নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ড: ইউনুস হলেন শেখ হাসিনা, জামাত-শিবির ও হেফাজতের শ্রত্রু; উনার নোবেল প্রাপ্তি ও পদ্মাসেতুর ব্যাপারে উনাকে মিথ্যা দোষারোপ, উনাার অবদান ও বেকুবী নিয়ে আমি "ফারমার" ও "চাঁদগাজী" নিকে, ২০১২-২০২২ সালের মাঝে ৪০০'এর বেশী পোষ্ট লিখেছি ড: ইউনুসের পক্ষে; চট্টগ্রামের মানুষ হিসেবে আমি উনার সাথে পরিচিত। ড: ইউনুসের গুণাবলির কথা লিখতে হলে, আরো ৩০০ পোষ্ট লিখতে হবে; আজকের পোষ্টটি উনার বেকুবী ও লোভ নিয়ে।
১) গ্রামীনফোন কর্পোরেশন যদি গ্রামীনের নিজস্ব ক্যাপিটেলে প্রতিষ্ঠা করা হতো, ইহার লাভ ক্ষতি যা হতো তা কোথায় যেতো? নরটেলের সাথে "জয়েন্ট ভেনচার" করায়, ইহার অর্ধেক লাভ কোন দেশে চলে যাচ্ছে? গ্রামীনফোন করার সময় গ্রামীনের কাছে দরকারী পরিমাণ ক্যাপিটেল ছিলো কিনা? এই ধরেণের "জয়েন্ট ভেনচার" করা কি বড়বুদ্ধির পরিচয়, লোভ নাকি বেকুবী?
লোভের উদাহরণ: গ্রামীন ফোনের অর্ধেক মালিকানা গ্রামীন কর্পোরেশনের, শেয়ারের ৫০ ভাগ গ্রামীন কর্পোরেশনের; কিন্তু মনে হচ্ছে, ড: ইউনুসের কাছে উনার ব্যক্তিগত একাউন্টে বিপুল পরিমাণ গ্রামীন শেয়ার আছে। উনি ইহা নিয়ে পরিস্কারভাবে কিছু বলেন না যে, তিনি কি আইপিও কিনেছিলেন, নাকি নরটেল উনাকে দিয়েছে! যদি নরটেল দিয়ে থাকে ইহা মহা অন্যায়।
২) বলদ মুহিত ( অবশ্যই শেখ হাসিনাকে খুশী করতে ) যখন বয়সের কারণ দেখিয়ে গ্রামীন ব্যাংক থেকে সারায় দেয়, সেটা যদি মেনে নিতেন, উহা বুদ্ধিমানের কাজ হতো, নাকি কোর্টের যাওয়া ঠিক ছিলো? উনি কার দ্বারা নিয়ন্তিত কোর্টে গেলেন? ইহা কিসের পরিচয়?
৩) উনি বিদেশে পরামর্শ দিয়ে ও লেকচার দিয়ে প্রায় ১০০ মিলিয়নের মতো ডলার আয় করেছেন; সেই আয়ের ছোট অংশ দেশে আনার সময়, কাষ্টমস রেভেনিউ'এর লোকজন সন্মান করে "ট্যাক্স ফ্রি" করে দিয়েছিলো; কিন্তু উহা সরকারী নিয়মে পড়ে না। এই নিয়ে মুহিতের লোকজন যখন উনাকে কোর্টে নিয়ে যায়, উনার কি করার দরকার ছিলো? উনি কি করেছেন, উনি বিনাডকুমেন্টে দাবী করেছিলেন যে, সরকারের লোকেরা উনার কাছে ট্যাক্স চাহেনি। ইহা ছিলো মহা বেকুবী।
দেশের এই ভয়ংকর সময়ে উনি দেশের হাল ধরেছেন, এটা সবচেয়ে ভালো কথা; তবে, উনি যেই কোমলমতিদের হাতে পড়েছেন,ইহা ভালো খবর নয়, এই কোমলমতিরা ভয়ংকর ট্রেনিং প্রাপ্ত লোকজন।
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
সোনাগাজী বলেছেন:
স্পেনের রাণী উনাকে মানুষের জন্য ১% হারে, কিংবা ফ্রিতে ৫১ মিলিয়ন ডলার ঋণ দেন; সেই টাকাকে উনি গড়ে ৩৬% হারে ঋণ দিয়, লাভ করে, গ্রামীন ব্যাংকে রাখেন, যেখান থেকে উনাকে সরানো হয়েছিলো; গরীবেরা এত সুদ দিলো, ক্ষতিগ্রস্ত হলো, উনার কি লাভ হলো? বেকুবী
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
সোনাগাজী বলেছেন:
উনি কোমলমতিদের হাতে প্রাণও হারাতে পারেন।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
