নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
এই আন্দোলনটি ১টি বিরাট পটিকল্পনার ফসল; ইহার ডিজাইন, ফান্ডিং, ট্রেনিং ও বাস্তবায়নে কাহারা আছে; তাদের কি পরিচয়?
কোমলমতিরা হচ্ছে ট্রেনিং-করা জনবল, ইহারা সৈনিক মাত্র; ইহাদের পেছনে অনেক বড় বড় জেনারেল আছে; আসল কোমলমতি কয়েক হাজার হবে, যারা বছরের পর বছর কাজ করে, ৪০/৫০ লাখ ছাত্রকে রাস্তায় নামানোর জন্য তৈরি করেছে; আন্দোলনলকে দাবানলে পরিণত করার জন্য বড়, বেশ বড় ধরণের হত্যাকান্ডের দরকার ছিলো; সেইজন্যই ছাত্রদেরকে "ক্যাম্পাস থেকে রাস্তায় আনা হয়েছিলো"; যারা এদেরকে রাস্তায় এনেছিলো, তারা বড় ধরণের হত্যাকান্ড আশা করেছিলো, যা জনতার মাঝে দাবানলের সৃষ্টি করবে, এবং ৩/৪ কোটী মানুষ রাস্তায় নামবে।
ডিজাইনারেরা জানতো যে, রাস্তায় হত্যাকান্ড ঘটলে, কন্ট্রোল চলে যাবে মিলিটারীর হাতে। এরা ছাত্রদের রাস্তায় নামানোর সাথে, সমান্তরালভাবে সেনাবাহিনীকে নিজেদের কন্ট্রোলে নিয়ে গেছে। সেনাবাহিনীকে কন্ট্রোল করে, শেখ হাসিনাকে বিকল করেছে। শেখ হাসিনাকে বিকল করেছে ভালো হয়েছে; কিন্তু সবকিছুর ডিজাইনারেরা কারা? ড: ইউনুসকে সামনে রেখে তারা জাতিকে কোথায় নেয়ার জন্য কাজ করছে?
তাদের উদ্দেশ্য যদি ভালো হতো, নতুন সরকারের মাঝে ২ প্রশ্নফাঁসকারীকে কেন যোগ করা হয়েছে? ড: ইউনুস এসেছে আন্তর্জাতিক পরিচয় নিয়ে, বাকীদের কিসের ভিত্তিতে কাহারা এনেছে, এবং এইসব বাকীরা কে, কিজন্য প্রসিদ্ধ?
০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৬
সোনাগাজী বলেছেন:
মনে হয়, আমেরিকা যোগ দিয়েছে শেখ হাসিনার পতনের পর; আমার ধারণা, আমেরিকা ও পশ্চিমের দেশগুলো বাংলাদেশে পাকিস্তানের মতো জংগীদের বিকাশ চাহে না।
২| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫
কামাল১৮ বলেছেন: সবাই আওয়ামী বিরোধী।অলী ডাক দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।
০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৯
সোনাগাজী বলেছেন:
অলীও কি আজকের রাজনীতিবিদ?
সে ছিলো জিয়ার ক্রিমিনাল কাজের ডিরেক্টর: ছাত্রদল, শ্রমিকদল সে গঠন করেছে ও তাদের হাতে অস্ত্র দিয়েছে।
০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩১
সোনাগাজী বলেছেন:
নতুন আওয়ামী লীগ ( শেখ হাসিনার লা ঠিয়াল ও চোর-ডাকাত ফ্রি ) যখন ফিরবে, ওলি আবারো তার মুসলিম লীগ নিয়ে চা-দোকানে জনসভা করবে।
৩| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৮
মেঠোপথ২৩ বলেছেন: অনেকেই বলছে এসবের পেছনের আপনার দেশ আছে। এখন আপনে কোণদিকে যাইবেন?
০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫২
সোনাগাজী বলেছেন:
আমার দেশ বাংলাদেশ। ড: ইউনুস যুক্ত হওয়ায় বুঝা যাচ্ছে যে, আমেরিকা অবশ্য যুক্ত হয়েছে। আপনার হজ্বের দেশ, পাকিস্তানের মিলিটারীও যু্ক্ত আছে।
আপনি মিলিটারী চেয়েছিলেন, তারা এসেছে, আপনাকে অভিনন্দন।
৪| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫০
সরকার পায়েল বলেছেন: ১/১১/২০০৭ - ০৬/০৬/২৪ দীর্ঘ ১৭ বছর হচ্ছে এই আন্দোলনের টাইম লাইন l এর মাঝে বহুবার বহুরূপে নিরন্তর চেষ্টা হয়েছে কিন্তু কিছু টার্নিং পয়েন্ট ছিল যার কারনে বারপ্ল্যান মুখ থুবড়ে পরেছে প্রথমত যুদ্ধপরাধীর বিচার এবং রাজকারদের মূল নেতৃত্বকে শেষ করে দেয়া এই ব্যর্থতার অন্যতম কারন l সাময়িক সফল তবে পূর্ন নয় l
০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৬
সোনাগাজী বলেছেন:
ছাত্রলীগের ডাকাতী ও অত্যাচারের শিকার হয়েছে ৫০ লাখের মতো ছাত্রছাত্রী, ইহাই মুল নিয়ামক, ইহাকে কেন্দ্র করে সবকিছু ডিজাইন করা হয়েছে; তবে, এখন কোনদিকে নিচ্ছে দেশকে? সবকইছুর পেছনে কারা কারা আছে?
