নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ড: ইউনুস "কোমলমতিদের" বলেছেন, "আমার কথা না'শুনলে, আমাকে বিদায় দেন"।
উপরের ছবিটা দেখেন, "কোমলমতিদের" সাথে ড: ইউনুস সাহেবের ১টা গরমিল আছে চেহারায়; এবং মাথার দিক থেকেও মিল নেই। যাক, উনি কোমলমতিদের দেখেই বুঝে ফেলেছেন যে, উনি ভয়ংকর বিপদে পড়েছেন, উনাকে কি কারণে টার্গেট করা হয়েছে, সেটা উনি বুঝতে পেরেছেন; এখন এদের থেকে প্রাণে বাঁছলেই হলো!
এই লোক শেরে বাংলার মতো বুদ্ধিমান; বাংলাদেশের সবার চেয়ে দক্ষ; এবার কোন রকমের বোকামী করেননি; তবে, প্যারিস থেকে এই সময় দেশে প্রবেশ করাটা বোকামী হয়েছে, দেশ থেকে প্রাণ নিয়ে বের হতে পারলেই ভালো!
উনার দরকার ছিলো প্যারিসে কিংবা কলকাতায় বসে দেশ চালানো; দেশে প্রবেশ করাটা কিছুটা বেকুবী হয়েছে; উনি কোমলমতিদের নাগালের মাঝে আছেন।
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯
সোনাগাজী বলেছেন:
কোমলমতি, আমি আর আপনি একই ধরণের ব্লগার নই, আপনাকে যেতে হবে "তানভীর জুমার, খাঁঝা বারা, ভুয়া, সোহানীদের " পোষ্টে'; নীচে আপনার ব্লগিং ইতিহাস:
পোস্ট করেছি: ৩টি
মন্তব্য করেছি: ৯০৫টি
মন্তব্য পেয়েছি: ১৪টি
ব্লগ লিখেছি: ১ বছর ২ মাস
২| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪
নতুন বলেছেন: একটা জিনিস জানতে চাইছিলাম আপনার কাছে।
রবিবার পযন্ত প্রায় ৩০০ মানুষ মারা গেছে, আয়ামীলীগের সরকারের কাজে।
তাহলে সোম বার শেখ হাসিনার কি করনিয় ছিলো?
আর সোমবার ছাত্রদের কি করনীয় ছিলো?
কিভাবে এই সমস্যার সমাধান করার উচিত ছিলো শেখ হাসিনার?
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৯
সোনাগাজী বলেছেন:
নতুন সাহেব, ইহা হবে লম্বা কথা ও অনুমানভিত্তিক; আমি একটি কাজের ফাঁকে এটা সেটা লিখছি, এখন উহা নিয়ে আলোচনা সম্ভব হচ্ছে না, স্যরি। সারকথা হলো, উনি ফেল করেছেন: চাকুরী সৃষ্টি করার দরকার ছিলো, ভোট দেয়ার দরকার ছিলো।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২
নতুন বলেছেন: আমি ছুটিতে আছি ২ সপ্তাহ। তাই অনলাইনে অনেক সময় কাটাচ্ছি।
ঠিক আছে সময় করে শেখ হাসিনার কি করনীয় ছিলো সোমবার সেটা নিয়ে আলোচনা কইরেন।
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৪
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ করবো।
উনার দল যে লা ঠিয়ালে পরিণত হয়েছে, এটা ব্লগে আমি হাজারবার উচচারণ করেছি; মাথা না'থাকলে দেশ চালালে মানুষ ভিখেরীতে পরিণত হয়।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কেন মনে হচ্ছে ড: ইউনুস বেঁচে ফিরবেন না?