পবন সরকার বলেছেন: কমল মতিদের ট্রেনিং লাগে না মেজাজ খারাপ হলে এমনিতেই তারা ভয়ঙ্কর হয়
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
সোনাগাজী বলেছেন:
মনে হয়, ১০ হাজার কোমলমতি স্পেশাল ট্রেনিং নিয়ে এই আন্দোলন শুরু করেছিলো। তারা ড: ইউনুসকে সামনে রেখে জাতিকে ধোকা দিচ্ছে।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ডঃ ইউনুস এর সাথে আমার জীবনে মাত্র দুই মিনিটের মত কথা বলার সুযোগ হয়েছিল।
উনি অবশ্যই আমাদের গর্ব এই কারণে যে এই অভাগা বাংলাদেশে ৫৫ বছরের ইতিহাসে উনিই একমাত্র ব্যক্তি যিনি একটি নোবেল পুরস্কার অর্জন করেছেন এবং আমার নিজের ধারণা আগামী ৩০-৪০ বছরেও বাংলাদেশে কেউ নোবেল পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন না ।
বাংলাদেশে পড়াশোনা হয় না । জ্ঞানের চর্চা হয় না।
বর্তমানে যে সরকার গঠিত হতে যাচ্ছে তাতে বেশির ভাগই বিএনপি ও জামাতের প্রতিনিধিত্ব থাকবে।
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫২
সোনাগাজী বলেছেন:
যারা উনাকে শত্রুভাবে, "সুদখোর" হিসেবে ইসলামের শত্রু ভাবে, তিনি তাদের হাতে পড়েছেন।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে আপনি +ফেসবুকে জামাত এর একাংশ আবু ত্বহা আদনান গ্রুপ + টোকাই লীগ(শেখ হাসিনার সময় যারা লুটপাট করতে লীগ করছে ওরা প্রকৃত লীগ নয় ওদের নাম লুটেরা+ টুকাই লীগ) ড: ইউনুস রে অযোগ্য প্রমাণ করার জন্য এত এগ্রেসিভ কেন? আমরা লীগ+বিম্পি+জামাত+জাতীয় কাউরে চাইনা। নতুন চাই। ড: ইউনুস তো ওদের চেয়ে ভালো।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০০
সোনাগাজী বলেছেন:
আমি ড: ইউনুস সাহেবের পক্ষে ( মুহিত ও শেখ হাসিনাকে দোষারোপ করে ) ৪০০'এর বেশী পোষ্ট লিখেছি "আমার ব্লগ" ও সামুতে
; আপনি কেন ভাবছেন যে, আমি ইউনুস-বিরোধী?
উনাকে সুদ-খোর হিসেবে ইসলামের শত্রু ভাবে জামাত-শিবির, হেফাজত; এখন উনি ওদের হাতে পড়েছেন।
আমি পোষ্টে কি লিখেছি তা আরকবার পড়ুন।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার তথাকথিত কোমলমতিরা বেশিরভাগই নাকি বিবাহিত এবং তারা এই চান্সে প্রচুর পরিমাণে টাকা কামিয়েছে বলে শোনা যাচ্ছে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০২
সোনাগাজী বলেছেন:
ওরা হাজার কোটি টাকার ভাড়া টিয়া উৎখাত আন্দোলন করেছে; মনে হয়, ১০ হাজার ট্রেনিং প্রাপ্ত ইহাতে যুক্ত ছিলো
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি এক সময় উনার ভাই অধ্যাপক ইব্রাহিমের এনজিওতে কাজ করতাম ।
সেখানে ক্ষুদ্রঋণের সুদের হার আমার কলিগরা হিসাব করে বের করেছিল ৩২ পার্সেন্ট হয়।
সে যাই হোক এবার আপনি সেই বিখ্যাত তিনবারের সেক্রেটারি জেনারেল অসাধারণ যোগ্যতা সম্পন্ন ফাটাকেষ্টকে নিয়ে একটি পোস্ট দেন ।
তাকে নিয়ে জানার খুব ইচ্ছা। তার বক্তব্য শুনলেই আমার রাগ লাগতো ।
সেই লোকটা এখন কোথায় গেছে!?