৫| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৬
কামাল১৮ বলেছেন: জংগীদের বিকাশ চায়না বলেই ইউনুসকে পাঠিয়েছে।তার বিরোদ্ধ ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হচ্ছে।আস্তে আস্তে সবাই নড়ে চড়ে বসবে।
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
সোনাগাজী বলেছেন:
যা কিছু ঘটুক, ড: সাহেবকে দিয়ে আমেরিকা সব জানতে পারবে অন্তত; ড: ইউনুচকে কোমলমতিরা ঘৃণা করার কথা; ফলে, কি থাখতে পারবে কিনা, সেটা দেখার বিষয়।বিট
ছবিতে দেখুন, ড: সাহেবের সথে যারা আছে, উহাদের সা্থে উনার কোন মিল আছে?
৬| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০০
মেঠোপথ২৩ বলেছেন: নুরু পুশী আয়শা সফিদের চড়ুইভাতির আয়োজক তারমানে আমেরিকা , পাকিস্তান, সৌদিআরব ?? এইবার এইটা নিয়া একখানা পোস্ট দ্যান
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
সোনাগাজী বলেছেন:
দেশ আমাদের, আমরা পোষ্ট দেবো; আপনার দেশ ( পাকিস্তান ) আমাদের দেশ থেকে অনেক বড়; আমাদের দেশে ওদের অনেক জংগী নাগরিক আছে।
৭| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
সরকার পায়েল বলেছেন: শুধু ছাত্রলীগ এই পতনের জন্যে দায়ী না ছাত্রলীগ ছাগলের তিন নম্বর ছাড়া কিছুই না l বিনপির পেছনে যেমন হাওয়া ভবন তেমনি এই সরকার পতনের পেছনে বাজার সিন্ডিকেট l কোন দিকে যাচ্ছে? আগামী এক মাসে সবই পরিষ্কার হয়ে যাবে l
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২০
সোনাগাজী বলেছেন:
ব্যুরোক্রেটরা, পুলিশ, এমপিদের, আওয়ানেমী নেতাদের, ব্যাংক ডাকাতদের ডাকাতী উনাকে একেবারে দুর্বল করে ফেলেছিলো। কিন্তু ছাত্রদের রাস্তায় আনা সম্ভব হয়েছে ছাত্রলীগের একটানা ১৬ বছরের ডাকাতীর কারণে; ছাত্ররা ইহার ভুক্তভোগী।
৮| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২০
মেঠোপথ২৩ বলেছেন: ক্যারি অন আপনার সাইকোগিরি। কয়দিন পর হয়ত আপনার বাসার লোকজনই আপনাকে মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করবে। সাথে পাশের দেশে থাকা আপনার বন্ধু ব্লগার কামাল ১৮কে নিতে ভুইলেন না।
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
সোনাগাজী বলেছেন:
আপনি তো এখন থেকে কোমলমতি; "নতুন স্বাধীনতা" উপভোগ করেন; দেখেন বেগম জিয়া কি করেন!
৯| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
পবন সরকার বলেছেন: ফান্ডিং মুষ্ঠির চাল, প্লানিং চাকরি না পাওয়া ছাত্রদের, ট্রেনিং ছাত্রলীগের অত্যাচার
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
সোনাগাজী বলেছেন:
এগুলোও ফ্যাক্টর।
১০| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
নতুন বলেছেন: এই আন্দোলনের জন্য দায়ীদের হাত অনেক দুর।
১) আন্দোলনের ডিজাইনারের এতো ক্ষমতা যে তারা প্রথমে কোটার বিয়ষটা কোটে এনে ঝামেলার সৃস্টি করেছে।
২) আন্দোলনের ডিজাইনারের এতো ক্ষমতা যে শেখ হাসিনা বা ওবাইদুর কাদেরকে ছাত্রলীগদিয়ে হামলা করতে বলেছে
৩) আন্দোলনের ডিজাইনারের এতো ক্ষমতা পুলিশকে গুলি করতে বলেছে
৪) ইন্টারনেট বন্ধ করতে বলেছে, মেট্রোতে আগুন দিতে বলেছে।
৫) আন্দোলনের ডিজাইনারের এতো ক্ষমতা বিজিপি, পুলিশক ঘরে ঘরে পাঠিয়ে ছাত্রদের উঠিয়ে আনতে বলেছে
৬) আয়ামীলীগকে তাদের অস্র সহ মাঠে নামতে বলেছে ( বুড়ো ঘিলুতে আসেনাই যে এখন সবার হাতেই ফোন, ভিডিও পরেও আপলোড করা যায়)
৭) আন্দোলনের ডিজাইনারের এতো ক্ষমতা যে আয়ামীলীগকে ৪-৫ শত মানুষ হত্যা করতে বলেছে
আন্দোলনের ডিজাইনারের এতো ক্ষমতা আয়ামীলীগ তাদের কথা মতন ১৬ কলা পূর্ণ করেছে।
তাহলে বুঝুন এই আন্দোলনের ডিজাইনার কে হতে পারে?????
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনার ধারণা যদি সঠিক হয়, দেশ ভালোদের হাতে আছে।
আমার ধারণা ইহার ডিজাইনে আমাদের আমাদের দেশের জল্লাদেরা, পাকিস্তানের ও ভাড়াকরা এজেনটরা আছে ; ছাত্র হত্যা করলে যাতে দাবানলের সৃষ্টি হয়, সেটাকেই মুলশক্তি হিসেবে নিয়ে বাস্তবায়ন করা হয়েছে। ট্রেনিং প্রাপ্ত কোমলমতিরা কৌশলে ছাত্রদের রাস্তায় নিয়ে পুলিশের সাথে সংঘর্সে নিয়োজিত করেছে।
১১| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
শ্রাবণধারা বলেছেন: আমি শুনলাম এর পিছনে আছে আফগানিস্তানের সিআইএ আর বাস্তবায়নে আছে পাকিস্তানের র। ট্রেনিং যতদুর শোনা যায় ব্লগ মডারেটরের বাড়িতে হয়েছে।
শুনেছি সরকারের উপদেষ্টা হিসেবে আপনার নামও এসেছিল, কিন্তু দুঃখের বিষয় আপনার শত্রুপক্ষের কয়েকজন ব্লগার আপনার নাকি মানসিক সমস্যা আছে এই বলে আপনার বিপক্ষে তদবির করেছে!
