে; উানাকে কিছুই করতে হবে না, মনে হয়।

২| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশে লুটতরাজ চালিয়ে ও সনাতনধর্মিদের উপর আক্রমণ করে, সাবভারশনের ১ম স্টেজের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা এমন কিছু করছে, যা কেহ কোনভাবে কন্ট্রোলে আনতে পারবে না

৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৩

কাছের-মানুষ বলেছেন: কোমলমতিরা উনাকে ১ মিনিটও সহ্য করার কথা নয়; উনাকে ওখানে নেয়া হয়েছে সবাইকে দেখানোর জন্য; উনাকে অফিসে নিয়ে যাবে ও বিকেলে ঘরে দিয়ে যাবে; উানাকে কিছুই করতে হবে না, মনে হয়।

একবার সরকার দাঁড়ালে কোমলমতিরা কিছুটা আড়ালে চলে যাবে। তারা বললেই ইউনূস চলে যাবে তা নয়, কাজ শেষের আগে যাবে না। গণ-বিপ্লব ঘটেছিল কারন কোমলমতিদের কথা দেশের সিংহভাগ মানুষের মনের কথার সাথে একাত্মতা হয়েছিল, তাই মানুষ ঝাপিয়ে পড়েছিল। গণ বিপ্লব তখনই হয় যখন কোনো একটি বিষয় দেশের সিংহভাগ মানুষের মনের কথা হয়! শেখের কথায় মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল কারণ বাঙালিরা মনে প্রাণে চাচ্ছিল স্বাধীনতা। তিনি অন্য কোনো ইস্যুতে ডাক দিলে সবাই জীবন বাজি রেখে ঝাপিয়ে পড়ত, এর নিশ্চয়তা নেই। গণ মানুষের তীব্র আকাঙ্ক্ষা এবং মন-প্রাণের ডেস্পারেট লেভেলের চাওয়া হতে হবে সেটা।


তাই কোমলমতিরা নতুন কেউ আসলেও সরে যেতে বললেই ধুম করে সরে যাবে তা নয় কারণ সেটা দেশের জনগণের সিংহভাগ মানুষের মনের কথা হবে এটার নিশ্চয়তা নেই। গণ-বিপ্লব এত সহজে হয় না! তবে ইউনূস যদি ব্রাশ ফায়ার করে ৫০-১০০ জনের ভবলীলা সাঙ্গ করে, সেই ক্ষেত্রে কোমলমতিদের আওয়াজে মানুষ আবার ঝাপিয়ে পড়বে, একাত্বতা অনুভব করবে।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৫

সোনাগাজী বলেছেন:




আপনি নিশ্চয় পরিস্হিতি জেনেই বলছেন; আপনার ধারণা সঠিক হলে জাতি বেঁচে যাবে।

৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:







দেশে আয়নাঘর রাখা উচিৎ হয় নাই।

উচ্চ পদস্থ সামরিক অফিসারদের গুম করা উচিৎ হয় নাই।

দেশে রাজনৈতিক বন্দী রাখা উচিৎ হয় নাই।

আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের ওপেন ফায়ার দেখেও বসে থাকা উচিৎ হয় নাই।

সাধারণ মানুষের ফোনে আড়ি পাতা উচিৎ হয় নাই।

রো-কে দেশের ভিতর নিয়ে আসা উচিৎ হয় নাই।

সম্মানী মানুষের সম্মান নিয়ে হেলা-খেলা করা উচিৎ হয় নাই।

এসবই কি ডেটোনেটর?

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা কি কি করেছিলেন, সেগুলো ক্রমেই জানাজানি হবে; দেশের পরিস্হিত কোনদিকে যাবে বলা মুশকিল।

৫| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



নিকৃষ্ট স্বৈরাচার, মানবতাবিরোধী অপরাধে যুক্ত, হাজারও গুম খুনের হোতা দানব হাসিনার পতনে আপনার মাথা গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে। দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৯

সোনাগাজী বলেছেন:




আমি যেই ধরণের খবর পাচ্ছি, সেটা ভয়ংকর; আপনি কি দেখছেন, সেটা বলেন।

৬| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৮

শ্রাবণধারা বলেছেন: কিসব লেখেন এগুলা? কোমলমতিরা জাতিকে গৃহযুদ্ধের মাঝখানে নিয়ে যাবে কিভাবে?