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৭
সোনাগাজী বলেছেন:
উনার বাকী ২ ভাই: জাহাংগীর ও ইব্রাহিম ছিলো জন্মগতভাবে ক্রিমিনাল, টাউট। নোবেল পেয়ে ড: ইউনুস এসেছেন নিউইয়র্ক, ইব্রাহিম পরিচিত হিসেবে আমাক উনার "শো"র ৫ টি টিকেট দিলন ২০০ ডলার নিয়ে; পরে দেখি :শো ছিলো ফ্রি
৭| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০০
সরকার পায়েল বলেছেন: কোমলমতিদের যথা সময়ে ললিপপ আর বেলুন দিয়ে বিদায় করা হবে l সেটা চিন্তার বিষয় না l ইউনুস সাহেব নিয়ে আপনার মত ঠিক হলেই ভালো l
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১১
সোনাগাজী বলেছেন:
যেসব বাংগালী উনাকে ঘনিষ্টভাবে অনুসরণ করেছেন, আমি তাঁদের ১ জন হওয়ার চেষ্টা করেছি আজীবন।
৮| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিগত ১৫ দিনে আমি বাংলাদেশের যে কুৎসিত ভয়ংকর খারাপ রূপ দেখেছি আমার ধারণা আপনি মুক্তিযুদ্ধের সময়ও অতটা খারাপ রূপ দেখেন নাই ।
আমি দেখেছি থানা পুড়িয়ে দেওয়া হচ্ছে।
পুলিশরা মরে রাস্তায় পড়ে আছে।
কেউ কেউ তাদের উপরে প্রস্রাব করছে।
এরকম খারাপ দৃশ্য আমি জীবনে আর দেখতে চাই না।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১২
সোনাগাজী বলেছেন:
এই ধরণের কিছু যে ঘটতে যাচ্ছে, তা আমি বলেছিলাম?
৯| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৪
দি এমপেরর বলেছেন: আচ্ছা, এই যে আপনি প্রায় সবাইকে বেকুব প্রমাণ করতে চান, তাহলে আপনি কি নিজেকে সবার চাইতে বুদ্ধিমান মনে করেন?
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৩
সোনাগাজী বলেছেন:
আপনার জন্য ১টা শব্দ ব্যয় করা কি আমার উচিত?
১০| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৫
নয়া পাঠক বলেছেন: এই দায়িত্বটা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান মানুষ হিসেবে আপনার প্রাপ্য ছিল। কিন্তু হায় হাজার কোটির পোলাপানেরা আপনার নামটাও তো জানে না, তাদের আর কি দোষ বলেন দেখি। তারা যদি আপনার এত বুদ্ধির খবর পেত তাহলে নিশ্চয় উনারে বাদ দিয়া আপনার নামই প্রস্তাব করত।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৫
সোনাগাজী বলেছেন:
আপনার জন্য আমি কোন ব্যয় করতে চাই না, আপনাকে ব্লগার বলে মনে হয়নি কখনো।
১১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৪
আরোগ্য বলেছেন: কে কার হাতে পড়েছে সময়ই বলে দিবে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৯
সোনাগাজী বলেছেন:
সময় আপানার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে; কিন্তু সেখানে ভালো কিছু নেই।
১২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪০
তাইজুল ইসলাম রিপন বলেছেন: ড: ইউনুসকে অনেকে সুদখোর বলে পছন্দ করে না।
আওয়ামীলীগ তাকে যেভাবে শ্রম-আইন, ট্যাক্স ফাকি ইত্যাদি ইস্যুতে অভিযুক্ত করেছে, এতোবার শুনেছি দেখেছি পত্রিকায়, বিশ্বাস না করে উপায় ছিল না আমার।
পদ্মা সেতু ইস্যু ছাড়া তাকে আওয়ামীলীগ, জামাত-হেফাজত অপছন্দ করার কি কারন থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ!
