নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নুরু, পুশি, আয়েশা, শফিদের চড়ুইভাতী সরকার।

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৭



সরকার যেটা গঠন করা হয়েছে, উহা নুরু, পুশি, আয়েশা ও শফিদের ইচ্ছানুসারে উহাদের দেয়া লিষ্ট থেকে করা হয়েছে; ইহাতে মিলিটারীর কোন হাত নেই; নুরু ও পুশির মন চাইছে, তাই তারা নিজেরাও সরকারে ঢুকে গেছে। নিযুক্তদের মাঝে শুধু ১ জনকেই জাতি চেনেন, উনি হচ্ছেন, ড: ইউনুস সাহেব; দেশের ৯৯ ভাগ মানুষ উনাকে সুদখোর হিসেবে ঘৃণা করেন। উনি ব্যতিত বাকীরা নুরু, পুশিদের সন্মানী অথিতি।

মানুষ জানেন যে, ডক্টর সাহেব খুবই কড়াহাতে ইনষ্টলমেন্ট আদায় করেছে সব সময়, মানুষের দু:খ কষ্ট ইনষ্টলমেন্ট বন্ধ করতে পারেনি; ইউনুস সাহেবের লোকজন এসে ঘরের টিনও খুলে নিয়ে গেছে; কিছু মানুষ আত্মহত্যা করেছে, হাজার হাজার পরিবার পালিয়ে অন্য এলাকায় চলে গেছে, হোমলেস হয়ে গেছে।

উনি ৮৫ লাখ পরিবারকে কোলেটারেল-বিহীন ঋণ দিয়েছিলেন অপেক্ষাকৃতভাবে খুবই কম সুদে; কিন্তু ৭০ লাখের মতো পরিবারের মানুষ ঋণের টাকা দিয়ে আয়ের জন্য কিছু করেনি, পরিবারের বিবিধ দরকারে খরচ করে ফেলেছিলো; পরে ইনষ্টলমেন্ট দিতে না পেরে অন্যদের থেকে ঋণ নিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। এসব মানুষ নিজের ভুলের জন্য চরম ভোগান্তিতে পড়েছিলেন; কিন্তু সবাই ড: ইউনুস সাহেবকে দোষারোপ করেছিলো; কারণ, তারা পরে মিডিয়া থেকে শুনেছিলো যে, ড: ইউনুস তাঁদের থেকে উচ্চ হারে সুদ নিয়েছে, যখন তিনি অন্য জাতি থেকে টাকাগুলো বিনা সুদেও পেয়েছিলেন।

কারো মনে আছে, জে: মইনের সময় ড: সাহেব দল গঠন করার জন্য বিশাল পদক্ষেপ নিয়ে ফেইল করেছেন; উনি নিজের জনপ্রিয়তা বুঝার জন্য জরীপ চালায়ে ছিলেন: শিক্ষিতদের কাছে ইমেইল ও প্রিন্টটেড চিঠি পাঠানো হয়েছিলো; ফলাফল লড্ডা! উনি হতাশ হয়ে দল করার পরিকল্পনা ছেড়ে দেন।

এখন একটি বিষয় অজ্ঞাত থেকে যাচ্ছে যে, উনাকে সরকারে যোগের পেছনে কে? উনি কি আমেরিকার মনোনীত, নাকি নুরু, পুশিদের? এসব নুরু, পুশিদের দেখে মনে হয় যে, তারা সুদখোরকে ভালোবাসার মতো লোকজন?





মন্তব্য ৫৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



সোনাগাজী,
আপনার মাথা গোলায়ে যাচ্ছে মনে হচ্ছে।

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



আমার মাথায় ও পায়ে মানসিক রোগ দেখা দিয়েছে!
ড: ইউনুস থেকে কম সুদের ঋণ নেবেন?

২| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনি আপাততঃ আপনার প্রিয় স্বৈরাচার পুনরায় ফিরে আসার অপেক্ষায় কিছু দিন রেস্ট নিয়ে দেখতে পারেন।

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



আমি মিলটারী ও স্বৈরাচারের লোক নই, আমি ব্লগার।

৩| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮

নতুন নকিব বলেছেন:



তাহলে এই যে নিরীহ ছাত্র হত্যাকারী স্বৈরাচারের পলায়নের পর হতেই আপনাকে দিকবিদিক জ্ঞানশুন্য বলে মনে হচ্ছে, এর কারণ কী?