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৯
সোনাগাজী বলেছেন:
এই কোমলমতিরা হচ্ছে মাড়কসার বাচ্চা, এরা নিজের মা-বাবাকেও খেয়ে ফেলে; যখন ড: ইউনুস সাহেব অর্ডার অমান্য করবেন, তখন কি হবে, আপনিও জানেন।
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩০
সোনাগাজী বলেছেন:
অজগর পোষা বুদ্ধিমানের কাজ নয়।
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৭
অক্পটে বলেছেন: যারা তরুণদের হত্যা করেছে, ওইসব জল্লাদ বেঈমানদের দ্রুততম সময়ের মধ্যে ফাসিতে ঝোলানো উচিত। কোন কালক্ষেপণ নয়।
সব কিছুই অনরেকর্ডেড। খুঁজে পেতে সময় লাগার কথা নয়। সরকার একটু স্টেবল হলেই এই কাজে আগে হাত দেয়া দরকার।
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৯
সোনাগাজী বলেছেন:
ঝুলায়ে দেন, ওরা মার বাসায় আশ্রয় নেয়নি।
আগে ঝুলায়েছেন তো, অভিজ্ঞতার দরকার আছে।
আপনি নিজে যদি কোমলমতি না;হয়ে থাকেন, ওদের থেকে দুরে থাকিয়েন, ওরা অনেকেকে ঝুলাবে।
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫০
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা মাড়কসার বাচ্চা, মা-বাবা, ড: ইউনুস, সবাইকে খেয়ে ফেলবে।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
দূর মিয়া বলেছেন: মনে রাখবেন ড ইউনুস আমেরিকান
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২১
সোনাগাজী বলেছেন:
আপনি কি পাকিস্তান?
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
শায়মা বলেছেন: ডঃ ইউনুসকে এত হিংসা করো না ভাইয়া।
উনার কথা শুনে মনে হচ্ছে উনি অহিংস!!! আর ভালোমানুষও।
সবচেয়ে বড় কথা অন্তত শিক্ষিত একজন।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৪
সোনাগাজী বলেছেন:
অজগরের বাসায় দাঁড়িহীন এক সুদখোর।
আমি ফাইন্যান্সে উৎসাহী মানুষ; সুদ হলো ফাইন্যানসের প্রাণ; সব বাংগালী সুদ করে, আন্য বাংগালীকে সুদখোর ডাকে।
৮| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
সত্যান্বেষীজীবন বলেছেন: আপাদত কোমলমতিদের দিকে নজর রাখতেছি। এদের দ্বারা দেশে বড় খারাপ কিছু হতে চলেছে, আপাদত আমার ধারণা মিথ্যা হোক।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৪
সোনাগাজী বলেছেন:
আপনার ধারণা ১৯৭১ সাল থেকেই সত্য হয়ে বসে আছে।
৯| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
নাহল তরকারি বলেছেন: আপনার কথা আর কেউ না বুঝুক। আমি বুঝেছি।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৬
সোনাগাজী বলেছেন:
আমরা ভবের চরের মানুষ, আমরা কোমলমতি নই, আমরা রুঢ়মতি।
১০| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই সামান্য একটি ইস্যুতে ভুল সিদ্ধান্তের কারণে পচা শামুকে পা কাটলো সাবেক প্রধানমন্ত্রীর।
এই চান্সে কয়েকজন কোমলমতি মন্ত্রী হয়ে গেল।
বড়ই চমেৎকার।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩০
সোনাগাজী বলেছেন:
এটা ২০১৬ সালে ঘটলে ভালো হতো, এতদিনে আওয়ামী লীগ মানুষ হয়ে, কোমলমতিদের সৌদী পাঠায়ে ভালো রেমিট্যান্স পেতো।
১১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পররাষ্ট্র ক্যাডার থেকে দুই জন নেয়া হয়েছে।
মোঃ তৌহিদ হোসেন ও সুপ্রদীপ চাকমা।
এদের মধ্যে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হতে পারেন।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৮
সোনাগাজী বলেছেন:
২ জন আমেরিকান, ৩ জন নাসার, ৪ জন কাবুলীওয়ালা নিলে কার কি আসে যায়? যারা অগরের বাসায় যাবে তারা ওখান থেকে বের হওয়া অবধি কোনদিন ঘুমাতেও পারবে না।
১২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪
আদিত্য ০১ বলেছেন: আচ্ছা, উপদেষ্টা পদে দেখছি, সমন্বয়করাও আছে, মানে তারা পড়াশুনা করবেন কখন আবার সরকার পরিচালনা করবেন কখন, এই একটা আন্দোলনেই তারা হর্তা কর্তা হয়েগেছে,
দেশ বা সরকার পরিচালনার যে দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞার ব্যাপার এইটা তারা ভাবছে না, ১৫ দিন আন্দোলন করে আন্দোলন সফল, এবার দেশে পরিচালনার দায়িত্ব থাকায় লাগবে, কিসের পড়াশুনা কিসের কি গোল্লায় যাক, সরকারি চাকরি পাওয়ার জন্য আন্দোলন করা, এখন তার চাইতে বড় কিছু হাতছানি দিছে, কে সুযোগ হাতছাড়া করে!