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৬
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা যদি ইউুসকে এডভাইজার হিসেবে নিতো, ব্যুরোক্রেট, ব্যাংক ডাকাতদের লুট ও মুহিতের চাকুরী থাকতো না; তাই ওরা সকলে শেখ হাসিনাকে বুঝায়েছিলো যে, ড: ইউনুসকে সরকারে নিলে ইউনুসের পপুলারিটি শেখের চেয়ে উপরে চলে যাবে।
জামাত-শিবির ও হেফাজত জানতো যে, ইউনুস সরকারে গেলে, দেশ উন্নত হয়ে যাবে, ওদের রাজনীতি ও ব্যবসাগুলো জিরো হয়ে যাবে; তার নিজেরা সুদ খায়, কিন্তু আোন্য কেহ সুদে ঋণ দিলে তারা ইসলামের শত্রু।
১৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫
ঊণকৌটী বলেছেন: এইটা হবার ছিলো তাই হয়েছে, বর্তমানে যা হওয়ার তাই হচ্ছে, ভবিষ্যতে যেইটা হবার সেইটাই হবে, বি দ্র:আপনার ভবিষ্যত বাণীই সত্যিই হবে আমার জ্ঞান অনুসারে
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা লাঠিয়াল দ্বারা দেশ চালায়ে, অবশেষে জাতিকে মৌলবাদী জল্লাদদের দখলে রেখে পালিয়ে গেছেন।
১৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৬
ঊণকৌটী বলেছেন: আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে এই নিয়া কোন সংশয় নাই, মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হবে এখন তৈরী থাকুন সত্য পথ এর মতো চোর দলের সর্দার রা
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩
সোনাগাজী বলেছেন:
জাতিকে উদ্ধার করা কঠিন কাজ হবে।
১৫| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১১
শ্রাবণধারা বলেছেন: ড. ইউনূস কে নিয়ে ব্লগে আরও ভালো এবং আরো বেশি লেখা আসুক এটা চাই। তিনি এখন পুরো জাতির আশার আলো!
আপনার এই লেখা নিতান্তই নিম্ন মানের বাজে লেখা। কিন্তু তারপরও এ লেখাটার ভিতরে পরমহংস টাইপ পাঠকের জন্য কিছু গুরুত্বপূর্ন কথা আছে।
(বিঃদ্র: পরমহংস শব্দের মানে জানেন তো?)
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫২
সোনাগাজী বলেছেন:
আপনি "আইপিও", কর্পোরেট মালিকানায় শেয়ার" , ব্যক্তিগত একাউন্টে আইপিও, জয়েন্ট ভেনচার এগুলো বুঝেন? ৩য় বিশ্বে , এগুলো বুঝেন?প্রাইভেট কর্পরেশনের জয়েন্ট ভেনচার, পাবলিক কর্পোরেশনের জয়েন্ট ভেনচার, এগুলো বুঝেন?
১৬| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২২
শ্রাবণধারা বলেছেন: আর হ্যা, বলতে ভুলে গিয়েছিলাম। আপনি অযথাই একজন মৃত প্রাক্তন মন্ত্রী "আবুল মাল আবদুল মুহিত" কে না জেনে তার বিরুদ্ধে কতগুলো কুৎসা রটাচ্ছেন। ড. ইউনূস কে জড়িয়ে ওয়ার্ল্ড ব্যাংকে পদ্মা সেতুর লোনের বিষয়ে যে ষড়যন্ত্রের গুজব এটি ছড়িয়েছিলেন ৭১ টিভির মালিক মোজা বাবু। মুহিত নন। আওয়ামী মন্ত্রীসভায় যদি একসময় একটি ভালো লোকও থাকেন সেটিই সম্ভবত মুহিত।
এর পরে এই ধরনের লোককে বলদ সম্বোধন করলে, আপনাকেই আমি একই ভাবে সম্বোধন করবো!
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪
সোনাগাজী বলেছেন:
আমি মৃত হিটলার, গোলাম আজম ও মওলানা মওদুদীর নামেও কুৎসা রটনা করেছি হাজার বার; আপনি ওদের কবর জেয়ারত করে দিয়েন।
১৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫১
দি এমপেরর বলেছেন: যে নিজে বেকুব সে অন্যদেরকে বেকুব বলে নিজের বেকুবিকে ঢাকার চেষ্টা করে
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৫
সোনাগাজী বলেছেন:
কিজন্য অকারণে আমার পোষ্টে এসে সময় নষ্ট করেন?
১৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৫
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: "আপনি "আইপিও", কর্পোরেট মালিকানায় শেয়ার" , ব্যক্তিগত একাউন্টে আইপিও, জয়েন্ট ভেনচার এগুলো বুঝেন? ৩য় বিশ্বে , এগুলো বুঝেন?প্রাইভেট কর্পরেশনের জয়েন্ট ভেনচার, পাবলিক কর্পোরেশনের জয়েন্ট ভেনচার, এগুলো বুঝেন?"
সোনাগাজী ভাই, আপনি উপরে যে কয়টি শব্দ লিখেছেন, পেশাগত জীবনে আমি এগুলো করেই খাই।
আপনি হয়ত মুহিত সম্পর্কেই এটা বলতে চেয়েছেন যে তিনি এই বিষয়গুলো বুঝতেন না। হ্যা, তার ব্যাকগ্রাউন্ড অর্থনীতিতে হওয়ায়, করপোরেট ফাইন্যান্সের এই বিষয়গুলোতে তার দক্ষতা ছিলো না সেটা সত্য। তাই বলে তিনি বেকুব?
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:২০
সোনাগাজী বলেছেন:
এই শতাব্দীতে "ষ্টক মার্কেট" না বুঝে সে এরশাদের অর্থমন্ত্রী হয়েছিলো, শেখ হাসিনার অর্থমন্ত্রী হয়েছিলো, সে ছিলো ক্রিমিনাল প ইডিয়ট।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৪
সোনাগাজী বলেছেন:
২০১০ সালে, মুহিতের ভুলের জন্য ষ্টক মার্কেট থেকে ২২ জন ব্রোকার ৯ বিলিয়ন ডলার ডাকাতী করে, ২৫ লক্ষ পরিবার পথে বসে , ১২ জন তরুণ আত্মহত্যা করেছিলো; কিছু মানুষ আজীবনের সন্ছয় হারিয়ে ছিলো; ইডিয়ট মুহিত সেই টাকাগুলো উদ্ধারও করেনি; ওকে সাপোর্ট করে আপনি নিজকে মুর্খ বানাচ্ছেন।
১৯| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭
অক্পটে বলেছেন: কোন দেশ হাসিনাকে রাখতে চাইছেনা, অথচ ড. ইউনুসকে পৃথিবীর প্রায় সবাই অসম্ভব ভালোবাসে, তার স্পীচ শোনার জন্য লাইনে দাড়িয়ে থাকে। তাঁকে নাগরিকত্ব দেয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে সব দেশ। সো এই পৃথিবীবাসী মনে হয় সবাই রাজাকার।
হায়রে পদলেহনকারী লীগ। কবে তোরা মানুষ হবি।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৩
সোনাগাজী বলেছেন:
সমস্যা, উনি তো আপনার বাড়ী গিয়ে উঠবেন।
২০| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৫
অক্পটে বলেছেন: কোমলমতিরা যে শেখ হাসিনাকে খেদায়েছে এটা আপনি গিলতে পাছেন না, কষ্ট হচ্ছে!
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৩
সোনাগাজী বলেছেন:
খেদানোর কথা ছিলো আওয়ামী লীগের।
০৯ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:০১
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগ উনাকে খেদালে দেশ ঠিকের পথে থাকতো।
২১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই কারণেই হাসিনা জেলাস ফিল করেছিল।
০৯ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:০৪
সোনাগাজী বলেছেন:
কি কারণে হাসিনা কিসের ব্যাপারে জেলাস?
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
কামাল১৮ বলেছেন: তিনি কাজ সুরু করেন ২০% সুদ নিয়ে।আবশ্য মহাজনরা আরো অনেক বেশি সুদ নিতো।তখন বামপন্থিদের একটা কমন শ্লোগান ছিলো ইজারাদার সুদখোর মহাজনদের হাতথেকে জনগনকে রক্ষা করো।লাভের ৫% কর্মচারিদ্র দেয়ার কথা কিন্তু তিনি সেটা দেন নাই।কোর্টের নির্দেশে পরে দিয়েছেন।এতেই বুঝা যায় তিনি কতোবড় লুভি।আরো অনেক অপকর্ম আছে তার যা বলে শেষ করা যাবে না।
অনেক অধ্যাপক ছাত্রদের কথায় উঠে বসে তিনিও তাই করছেন।