নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
উপরের ছবিটা দেখেন "কোমলমতিদের" সাথে ড: ইউনুস সাহেব, ৮৪ বছর বয়স্ক দাঁড়িবিহীন কত বড় এক সুদখোর!
আমাদের নুরানী চেহারার মমিন কোমলমতিদের পাশে এই লোককে দেখলে কি কোন ধরণের শ্রদ্ধা আসে? সুদখোর আমি বলছি না, আমি ফাইন্যন্সের মানুষ; সুদ হলো ফাইন্যন্সের প্রাণ। উনাকে সুদখোর ডাকতো শেখ হাসিনা, হেফাজত, জামাত ও কোমলমতিরা।
এই লোক শেরে বাংলার মতো বুদ্ধিমান; বাংলাদেশের সবার চেয়ে দক্ষ; এজন্য আমেরিকানরা ইহাকে ভালোবাসে; উনিও আমেরিাকে ভালোবাসেন; এখন আমাদের কোমলমতিরাও আমেরিকাকে ভালোবাসতে চাচ্ছেন।
ড: ইউনুস "কোমলমতিদের" ঘরে ঢুকে বলেছে, "আমার কথা না'শুনলে, আমাকে বিদায় দেন"। এই কথা বালাটা একটু বেয়াদবী বেয়াদবী শোনাচ্ছে! কোমলমতিদের কমান্ডে সেনাপ্রাধন প্যান্টে হিসু করছে, এই আদব কায়দাহীন লোক বলে কি?
মনে হচ্ছে, কোমলমতিরা আমেরিকাকে পাশে পেতে চাচ্ছে; তবে, আমেরিকানদের অনেক পিতাকে আফগানী কুমীরে খেয়েছে, ওরা ঢেঁকি দেখলেও ভয়ে থাকার কথা। যাক, ড: ইউনুস যদি আমেরিকাকে ম্যানেক করে দেয়, সেটা হবে জাতির জন্য সৌভাগ্য; সদ্য "নতুন স্বাধীনতা " প্রাপ্ত দেশকে আমেরিকা নতুন করে স্বীকৃতি দেবে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০১
সোনাগাজী বলেছেন:
আমেরিকা হযরত ইব্রাহিমের মতো, ভালোবাসার ধনকে কোরবাণি দিয়ে দেয়।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৭
সোহেল মামা বলেছেন: একজনের সম্পর্কে ভালো করে না জেনেই মিথ্যাচার করতেছেন ।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৩
সোনাগাজী বলেছেন:
সোহেল মামী যদি একই কথা বলেন, আমি মিথ্যা কথা বলা ছেড়ে দেবো!
আপনার বচ্চারা কি কোমলমতি, নাকি রুঢ়মতি?
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: যেখানে বিধাতা ও তাঁর নবির (সা) সমালোচনা দেখা যায় সেখানে সমালোচনা বিহীন মানুষ কোথায় পাবেন? সুতরাং আমাদেরকে মন্দের ভালো চয়েস করতে হবে। আমি আপনার সব মতে একমত নই। তথাপি অনেক ক্ষেত্রেই আমি আপনাকে সমর্থন করি।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৬
সোনাগাজী বলেছেন:
আপনি এখন যা লিখবেন লিখেন, মাাঝে মাঝে সময় নিয়ে কবিতা লিখিয়েন; আধুনিক কালে আপনার মতো মমনশীল বাংলা পংক্তিমালা সৃষ্টিকারীর সংখ্যা খুবই কম।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একটা বিষয় খেয়াল করেছেন?
শপথ অনুষ্ঠানের সময় প্রফেসর সাহেব কে যথেষ্ট নার্ভাস মনে হচ্ছিল।
একটা বিষয় খেয়াল করেছেন?