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫১

সোনাগাজী বলেছেন:



আমার দিগবিদিক ঠিক আছে; আমার মাতৃভুমি কারা আফগানিস্তানের মতো দখল করেছে, আমি তাদের পরিচয় জানতে ও বুঝতে চাই।

৪| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৯

নতুন নকিব বলেছেন:



আমার দিগবিদিক ঠিক আছে; আমার মাতৃভুমি কারা আফগানিস্তানের মতো দখল করেছে, আমি তাদের পরিচয় জানতে ও বুঝতে চাই।

-তাদের পরিচয় জানতে ও বুঝতে চাইলে আপনার দেশে আসা উচিত। কোমলমতি ছাত্রদের নিকট হতে আপনার চাহিদামত আপনি সবকিছু অতি সহজেই পেয়ে যাবেন বলে মনে করি। তা, কবে আসছেন?

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



আমি আপনার মতো লোকদের মন মতো চলি না; আমার নিজস্ব পথ আছে।

৫| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০২

কামাল১৮ বলেছেন: ছাত্ররা পলায়নের রাস্তা খুজে পাচ্ছিলনা।উনাকে ডাল হিসাবে ব্যবহার করে পালানোর পথ পরিস্কার করলো।মাঝখান থেকে উনাকে বিপদে ফেলে দিলো।উনাকে অবশ্য উদ্ধার করবে আমেরিকা।

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৮

সোনাগাজী বলেছেন:



আমেরিকা জানতো যে, বাংলাদেশ শ্লথ গতিতে মোটামুটি চলছে; তারা জনে যে, দেশের ৪০ ভাগ মানুষ অসৎ, সেজন্য পশ্চিমের মতো সুবিধা করতে পারছে না।

এখন যা ঘটছে, তারা পর্যবেক্ষণ করছে।

৬| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ড. ইউনুসের চেয়ে আমাদের এরাকার সোনাপাজী নামে এক পাগল ছিল, সে উত্তম অপশন হতো।

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৭

সোনাগাজী বলেছেন:



উনি ঠিক আছে; আপনি কোন সুদখোরকে সঠিক মুসলমান বলে মনে করেন কিনা?

৭| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬

বাউন্ডেলে বলেছেন: গত ২ মাসের সমস্ত হত্যা,লুট ও ধ্বংষের জন্য দায়ী তথাকথিত অযৌক্তিক কোটা আন্দোলনকারীরা। এরা ছিলো ভাড়াটে।

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২০

সোনাগাজী বলেছেন:



এটা ৫/৬ বছরের চলমান বিশাল ১ প্রকল্প; আমাদের শেখের কন্যা জাতিকে সাহায্য না'করে, মাসলম্যানদের ও ছাত্রলীগকে পালন করায়, প্রকল্প জয়ী হয়েছে। বিপদে আছে স্বাধীনতার পক্ষের লোকজন।

৮| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আবেগ দিয়ে অনেক কিছু বলা যায়, অনেক স্বপ্ন দেখানো যায়, অনেক স্বপ্ন দেখা যায় ।
কিন্তু বাস্তবতা বড়ই নির্মম ।
বাংলাদেশের সবচেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে আমাদের ছোট দেশ, সম্পদ কম এবং বিশাল তার জনসংখ্যা ।
এগুলোকে সম্পদে পরিণত করা চারটি খানি কথা নয়।

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



আমরা যখন স্বাধীন হয়েছিলাম, জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি; শেখ সাহেব যদি সাড়ে ৩ কোটী মানুকে দৈনিক ৮ ঘন্টা করে কাজ করতে বলতেন, মানুষ করতো; সম্পদ সৃষ্টি , হতো ; আজকে জাতি কোরয়ার মতো সম্পদশালী হতো; উনি সঠিভাবে কিছুই করেননি।

৯| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কোমলমতিদের দ্বারা গণভবন, 32 নম্বর বাড়ি, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর অফিসসহ বিভিন্ন থানার কার্যালয় এই সমস্ত স্থাপনাতে তাদের ভাঙচুর এবং লুটপাটের দৃশ্য দেখে আপনার কি মনে হয়েছে নতুন একটি লুটেরা শ্রেনীর উদ্ভব হতে যাচ্ছে বাংলাদেশে ?

এদের মধ্যে আছে কিশোর গ্যাং। এরাই বাংলাদেশকে ইতিমধ্যে ১০ বছর পিছিয়ে দিয়েছে।

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



এই আন্দোলনের জন্য ১০/১২ হাজার কোমলমতিকে ট্রেনিগ দিয়ে কাজে লাগানো হয়েছে, যারা বাকিদের রাস্তায় নিয়ে এসেছিলো; রাস্তায় আনার সময় তারা জানতো যে, গুলিতে অনেকে মারা যাবে।

১০| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১

গার্ডেড ট্যাবলেট বলেছেন: তুএমা

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ২২টি
মন্তব্য করেছি: ১৩০টি
মন্তব্য পেয়েছি: ১৪৩টি
ব্লগ লিখেছি: ১২ বছর ৮ মাস

১১| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১১

গার্ডেড ট্যাবলেট বলেছেন: (তুএমা)২

০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭

সোনাগাজী বলেছেন:



বানরের ভাষা?