০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২০
সোনাগাজী বলেছেন:
ক্রমেই আপনার জ্ঞানের গন্ডি ব্লগারদের সামনে আসছে। আজকের মরা ব্লগে আমি ড: ইউনুসকে নিয়ে লিখলে, গড়ে ৫০টা মন্তব্য আসে; আপনি ড: সাহেবকে নিয়ে গরুর রচনা লিখে ৭টি মন্তব্য পেয়েছেন।
১২| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
নতুন বলেছেন: আমি বঙ্গবন্ধুকে ভালোবাসী, তার মতন নেতা বাংলাদেশের ইতিহাসে আর আসবেনা।
তিনি একটা জাতীকে তুমি করে সম্মধন করতেন, তার পেছনে ৭১ এ ৭ কোটি বাঙ্গালী দাড়িয়েছিলো।
শেখ হাসিনার মতন ক্ষমতাশীল প্রধানমন্ত্রীও বাংলাদেশের ইতিহাসে আর হবেনা। তার কথাই সংবিধান, সুপ্রিমকোট, বিচারপতি।
তিনি কি সেই ক্ষমতার অপব্যাবহার করেন নাই?
তিনি কথায় কথায় তার বাবার দেশ বলেছেন
তিনি কথায় কথায় টিভি, ফোন, ইন্টারনেট বন্ধের কথা বলেছেন
তিনি অহংকারে জনগনকে তুচ্ছতাচ্ছিলো করেছেন
এসব করে জনগনের বিরাগ ভাজন হয়েছেন।
তারপরে তার দমন নীতি সম্পর্কে তো আপনাকে বলতে হবেনা।
আপনি শেখ হাসিনার অন্যতম সমালোচনাকারী। কিন্তু আপনার চিন্তা দেশ যেন জামাতী/মামুনুল/আজহারীর খপ্পরে না পড়ে।
সেটার সমস্যাটাও শেখ হাসিনারই তৌরি। তিনি কাউমী মাতা হতে চেয়েছিলেন। শোফী হুজুরের সাথে হাত মিলিয়েছিলেন।
তার পেছনে যেই সমস্যাটা তৌরি হয়েছে তা হলো, আয়ামীলীগ তার সামনে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। কিন্তু জনগনের উপরে অত্যাচারে জনগন আয়ামীলীগকে ঘৃন্যা অর্জন করেছে।
সেই সুযোগটা নিয়েছে আজহারী, মামুনুল, শিবির <<<< তারা জনগনের মনে ওয়াজ, ইসলামী চেতনা বিক্রিকরতে সমর্থ হয়েছে।
মাদ্রাসার ছাত্রদের কথা বাদই দিলাম।
তাদের ওয়াজের প্রভাবে আমার শালাবাবু ফেসবুকের স্টাটাসে গতকাল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার পক্ষে স্টাটাস দেখলাম।
সে দেশে ছোটখাটো মডেলিং করেছে, চাকুরী করেছে, আধুনিক লাইফ স্টাইল পছন্দ কিন্তু ভাস্কর্য হারাম সেটা বিশ্বাস করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গাকে সমর্থন করে।
ড: ইউনুস সরকারের উচিত হবে জনগনের মনে পরিবর্তনের শিক্ষাটা পৌছে দেওয়া।
ভোটারদের বেশির ভাগই বিএনপি/জামাত/আজহারীর ভক্ত।
আমাদের শিক্ষিত সমাজ পাকিস্থানপন্থি না।
ছাত্ররাও আধুনিক, তারা আগাথা ক্রিস্টি, ডন ব্রা্উন, ব্রেকিং বেড, গেম অফ থ্রোন, ফ্রন্ডস দেখে বড় হচ্ছে।
দুই ছাত্র সরকারে আছে সেটা খুবই পজেটিভ। এরা থাকাতে এই সরকারের কাজের বিপক্ষে বিএনপি/জামাতেী প্রচারনা যুত করতে পারবেনা।
পরিবর্তন সমাজের মানুষের মাঝে হতে হয়। এখন ১০০% আধুনিক একটা সরকার বসালেও কাজ হবেনা যদিনা সমাজের মানুষের মন আধুনিক হয়।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৪
সোনাগাজী বলেছেন:
শেখ সাহেব জাতীয়তাবাদী আন্দোলনকে চরমে নিতে সক্ষম হয়েছিলেন; স্বাধীনতার জন্য উনি জাতিকে প্রস্তুত করেনি; স্বাধীনতার পর, তিনি জাতি গঠনে ১ পয়সার অবদানও রাখেননি।
শেখ হাসিনার সময় পরিকল্পিতভাবে চাকুরী সৃষ্টি না করায়, বিশ্বের তুলনায় জাতির জীবনধারার মান খুবই নীচে ছিলো; চাকুরী সৃষ্টি না করায় ও উনার সরকারের লোকদের ডাকাতীর কারণে উনার পরাজয় ঘটে; এই পরাজয়েরর ফলে স্বাধীনতার পক্ষের লোকেরা আজকে ভয়ংকর বিপদে।
১৩| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
দূর মিয়া বলেছেন: যে এই আন্দোলনের ডিজাইন, ফান্ডিং, ট্রেনিং ও বাস্তবায়নে করুক না কেন খেলা হবে
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২২
সোনাগাজী বলেছেন:
জাতি এখন ইয়েমেনের লেভেলে, খেলা হলে উহা সুদান হবে।
১৪| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: আজকের মরা ব্লগে আমি ড: ইউনুসকে নিয়ে লিখলে, গড়ে ৫০টা মন্তব্য আসে; আপনি ড: সাহেবকে নিয়ে গরুর রচনা লিখে ৭টি মন্তব্য পেয়েছেন।
আপনি যে একজন বড় মাপের নির্বোধ আপনার এই মন্তব্যটা তার প্রমাণ।