শপথ অনুষ্ঠানের সময় প্রফেসর সাহেব কে যথেষ্ট নার্ভাস মনে হচ্ছিল।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩১
সোনাগাজী বলেছেন:
উনাকে বুলেটপ্রুফ ভেষ্ট পরে কাজে যেতে হবে ও খেয়ল রাখ্তে হবে কোমলমতিরা কি করছে।
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৩
দূর মিয়া বলেছেন: জাতিকে বছরখানেক মিষ্টি খাওয়াই ডায়াবেটিস করে দিবে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩
সোনাগাজী বলেছেন:
এখন কাজ হবে মাদ্রায় যাওয়া ও মিষ্টি খাওয়া
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৬
ফেনা বলেছেন: মহাজাগতিক চিন্তা সাহেব তটিক এবং উত্তম বলেছেন। সহমত
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৪
সোনাগাজী বলেছেন:
উনি আমার পছন্দের কবি, কিন্তু আপনার লেখা আমার ভালো লগে না; আপনি কোমলমতি মানুষ।
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৭
দূর মিয়া বলেছেন: কোটা বিরোধী আনন্দদানকারী, ১১.৭% কোটা মেরেদিছে
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৬
সোনাগাজী বলেছেন:
কোটা পায়নি কোমলমতিরা কিন্তু তালেবানদের মতো দেশ পেয়ে গেছে।
৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৭
আদিত্য ০১ বলেছেন: ২ জন সমন্বয়ক আছে, এরা যে কি করবে, বিএনপি ঐদিকে চাঁদা কালেকশনে নামছে, দেখা যাবে এই সমন্বয়করাই নির্বাচন দিতে চাচ্ছে না, পরে দেখা যাবে বিএনপি-জামাত নির্বাচনের জন্য আন্দোলনে নামছে, কিন্তু দিচ্ছে না, আবার কিন্তু ঈদও আসে না বিএনপির আন্দোলন সফলও হয় না। তখন এরাই সব দল মিলে আন্দোলনে নামতে চায় এই স্বৈরাশাসকের বিরুদ্ধে, আওয়ামীলীগকে পাশে চায়, কারন মাঠের আন্দোলন আওয়ামীলীগই সফল করে ১৯৪৭ থেকে ১৯৭১ ও ১৯৯০ ও ২০০৬/০৭ এর আন্দোলন সবই আন্দোলন।
এইটাই হবে, আবার এমনও হতে পারে সমন্বয়করা দল গঠন করবে, নির্বাচনে জয়ী হবে, আবার এদের বিরুদ্ধে বিএনপি-জামাত সহ সব ডান বাম মিলে আন্দোলনে নামছে, কিন্তু ঈদও আসে না আন্দোলন সফলও হয় না, আওয়ামীলীগকে পাশে নিবে
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫০
সোনাগাজী বলেছেন:
ওরা ড: ইউনুসের উপর নজর রাখবে।
৯| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! খুব দুক্কু পাইছি।ব্লগ থেইক্কা আপনেকো পধানমনতিরির পদে দেখত্যা চাইছিলুম সেটি হোলি না। আপনার লগে কাননা পাইতাছে। মনের জ্বালা আপনেকো হবাটা খুবই স্বাভাবিক।তাই বলি কী, এখন থেইক্কা সামনে পাইলেই সুদখোর বইল্যা চিৎকার করবেন। শুধু রাতে কাপড় নষ্ট যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন।
ও হ্যাঁ এখন থেইকা আর কোলকাতায় পদ্মার ইলিশ আসবে না।আপনে আমেরিকার ওতো মাছ নিয়ে যেতেও পারবেন না।তাই আপনার ডাবের বুদ্ধিতে যা আসে অর্থাৎ ডাবের ভেতর পদ্মার ইলিশ চাষ করে কোটিপতি হওয়ার চেষ্টা কইরা দেখতে পারেন।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪১
সোনাগাজী বলেছেন:
কলকাতায় বাঁদরামীর সুযোগ কম?
১০| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: আপনে সো করতে আসলে ব্যবস্থা করে দেবোখন। চিন্তা করেন না মন খুলে খেলা দেখাবেন..
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৯
সোনাগাজী বলেছেন:
আপনি কলকাতার দাদা সব পারেন; কখনো শিক্ষক, কখনো গোপাল ভাঁড়, কখনো ব্লগার।
১১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩
দূর মিয়া বলেছেন: সোনা ভাই আপনি কি আমার কথা বুঝেছেন? মিষ্টি মানে কি বুঝেছেন?