১২| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪১

বিষন্ন পথিক বলেছেন: আমেরিকার বন্ধুর সাথে চীন রাশিয়া কি করে সেটাই দেখার বিষয়, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ার টাকার ঋণ ওনার মাইক্রো ইকোনমি দিয়ে হবেনা।

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০১

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুসকে ঢাল হিসেবে কোমলমতিদের বাবারা দেশকে কোনদিকে নেয়ার নীল নকসা অংকন করেছে?

১৩| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৫

নূর আলম হিরণ বলেছেন: অনেকেই প্রশ্ন করছেন যে দুইজন ছাত্র উপদেষ্টা পরিষদে নিয়োগ পেলো তারা কি যোগ্যতার ভিত্তিতে পেয়েছে নাকি কোটায় পেয়েছে?

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:



একমাত্র ড: ইউনুস ব্যতিত বাকীগুলো বানর; ইউনিস তাদের নিসে সার্কাস দেখাতে পারবেন।

১৪| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমি যতদূর অনুমান করতে পারি, কোমলমতিরা অর্ধেক উপদেষ্টা দাবি করেছিল ।
শেষ পর্যন্ত দর কষাকষির শেষ হবার পর তারা দুইটা পেয়েছে।

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:




ইহা থাকবে না, বারবার ভাংবে; ড: ইউনুস টিকবে কিনা সেটাই আসল প্রশ্ন।

১৫| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




যাদের পড়াশুনাই শেষ হয় নাই।
যাদের আন্দোলন ছিল কোটা বিহীন বিসিএস পরীক্ষায় পাস করার জন্য তারা কি করে সরকারি ঢুকে গেল।

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭

সোনাগাজী বলেছেন:



এদের পরিচয় তো এখনো বের হয়নি, পরিচয় বের হলে দেখে যাবে এরা কাদের সৈন্য-সামন্ত এরা সাধারণ ছাত্রদের কেহ নয়।

১৬| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৫

নতুন বলেছেন: যেই সরকারের ১৬ বছরের সময়ে এই রকমের ছাত্র আন্দোলনের প্রস্তুতি, ফান্ডিং, জনসমর্থন করতে পারে

সেই আয়ামীলীগ ব্যার্থ, তাদের জন্য কান্না কাটি না করে তাদের বুদ্ধি দিন।

তারা যেন পরের বার এমন আন্দোলনে প্রতিদিন ৫০০ জন করে মানুষ হত্যা করে, তবে ১০ দিনে ৫-১০ হাজার মানুষ হত্যা করলে জনগন ভয়ে বাসা থেকে বেরহতে সাহস পাবেনা।

দেশে ইন্টানেট পুরাই বন্ধ করে দিন তবে কেউই আর সরকার বিরোধী কিছুই প্রচার করতে পারবেনা।
ফোন সুধুই আয়ামীলীগের মানুষ ইউজ করতে পারবে।

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:




আমি আও্যামী লীগের কর্মকান্দকে সঠিকভাবে বুঝতে পেরে, ওদের পতনের কথা বলেছি; ওদের জন্য কাঁদছি না; আমি বলছি, ড: ইউনুসকে সামনে রেখে, "কোমলমতিদের বাবারা" দেশকে কোথায় নেয়ার চে্ষ্টা করছে?

"কোমলমতিদের বাবারা" কাহারা কাহারা, তাদের পরিচয়ের দরকার?

১৭| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৩

নতুন বলেছেন: দেশে যদি নিরপেক্ষ ভোট হয় তাতে যদি জনগন জামাত কে ভোট দিয়ে ক্ষমতায় বসায়!!!

তবে আপনি কি বলবেন?

শেখ হাসিনাকে ক্ষমতা দিতে হবে কারন মুক্তিযুদ্ধের চেতনা!!!!

কিন্তু জনগনের রায় মেনে নেবেন? গনতন্ত্র মানলে আপনাকে জনগনের ভোটের রায় মানতে হবে।

জামাত আসাটা অবশ্যই খারাপ কিন্তু যদি জনগন ভোট দিয়ে ক্ষমতায় পাঠায় তবে আপনি কি করবেন?