আপনি ড: ইউনুসকে নিয়ে লিখলে গড়ে ৫০টা মন্তব্য পাওয়া মানে আপনার পোস্ট উন্নত মানের তা নয়। পর্নগ্রাফিও অনেক জনপ্রিয়, তার মানে সেটা উন্নত মানের শিল্প নয়। ড: ইউনুসকে নিয়ে আমি যা লিখেছি ওটা বোঝার মত লেখাপড়া আপনার নেই।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৩
সোনাগাজী বলেছেন:
ঠিক আছে, আমি নির্বোধ, আপনি জ্ঞানী; এই ব্লগে উভয়ে লিখছি।
১৫| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
দূর মিয়া বলেছেন: যে কেহ এই আন্দোলনের ডিজাইন, ফান্ডিং, ট্রেনিং ও বাস্তবায়নে করুক না "কেন খেলা হবে"
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৪
সোনাগাজী বলেছেন:
দেশকে এরা কোথয় নিচ্ছে, সেটা বুঝার দরকার।
১৬| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৫
নতুন বলেছেন: শেখ সাহেব জাতীয়তাবাদী আন্দোলনকে চরমে নিতে সক্ষম হয়েছিলেন; স্বাধীনতার জন্য উনি জাতিকে প্রস্তুত করেনি; স্বাধীনতার পর, তিনি জাতি গঠনে ১ পয়সার অবদানও রাখেননি।
উনি প্রথম থেকে স্বাধীনতা চায়নাই। স্বায়ীত্ব শাসন চেয়েছিলেন। পাকিস্তানীদের ভুলে আক্রমন করে জাতী সাধীনতার দিকে চলে গেছে।
উনার উচিত ছিলো ৪ নেতাদের দেশ পরিচালনার দায়ীত্ব দেওয়া, এবং সারা বিশ্ব থেকে খুজে খুজে ট্যালেন্ট খুজে নিয়ে আসা।
শেখ হাসিনার সময় পরিকল্পিতভাবে চাকুরী সৃষ্টি না করায়, বিশ্বের তুলনায় জাতির জীবনধারার মান খুবই নীচে ছিলো; চাকুরী সৃষ্টি না করায় ও উনার সরকারের লোকদের ডাকাতীর কারণে উনার পরাজয় ঘটে; এই পরাজয়েরর ফলে স্বাধীনতার পক্ষের লোকেরা আজকে ভয়ংকর বিপদে।
আয়ামীলীগের দলের নেতাদের স্বাধীনতার পক্ষের শক্তি আপনি বলছেন এটা কি ঠিক??
একটা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি কি দূনিতি, সন্ত্রাস করে? যারা দূনিতি সন্ত্রাস করে তারা ধান্দাবাজ মাত্র।
তাহলে এই পতনের মুলে রয়েছে আয়ামীলীগের ভুল, শেখ হাসিনার অহংকার, আয়ামীলীগে বিরোধী দলের সাথে শক্তিদেখিয়ে ১৬ বছর জয়ী হয়েছে। কিন্তু প্রথম ভুল ঢাবিতে ছাত্রদের উপরে আক্রমন। সেই স্ফুলিংগ ছড়িয়ে দাবানল হয়েছে সারা দেশের ছাত্রসমাজ।
বিএনপি/জামাত অবশ্যই তাদের সবচ্চো শক্তি দিয়ে সমর্থন করেছে আয়ামীলীগের পতনের জন্য। এবং সেটাই সাভাবিক। শত্রুর শত্রু আপনার বন্ধু।
শেখ মুজিব যেমন ১৯৭১ এ স্বাধীনতার পরিকল্পনা ছিলো না। তেমনি এই আন্দোলনে শেখ হাসিনার পতন লক্ষ ছিলো না।
এখন নতুন বাংলাদেশের যেই স্বপ্ন ছাত্ররা দেখছে সেটার জন্য অনেক শকুনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
আপনি মুক্তিযোদ্ধা, আপনি দেশের জন্য জীবনের ঝুকি নিয়েছিলেন আপনার দেশের প্রতি টান পরিক্ষিত।
এই ছাত্রদের পাশে আমরা দাড়িয়ে জনগনের মাঝে নতুন বাংলাদেশের ভিষনটা ছড়িয়ে দিতে পারি।
৬০% জনগনই অবুঝ, তাদের শিক্ষা কম,, তারা বাইবের বিশ্বের আধুনিক সমাজ সম্পর্কে ধারনা নাই। তারা আজহারী. মানুনুল, তারেক জিয়া দ্বারা ব্রেনওয়াস্ড।
তাদের জন্য আলো ছড়ান। দেশের বাইরের থেকে আমরা এটুকু করতে পারি।
আমি আমাদের শহরের ফেসবুক পেজে যুক্ত আছি, তাদের কাজের প্রসংসা করছি, তাদের ঐখানে ৬ মাসের কম্পিউটার কোর্সের জন্য স্পন্সার করবো বলে ঠিক করেছি। তাদের পেজের মাধ্যমে তারা যেন সত্যিকারের মেথাবী দরিদ্র ছাত্রদের এই কোর্স করানোর জন্য খুজে দিতে বলবো। আমি কোন একটা কম্পিউটার একাডেমিতে সরাসরি পে করবো তার জন্য। আরো অন্য কোন আইডিয়া আসলে ছাত্রদের সাহাজ্যের চেস্টা করবো।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৬
সোনাগাজী বলেছেন:
শুধ উনি নয়, আমাদের পুরো জাতি জানতো যে, বাংগালীরা সরকার গঠন করবে; উনি শেষ সনয়ও ভাবছিলেন যে, ইয়াহিয়া কিছু শর্ত দিয়ে ঠিকই সরকার গঠন করতে দিবে; তাই, তিনি পাকীদের বুঝতে অক্ষম হন।
১৭| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩০
নতুন বলেছেন: ইয়াহিয়া যদি প্রধানমন্ত্রীত্ব শেখ মুজিবকে দিতো তবে ৭১ এ দেশ স্বাধীন হইতো না।
তাহলে যদি ৭১ এর স্বাধীনতা পাকীদের ভুলের জন্য হয়ে থাকে।
২০২৪ এ হাসিনার পতনের জন্য অন্য পক্ষের পেছনে থাকতে হবে কেন? বুঝতে পারছেন?