ওইদিকে বিএনপি দেশের রাস্তা ঘাট বাজারে চাঁদা বসানোর পসরা নিয়ে বসেছে, জামাত সরকার গঠনের জন্য দোকান দিয়ে বসছে। লন্ডনী টেন পার্সেন্ট প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর,
কে যে কাকে রেখে কি করবে, সার্কাস আস্তে আস্তে জমে উঠছে
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪০
সোনাগাজী বলেছেন:
মওদুদীদের ইতিহাস হলো, ওরা গণহত্যা চালায়, তারপর পালিয়ে যায়।
জিয়া এদের বাবাদের পাকিস্তান থেকে ধরে নিয়ে এসেছিলো।
১৩| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আবারো দৃঢ়তার সাথে বলতে চাই,
পোলাপানদের উপদেষ্টা পরিষদে নেয়া ঠিক হয় নাই
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনি তো বোতলে দুধ খাওয়ার লেভেলে চলে গেছেন: ড: সাহেবকে ও উপদেষ্টাদের চাকুরী দিচ্ছে কোমলমতিরা! জেগে উঠুন!
১৪| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটা আন্দোলনে সফল হওয়ার পর তাদের তো এখন বিসিএস গাইড পাঠ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৯
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা দেশের মালিক এখন, ইহা আফগানিস্তানের উপত্যকা।
১৫| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সচিবালয়ের বড় বড় মুরুব্বি সচিবরা এই কোমলমতি বাচ্চাদেরকে স্যার ডাকতে পারবে না
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫১
সোনাগাজী বলেছেন:
ওদের বাবাসহ এসে ডাকবে; ১৯৭১ সালে ডিসি মিসি এদেরকে হুজুর ডাকতো।
১৬| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫১
এক্সম্যান বলেছেন: আপনি বিদেশে থাকেন, আপনার সন্তানরাও নিশ্চই বিদেশেই লেখাপড়া করেছে। আপনার সন্তানকে পড়াশুনার সময় গেষ্টরুম কালচার ফেস করতে হয়নি, ছাত্রনেতাদের অন্যায় অত্যাচারের স্বীকার হতে হয় নাই, ছাত্ররাজনীতির দানবদের হত্যার স্বীকার ও হতে হয় নাই অথবা নিজেই হত্যাকারিও হতে হয় নাই।
আপনাকে বুঝালেও বুঝবেন না এ কেমন যন্ত্রনা। আপনি হিসাব করবেন কে কয়টা পোষ্ট দিসে সেটা।
শুনে রাখেন, এই ছাত্ররা যদি শুধু ছাত্ররাজনীতি নিশিদ্ধ করার ব্যাপারে পদক্ষেপ নিতে পারে তাহলেই বাংলাদেশের ৫০% সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি যে ব্যঙ্গাত্মক ভাবে কোমলমতি কোমলমতি করতেছেন তারা দেশ গঠনে এগিয়ে এসেছে, ভুল করবে? করুক, কিন্তু আপনাদের মত বিদেশে বসে পিছন থেকে টানাটানিতো করছে না।
যদি এতই নলেজ থেকে থাকে বা সত্যিই বাংলাদেশের প্রতি সামান্য ভালবাসা থেকে থাকে তাহলে ওদের পরামর্শ দিন, কিভাবে কি করলে দেশ আগাবে। আজাইরা ত্যানা প্যাচানো বন্ধ করেন।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৫
সোনাগাজী বলেছেন:
আমি বাংলাদেশে পড়েছি, আমার বাচ্চারা বাংলাদেশে স্কুলে গেছে।
আপনি কি মাদ্রাসার গ্রেজুয়েট?
১৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩
কাছের-মানুষ বলেছেন: আপনি বোধহয় তার পুরো বক্তব্য শুনেন নাই!! এখানে এই বক্তব্যের ভিডিও লিংক।
তিনি পুরো বক্তব্যে আবেগাপ্লুত ছিলেন, আবু সাঈদ এর কথা স্বরন করে কষ্টে তার কথা বন্ধ হয়ে যাচ্ছিল, তিনি ছাত্রদের ধন্যবাদ দেন, এবং বলেন দেশ সংস্কার নতুনদের দিয়ে করতে হবে, বক্তব্যের শেষে ছোট করে দেশ বাসীকে অনুরোধ করে বলে আমার কথা শুনেন না হলে বিদায় দেন, এটা কথার কথা। তবে পুরো বক্তব্যে তিনি আবেগাপ্লুত ছিলেন, আপনি সেখান থেকে একটি লাইন পিক করে অন্যভাবে দেখছেন। বক্তব্যটি উপরে দেখুন ভিডিও লিংক! তাকে সময় দিন সব কিছু গুছাতে!
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৮
সোনাগাজী বলেছেন:
আমি জানি না আপনার বয়স কত? আমি চট্টগ্রামের মানুষ; উনি কি করতে চান, আর উনাকে কি করতে দেয়া হয় সেটার জন্য অপেক্ষা করেন।
১৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৫
দূর মিয়া বলেছেন: কোটা বিরোধি আন্দোলন করল, এখন দেখি মন্ত্রিসবায় কোটা।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৯
সোনাগাজী বলেছেন:
ওরা কোটার লোক নন, কোটার জন্য রাস্তায় এসেছিলো হারাধনের ছেলেমেয়েরা।
১৯| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৮
দূর মিয়া বলেছেন: আমরা এক ভাগ্যমান প্রজন্ম যে ২০২৪ সালে স্বাধিনতা দেখতে পেরেছি!!!! কে কে প্রতি বছর এরকম স্বাধিনতা দেখতেছান
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৪
সোনাগাজী বলেছেন:
অবশ্যই ভাগ্যবান, আপনি কোমলমতি, নাকি রুঢ়মতি?
২০| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৮
দূর মিয়া বলেছেন: আমরা এক ভাগ্যমান প্রজন্ম যে ২০২৪ সালে স্বাধিনতা দেখতে পেরেছি!!!! কে কে প্রতি বছর এরকম স্বাধিনতা দেখতেছান
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৫
সোনাগাজী বলেছেন:
আপনি কি "নতুন স্বাধীনতার" কথা বলছেন?
২১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৩
দূর মিয়া বলেছেন: সোনা গাজী আপনি ঠিক বলেছেন ওরা কোটা জন্য রাস্তায় এসেছিল। তারা সফল!!! যারা আন্দোলন করল সবাই কে যদি মন্ত্রির দ্বায়ীত্ব দিত খুশি হতাম
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬
সোনাগাজী বলেছেন:
ওরা তো হাজার দশেক হবে, সবাই মান্ত্রী হলে ভালো হবে।
আপনি এখন কোটায়, নাকি বাহিরে?