এখন যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে সেটা হবে বিএনপি, জামাতের মত প্রতিক্রিয়াশীল শক্তি এবং এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে।

ঘটনা দ্রুত পাল্টাচ্ছে, আর আপনার প্রসেসর অতীতের বিষয় ছাড়া নতুন কিছুই প্রসেস করতে পারছে না। এখন আর কোমলমতিরা মেইন স্টেকহোল্ডার নয়।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০২

সোনাগাজী বলেছেন:



দেখা যাক, আপানর মাথায় আদৌ প্রসেসর আছে কিনা।

৭| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪২

সোহানী বলেছেন: দয়া করে আপনার রাবিস অপপ্রচার বন্ধ করবেন কিছুদিন!!

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:



আমার রাবিস আপনার জন্য নয়, আপনি আমার পোষ্টে কেন?

৮| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৪

কামাল১৮ বলেছেন: সামরিক অফিসারদের এতটা ভিতু হবার কারন কি।জাতিসংঘ বা আমেরিকা এদের কে কি দমক টমক দিয়েছে।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



সেনাবাহিনীতে কি হচ্ছে বলা মুশকিল, ঢাকা ও চট্গ্রামের বাহিরে নেই, মনে হয়।

৯| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কামাল১৮ বলেছেন: সামরিক অফিসারদের এতটা ভিতু হবার কারন কি।জাতিসংঘ বা আমেরিকা এদের কে কি দমক টমক দিয়েছে।
===================================

আমার মনে হয় 'আয়নাঘর' সত্যি এটা প্রমাণিত হওয়ায় উনারা ভয় পেয়ে গিয়েছেন।

১০| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৯

কামাল১৮ বলেছেন: @সোহানী,আপনি কি ছেলে মেয়ে হারানোর শোক ভুলে গেছেন।একটু চাঙ্গা লাগছে

১১| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: জেন-যেড দের বয়স যখন ০.১ বছর তখন কি এরা জানত তারেক খাম্বা চুরি করত? জামাত দেশকে ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্র বানিয়েছে? স্বাধীন বাংলায় পাক হানাদার বাহিনীর গাড়িতে পবিত্র পতা উড়িয়েছিল?

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৬

সোনাগাজী বলেছেন:




শহরে সেনাবাহিনী দেখছেন?

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:



ফেনী থেকে বাড়বকুন্ডের মাঝখানে সেনাবাহিনীর কেহ ছিলো না; ২ দিন পুরো এলাকা আক্রমণ করেছিলো নোয়াখালীর ছেলেরা।

১২| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আশা করা যায় দেশ এখন সঠিক পথেই এগুবে।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১১

সোনাগাজী বলেছেন:




আশা সবাই করছে, মানুষ সেনাবাহিনীর থেকে ২ দিন সাহায্য পায়নি

১৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মোহাম্মদ গোফরান বলেছেন: জেন-যেড দের বয়স যখন ০.১ বছর তখন কি এরা জানত তারেক খাম্বা চুরি করত? জামাত দেশকে ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্র বানিয়েছে? স্বাধীন বাংলায় পাক হানাদার বাহিনীর গাড়িতে পবিত্র পতা উড়িয়েছিল?
===================================

এসব কি বলেছেন!!! ক্লিওপেট্রার নগ্ন থাকার অভ্যেস সম্পর্কে জানতে হলে কি ক্লিওপেট্রার সময়ে জন্ম নিতে হবে নাকি??!!!

১৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯

ধুলো মেঘ বলেছেন: সত্যপথিক শাইয়্যান, গোফরান মিয়ার মাথা খারাপ। উনি এখন রাজাকার কিভাবে হওয়া যায় - সেই ধান্দায় আছেন।

উনার মন্তব্য সিরিয়াসলি নিয়েন না।

১৫| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৪

জাহিদ অনিক বলেছেন: শোনা যাচ্ছে সি আই এ যুক্ত

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৮

সোনাগাজী বলেছেন:



সমস্যা হচ্ছে, ওরা যেই পরিচয় দিয়েছে, সেটা ওদের আসল পরিচয় নয়।

১৬| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৭

রাসেল ০০৭ বলেছেন: বুড়ো দাদা।
আপনার প্রাণপ্রিয় নেত্রী লেজ গুটায়ে পালাইসে।
এই স্বৈরাচারের হয়ে আর কত দালালী করবেন। ক্লান্তি আসেনা?

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২০

সোনাগাজী বলেছেন:



আমি আপনাকে জানি না, আপনি ওখানে কি করছেন, সেটা আমি জানি না।

১৭| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৫

বাউন্ডেলে বলেছেন: কথা ঠিক । ৪০০ কোটী টাকা ফিরিয়ে না দিয়ে ১০০ কোটী ইনভেস্টে একটা ম্যাপ কেনা লাভজনক নয় কি ? =p~
দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংষ করেছে আওয়ামীলীগে কতিপয় অনুপ্রবেশকারী । যার পরিনতিতে একটি মেধাহীন, নৈতিকতা বর্জিত প্রজন্ম দেখছি আমরা - যদিও তারা ৩৫% শতাংশের বেশী হবে না , কিন্তু দেশের সমস্ত লুটেরাদের এক কাতারে আনতে সাময়িক ভাবে সফল। মোসাদ-সিআইএর তাবেদার সরকারকে জনগ প্রতাখ্যান করবে।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১

সোনাগাজী বলেছেন:



শোনেন, সারাক্ষন বেকুবের মতো বকবক করার কোন দরকার নেই; আপনি যেখানে আছেন, সেই এলাকায় কি কোমলমতিদের লোকজন আক্রমণ চলায়েছে?

১৮| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন: এসব কি বলেছেন!!! ক্লিওপেট্রার নগ্ন থাকার অভ্যেস সম্পর্কে জানতে হলে কি ক্লিওপেট্রার সময়ে জন্ম নিতে হবে নাকি??!!!

আপনি মন্তব্যটা বুঝতে পারেন নি, মন্তব্যের হিডেন ভাবার্থ হলো - জেন যেড কে মাথায় রাখতে হবে আওয়ামী স্বৈরাচার যাদের পতন তারা ঘটিয়েছে তাদের ভুলে গেলে চলবেনা যে, বিএনপি তার ব্যাতিক্রম নয়। তারাও লুটপাট জুলুম অত্যাচার করছে।

১৯| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮

জ্যাক স্মিথ বলেছেন: দেশের রাষ্ট্র ব্যবস্থা আক্ষরিক অর্থেই ভেঙ্গে পড়েছে, ঢাকার বাইরে ভয়াবহ অবস্থা!! কিলিং মিশন, লুটপাট, অগ্নি সংযোগ চলছে নির্বিচারে... পুলিশ নিজেই এখন জনগণের কাছে নিরাপত্তা চাচ্ছে। গত তিন দিনে যে বর্বরতা, যে হত্যাযজ্ঞ হয়েছে যা গত ৩০ বছরেও হয়নি।

সবচেয়ে বেশি বিপদে আছে, আওয়ামী পরিবারের লোকজন, তারপর পুলিশ, তারপর সংখ্যালুঘু।

০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



নোয়াবাখালী থেকে কয়েক বাসভর্তি কোমলমতি উত্তর চট্টগ্রামের বারৈয়াহা ট, মিসরসবাই, সীতাকুন্ড ও বাড়বকুন্ডে মানুষ মেরে গেছে, আগুন দিয়েছে।


২০| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৫

রাজীব বলেছেন: শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেননি। ক্ষমতা ত্যাগ করে পালিয়ে গেছেন। ক্ষমতায় এখনো শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি, শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান। তাহলে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এসবের জন্য দায়িত্ব কার? দায়ী কে?
ছাত্রদের মনোনীত লোকদের কাছে তো এখনো ক্ষমতা হস্তান্তর হয়নি।

