নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতাকামীদের অবস্হা যে ভয়ংকর হবে, তা উচ্ছারিত হয়েছিলো?

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১



শেখ হাসিনার অন্যায়, শেখ হাসিনার ভুলের জন্য স্বাধীনতাকামীদের অবস্হা যে ভয়ংকর হবে, তা উচ্ছারিত হয়েছিলো? ৩০ জনের এই ব্লগে তা অনেকবার বলা হয়েছিলো; দু:খের বিষয় তা এড়ানো গেলো না। শেখ হাসিনার ব্যুরোক্রেটরা ভালো আছে, ব্যংক ডাকাতরা ভালো আছে, পুলিশের নতুন বাবু এসে গেছে, সেনাবাহিনী মোটামুটি ভালো আছে, বেক্সিমকো, বসুন্ধরা, আলম ব্রাদার্সরা ভালো আছে!

আওয়ামী লীগের ধনী লাঠিয়ালরা আমান উল্ল্যাহ আমানের মাধ্যমে হাজার হাজার কোটী টাকার "জিজিয়া কর" দিয়ে বেঁচে যাবে; সেসব টাকা সরকারের ছিলো, এখন পকেট বদলাবে।

তবে, সবাইকে নতুন এক সংস্কৃতির ভেতরে প্রবেশ করতে হবে; সবাইকে কোমলমতিদের কমান্ডে চলতে হবে, যেভাবে সেনাবাহিনীকে ১ দিনের মাঝেই ওদের আজ্ঞাবহ হতে হয়েছে।

খৃষ্টানেরা বলে, সমগ্র মানবজাতির সমস্ত পাপ মোচনের জন্য যীশু নিজের প্রাণ দিয়েছেন; তেমনি আজকে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী, উনার লুটেরা ব্যুরোক্রেট, ব্যাংক ডাকাত, পকেটকাট পুলিশ বাহিনী, ব্যবসায়ী নামের সিন্ডিকেট বাহিনী, কঊয়া কাদেরের গর্দভ আওয়ামী সিন্ডিকেটের পাপের জন্য স্বাধীনতাকামীরা মুল্য দিবে বেশ কিছু সময়।

তবে, আশার আলোক হচ্ছে মওলানা মওদুদী থেকে শুরু করে ১৯৭১ সালের জাতীর বিশ্বাসঘাতকেরা সামান্য সময়ের জন্য গণহত্যা চালিয়ে আবার হেরে গিয়ে গিয়েছিলো সব সময়। কিছুটা সময় হতাশা ও অত্যাচারের মধ্য দিয়ে যেতে হবে, তবে উহা নিজের দোষের কারণে নয়, শেখ হাসিনার অন্যায় ও ভুলের জন্য। এখন কোমলমতিদের পিগমী অনুসারীরা শেখের বাণী উচ্চারণ করছে, "দাবায়ে রাখতে পারবা না"; তবে, ইহা তাদের ভাষা নয়, তোতা পাখীর মতো উচ্ছারণ করছে মাত্র; ইহা শেখের ভাষা, ইহা শেখের অনুসারীদের জন্য প্রেরণা, অন্যদের ইমান নেই ইহাতে।


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: ইডিওটিক হাউকাউ পোস্ট।

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১১

সোনাগাজী বলেছেন:



রাজনীতির থিংক- ট্যাংকের (আপনার ) ব্লগিং'এর নমুনা:

পোস্ট করেছি: ৪টি
মন্তব্য করেছি: ৭৮টি
মন্তব্য পেয়েছি: ২টি
ব্লগ লিখেছি: ৭ মাস ৪ দিন

২| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০

প্রহররাজা বলেছেন: যে জাতির প্রধান উৎসব পশু হত্যা আর দ্বিতীয় প্রধান উৎসব ক্রিকেটে ভারতের পরাজয় সেই জাতি দিয়ে চুরি আর লুটপাট ছাড়া কিছু হবে না।

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৩

সোনাগাজী বলেছেন:



সব জাতির ১টা Core থাকে, বাংগালীদেরও আছে, উহা আর্জনায় নীচে পড়েছে সামান্য সময়ের জন্য

৩| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ আরেকবার আসতে আসতে আমাদের অনেকেই হয়তো এই দুনিয়ায় আর থাকবো না...