২২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৫
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:
আমি বাংলাদেশে পড়েছি, আমার বাচ্চারা বাংলাদেশে স্কুলে গেছে।
আপনি এবং আপনার সন্তানেরা কি ছাত্রলীগের ক্যাডার ছিলেন?
লেখক বলেছেন: আপনি কি মাদ্রাসার গ্রেজুয়েট?
কেন মাদ্রাসার গ্রেজুয়েটদের কি দেশপ্রেম থাকতে নেই?? এনিওয়ে আমি মাদ্রাসায় পড়ি নাই। তবে মাদ্রাসায় গেস্টরুম কালচার জাতীয় কিছু হয় বলে শুনি নাই।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩১
সোনাগাজী বলেছেন:
আমি ১৯৭২ সাল থেকে ছাত্রলীগের ব্যান চেয়ে আসছি; ছাত্রলীগ না'থাকলে আমাদের :কোমলমতিরাও থাকতো না, আপনিও থাকতেন না।
২৩| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৪
দূর মিয়া বলেছেন: সোনা ভাই একটা কথা এই নতুন স্বাধিনতার বিরোধ করলে কেউ..........
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩২
সোনাগাজী বলেছেন:
আমি আরো স্বাধীনতার পক্ষে, আরও নতুন স্বাধীনতা আসবে।
২৪| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৯
কামাল১৮ বলেছেন: ওয়াজি তারেক মনোয়াররা ক্ষেপেছেন ওনার উপর।হাজার হাজার মানুষের সামনে বলেছেন উনি সুদখোর,উনাকে আনা ঠিক হয় নাই।মামুনুল,আজহারী তারাও নাখোস।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৪
সোনাগাজী বলেছেন:
ঠিকই বলেছে; কোমলমতিরা ভাবছে যে, সুদখোরকে নিলে আমেরোকা লালনীল সুতা বের করবে না।
২৫| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৬
নতুন নকিব বলেছেন:
বেকুব মিয়া প্রাণে বেঁচে থাকবেন তো?
-পোস্টের যে শিরোনাম দিয়েছেন তাতে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই এসে যায়, আপনার দলের লোকের দ্বারা ড. ইউনুসকে প্রাণে মেরে ফেলার আশঙ্কা আছে কি?
০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪২
সোনাগাজী বলেছেন:
উনাকে আপনি সুদখোর ডাকেন, কোমলমতিরা জানে যে, উনি সুদখোর; ৯৯ ভাগ লোক উনাকে ধর্মীয় দিক থেকে ঘৃণা করেন; ফলে, উনি বিপদে পড়া সম্ভব।
২৬| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই হতাশাজনক আপনার বাংলা লেখা। সামান্য এটুকু পোস্ট লিখতে গিয়ে বিরাম চিহ্নের দফারফা করেছেন। এমন ভুলে ভরা বাংলা লিখলে কিন্তু ব্লগের প্রধানমন্ত্রীর পদ অধরা থেকে যাবে।
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
সোনাগাজী বলেছেন:
আমার লেখায় সমস্যা থাকায় বাংগালীরা পড়েন।
আপনার লেখার সিনটেক্সগুলো শুদ্ধ থাকে, কিন্তু প্লটগুলো হয়ে থাকে আবর্জনাময়।
২৭| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
পবন সরকার বলেছেন: ডঃ ইউনুস তো আপনার বাড়ির কাছের লোক তারপরেও এতো ক্ষোভ কেন?
