নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
শেখ হাসিনার সরকারের পতনের পর, দেশের ভার নিয়েছে সেনাবাহিনী! ভার নেয়ার পর, তারা যদি দেশে সামরিক আইন দিয়ে, ১ জন মিলিটারী এডমিনিষ্ট্রেটর নিয়োগ করতো, সেটা হতো খারাপ পদক্ষেপ; সেটা করেছিলো জিয়া, এরশাদ ও মঈন; কিন্তু এবারের ঘটনায় সেনাবাহিনী সেই খারাপ পথে না'গিয়ে ১টি অন্তর্বর্তীকালীন সরকার করার কথা ঘোষণা দেয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও এডভাইজারদের নিয়োগ কাহারা দেয়ার কথা? কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও এডভাইজারদের লিষ্ট এসেছিলো "কোমলমতিদের" থেকে । শুধু তাই নয়, মংগলবারে "কোমলমতিদের" ১ জন সমন্বয়কারী সেনাপ্রধানের সাথে দেখা করে, রা্ত ১২টার মাঝে তাদের লিষ্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ঘোষণা দেয়ার জন্য আলটিমেটাম দেয়।
এই তৎপরতাগুলোকে আপনারা কিভাবে দেখছেন?
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪০
সোনাগাজী বলেছেন:
এই ব্লগের কোমলমতিদের দরকারী পরিমাণ জ্ঞান নেই; ১৯৯০ সাল থেকে বাংলাদেসের শিক্ষার কোন মান নেই।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৮
ঊণকৌটী বলেছেন: বাঙালিরা মনে হয় সংগ্রামী অথবা ভেরা বা ছাগল জাতীয় প্রাণী যদিও আমিও বাঙ্গালী তারপরেও বলতে হচ্ছি
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪২
সোনাগাজী বলেছেন:
বাংগালীরা সংগ্রাম করে জীবন দেয়; কিন্তু ফলাফল ইয়েমেনের মতো, ঘুরেফিরে সন্ত্রাসীদের কবলে।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৩
রানার ব্লগ বলেছেন: আপতকালীন প্রক্রিয়া!!
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪
সোনাগাজী বলেছেন:
মানুষকে অশিক্ষিত করে রেখেছিলেন শেখ সাহেব ও শেখ হাসিনা; আজকে জাতি ইহার জন্য মুল্য দিচ্ছে।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: অন্তর্বর্তী সরকার নিয়ে আমি অবশ্য খুব একটা মাথা ঘামাচ্ছি না, ৬ মাস ১ বছর সময়ে এরা কি'ই বা করতে পারবে, অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই চাওয়া তারা যেন একটা সুষ্ঠূ নির্বাচনের ব্যবস্থা করে দেয় আর তা যদি হয় তাহলে নিশ্চিত ভাবেই বিএনপি ক্ষমতায় আসছে, এবং জামাত বিরোধী দল হবে। পরবর্তী টার্মে জামাত সরকার গঠন করবে এবং বিএনপি বিরোধী দল হবে। বিএনপি এবং জামাতের হাতেই মূলত বাংলাদেশের ভবিষ্যত নিহীত রয়েছে।
আমার ধারণা বিএনপি এবার ক্ষমতায় আসলে আগের মত দূর্ণীতি কারর সাহস পাবে না।
আওয়ামীলীগ আপাদত কোমায় চলে গেছে এদের ঘূরে দাঁড়াতে অন্তত ২০ বছর সময় লাগবে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৬
সোনাগাজী বলেছেন:
এই সরকারকে সামনে রেখে কোমলমতিদের বাবারা দেশকে দখলে নিচ্ছে।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোমলমতিদের তৎপরতায় এযাবৎ যা হয়েছে ভালো হয়েছে। অভিজ্ঞরা যখন সমাধান দিতে অপারগ তখন কোমলমতিদের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নাই।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৭
সোনাগাজী বলেছেন:
আপনার সুরা কালামের কোন মুল্য রলো না; আপনি ১ জন ভালো কবি ছিলেন, সেটাও আপনি বুঝতে পারেননি।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৭
সোনাগাজী বলেছেন:
এগুলো কোমলমতি? এরা এই জাতিকে ইয়েমেন বানাচ্ছে কৌশলে: জাতি ভরে যাবে হুতি, হেজবুল্লা ও তালেবানের মতো লোকজনে।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৬
রাজীব বলেছেন: আসলে বিদেশে বসে দেশেের অবস্থা বুঝা কঠিন।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৮
সোনাগাজী বলেছেন:
বেকুবদের জন্য সব কিছুই সব সময় কঠিন; আমেরিকান দুর থেকেই চাঁদে গেছে।
৭| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫০
ঊণকৌটী বলেছেন: আসবে আওয়ামী লীগ আবার স্ব সম্মানে ফিরে আসবে, না হলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে বা গেছে হয়তো, তবে যাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৪
সোনাগাজী বলেছেন:
৫৫ হাজার বর্গমাইলে ১৯ কোটী অশিক্ষিত মানুষ সভ্যতার এই সময়ে ও গ্লোবেল ওয়ার্মিং'এ কিভাবে টিকে থাকবে?
৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১১
বিষাদ সময় বলেছেন: ৫ ই আগস্ট এর ঘটনাবলী দেখে আমার পলাশীর যুদ্ধের কথা মনে পড়ে গেল.......
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২২
সোনাগাজী বলেছেন:
পলাশির সাথে বেশ মিল আছে।
৯| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৩
ঊণকৌটী বলেছেন: সত্যি কথা থাকতে পারবে না, কিন্তু কি হবে ভাবতে পারছিনা
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৩
সোনাগাজী বলেছেন:
রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জাতি পংগু জাতিতে পরিণত হয়েছে।
১০| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: হুতি হেজবুল্লাহ ইসরায়েলের জবাব দিচ্ছে। তালেবান তাদের দেশ থেকে আমেরিকাকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এরা সময়ের প্রয়োজন। আয়না ঘরের মালিকদেরকে তাড়াতে কোমলমতিদের দরকার ছিলো।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৭
সোনাগাজী বলেছেন:
ওরা আমেরিকাকে তাড়ায়নি। আমেরিকা চলে আসতে বাধ্য হয়েছে; আমেরিকার সরকারকে জনতার কথা মতে চলতে হয়; আপনি ভুল ব্যাখ্যা করে শাত্বনা পাচ্ছেন; শিক্ষিতদের এসব ভুল ভাবনার কারণে গরীবেরা আরবে চলে যায়, রাতে বউয়ের সাথে ঘুমাতে পারে না।
১১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৮
ঊণকৌটী বলেছেন: I পলাশীর যুদ্ধে মুসলিমরাই বেমানানি করেছিলো, সিরাজ এর সাথে, হিন্দুরা প্রাণ দিয়েছিলো ওই যুদ্ধে
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৯
সোনাগাজী বলেছেন:
ওটা ছিলো সমান্তবাদী সময়ের যুদ্ধ; সেই যুদ্ধে সিরাজ পরাজিত হয়েছিলো তার পরিবারের লোকদের বিশ্বাসঘাতকতার কারণে।
১২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৭
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমার ভুল হতে পারে কিন্ত চারিদিকেই মনে হচ্ছে খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা ---
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৩
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা দীর্ঘ সময় ও সুযোগ পেয়েও জাতির জন্য চাকুরী সৃষ্টি করেনি; এখন দেশ দখল করে নিয়ে ১৯৭১ সালের জল্লাদেরা
১৩| ০৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:০৭
কামাল১৮ বলেছেন: দেশের ভার নিয়েছে সরকারের পতনের পর জামাত শিবির সমর্থির আর্মির সহযোগিতায় ছাত্ররা । আপনার ও আমেরিকার পছন্দের লোক ইউনুস নিচ্ছে।পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইউনুস ক্ষমতায় থাকছে।সিআইএ সফল।
আর্মি পরাজিত করলো শেখ হাসিনাকে।পুলিশকে নিশক্রিয় করে।৪৫ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বললো আর্মি হাসিনাকে।সমস্ত কাজ সিআইএর প্লান মতো হয়েছে।সহযোগিতায় ছিলো পাক গোযেন্দারা।সব কিছু পানির মতো পরিস্কার।
০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:২০
সোনাগাজী বলেছেন:
মিলিটারীর অফিসারদের মাঝে অনেক জামাতী ছিলো; তা'ছাড়া অন্যদের অনেককে কিনে নিয়েছে।
১৪| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকে যে কেয়ারটেকার সরকার শপথ নেবে তাতে জামাত-বিএনপির প্রতিনিধি থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন ।
ইতিমধ্যে বিএনপি'র প্রতিনিধি আসিফ নজরুল এর নাম অলরেডি শুনাই গেছে।
০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:২২
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা জামাতী ও জামাতের বন্ধুদের নাম দিয়েছে, মিলিটারীর চয়েস নেই।
১৫| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩০
ধুলো মেঘ বলেছেন: হাসিনার মত এত শক্ত মনের মানুষ ৪৫ মিনিটের কথা শুনেই কেন ভয়ে পালিয়ে গেল? কেন পরিস্থিতির মোকাবেলা করলোনা? কেন সেনাপ্রাধানকে একটা ধমক দিয়ে বলতে পারলো না "আয বলেছি করে দেখান, কোন আর্গুমেন্ট করবেন না?