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০২
সোনাগাজী বলেছেন:
মনে হয় বুঝিনি; কথা বলতে সহজ করে বলবেন।
১২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩
সত্যান্বেষীজীবন বলেছেন:
মুহাম্মদ ইউনুসরা যখন দেশে এনজিওর কারবার শুরু করেছিলেন, তখন এদেরকে অনৈসলামিক আখ্যা দেওয়া হতো। অনেক কিছু বলা হতো। যারা বলত সেই শ্রেণির লোকজন এই এনজিও-আধিক্যের অন্তর্বর্তী সরকারের ঘোর সমর্থক।
মুহাম্মদের অন্তর্বর্তী সরকারে নিজেসহ ৬ উপদেষ্টা এনজিও-সংশ্লিষ্ট।
এই সরকারের শপথ অনুষ্ঠানে উপেক্ষিত ছিল একাত্তর, উপেক্ষিত ছিলেন জাতির পিতা। স্মরণ করা হয়েছে কেবল আন্দোলনে নিহতদের।
এই যে প্রজন্ম, এই প্রজন্মের যারা তারা একাত্তরকে প্রায় অস্বীকার করে বিশ-চব্বিশ সালের সরকার পরিবর্তনকে দেশের সর্বোচ্চ অর্জন হিসেবে ভাবতে বসেছে। এবং প্রৌঢ়রাও এখানে তাদের মতো করে ভাবতে-মানতে বাধ্য। এটা স্রেফ একটা সরকারের পরিবর্তন। বিএনপি দেড় দশক আন্দোলন করে যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারেনি, ছাত্ররা দেড় মাসে সেটা করতে পেরেছে; এর বেশি কিছু নয়। এখানে নিহতরা একাত্তরের জন্মযুদ্ধের শহিদের সঙ্গে তুল্য কোনোভাবেই নয়, আর অত্যধিক মর্যাদা পাওয়ার যোগ্য তো হতেই পারে না।
অন্তর্বর্তী সরকারে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে। এদের মধ্যে নাহিদ ইসলামের বয়স ২৬, অন্যজন আসিফ মাহমুদের বয়স কত জানি না। তার বয়স যদি ২৫ বছরের নিচে হয়, তবে তার সংসদ সদস্য হইবারই যোগ্যতা অর্জন হয় না। আর উপদেষ্টা তো মন্ত্রীর পদমর্যাদা।
সংবিধানে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নাই। সাংবিধানিক সংকটের এই সময়ে দেশে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যদিও হয়েছে সংবিধানের লঙ্ঘন, তবু দুর্যোগ কিংবা সংকটকালীন পরিস্থিতি বিবেচনায় পরের সংসদে সেটা পাস করিয়ে নিয়ে নেওয়া হবে। তার ওপর আসিফ মাহমুদের বয়স যদি হয় পঁচিশের নিচে তবে এটাও হবে আরেক লঙ্ঘন। প্রার্থনা করি তার বয়সটা যেন পঁচিশ পাড়ি দিয়ে দেয়!
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষায় আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। তাদের কথাকে সত্য ধরে নিলেও এখন যা হচ্ছে সেটা কি আরেক ফ্যাসিবাদের উত্থান নয়? এখন দেশে সংবিধান চলমান থাকলেও সেটা লঙ্ঘন হচ্ছে, এবং দেশের কথিত সুশীল সমাজ বিনা প্রশ্নে সেটাকে গ্রহণ করে চলেছে। এই সংবিধান লঙ্ঘনকে কি ফ্যাসিজম বলা যায় না?
মোহে কিংবা ঘোরের কবলে পড়ে কেউ প্রশ্ন তুলছে না, কেউ হয়ত সাহসও করতে পারছে না; কিন্তু যা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না।
আপনারা আন্দোলন করে সফল হয়েছেন, ভালো কথা। তাই বলে সব কিছু আপনাদের প্রেসক্রিপশন মেনে করতে হবে? প্রধান উপদেষ্টা থেকে, বাকি সকল উপদেষ্টা, এমনকি নিজেদের জন্যে উপদেষ্টা পদগুলোও? দেশ কি একার কারো? এখানে কি অংশীজনের মতামতের কোন মূল্য নাই?
আসিফ নজরুল কিংবা আদিলুর রহমান খান শুভ্র; এরা তো বিতর্কের বাইরের লোক নয়। এঁদেরকে কি বাইরে রাখা যেত না। ইতিহাস এভাবে বিস্মৃত হয়ে গেলে তো সমস্যা। তবে কি এখানে কাজ করেছে প্রথম আলো-ডেইলি স্টার গোত্র?