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৫
সোনাগাজী বলেছেন:
হাসিনার পতন হয়েছে, ইহা খুবই ভালো কাজ হয়েছে; উনার মাথায় মগজ কম থাকায়, ব্যুরোক্রেটরা, পুলিশ, ব্যাংকের লোকজন, সিন্ডিকেটরা ও আওয়ামীরা ১৬ বছর লুট করেছে।
কিন্তু কোমলমতিরা দেশকে ষুদান বানাবে বলে মনে হচ্ছে।
১৮| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩১
দূর মিয়া বলেছেন: নতুন কোন ব্যাক্তির নামে মিথ্যাচার করা ভাল না। ওনি নিরপেক্ষ ভাবে সরকারি চাকরি দিয়েছেন। কারণ এর প্রমান আমি নিজে। আবার বুঝিয়েন না যে আমি সরকারি চাকরি।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৬
সোনাগাজী বলেছেন:
আপনি দরকারী কমেন্ট করেন; কি দেখছেন, কি ভাবছেন।
১৯| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩২
দূর মিয়া বলেছেন: প্রথম আলো তে দেখলাম "ওয়াশিংটন এক দিন আগে ভারত কে কল করে বলে দিল শেখ হাসিনার সময় শেষ"। যে কল দিল সে কি ভাবে জানল? সে কি ভবিষ্যৎ দ্রষ্টা নাকি অন্য কিছু
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৪
সোনাগাজী বলেছেন:
এগুলো দেখেন, ফলো-আপ করেন, বুঝার চেষ্টা করেন; দেশ ঢুবে গেছে; কোরিয়ার মড় শক্ত সরকার গঠন করলেও এবারের ক্ষতি ১০ বছরে রিকোভার করতে পারবে না;
২০| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসমানের ফেরেস্তা।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৫
সোনাগাজী বলেছেন:
ঢাকা থেকে কি কোমলমতিদের লেজ এখনো দেখা যাচ্ছে না?
২১| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১১
দূর মিয়া বলেছেন: আমরা জাতি হিসেবে বিশ্বে ও সরকার কে যে চিত্র দেখিয়েছি আমার মনে হয় না এই জাতির ভাল কিছু হবে। এই দেশের যেই সরকার হোক না কেন সে আগে তার বেগ গুচাবে, ভাল লিডার হলে তার সাংগ-পাংগদের বেগ গুচিয়ে দিবে। তারপরে যা করবে। বর্তমান সরকার তা আগে থেকে করে রেখেছে। আগের তত্ত্ববদায়ক সরকার এখন আমেরিকাই।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৪
সোনাগাজী বলেছেন:
মানউষের শিক্ষার অভাবে দক্ষটা কম; এর ফলে, ওরা ঠকে যায় বারবার। এবার তারা কোমলমতিদের লেজ না'দেখে "নতুন স্বাধীনতা" নিয়ে ব্যাকুল।
২২| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৪
নতুন বলেছেন: হাসিনার পতন হয়েছে, ইহা খুবই ভালো কাজ হয়েছে; উনার মাথায় মগজ কম থাকায়, ব্যুরোক্রেটরা, পুলিশ, ব্যাংকের লোকজন, সিন্ডিকেটরা ও আওয়ামীরা ১৬ বছর লুট করেছে।
কিন্তু কোমলমতিরা দেশকে ষুদান বানাবে বলে মনে হচ্ছে।
১৬ বছর যদি আয়ামীলীগ লুট করেই থাকে, তার সাথে যুক্ত হলো ৪-৫ শত হত্যা। গুম+ আয়নাঘর। তাহলে আপনিও কি পরিবর্তন চান না?
সেই পরিবর্তনের চেস্টা যদি ছাত্রসমাজ করে তবে ভুল কি করছে?
যদি ছাত্ররা চাদাবাজী আর দূনিতির বিরুদে কাজ করতে পারে। তবে সুদান কারা বানাতে চাইবে?