০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১০
সোনাগাজী বলেছেন:
অনুমানে বলছি, সেনাবাহিনীর ভেতরে ভয়ংকর কিছু ঘটেছিলো, মনে হয়; আসল ঘটনা জানতে সময় লাগবে; যেই প্রোগ্রামে কোমলমতিদের প্রস্তুত করা হয়েছে, উনার অধীনেই কোন প্ল্যান বাহিনীর ভেতরে নিজস্ব কোমলমতিদের প্রস্তুত করা হয়েছিলো।
১৬| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৭
অক্পটে বলেছেন: ৭১ সালের জল্লাদ মানে রাজাকারেরা দেশ দখল করেছে?
বাংলাদেশ আওয়ামীলীগকে পরাজিত করেছে। আপনিও
পরাজিত হয়েছেন। এখন আবোলতাবোল বকছেন, কারণ
কখনোই ভাবতে পারেন নাই এই পরিনতি হবে। সেনাবাহিনীর
মদদে শেখ হাসিনা এবার রক্ষা পেল। রেখে গেছে ওর অবৈধ
সন্তান গুলোকে। ওরাও সাইজ হবে আশা করছি। একেকটা
আস্ত জল্লাদ হয়ে গিয়েছিল। এখন তাদের সোজা করা হবে।
পুলিশের উপর ভর করে এতোদিন সন্ত্রাস লুঠ করে এসেছে
এবার শুধিতে হবে মনে রাখবেন।
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৩
সোনাগাজী বলেছেন:
আপনি নিজে যদি কোমলমতি না;হয়ে থাকেন; তবে, ওদের থেকে দুরে থাকেন; না'হয়, ১ জন ব্লগার কমে যেতে পারে।
১৭| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
অক্পটে বলেছেন: শত শত ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামীলীগকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা উচিত।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৩
সোনাগাজী বলেছেন:
এখনো করেনি? আপনি পিটিশন তৈরি করেন, আমি সাইন করবো।
১৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: কোমলমতিরা যে দেশের ভালো চায় এটা সাধারণ মানুষ বুঝেছে। তাই কোমলমতিদের সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। আপনি সিদ্ধান্ত দিলে পাবলিকে সেটা মানতো না। কারণ আপনার হাড্ডির সাথে সাথে মাথার মগজেও জং ধরেছে। আপনি আদৌ বাংলাদেশের ভালো চান বলে আমার মনে হয় না। আপনার বিভিন্ন সময়ের লেখা থেকে এটা আমার মনে হয়ছে। আপনি উন্নত দেশে থাকেন আর এই দরিদ্র দেশের ছাত্র, নতুন প্রজন্ম এবং তরুণদের নিয়ে ঠাট্টা করেন।
শুভাকাঙ্ক্ষী কখনও ঠাট্টা মশকরা করতে পারে না। উন্নত দেশটাকেই আপনি আসলে বেশী ভালোবাসেন। ওদের চেয়ে আমাদের ব্যবধান দেখে আপনি মনে মনে সুখ অনুভব করেন যে এই গাধাগুলি নরকে পচছে আর আমি ভালো আছি। আপনি এতো বেশী বুঝলে দেশে এসে রাজনীতি করতেন। নিদেন পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করার চেষ্টা করতেন। আপনাকে চেনা হয়ে গেছে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৪
সোনাগাজী বলেছেন:
সৌদী রাজকুমারীরা ও মিরর কেমন আছেন?