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:


ভোট কখন হবে, কেহ জানে না; তার আগে দেশের কি হয় দেখেেন; দেশকে অণ্য কোনদিকে নেয়ার জন্য ড: ইউনুসকে ঢাল হিসেবে নেয়া হয়েছে।

১৮| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:


আওয়ামীলীগ তিনটা ভুল করেছে তার খেসারত দিচ্ছে।

প্রথমত তারা মুক্ত চিন্তাকে রোধ করেছে। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। সমালোচনা করলেই তাকে ধরে নিয়ে গিয়েছে কোন মামলায় জড়িয়ে দিয়েছে। মানুষের কাছে স্বৈরাচারী ভাবে নিজেদের উপস্থাপন করেছে। কোন কথাই বলা যায়নি।

না লেখা গিয়েছে, বা বলা গিয়েছে।

দ্বিতীয়ত দুর্নীতি
শেখ হাসিনা হাসতে হাসতে মানুষকে বিকল্প দেখিয়েছেন। তিনি টাকা পাচার রোধ করেননি। বরং তাদের কাছে আশ্রয় দিয়েছেন। আমি অনেক আগেই বলেছিলাম তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আওয়ামীলীগ নিজেদের কারণেই ডুবেছে। এটার দায় ভার সম্পূর্ন শেখ হাসিনার

তৃতীয়ত বাজার নিয়ন্ত্রণ
আপনি সম্ভবত বাংলাদেশের সাধারণ বাজার সম্পর্কে ধারণা রাখেন না। আমার মত যারা প্রতিদিন বাজারে যান তারা জানেন কি পরিমাণ কষ্টে বাজার করতে হয়। আলু, করল্লা, কচু তো আমদানী করতে হয় না, তাও তাদের দাম আকাশ ছুয়েছে। এসব নিয়ে বলতে গেলেই হুমকি আর মামলার ভয় তো আছেই।

জনগণের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কে কুলষিত করেছে এই আওয়ামীলীগ। আমার বাবা একজন মুক্তিযুদ্ধ দেখেছেন। বঙ্গবন্ধুকে দেখেছেন। লেবু বেশি চিপলে তিতা হবে। আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে এমন ভাবে লোকজনের কাছে নিয়ে গিয়েছে যে মানুষ বিরক্ত হয়েছে। অবদান অস্বীকার কেউ করছে না। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে। কোন কিছুর অতিরিক্ত ঠিক না। অথচ আওয়ামী নেতারা কখন চার নেতার কথা ভাষণে বলেন না। আপামর জনসাধারণের কথা বলেন না। যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে তারা সবাই আওয়ামীলীগ এটাই তারা স্থাপন করতে চেয়েছে।

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের সরকার নেই; সেই আওয়ামী লীগ ফিরতে পারবে না; ভোট যদি হয়, নতুন আও্যামী লীগ আসবে। কোমলমতিদের পেছনে থেকে কারা ইহা ঘটায়েছে?

১৯| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:







ছাত্র-গণঅভ্যুত্থান হবার পরে বাংলাদেশের সংবিধান স্থগিত করা হয়নি।

যেহেতু বাংলাদেশের সংবিধান কার্যকর আছে সেই বিবেচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সম্মত নয়।

এখন কেউ যদি হাইকোর্টে রিট মামলা করে এবং হাইকোর্ট বিষয়টি নিয়ে নেতিবাচক রায় দেয় তাহলে সরকার কি পদত্যাগ করবে?

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি সংবিধান নিয়ে লেগেন কেন, ইহা তো স্বাভাবিক সময় নয়; মিলিটারী অন্য কোন গোষ্ঠী কন্ট্রোল করছে।

২০| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৫

দূর মিয়া বলেছেন: সোনাগাজি ফেসবুকে মিষ্টি খাওয়ার দাম আসা শুরু করছে....! বাদরের বেশে শকুনরা আমাদের ঘিরে ধরছে যখন মানুষ সার্কস দেখে ক্লান্ত হবে তখন আবার খাওয়া শুরু হবে। কি হয় দেখেন

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:



জাতিকে জানতে হবে, এই আন্দোলনের ডিজাইনার কারা, তারা জাতিকে কোথায় নেয়ার চেষ্টা করছে? আমরা পরিচয় ও রোডম্যাপ চাই।

২১| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বানানের দফারফা করে ৯৯ শতাংশ মানুষ ডঃ ইউনুস সাহেবকে সুদখোর জেনেও সুদূর প্রবাস থেকে ওনার হাতে দেশ সঁপে দিয়ে মারাত্মক ভুল করছেন। হাজার হাজার মানুষ লোনের ইনস্টলমেন্ট দিতে না পেরে আত্মহত্যা করেছেন। রেফারেন্স ছাড়া সুন্দর মনগড়া পরিসংখ্যান দিয়ে নিজের পাগলামিকে উচ্চ শিখরে নিয়ে গেছেন। চমৎকার এমন পাগলামী করে চাপাবাজি করুন। আমি আপনার চাপাবাজি গল্প শুনতে আসছি। চালিয়ে যান....