আওয়ামী লীগ সরকার টিকে থাকতে করেছে শক্তির প্রয়োগ, সরকারকে নামাতে করা হয়েছে শক্তির প্রয়োগ; এখন আবার সেই একই শক্তির প্রয়োগ চলছে সর্বক্ষেত্রে। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনেও। এখানে যা হচ্ছে সেখানে আছে সেনাসমর্থন, আছে মোহে থাকা জনসমর্থনও।
যতক্ষণ সংবিধান আছে, ততক্ষণ আপনাকে সেটা মেনে চলতেই হবে। এটা করতে আপনি বাধ্য। এখানে যে জোর খাটানো হয়েছে, হচ্ছে, এবং হবে সেটা রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করা।
রাষ্ট্রপতির নামে দেশের সব কিছু হয়, কিন্তু ঢাল নাই তলোয়ার নাই অবস্থা তাঁর। এত কিছু হচ্ছে তাঁর নামে, কিন্তু করার কিছু নাই। প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন একবার বলেছিলেন, ‘মিলাদ ও কবর জিয়ারত ছাড়া তাঁর কোনো কাজ নেই।’ বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেখে মনে হচ্ছে প্রয়াত সাহাবুদ্দীন ভুল বলেননি। সংবিধানে থাকুক কিংবা নাই থাকুক, যা বলা হচ্ছে সেটাই করতে হচ্ছে তাঁকে! ধারণা করি এই মুহূর্তে দেশের অসহায় ব্যক্তিটির নাম মোহাম্মদ সাহাবুদ্দিন!
মোহে থাকা মানুষদের দেখাদেখি অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন! দেশে শান্তি-স্বস্তি-নিরাপত্তা ফিরিয়ে আনতে পারলে তবেই 'ধন্যবাদ'।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০১
সোনাগাজী বলেছেন:
আপনি অনেক দরকারী কথা বলেছেন; এখন সময় নেন, দেখেন কোমলমতিরা কি কি করতে চায়।
এইসব কোমলমতিরা গড়ে ৪/৫ বছরের ট্রেনিং পেয়েছে বলে মনে হচ্ছে; এদের সংখ্যা কয়েক হাজার; এরা দেশকে আফগানিস্তানের মতো দখল করেছে।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৩
সোনাগাজী বলেছেন:
ওরা ড: ইউনুসকে কৌশলে মানবঢাল বানায়েছে।
১৩| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৭
দূর মিয়া বলেছেন: সোনা ভাই আমাদের কে শকুন/শকুনি ঘিরে ধরেছে!
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২
সোনাগাজী বলেছেন:
কোন শকুন শকুনির কথা বলছেন?
১৪| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১০
আদিত্য ০১ বলেছেন: এই সহজ সরল জ্ঞানী মানুসটা ড ইউনুস নিশ্চিত খলনায়ক রুপে দাড় করাবে কোন এক দল, এই মানুসটা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই ব্যবহার করবে। আহারে! ড ইউনুসকে পছন্দ করি, কিন্তু কি এক নষ্ট রাজনীতিতে ঢুকল না বুঝে!
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৪
সোনাগাজী বলেছেন:
মনে হয়, শেখ হাসিনার উপর প্রতিশোধ নিচ্ছেন; কিন্তু শেষে অজগরদের শিকারে পরিণত হয় কিনা কে জানে!
১৫| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২
দূর মিয়া বলেছেন: মিস্টি=$ এবার বুঝেন
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০৫
সোনাগাজী বলেছেন:
এখন বুঝলাম, ধন্যবাদ
১৬| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৮
দূর মিয়া বলেছেন: আদিত্য ওনি ২০০৭ থেকে চেষ্টা ছিলেন কিন্ত.....
১৭| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৩
জ্যাক স্মিথ বলেছেন: সমালোচনা অনেক হয়েছে, এখন একটু উনাদের পাশে দাঁড়ান।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০৭
সোনাগাজী বলেছেন:
ওরা কারা, কারা দেশ দখলে সাহায্য করলো, কারা মিলিটারী দখল করে নিয়ে ছিলো।
১৮| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬
দূর মিয়া বলেছেন: সোনা ভাই আপনি কি সত্য আমার কথা বুঝেন নাই
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০৮
সোনাগাজী বলেছেন:
আপনি কি বলেন, তা আমার মনে নেই।
১৯| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকে আজমকে চিনেন?
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০৮
সোনাগাজী বলেছেন:
না, চিনি না।
২০| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৮
শ্রাবণধারা বলেছেন: "কোমলমতি" আপনার এই শব্দটি পড়ে হাসছি।
লেখক বলেছেন: এইসব কোমলমতিরা গড়ে ৪/৫ বছরের ট্রেনিং পেয়েছে বলে মনে হচ্ছে; এরা দেশকে আফগানিস্তানের মতো দখল করেছে।
এটা কেন মনে হল, এদের মুখে দাড়ি আছে দেখে? এদের দাড়ি তো ইসলামি দাড়ি নয়, ফ্যাসনের দাড়ি !