জুল ভার্নকে ব্লগে আসতে বলবেন; এখন উনি আর ভুয়ামুক্তিযোদ্ধা নন, উনি কোমলমতি।
১৯| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি যে দেশের এবং মানুষের ভালো চান না এটা আপনার এই মন্তব্য থেকেই পরিষ্কার।
আপনি আপনার শুভাকাঙ্ক্ষীকে নিয়েও ব্যাঙ্গ বিদ্রুপ করেন। এটা ভালো মানুষের লক্ষণ না। মিরর আপনার শুভাকাঙ্ক্ষী ছিল এবং হয়তো এখনও আছে। কিন্তু আপনি তাকে টেনে এনেছেন ব্যাঙ্গাত্বক সুরে। আপনি দুই একটা সদুপদেশ দেয়ার চেষ্টা করতো যেন আপনি ব্লগে আক্রমণের শিকার না হন। সেই মিররকে আপনি ব্লক করেছেন এবং তার নামে বলে বেড়াচ্ছেন। প্রমাণিত হল যে আপনি আসলে ভালো মানুষ না।
আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা হয়ে জুলভারন ভাইকে নিয়ে ঠাট্টা এবং ব্যাঙ্গ করেছেন। জুলভারন হয়তো অস্ত্রধারী মুক্তিযোদ্ধা ছিলেন না। কিন্তু উনি মাত্র ১৩/১৪ বছর বয়সে মুক্তিযোদ্ধাদের সাহায্য করার চেষ্টা করেছেন। উনি একটু বিএনপি ঘরানার তাই আপনার তাকে সহ্য হয়নি। এটা থেকেও প্রমাণিত হয় যে আপনি আসলে ভালো মানুষ না। আপনি বাংলাদেশ বা এই দেশের অধিবাসীদের ভালো চান না।
তবে সৌদি রাজকন্যার উপরে লেখা আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি। আপনিও যে এই বয়সেও হুর পরীদের নিয়ে রাতে স্বপ্ন দেখে জামা কাপড় ভিজিয়ে ফেলেন সেটা জেনেও ভালো লাগলো। আসলে বয়স কোন ব্যাপার না। আপনার কি বা বয়স হয়েছে। অ্যামেরিকার মেয়েদের চেয়ে এই সৌদি রাজকন্যারা বেশী সুন্দরী। পারলে ঘুরে আসবেন, যদি আগে গিয়ে না থাকেন। সৌন্দর্যের প্রতি আপনার এই ভালো লাগা জেনে আমি বেশ খুশি হয়েছি। আসলে আপনি ভিতরে ভিতরে একজন রোমান্টিক পুরুষ। আপনার বিভিন্ন লেখা থেকে এটা বোঝা যায়।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৫৬
সোনাগাজী বলেছেন:
সৌদী রাজকন্যা, জ্বীনপরী নিয়ে লেখাগুলো ছিলো মগবেট ধরণের ভাবানাচিন্তার ফসল; আপনি ও কামারুজ্জমানের মতো কমচিন্তার কোন শিক্ষিত মানুষ আমি লক্ষ্য করিনি।
২০| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইনে হবে 'মিরর দুই একটা সদুপদেশ দেয়ার চেষ্টা করতো। ভুলে লিখেছিলাম ' আপনি দুই একটা সদুপদেশ দেয়ার চেষ্টা করতো
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৫৯
সোনাগাজী বলেছেন:
মিরর অষ্ট্রেলিয়ায় গিয়ে নতুন কিছু শিখতে পারেননি; তাই, আপনি, শেরজা, জটিল, এদের সাথে মাখামাখি করতো।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২১
ঊণকৌটী বলেছেন: এখন যা হচ্ছে তা আপনি মোটামুটি আন্দাজ করে নিয়েছেন, আগামীতে যা হতে চলছে তা আমার মতো সাধারণ মানুষের কাছেও পরিষ্কার, দুঃখ একটাই চোর মুক্ত হতে পারলো না দেশটা এই ব্লগেই কিছু বিলিয়নর আছে যারা চামড়া পাল্টায়ে ব্লগে জ্ঞান বিতরণ করছে অথচ সে চোর বা ডাকাত দলের সর্দার