তারেক চাইবে খাম্বা বেচতে, জামাত চাইবে ইসলাম বেচতে, মামুনুল/আজহারী হাদিস বেচতে।
ছাত্ররাই চাইবে আধুনিক হবে, তারা চাইবে ইন্টারনেট সহজ লভ্য করতে, ডিজিটাইজ করতে। বিশ্বনাগরিক হতে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১০
সোনাগাজী বলেছেন:
ভয়ংকর হতয়াকান্ড ঘটেছে, এটা সঠিক; বাংলাদেশের পুলিশ কি পরিস্হিতে পড়ে এত বেশী গুলি করেছে? কোমলমতিদের আন্দোলনকে দাবানলে পরিণত করার জন্য তারা যে, হত্যাকান্ড ঘটানোর পরিবেশ সৃষ্টি করেনি, সেটা প্রমণ করার দরকার।
২৩| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৫
আদিত্য ০১ বলেছেন: সমন্বয়ক ও ড ইউনুসে কথায় যা বুঝা যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার ৫-৬ বছরের বেশি থাকতে চাচ্ছে, অনির্বাচিত সরকার সংস্কারের দুহাই দিয়ে কেমনে ৫-৬ বছরের বেশি থাকে,এখন কি জনগনের আস্থা বা ভোটের দরকার পড়ছে না। যাইহোক ৫-৬ বছরের বেশি না, ১ বছরের বেশি থাকতে পারবে কিনা সন্দেহ, বিএনপি জামাত আন্দলিব পার্থ ১ দিনেই বলে দিছে যে তাড়াতাড়ি নির্বাচনের আয়োজন করার। ৫-৬ মাস গেলেই বিএনপি জামাত সবাই চাপ দেওয়া শুরু করবে, তাতে কাজ না হলে আন্দোলন ডাক দিবে, হাসিনার সামান্য ভুলের কারনে সুযোগ পেয়ে ছাত্রদের দারা জনগনকে উস্কে দিয়ে ছাত্রদের ঢাল বানিয়ে বিএনপি জামাত প্রিপ্লেন্ড করেই এইটা করেছে। কিন্তু এই সুযোগে সমন্বয়কদেরও গদিতে বসার অভিলাষ জেগেছে। তারাও আস্তে আস্তে প্ল্যান করে বিএনপি জামাতের সাথে পল্টি নিবে ১৮০ডিগ্রিতে যা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী ১ বছরে আরেকটা আন্দোলন শুরু হবে, বিএনপি জামাত আন্দোলনের জন্য আওয়ামীলীগকে সাথে নিবে, বুঝা যাচ্ছে
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১২
সোনাগাজী বলেছেন:
থাকতে পারলে থাকুক, থাকার জন্যই এসেছে; দেখা যাক, তাদের প্ল্যান কিভাবে কার্যকর হয়!
২৪| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬
আদিত্য ০১ বলেছেন: এই আন্দোলনের ডিজাইন, ফান্ডিং, ট্রেনিং ও বাস্তবায়নে বিএনপি জামাত, এইটা বুঝাই যাচ্ছে, কি আন্দোলন ছিলো, কি হল, আন্দোলনের ৯ দাবি কিন্তু আওয়ামীলীগ মানতে চাচ্ছিলো ও আলোচনার প্রস্তাব দিছিলো যদিও আওয়ামীলী অনেক ভুল করেছিলো আগেই, কিন্তু সেই সময় না দিয়ে ১ রাতে ১ দফা নিয়ে গেলো, পরের ২ দিনে পতন ঘটালো
বিএনপি জামাত আগেই থেকেই অনেক প্ল্যান করে আগাচ্ছে, কিন্তু প্রতিবারই তাদের সব প্ল্যান ব্যর্থ, কিন্তু এইবার আওয়ামীলীগ ফাদে পড়ে গেছিলো অনেক ছাত্র মরে যাওয়াতে, এতে সাধারন জনগনও ক্ষিপ্ত হয়ে উঠলো, আর অনলাইনে তো বিভিন্ন উস্কে দেওয়া ব্যাপার আছেই, এক কথায় আওয়ামীলী শুরুতে কোটা ৫% করে যদি ২ দিনেই আদালত দিয়ে রায় দেওয়াতো কিছুই হত না। কিন্তু তারা ভুল করে ফাদে পা দিছে,
বিএনপি জামাত সমন্বয়কদেরকে উস্কে দিছে তাদের ট্রেইন্ড ছাত্র দ্বারাই, তারা তাদেরকে দিয়ে আগে মাঠে নামাইছে, তারপর যখন ছাত্র মরল তখন আরও উস্কে দিলো, এক কথায় এই ছাত্রদের তারা ঢাল হিসেবে ব্যবহার করে মাঠে নামিয়ে দিছে, পুলিশের মুখোমুখি করতে, সাথে ছিলো সহিংসতার উস্কে দেওয়ার প্ল্যান। যখন ছাত্র মরছে, তখন প্ল্যান ১০০% কাজ করেছে, তারপর ছাত্র দিয়ে সাধারন জনগন মাঠে নামছে।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৯
সোনাগাজী বলেছেন:
এগুলো ঢেকে রাখা সম্ভব নয়।
২৫| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: থাকতে পারলে থাকুক, থাকার জন্যই এসেছে; দেখা যাক, তাদের প্ল্যান কিভাবে কার্যকর হয়!
এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে চাচ্ছে, কিন্তু, বিএনপি জামাত থাকতে দিবে না, তারা ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া, ১ বছর থাকতে গেলে বিএনপি জামাত আরেক প্ল্যান করব, এদেরকে ক্ষমতা থেকে সরাতে, যদি সরকার টিকেও যায়, এদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে ও বিস্তর অভিযোগ দাড় করানো হবে, এইগুলা বিএনপি করবে,
একটা কথা আছে, পরে জন্য গর্ত খুদলে সেই গর্তে নিজেই পড়ে, আওয়ামীলীগের জন্য গর্ত খুদছিলো কিন্তু বিএনপি সেই গর্তে পড়তে যাচ্ছে,
এই সরকারকে হটানো জন্য বিএনপি জামাত আবার আন্দোলন করবে নিশ্চিত থাকেন, আওয়ামীলীগকে যুক্ত করবে, এইটা ১০০% নিশ্চিত ১টা বছর গেলেই দেখা যাবে
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১:০০
সোনাগাজী বলেছেন:
সময় লাগবে, মানুষ বুঝে গেলে, গৃহযুদ্ধ শুরু হতে পারে।
২৬| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রশ্ন আপনি ভালোই তুলেছেন। এখনো কিন্তু খন্দকার মুশতাক দেশের প্রেসিডেন্ট যদি ও তার ছালাম করার মানুষ গণখুনি দেশের বাইরে। তার ভূমিকা কি হবে? তিনি কি ইয়েস হাসিনা নন। এ কেমন স্বাধীনতা এই চাটুকারের কাছে শপথ নিতে হলো ড. ইউনুসের। বিপ্লবের অভ্যুত্থাননের ঢেউ কি তাকে স্পর্শ ও করতে পারেনি।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৭
সোনাগাজী বলেছেন:
আপনার কবিতা থেকে বুঝা যাচ্ছিলো যে, আপনি কোমলমতিতে পরিণত হয়েছেন।
২৭| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫১
আদিত্য ০১ বলেছেন: সেলিম আনোয়ার সাহেব আপনার আরও পড়াশোনা করা দরকার এনালাইটিক্যাল ডেপথ মাথায় বাড়ানোর জন্য, আপনার কমেন্টের উত্তর আমিই দিলাম, এই দেশের সংবিধান কী ধরনের? বলতে পারবেন?
২৮| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: @অন্তর্বতী কালীন সরকার কি সংবিধানে আছে। গণ খুনি কি সেই পথ খোলা রেখেছেন ? ভোট ডাকাতি করে খমতা দখল করেছে। বিরোধী দলকে মাঠে দাড়াতেই দেয়নি। শত শত শহীদের রক্ত ঝরিয়ে খন্দকার মুশতাক প্রেসিডেন্ট হয়েই থাকলেন।। বিপ্লব এই সরকার কে উৎখাত করেছে। লড়াই হয়েছে আওয়ামী লীগ এবং রেস্ট অব আদারস। সুতরাং রাজনীতির খেলা চলবে আওয়ামী লীগ কে বাইরে রেখে কিংবা নিষিদ্ধ ঘোষণা করে। যারা বিরুধী দল মানতে পারেনা গণতান্ত্রিক দেশে সেই দল কেন রাজনীতি তে থাখবে। যারা দেশকে ভারতের তাবেদার করে রেখেছে এদেশে গণহত্যা চালিয়েছে তারা কেন বহিষ্কৃত হবে না এদেশের রাজনীতি থেকে। যারা ক্ষমতায় থাকলে স্বাভাবিক নিয়মে গদি ছাড়তে চায় না তাদের কেন ক্ষমতার দৌড়ে ডিসকোয়ালি করা হয় না?
২৯| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৫
আদিত্য ০১ বলেছেন: সেলিম আনোয়ার সাহেব আপনাকে একটা প্রশ্ন করেছি, উত্তর দেন নাই, আপনার এই হাঊ কাঊ বলে দেয় আপনার এখনও পড়াশোনা করা অভাব আছে,
৩০| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৮
রানার ব্লগ বলেছেন: এই আন্দোলন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধারাবাহিক প্রক্রিয়া। এর ফান্ডিং যারা করেছে তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন কে।খুব ভালো ভাবে স্টাডি করেই এগিয়েছে। দুই কি তিন দিনের আন্দোলনে যেভাবে সরকার ঘাবড়ে গিয়ে খিচুরি পাকিয়ে ফেলেছিলো ওহা তাহার খুব কাছ থেকে পর্যাবেক্ষন করেই সরকার খেদাও আন্দোলনের ছক কসেছে। এখানে যদি কোন দোষ থাকে সেই দোষ হলো সরকারের। সরকার গুরুত্ব দেয় নাই।
৩১| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৪
আলামিন১০৪ বলেছেন: এক কথায় উত্তর এ আন্দোলনের সম্পূর্ণ নক্সা উপরওয়ালার করা..
৩২| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৪
খাঁজা বাবা বলেছেন: ছাগু পোষ্ট
৩৩| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা কি বাংলা-বসন্ত?