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১৬
সোনাগাজী বলেছেন:
দাঁড়ি:
১) ফ্যাশনের দাঁড়ি: ফ্রন্চকা ট, কিংবা ঐ ধরণের কিছু।
২) হেফাজতের দাঁড়ি: লম্বা ও গোছালো
৩) শিবিরের দাঁড়ি: মুখের সাথে লেগে থাকে, সঠিকভাবে কাটে না।
৪) বয়স্ক ও ইসলামিক দাঁড়ি: কাটে না, অগোছালো
আমাদের কোমলমতিদের দাঁড়িগুলো শিবিরের দাঁড়ি
২১| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন:
দুর্দান্ত টিম হয়েছে। এই টিম ভালো করবে। এছাড়া আপনার আমেরিকা তো আছে। ভারত পাকিস্তান এর চেয়ে আম্রিকা ভালো। আমি জানতাম আপনি ব্লগে আমাদের জেন-z এর দুইজনরে নিয়ে হাউকাউ করবেন। তাই আমি এদের সম্পর্কে খবর নিছি। এরা মডারেট মুসলিম। জামাতবা হিজবুত বা কওমি না। এরা দেশ প্রেমিক। আমার মনে হচ্ছে এরা ভালো করবে।
আর আমি আজ যখন শপথ গ্রহণ লাইভ দেখাচ্ছিল তখন - যমুনার লাইভে কমেন্ট করছিলাম যেন উপদেষ্টা মন্ডলিতে আপনাকে রাখে।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১৯
সোনাগাজী বলেছেন:
দেশের মিলিটারীকে কিছু লোকজন দখল করেছে, কিংবা ক্রয় করেছে; কারা করে এটা বুঝা মুশকিল হচ্ছে। মিলিটারী ঠিক থাকলে এত নিরীহ মানুষ মারা যেতো না।
২২| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৬
নূর আলম হিরণ বলেছেন: হামিদ কারজাই এর কথা মনে আছে আপনার? প্রফেসর সাহেব কি তেমন হয়ে যাবেন নাকি নিজ দেশের ফখরুদ্দিনের মত অবস্থা হবে শেষমেষ?
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২২
সোনাগাজী বলেছেন:
উনি আমেরিকার সাথে আলাপ করে ওখানে এসেছেন; তবে, পজিশন খুবই রিস্কি। হাজার হাজার কমলমতি ট্রেনিং পেয়েছে ও দীর্ঘ সময় এই প্রজেক্টে ছিলো।
২৩| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: @আদিদ্য
সহজ সরল দের আল্লাহ ভালো বাসেন সাহায্য করেন। আর তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়। ইন্ডিয়ারে থাপ্পড় দিয়া ফ্যাসিবাদ এর কবর দেয়া সহজ সরল ইউনুছ করেনি। এখানে আছে আন্তর্জাতিক শক্তি।
২৪| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৫
কামাল১৮ বলেছেন: বাংলাদেশ হবে দ্বিতীয় ইসরায়েল।আমেরিকার শক্তিশালী ঘাটি অথবা ফিলিপাইনের মতো।আমরা সুখেই থাকবো।আর মিয়ানমারের সাথে যুদ্ধ করবো।কিছু অংশ স্বাধীন করে রুহিঙ্গাদের ফেরত পাঠাবো।যেটা আমেরিকা শেখ হাসিনারে বলেছিল।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৪
সোনাগাজী বলেছেন:
আপনি বাার্মার সেনাবাহিনীর জনসংখ্যা ও অস্ত্রের হিসেব রাখেন? ওদের সামরিক শক্তি আমাদের ৪ গুণ
২৫| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৬
ঈশান মাহমুদ বলেছেন: কি আর বলবো ! আপনাকে শুধু ওবায়দুল কাদেরের মতোই বলি... জ্বালা, মনে বড়ো জ্বালা...।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৬
সোনাগাজী বলেছেন:
নিজের বক্তব্য থাকলে, বলতে পারেন।
২৬| ০৯ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোমলমতিরা যেহেতু তাদের ভাষায় একটি সফল বিপ্লব বা ছাত্র অভ্যুত্থান করতে পেরেছে তাহলে তাদের প্রথমেই উচিত ছিল বর্তমান সংবিধান স্থগিত রাখা।
কেননা, এখন যেকাজগুলোই করা হচ্ছে সবগুলি সংবিধান পরিপন্থী ।
এরা পরবর্তীতে সংবিধান সংশোধন করতে যাবে।
সেটা করতে চাইলে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে রাখতে হবে।