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:



আমাদের নিজস্ব অনেক জোকার বেকার আছেন; এখন কলকাতার জোকারের দরকার নেই।

২২| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩

পবন সরকার বলেছেন: ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম করার সময় বিএনপির ক্লিনহার্টে আর্মির হাতে ধরা পরে গাজী ভাই যে পেটন খেয়েছে সেটা উনি এখনো ভুলতে পারে নাই।

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



গত ১৬ বছরে ৬০ লাখের বেশী ছাত্ররা ছাত্রলীগের ভয়ংকর অত্যাচার, ডাকাতী দেখেছে; এই আন্দোলনটি মুল থিম হচ্ছে ছাত্রলীগের অতয়াচার ও ডাকাতী; এরা ছিলো শেখের মৃত্যর বড় কারণ ও শেখ হাসিনার পতনের ১ নং কারণ।

২৩| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪

দূর মিয়া বলেছেন: পবন সরকার বিবিসি আর প্রথম আলো তে ওনার কথা শুনে বুজছি ওনি কি রকম সন্ত্রাসী বিরোধি। এই ৩-৪ দিনে যা দেখছি ও শুনছি....

২৪| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে কি যে বলেন।উচ্চমার্গের জোকার কলকাতাতে নেই। নিউইয়র্ক ফেরত জোকার এলে আমরা কলকাতায় ভালো শোয়ের ব্যবস্থা করে দেব।এনিওয়ে আপনার চাপাবাজি চালিয়ে যান :)

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:




নিউইয়র্কের সবকিছু বাংলাদেশে চলে, ভারতের সবকিছু বর্জনের ডাক সব সময় জনপ্রিয় বাংলাদেশে

২৫| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: মানি না মানবো না।
ড. ইউনুসকে এক্ষুনি অপসারন করা হোক।

আমাদের সামুর সকলের নয়নের মণি, আধাপাগল, স্ক্রু ঢিলা সোনাগাজী এবং বাংলার লাখাো নারীর কইলজার টুকরা শেফয়েত উল্লাহ্‌ শেফু দা কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যুগ্ম-সরকার-প্রধান হিসাবে দেখতে চাই।
তার আগে উনাদের দুজনকে বিয়ে দিতে হবে। দুজনই অথ্যাধুনিক, পোগোতিশীল, উন্নতমনষ্ক।

এই অত্যাধুনিক (জি এ ওয়াই) দম্পতিই পারবে বাংলাদেশকে রক্ষা করতে।

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:




লন্ডনের পাকী জংগীদের সাথে জীবন কেমন কাটছে?

২৬| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০০

দূর মিয়া বলেছেন: আপনারা কী শুরু করলেন, পারলে নাহিদ ও আসিফ মত হন।

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৮

সোনাগাজী বলেছেন:




ট্রেনিং পাওয়া কোমলমতিদের সংখ্যা ২০ হাজারেরও বেশী হতে পারে।

২৭| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৭

দূর মিয়া বলেছেন: কিছু দিন পরে তাদের বাবারা বলবে আই জাতিকে নিয়ে পারলাম না, এই জাতির কোন বিশ্বসা নাই, আমি যা চায় তা দে, না হয়, যা দিছি তা ফেরত দে।

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:




কোমলমতি ও ওদের বাবাদের লেজ শীঘ্রই দেখা যাবে।

২৮| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৭

দূর মিয়া বলেছেন: ক্ষমতাই আসার জন্য আমাদের দেশের রাজনৈতিক দল গুলা যে পরিমান লবিং করে এবং বাইরের দেশ এর সাহায্য চায় তাতে কি অর্থনীতির অবস্তা খারাপ না হয়ে ভাল হবে আশা করেন?রেমিটেন্স কি দেশের না সরকারের। বাইরে দেশের ভিসা বন্ধ করে রাখে লবিং করে। ড. সাহেব ও তার বিপরিত না

১০ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৮

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস আগুনের মাঝখানে।

২৯| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






এটা কি বাংলা-বসন্ত?

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৩

সোনাগাজী বলেছেন:



না, এটা ভয়ংকর দুর্দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.