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
সোনাগাজী বলেছেন:
আমি উনার সবচেয়ে বড় অনুসারী; আমি ২০১২-২০২২'এর মাঝে উনার পক্ষে ৪০০'এরবেশী পোষ্ট লিখে আওয়ামী ব্লঘারদের লাথী খেয়েছি; আমি এখনো উনাকেই বাংলাদেশের সবচেয়ে দক্ষ মানউষ হিসেবে দেখি; শেরে বাংলার পর, উনিই সেরা বুদ্ধিমান। আমি বলছি, বর্তমান মৌলাবাদী বাংলাদেশের ৯৯ ভাগ মানুষ উনাকে "সুদখোর" হিসেবে ঘৃণা করে; কোমলমতিরা উনাকে ইসলামের শত্টু মনে করে।
ছবিতে দেখেন, কোমমতিদের সাথে উনার চেহারার মিল আছে? সুযোগ পেলে, এরা গিলে ফেলবে।
২৮| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
শাহাদাত ফাহিম বলেছেন: এরা তিনটা মাস টিকতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ঠ সন্দেহ আছে।
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২
সোনাগাজী বলেছেন:
মিলিটারী পায়ে দাঁড়াতে পারলে, লাথি মেরে জেলে পাঠিয়ে দেবে।
২৯| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
দূর মিয়া বলেছেন: যদি ইউনুস প্রাণ নিয়ে ফিরে যেতে না পারে শহীদ ভাই বলে ঘোষনা করে দিব, আমাদের দেশে এমন অবস্থা যে কেউ মরলে শহীদ হয়ে যাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৩
ধুলো মেঘ বলেছেন: আওয়ামী সরকারকে তো ফেলায় দিলেন। আর সেই বস্তাপচা মুক্তিযুদ্ধের চেতনাবাজী আর মুজিব বন্দনা থেকে মুক্তি পাইলেন। কিন্তু মুক্তি পেয়েই যা শুরু করেছেন, এতে কি জনগণের মন পাওয়া যাবে? আমাদের দেশের ১৮ কোটি জনগণের মধ্যে কমপক্ষে ৪ কোটি আছে আওয়ামী লীগের সাপোর্টার। এদের চোখের সামনে আপনি
- এদের জনকের মূর্তি ভাঙলেন। গলায় দড়ি বেঁধে শহীদ মিনারে ঝুলিয়ে দিলেন। মাথার উপর পাশাব করে দিলেন। নিচে ফেলে জুতা দিয়ে পেটালেন।
- এদের পূজনীয় ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দিলেন।
- এদের নেতাকর্মীদেরকে যা না তাইভাবে অপমান অপদস্ত করলেন।
- সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দিলেন।
- ওদেরকে দিনরাত আতঙ্কিত করে রাখলেন।
আর দম্ভভরে দাবি করলেন যে স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা যদি দেশের ৪ কোটি মানুষের জন্য নরক যন্ত্রণার কারণ হয়, তাহলে তাকে আপনি কোন যুক্তিতে স্বাধীনতা বলেন? এই ৪ কোটি কি বসে থাকবে? এদের যে যেখান থেকে যতটুকু সামর্থ্য দিয়ে পারে, আপনাদেরকে এই অপমানের জ্বালা ফিরিয়ে দেয়ার জন্য সব রকম প্রচেষ্টা চালাবে। ঠিক কিনা কন!
আপনি নতুন সরকার নিয়া যতই উন্নতি করেন, লাভ নাই।
দেশকে আমেরিকার মত সুপার পাওয়ার বানায় দেন, লাভ নাই।
ঘুষ খাওয়া রূপকথায় বানায়া দেন, লাভ নাই।
মাইক্রসফট আর গুগুলের সিইও পদে বাংলাদেশি বসান, লাভ নাই।
নোবেল পুরষ্কার আনেন, আর বিশ্বকাপ ফুটবলের শিরোপা আনেন, লাভ নাই।
এদের মনে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। তারপর কোন একদিন ...
নির্বাচনের মাধ্যমে হোক আর ভারতের আধিপত্যবাদী দখলদারীর মাধ্যমেই হোক, ক্ষমতা দখল করবেই। আর আপনাদের করা প্রত্যেকটা অপমানের প্রতিশোধ পাই পাই করে আদায় করবে। আর প্রতিশোধ নেবার সময় আওয়ামী লীগ কাউকে দয়াও দেখায় না - কাউকে ছাড়ও দেয়না।
কি ভাই নতুন মুক্তিযোদ্ধা? প্রস্তুত আছেন তো সেই দিনের জন্য?