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৫

সোনাগাজী বলেছেন:



সম্ভব, প্যাটার্ণ দেখে তা মনে হচ্ছে! তবে, মওদুদীর কোমলমতিদের ইতিহাস সব সময় ছোট পিরিয়ডের জন্য হয়ে থাকে।

৪| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৩

পবন সরকার বলেছেন: গাজী ভাই, আপনি কি বিএনপির দ্বারা কখনও শায়েস্তা হয়েছিলেন তা না হলে আপনি চিনের চশমা পরে থাকেন কেন?

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০২

সোনাগাজী বলেছেন:



না, বিএনপি আমাকে চেনে না; আওয়ামী লীগও আমাকে জানে না।

৫| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৬

হযবরল ৭৩ বলেছেন: দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় জি প্রজন্মের একজনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম । আমাদের কথোপকথনের সময় তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন রাজনীতির অস্তিত্ব বাধ্যতামূলক? আপনার সদয় তথ্যের জন্য, এই প্রজন্ম দক্ষিণ ভারতীয় সহিংসতা ভিত্তিক অ্যাকশন সিনেমাগুলি খুব পছন্দ করে।

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৮

সোনাগাজী বলেছেন:



Generation-Z জন্ম নিয়েছে ইউরোপে, এগুলো ৫/৬ বছর ট্রনিং-প্রাপ্ত শিরিরের জল্লাদ

৬| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৬

খাঁজা বাবা বলেছেন: জ্বলে

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



অবশ্যই, দেশ জ্বলছে; মওদুদীর লোকদের ঠিকানাএকটি, আস্তাকুড়

৭| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




একটি নিষিদ্ধ দল কিভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনায় যোগ দিতে যেতে পারে?
মহামান্য এখন কার হাতের পুতুল?

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০২

সোনাগাজী বলেছেন:




অস্ত্রের বলে সব কন্ট্রোলে রেখেছে; ওরা আগে দখল করেছে সেনাবাহিনী

৮| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০০

ধুলো মেঘ বলেছেন: খাঁজা বাবা বলেছেন: জ্বলে

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটি নিষিদ্ধ দল কিভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনায় যোগ দিতে যেতে পারে?
মহামান্য এখন কার হাতের পুতুল?

এই নিষিদ্ধ দলের পাওয়ার সম্পর্কে আপনার কোন ধারণা কি আছে? তাহলে বলুন তো বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দলটির কেউই কেন রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে আলোচনায় যোগ দেবার যোগ্যতা অর্জন করেনি?

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭

সোনাগাজী বলেছেন:



খাজা বাবা, আপনি ও আরো কয়েক লাখ কোমলমতি জানতে চাইবে, কতটুকু জ্বলছে?
হ্যাঁ বাংলাদেশ জ্বলছে, ১৯৭১ সালেও জ্বালায়েছিলেন; তারপর এসেছিলো ১৬ই ডিসেম্বর। উহার কথা মনে আছে?

৯| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



৪০ বছর ধরে রাজনীতি করে সাধারণ একটি কোটা আন্দোলন ইস্যু যিনি সামাল দিতে পারেন না তার রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?
উনার সেক্রেটারি কাউয়ার সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:



কাউয়াদের পুরো পরিবার ঢাকায় রিয়েলষ্টেট মাফিয়া।


শেখ হাসিনা রাজনীতি বুঝতেন না, উনি লাঠিয়াল দ্বারা বেগম জিয়া ও জামাত-শিবিরকে সোজা পথে রাখতেন; কিন্তু উনি পুরোদলকে লাঠিয়াল বানায়েছ বিপদে ডেকেছেন, কারো মাথায় বুদ্ধি ছিলো না; কোমলমতিরা কি করছে উনার পিগমীরা বুঝেনি

১০| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুধুই কোমলমতিদের দেখেছেন, তাতের পাশ্বে যারা ছিল তারা কে ছিল; এতো দিন ডায়নী দ্বারা আক্রান্ত জনতা ছিল। তাইতো এই পটভুমি রচনা হলো। জানিনা সামনে আর কতো কি দেখবো তবে সবচেয়ে মন্দের চেয়ে কিছুটা মন্দ হলে দোষের কি!

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:



দেশে থেকে মনে হবে যে, কাবুল ভ্রমণ করেছেন ফ্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.