নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

টেনশনের কোন কারণ নেই, ঢাকার সবাই কোমলমতিদের চিনেন।

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১



"নতুন স্বাধীনতা" আনার জন্য ফেইসবুক জেনারেশনকে ( Gen-F ) যারা রাস্তায় ( "কোমলমতিরা" ) এনেছিলো, তাদের উদ্যোক্তরা জানতো যে, পুলিশকে আক্রমণ করলে পুলিশ গুলি চালাবে, সেই রক্তই ছাত্রদের পরিবার ও শেখ হাসিনার সরকারের উপর ক্ষিপ্ত বিশাল জনতাকে রাস্তায় আনবে; তখনই সরকারের পতন ঘটবে। সবই ঘটেছে সঠিক পদক্ষেপের মাধ্যমে; শেখ হাসিনার সরকারের লোকেরা ও আওয়ামী লীগের লাঠিয়ালরা যখন চুরি-ডাকাতিতে ব্যস্ত, কোমলমতিরা তাদের রক্তাক্ত প্ল্যান বাস্তবায়নে ব্যস্ত ছিলো।

শেখ হাসিনাকে সরানোর দরকার ছিলো; কিন্তু কোমলমতিদের হাতে উনার অপসারণ হওয়ায় জাতি ভয়ংকর রিস্কে আছে; কোমলমতিদের অতীত ইতিসাস গণহত্যার ইতিহাস।

কোমলমতিদের চেহারা মোবারক দেখে যা বুঝা যাচ্ছিলো, তা সরাসরি না বলে, ব্লাগারদের থেকে জানতে চাচ্ছিলাম, এসব কোমলমতিরা কি আসলে কোমলমতি, নাকি ভেঁড়ার চামড়া পরা কোমলমতি! আমার অনুমান অনুসারে কোমলমতিদের নিয়ে ব্লগে লেখার পর, ৯০ ভাগ ব্লগারের বকুনী শুনতে হয়েছে। তখন বুঝেছিলাম যে, কোমলমতিরা ভালো পাশাই খেলেছে, ব্লগ ভরে গেছে Gen-F'এ।

ঢাকায় টেলোফোন করলে, আমি কোমলমতিদের সম্পর্কে সবই জানতে পারতাম; আমি টেলিফোন করতে ভালোবাসিনা, টেলিফোনে আলাপ করতে পছন্দ করি না; দরকারী কাজগুলো ১ মিনিটের কম সময়ে সেরে ফেলি। আজকে ঢাকার পরিচিত ৭/৮ জনের সাথে কথা বললাম, কোমলমতিদের সম্পর্কে জানতে চাইলাম; দেখি সবাই উনাদের চিনেন, উনাদের সম্পর্কে পুরো ধারণা রাখেন; দেশে কোন রকম সিকিউরিটি নেই বলে, লোকজন এদের নিয়ে মুখ খুলছেন না; কিন্তু সবাই এদেরকে চেনেন।

দেখা যাচ্ছে যে, সবাই কোমলমতিদের অর্জন, "নতুন স্বাধীনতা"ও বুঝেন। এই নৈরাজ্যের মাঝে সবাই আপাতত চুপ থাকতে চাচ্ছে। আবার কোমলমতিরা শেখ হাসিনাকে উৎখাত করাতে সবাই খুশী; এই মহুর্তে কোমলমতিদের নিয়ে কথা বললে কি ঘটতে পারে তা বুঝা যাচ্ছে না।

পরিস্হিতির কারণে সবাই চুপ থাকলেও ঢাকার সবাই কোমলমতিদের চিনেন; একবার যখন চেনা গেছে, টেনশন নেয়ার দরকার নেই; সময় এলে সবাই আলোচনা করার শুরু করবে।




মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৩

বিষাদ সময় বলেছেন: ১৯৭১ এ স্বাধীনতা, ১৯৭৫ এ শুনলাম তথাকথিত স্বাধীনতা, এখন আবার শুনছি স্বাধীনতা। আমাদের জীবনে কি স্বাধীনতা আসতেই থাকবে?

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৭

সোনাগাজী বলেছেন:



Gen-F থেকে "নতুন স্বাধীনতা"র অভিনন্দন পাননি?

২| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০২

বিষাদ সময় বলেছেন: অভিনন্দন পাইনি। কিন্তু চেম্বারে মিষ্টি খাওয়ার উৎসবে অংশ গ্রহনের অনুরোধ পেয়েছিলাম।

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৪

সোনাগাজী বলেছেন:



১৯৭১ সালের ২৫শে মার্চের ১ সপ্তাহ আগে, টিক্কা খান ততকালীন কিছু নামকরা বাংগালী প্রফেশানেল ও রাজনৈতিক নেতাকে "২৬ শে মার্চ রাতে ডিনারের" দাওয়াত দিয়ে ছিলো। সবাই মনে করেছিলো যে, নতুন গভর্ণর পরিচিত হতে চাচ্ছেন। ২৫শে মার্চ রাতে গণহত্যার কারণে বেশীরভাগই যায়নি; যারা গিয়েছিলো, তাদেরকে ডিনারের পর মিষ্টি দেয়া হয়েছিলো; এং বক্তব্যের সময় টিক্কা বলেছিলো, "বাংগালীরা মিষ্টি ভালোবাসে"।

৩| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২২

কে এম এস বলেছেন: Gen-F এর মানে কি? এদের নিয়ে আগে যা আভাস দিয়ে ছিলেন, তাই কি সত্য জানলেন?

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৪

সোনাগাজী বলেছেন:



আমেরিকা, ইউরোপ, জাপান ও ইসরায়েলের তরুণ জনসংখ্যা, যারা শিশু বয়সেই কম্প্যুটার ও বিবিধ ডিজিটেল ডিভাইস ব্যবহার করেছে, তারা -Z; আমাদের লোকজন যখন ডিজিটেল ডিভাইস ( সেলফোন ) পেয়েছে, তারা ফেইসবুকে আটকে গেছে, পর্ণ দেখছে; আমি সন্মান করে তাদেরকে Gen-F বলছি, এদেের বড় অংশকে Gen-P বললেও চলবে।

৪| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৩

পবন সরকার বলেছেন: দেশ এখন অস্থিতিশীল হয়েছে তিনটি কারণে এক. আওয়ামী পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে দুই. আওয়ামী সন্ত্রাসীরা ডাকাতি শুরু করেছে তিন. আপনাদের মতো অন্ধ সাপোর্টারদের অপপ্রচার

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৬

সোনাগাজী বলেছেন:




আমার অপপ্রচারে পড়ে অনেক ব্লগার ঢাকায় ও চট্টগ্রামেে ডাকাতী করছে গত কয়েকদিন; বেশ আয় করেছে; আপনি চেষ্টা করেছেন?

৫| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬

নতুন বলেছেন: আপনার মনে পরিবর্তনের ভয় রয়েছে বুঝতে পারছি।

নতুন গন্তব্যে পৌছাতে চাইলে শুরুটা করতে হবে।

আপনি বুঝতে পেরেছেন শেখ হাসিনা যোগ্য নেতা নয়। তিনি ভুল পথে চলছেন।

তার সম্প্রতিক সিদ্ধান্তে ৪-৫ শত মানুষ মারা গেছে তারপরেও যদি আপনি বলেন শেখ হাসিনার পালানো উচিত হয় নাই। তবে আর কিছুই বলার নেই।

আপনার মতে যদি শেখ হাসিনার ক্ষমতায় থাকতে হতো তবে মৃত্যুর সংখ্যাটা ১০০০+ হতো, আহতের সংখ্যা ৫০০০ হতো।

সেটা অবশ্যই বিশ্বের জন্য একটা দৃস্টান্তই হতো, বিশ্বরেকর্ড হয়ে যেতো।

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৪

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনার সময়ে ৪/৫ শত " নিরীহ নাগরিক ও সাধারণ ছাত্র " প্রাণ হারায়েছে, এটা সঠিক; কিন্তু আমার মতে, ৪/৫ শতের মৃত্যু শেখ হাসিনার প্ল্যানের অংশ নয়; "সাধারণ ছাত্রদের রক্তের উপর এই আণ্দোলনের সাফল্য এসেছে, ইহা কোমলমতিদের 'নতুন স্বাধীনতা' প্রজেক্টের অংশ "। ২০ হাজারেের মতো ট্রেনিং প্রাপ্ত কোমলমতিরা "প্ল্যান অনুসারে" ফেইসবুক-জেনারেশনের ছাত্রদের পুলিশের সামনে নিয়ে গেছে, যাতে ১ কোটী ছাত্রদের পরিবার রাস্তায় নামে।