৩৪| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০০
বাউন্ডেলে বলেছেন: রাষ্ট্রকে রক্ষার জন্য আইন ও সংবিধান। আইন ও সংবিধান রক্ষার জন্য আদালত ও প্রসাশন দায়িত্ব পালন করে । আইন ও সংবিধান বিরোধী কার্যক্রমে অংশ নিলে জনগন ও তাদের সম্পদ রক্ষার জন্য ধ্বংষ ও হত্যাকারীদের অবৈধ জনতা হিসেবে বিবেচনা করে আইন শৃংখলা বাহিনী জনগনের জান-মাল রক্ষায় প্রতিরোধ করে। এতে অবৈধ জনতা গ্রেফতার ও ক্ষতিগ্রস্ত হয় এবং বৃহত্তর জনগোষ্ঠির জানমাল নিরাপদ হয়। প্রতিটি সরকার যা করে হাসিনা সরকারও তাই করেছে। তারা দোষ করলে আদালতে যাওয়ার সুযোগ আছে। ক্ন্তিু বিচার বহির্ভুত পদক্ষেপ আইন ও সংবিধান বিরোধী বিরোধী। ২০০৯ সালের পর বিতর্কিত হলেও নির্বাচন হয়েছে । বিএনপিও জামাত নির্বাচনে অংশ না নেয়ায় এটাকে বিতর্কিত বলা যায়। তবে ভোটে সংখ্যা গরিষ্ঠ মানুষ অংশ নেয়ায় সরকার কে পুরোপুরি অবৈধ বলা যৌক্তিক নয়। এখন যা হচ্ছে, তা পুরোপুরি অসাংবিধানিক এবং অবৈধ। এদেরকে সংঘবদ্ধ ডাকাত দল বলা যায়- যারা সাময়িক ভাবে একটি বাড়ি বা রাষ্ট্রর নিয়ন্ত্রন নিয়ে বিচার বহির্ভুত হত্যা, লুন্ঠন ও ধ্বংষযজ্ঞ চালাচ্ছে। এবং অপপ্রচার মিথ্যাচারকে আদালতের সিদ্ধানত ছাড়াই প্রতিষ্ঠিত করার অবৈধ প্রচেষ্টা চালাচ্ছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে সাম্রাজ্যবাদের গোপন আধিপত্যবাদি কার্যক্রমের ফলে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। ইথিওপিয়া,কঙ্গো, সোমালিয়া,সিরিয়া,ইরাক,লেবানন, ইয়েমেন এসব দেশেও এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে সাম্রাজ্যবাদীরা।
৩৫| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আদিত্য ০১ বাচ্চাদের প্রশ্ন । বিসিএস পরীক্ষার প্রস্ত্তুতিতে সংবিধান পড়াটা দরকার। স্কুল ছাত্রের কোশ্চেন করেছেন। সংবিধান মতে প্রেসিডেন্টের কাছেই তো করার কথা প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন স্পিকারের কাছে । বিপ্লবের সময় পতনের সময় এই সব
নিয়মের বেল থাকেনা । বিপ্লব হয় নতুন নিয়ম প্রতিষ্ঠা করা জন্য ব্যাপক সংস্কারের জন্য । ধন্যবাদ আপনাকে ।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১
সোনাগাজী বলেছেন:
আন্দোলনে বিজয়ী হয়েছে শিবির, পুরো ট্রেনিং ও আংশিক ফান্ডিং'এ পাকিস্তানী মিলিটারী; ফলে, বিজয় হবে ক্ষণস্হায়ী।
৩৬| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৮
রায়হান চৌঃ বলেছেন: এই আন্দোলনের ডিজাইন, ফান্ডিং, ট্রেনিং ও বাস্তবায়নে কাহারা ? আমি বলবো, যাদের চোখ পার্বত্য চট্টগ্রাম ও সেন্টমার্টিনের উপর পড়েছে তারা ই এই আন্দোলনের মাষ্টার মাইন্ড। খুব বেশিদিন হয়নি ভিপি নুর(কোটা আন্দোলনের প্রথম সারির নেতা) কে ইসরায়েলি গোয়েন্দা মোসাদ এর সদস্য দের সাথে বৈঠক করতে দেখা গিয়েছিল এবং বিষটা কিছু মিডিয়ায় প্রকাশ ও পেয়েছে। আর সে জন্য ই বোদহয় ভিপি নুর টেকনিক্যলি এখন অপলাইনে আছে।
আর বিএনপি? যদিও বাংলাদেশের পছন্দের দল হিসেবে প্রথম শ্রেনীর, কিন্ত সে তো এখনো কুয়োতে ই পড়ে আছে।
বাঁকি থাকে জামাত, দেখুন গত বিএনপি জোটের শিল্প মন্ত্রনালয়ের আন্ডারে ১০ ট্রাক শিল্পের যন্ত্রাংশ বলে কি আসে এটা সবাই দেখেছে, আর তখন শিল্পমন্ত্রী ছিলেন আমাদের মতিউর রহমান নিজামি সাহেব, যদিও জামাতের চোখ কানা নেতারা বলেন নিজামি সাহেব এ ব্যপারে কিছুই জানেন না। ১০ ট্রাকের বিষয় টা এই জন্য ই এনেছি যে, জামাতের চিন্তা ভাবনা গুলো আরো গভিরে ভেবে দেখা উচিৎ।
আর কোটা আন্দোলনের নেতা / সমন্বয়ক বা কারিগর, ভিপি নূর, মোসাদ একটা চেইন অপ কমান্ড...
(দেখুন বিষটা আমার একান্ত আপন মতামত, কারো কষ্ট লাগলে আমার কিছু করার নেই),
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৯
সোনাগাজী বলেছেন:
পাকিস্তান দীর্ঘ সময় ধরে যুক্ত, তারা শিবিরকে ট্রােনিং ও ফান্ড দিয়েছে; আন্দোলনে শেখ হাসিনাকে পরাজিত করার জন্য শেষের দিকে আমেরিকা যুক্ত হয়ে, সেনাবাহিনীকে হাসিনা থেকে কেড়ে নিয়েছিলো
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২২
কামাল১৮ বলেছেন: আমার ধারণা এর পিছনে আছে আমেরিকা বাস্তবায়নে আছে পাকিস্তানের আইএস বাংলাদেশের জামাত শিবির।আমার কাছে যদিও কোন প্রমান নাই কিন্তু অতীতের কাজকারবারে এটাই মনে হয়।ক্রমশ্য প্রকাশ হবে সবকিছু।ভারতের নিরবতার কারন বুঝতে পারছিনা।নাকি তারা এসব বিষয়ে অযোগ্য।