০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



কোমলমতি মগজের রাষ্ট্র বিজ্ঞানী আপনি।

২১| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০২

বিষাদ সময় বলেছেন: ড. ইউনুসের প্রতি আমার কোন বিদ্বেষ নাই বরং আমি তাকে ভাল চোখেই দেখি। কিন্তু তার অন্তবর্তীকালীন সরকার প্রধান হওয়ায় যারা অতি আনন্দিত তাদের জ্ঞাতার্থে বলা প্রয়োজন যে - ১/১১ সরকার যখন মাইনাস টু ফর্মূলা হাতে নিয়েছিল তখনও সেনা সমর্থিত সরকারের ইচ্ছা ছিল তার হাতে পরবর্তী ক্ষমতা দেয়ার। সে কারণে একটা রাজনৈতিক দলও খুলেছিলেন তিনি। কিন্তু তার কার্যকলাপ এবং কথাবার্তায় জনগণ হতাশ হওয়ায় তিনি ব্যাকফুটে চলে যান। তাই আমার মনে হয় তাকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেয়া যায় কিন্তু নির্বাহী প্রধান হিসাবে তার উপর আস্থা রাখা যায় না। এছাড়াও ড. ইউনুসের নাম এ ব্যাপারে প্রস্তাব করায় এবং তার এতে সম্মত হওয়ায় কয়েকটি প্রশ্ন সামনে চলে আসে।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:



উনি ভেড়ার চামড়া পরিহিত নেকড়েদের সাথে আনন্দমেলায় যোগ দিয়েছেন।

২২| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি যে সব খবর পাচ্ছেন তা এখন আওয়ামী পন্থিদের অপপ্রচার মাত্র। যারা ইট যেমন করেছিল তাদের কপালে কিছুটা শনি বর্তাইছে মাত্র। হাজার হাজার মানুষের সামনে কোমলমতিদের গুলি করে মাটিতে ‍লুটিয়ে দিতে বুক কাপেনী যে জালিমদের তাদের মৃত্যুতে এতোটকু মায়া জাগে না মনে। তার পরেও প্রতিহিংসা এড়িয়ে চলা উত্তম।

০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৭

সোনাগাজী বলেছেন:


আমি আমার এলাকার খবর রাখছি সারাক্ষণ।

২৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই - কোমলমতরা দেশকে বাঁচিয়েছেন ধ্বংসের হাত থেকে।

জাতিকে যদি কেউ ধ্বংসের-গৃহযুদ্ধের মুখোমুখি করে থাকে তবে সে-তারা হলো চেতনার ভেকধারীরা তথা হাসু আপা ও তাহার সাংগ-পাংগরা।

০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৬

সোনাগাজী বলেছেন:



ওরা দেশকে ইয়েমেন বানানোর চেষ্টা করছে।
আপনার ভাবনাচিন্তা গরুর রচনার বিষয়।

২৪| ০৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:১৭

সোহানী বলেছেন: লেখক বলেছেন:
আমার রাবিস আপনার জন্য নয়, আপনি আমার পোষ্টে কেন?

পোস্টের প্রথমেই বলে দিবেন যে আপনার দালালরা ছাড়া কেউ আপনার পোস্টে ঢুঁকতে পারবে না। তাহলে আর আপনার রাবিস প্রপাগান্ডা পড়ে সময় নষ্ট করতাম না। ধন্যবাদ

০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৪

সোনাগাজী বলেছেন:



আমার পোষ্টে আসেন বুদ্ধিমান মানুষজন।

২৫| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৯

সোহানী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

অতি শোকে পাগল হয়ে গেছেন মনে হয়। নিউইয়র্কের ভালো মানসিক চিকিৎসা কেন্দ্র যোগাযোগ করেন।

আপনি যে কি পরিমান গোবেট সেটা আপনি এবং আপনার কিছু চামচা ছাড়া সবাই জানে।

আংকেল কিছুদিন অফ যান। গণহারে যেভাবে গার্বেজ পোস্ট প্রসব করছেন তাতেতো আপনার হার্ট এ্যাটাকের সম্ভাবনাও আছে। ;)

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:




আপনার বই বিক্রয় হয়েছিলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.