যদি নিজেদের অনুকূলে নির্বাচনের ফলাফল রাখতে চায়ই সেই ক্ষেত্রে নির্বাচন কোনভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না
কেননা, সংবিধান সংশোধনের জন্য এই বিপ্লবী সরকারকে অবশ্যই দুই শয়ের উপরে আসন পেতে হবে ।
যেটা একেবারেই অসম্ভব একটি ব্যাপার।
আমার পর্যবেক্ষণ হচ্ছে, ২০৩০ সালে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সংবিধান সংশোধন করা এত সহজ কাজ হবে না। সেই নির্বাচনে বিএনপি ১৬০টির মতো আসন পেতে পারে এবং আওয়ামী লীগ পেতে পারে ১৪০টি আসন ।
তাহলে লেগে যাবে ক্যাঁচাল
০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:২৩
সোনাগাজী বলেছেন:
দেশ এখন নৈরাজ্যের মাঝে, একমাত্র ড: ইউনুসকে ব্যতিত অন্য কাউকে মানুষ চেনে না; দেশ চালনার ব্যাপারে তাদের দক্ষতা গর্দভের সমান; ড: ইউনুসকে সবাই ঘৃণা করে: সে সুদখোর, স্বার্থপর ও তার জনপ্রিতা শতকরা ১ ভাগেরও কম।
২৭| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১২
কামাল১৮ বলেছেন: আমেরিকা বলেছিলো প্রয়োজনিয় সাহায্য সে করবে।তাতে করে চীনকে সায়েস্তা করা হবে।
বার্মার কিছু অংশ আর পার্বত্য চট্টগ্রামের সাথে ভারতের কিছু অংশ নিয়ে একটি ছোট্ট খৃষ্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা আছে সিআইয়ের।অনেক দিনের পরিকল্পনা।এলাকার লোকজনকে খৃষ্টান বানানো শেষ।গোপনে তারা প্রস্তুত হচ্ছে।আস্তে আস্তে সব জানতে পারবেন।
০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০১
সোনাগাজী বলেছেন:
আমেরিকা আগে যুক্ত ছিলো না; অবস্হার এখন যুক্ত হয়েছে। কোমলমতিদের আন্দোলনের ডিজাইনে ও জনবলের ট্রেনিং'এ পাকী সৈন্য বাহিনী যুক্ত ছিলো ও আছে।
২৮| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪২
নতুন নকিব বলেছেন:
আপনার দুঃখে আমার "পান্না" "কাচ্ছে"।
০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৩
সোনাগাজী বলেছেন:
আগামীতে প্রাইমারী স্কুলের ছাত্ররা আসবে দেশ চালাতে।
২৯| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: বয়স ৮৪; সামলাবেন দু'টি বিভাগ আর ২৭টি মন্ত্রণালয়। আমার মনে হয় একসময় উনার অবস্থা হবে 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি'। এই বয়সে এই দেশের নোংরা রাজনীতির গ্যাঁড়াকলে পড়ে মান-সম্মান সব হারাবেন।
০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১২
সোনাগাজী বলেছেন:
এই সরকারে যাদের আনা হয়েছে, তদেরকে সামনে রেখে দেশকে চালাবে অন্যেরা; সেই অন্যদেরা কে, জাতি এখনো জানে না।
৩০| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩
দূর মিয়া বলেছেন: সোনা আমার মাথাই আসতেছে না, এটা কি আগে থেকে প্লেন করা ছিল, না হয় ওরা কী ভাবে সরাসরি ড.ইউনুস এর নাম প্রস্তাব করল এবং তাকে উপদেষ্টা প্রধান করার জন্য রাষ্ট্রপতি এর সাথে ৬ ঘন্টা বৈঠক করল. যা আমরা ১৯-২০ জুলাই থেকে সন্দেহ করে আসতেছি। আর আসিফ নজুরুল ছাত্রদের জন্য যে কষ্ট করছে, তা থেকে বুজাযাই তিনি পদ একটা ওনি পাবেন. কিন্ত ২ কোটা আন্দোলনকারি যে মন্ত্রিসবায় কোটা ব্যাবহার করবে কেউ স্বপ্নেও চিন্তা করেনি।
০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৮
সোনাগাজী বলেছেন:
ইহা ৪/৫ বছর সময় নিয়ে বাস্তবায়ন করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
উনি সমস্যায় পড়লে আমেরিকা বাঁচাবে?