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২০

সোনাগাজী বলেছেন:



আপনি ও আমি তথ্যের ভিত্তি যা জেনেছি, সেটার আলোকে কথা বলছি; শেখ হাসিনা কোমলমতিদের যথা সময়ে চিনেছেন ও বৃথা থামানোর চেষ্টা করেছিলেন; শেখ হাসিনা যখন টের পেয়েছে তখন দেরী হয়ে গেছে; উনি ২০১৮ সালে বুঝলে ও উহা সমাধান করতে চাইলে দেশ কোমলমতিদের হাতে যেতো না।

কোমলমতিরা এই দেশে রক্তের গংগা বসাতে পারে সামনের দিনগুলোতে।

৬| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৪

আহলান বলেছেন: কোমোলমতি আর কোমলপাণীয় এক ভাবছিলো এই মোদি সরকার, প্রতিবারই জঙ্গী নাটক জয়ী হবে এটা আশা করা ঠিক হয়নি ... ....

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫০

সোনাগাজী বলেছেন:



আপনি সঠিক, বাংগালী জংগীরা ১৯৭১ সালের কোমলমতিদের পরাজিত করে জয়ী হয়েছে বলে, প্রতিবারেই কি তারা জয়ী হবে; এবার শান্তবাদী কোমলমতিরা জয়ী হয়েছে; '৭১ সালের থেকেও অনেক বড় এক "নতুন স্বাধীনতা" এনেছে।

৭| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৫

নতুন বলেছেন: ১৯৭১ যেমন পাকীদের ভুলে স্বাদীনতার যুদ্ধ শুরু হয়েছিলো।

তেমনি ২০২৪ এ ছাত্রলীগের হামলা শেখ হাসিনা সরকারের সেই ভুল ২০২৪ এ।

এই আন্দোলনের পেছনের ক্ষোভ সৃস্টির পেছনে ১৬ বছরের কুশাসন। যার দায় পুরা দায় শেখ হাসিনার অদক্ষতা।

বিরোধী দলতো চাইবেই যে কোন উপায়ে সরকারের পতন করাতে। তাই তারা ঢাবির হামলার পরে তাদের সর্বশক্তি নিয়োগ করেছে ঝামেলা বড় করতে। ( সেটাই সাভাবিক)

কিন্তু এখন একটা সুযোগ এসেছে সৈরাচার বিদায় হয়েছে।

নতুন একটা শুরুর সুযোগ এসেছে, সেটা ১০ থেকে ১৫ বছর পর পর আসে।

আন্দোলনে জাতীপুড়ে খাটি হয়।

গত কয়েকমাসের বাংলাদেশের ইন্টারনেটের ট্রাফিক দেখুন, গত মাসে টপ ৫০ ওয়েবটাসে কোন র্পণ সাইট নাই।

ছাত্ররা দেশ গঠনের পক্ষে কাজ করবে, তাদের জন্য সরকার ভালো কাজের ব্যবস্থা করলেই তারা খুশি থাকবে।

নতুন নেত্রিত্ব নাই, সেটা তৌরির জন্য দিশা দিতে হবে আপনাদের মতন মানুষদেরই।

৫-৬ বছর এই সরকার ক্ষমতায় থাকলে জনগনের মনে নতুন বাংলাদেশের স্বপ্ন বোনা যাবে।

বিএনপি/জামাতকে এই কয়েক বছর থামিয়ে রাখতে হলে , ছাত্রদের সর্মথন ছাড়া এই সরকার পারবেনা।

যেটা হয়ে গেছে আয়ামীলীগের ভুলের জন্যই হয়েছে।

এখন যেটা হতে যাচ্ছে সেটা যেন ভাল দিকে যায় তার জন্যই দেশপ্রমিকের প্রতি আমি আহবান জানাবো।

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৯

সোনাগাজী বলেছেন:


আপনি শেখ হাসিনার সরকার সম্পর্কে এখন যা বলছেন, অনেকই ২০১২ সাল থেকেই তা বলে আসছেন।

আমার মনে হয়, বর্তমান ঘটনাকে আপনি যা ভাবছেন, ইহা আসলে তা নয়; এরা "সাধারণ ছাত্র" নয়, এরা ভালো অভিনয় করেছে মাত্র। ঢাকার সব মানুষ বুঝার শুরু করেছে, এরা কারা।

৮| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩১

ঊণকৌটী বলেছেন: আর এই ব্লগের অনেক বিলিয়নরা নিজেদের চামড়া বাচাতে কোমলমতি দের জন্য এই করেছে সেই করেছে দশ লক্ষ টাকা বিনিয়োগ করে দেবে, বলে কান্নাকাটি করছে এখন 90% বাঙালি কোমলমতি দের পৃষ্ঠপোষাক হয়ে যাবে, স্বার্থ একটাই আপাততঃ যার যার নিজের পিঠের চামড়া বাচাই আগে

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৫

সোনাগাজী বলেছেন:



পাকভারত উপমহাদেশে শুধু ভারত সফল হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ নিরক্ষরে ভরে গেছে।

৯| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৩

ঊণকৌটী বলেছেন: সাফল্যের একটাই কারণ ভারতীয় মা বাবা নিজেরা খাক বা না খাক সন্তানের শিক্ষার সর্বোচ্চ আত্ম ত্যাগ করেন

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



আমাদের দেশের মা-বাবারা ভার‌্তীয় মা-বাবাদের চেয় আরো এক ডিগ্রি উপরে" বাচ্ছাকে মাদ্রাসায় দিছ্ছে, বাচ্ছা শিক্ষা পাচ্ছে, মা-বাবা বেহেশতে যাবে; বাংলাদেশের ৫০ ভাগ প্রাইমারী বন্ধ হয়ে যাবে কোমলমতিদের হাতে।

১০| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৩

ঊণকৌটী বলেছেন: ভারতীয় দের কাছে দেশ আগে, ধর্ম সেকেন্ড বাকিটা রাজনীতি

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:




আমাদের কোমলমতিরা সুযোগ পেলে দেশের শানতন্ত্রকেও ইসলামিক করে ছাড়বে।

১১| ১০ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার সবগুলো লেখা পড়েছি। আপনার পর্যবেক্ষণ সঠিক আছে। তবে আপনি যতোটুকু ভাবছেন (আমি সঠিক জানিনা আপনি কতোটুকু জানেন) মূল বিষয় তারচেয়েও অনেক অনেক বড়।


১২| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৭

আদিত্য ০১ বলেছেন: এই কোমলমতিদের এইটা আগে থেকে ডিজাইন ও আন্দোলনের ইঞ্জিনিয়ারিং আগে থেকেই করা ছিলো, সুযোগের অপেক্ষায় ছিলো, তারা আগেই ছাত্র নেতৃত্ব দ্বারা ইমপ্লিমেন্ট করেছে এমনভাবে যাতে ছাত্রগুলো পুলিশকে আক্রমন করে, তাতে পুলিশও আক্রমন করবে, ছাত্র মারা পড়বে বেশি ও পুলিশও, এতে তাদের সরকার পতনের ইঞ্জিনিয়ারিং সফল

এই কোমলমতিরা আবারো ইঞ্জিনিয়ারিং করবে ইউনুস সাহেবকে পতন করতে, কারন এদের ইচ্ছে লোক দেখানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়া, এরা বাজারে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াবে, যাতে সাধারন মানুস আবারও উত্তেজিত হয় ইউনুসের বিরুদ্ধে, তখন ইউনুস বাধ্য হবে নির্বাচন দিতে। একজন লোক ভালো অর্থনীতিবিদ হলেই ভালো রাজনীতি বা প্রশাসন বুঝবেন এইটা ভুল, অনেক কিছু এখনও বাকি আছে।

আবার এর মাঝে এই ছাত্র নেতৃত্বরা একটা দল গঠন করতে চাইতে পারে, কিন্তু সেই দল আদৌ নির্বাচনে জয়ী হতে পারবে কিনা, যদি জয়ী হয়, বিএনপি জামাত আওয়ামীলীগ মিলে আন্দোলন শুরু করবে

আগামী ১ বছরে আরও অনেক কিছু ঘটবে এইটা বুঝাই যাচ্ছে, অনেক পালাবদল আসবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.