নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
উপরের ছবিটা দেখেন, সুন্দর সুন্নতি দাঁড়িসমেত কোমলমতি মুমিনদের সাথে দাঁড়িবিহীন ১ লোক দাঁড়িয়ে আছে, উহাকে এঁদের সাথে মানায়? কতভাগ হেফাজতি, জামাত-শিবির ও গ্রামের মানুষ মনে করেন যে, ড: ইউনুস "সুদখোর"? এদের ৯৯ ভাগ মনে করে যে, ড: ইউনুস সুদ খেয়ে ইসলামের নিয়ম ভেংগেছে; তাকে বড় পদে রাখা ঠিক হবে না।
কোমলমতিদের চড়ুইভাতি সরকারে সব পিগমীদের মাঝে একজনই দক্ষ লোক আছেন; তাঁর প্রতি জনসংখ্যার দৃষ্টিভংগি যদি এই রকম হয়, সরকারের তক্তা তো নড়বড়ে হবে! সমাধান কি?
একটি সহজ সমাধান হচ্ছে, ড: ইউনুসের চেহারা মোবারককে মুমিন কোমলমতিদের মতো করতে হবে, দাঁড়ি রাখতে হবে; তখন সুদ সমস্যা অনেকটা কমে আসবে।
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩
সোনাগাজী বলেছেন:
আপনি বায়তুল মোকারমে জুমার পর, "সুদ খাওয়া খারাপ নয়" লিখা একটা ছোট হ্যান্ড আউট বিলি করিয়েন, আপনার কাছে তো ফান্ড আছে।
২| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৬
নতুন বলেছেন: আপনিও মুসলমান হইলে শিবির এই প্রিস্ক্রাইব কইরেন না।
দেশে অন্ধভক্ত অনেক। কিন্তু তার অর্থ সব ধর্মের অনুসারাীরা শিবির/আরএসএস না।
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৪
সোনাগাজী বলেছেন:
দেশের কতভাগ মানুষ সুদের বিপক্ষে কথা বলে?
৩| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুদ হচ্ছে একটি টেকনিক মাত্র, অনেকটা অস্ত্রের মতো।
অস্ত্র দিয়ে খারাপ - ভালো দুইই করা যায়, ঠিক তেমনি সুদ দিয়েও করা যায়।
ইউনূস সাহেব সুদকে ব্যবহার করে দারিদ্র বিমোচন করতে চেয়েছেন, এবং অনেক জায়গায় পেরেছেন।
এটা খারাপ কিছু নয়।
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬
সোনাগাজী বলেছেন:
উহা অস্ত্র নয়, উহা ফাইন্যান্সের প্রাণ।
ইউনুস সাহেব দরিদ্র বিমোচন করেননি, উনি বিশ্বে বিখ্যাত হয়েছেন, গরীবদের "বিনা কোলেটারেলে" ঋণ দিয়ে।
৪| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২০
আহলান বলেছেন: আরো কত চুলকানি দেখবো ...
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭
সোনাগাজী বলেছেন:
ইহা সবেমাত্র শুরু
৫| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩
নতুন বলেছেন: কতভাগ হেফাজতি, জামাত-শিবির ও গ্রামের মানুষ মনে করেন যে, ড: ইউনুস "সুদখোর"? এদের ৯৯ ভাগ মনে করে যে, ড: ইউনুস সুদ খেয়ে ইসলামের নিয়ম ভেংগেছে; তাকে বড় পদে রাখা ঠিক হবে না।
দেশের বেশির ভাগ মানুষই ভন্ড। তারা ঘুষ খাবে, খাদ্যে ভেজাল দেবে, দূনিতি করবে, ব্যাংকে চাকা রেখে সুদ খাবে কিন্তু ড: ইউনুসকে সুদখোর বলবে।
আমার পরিচিত অনেকেই আছেন যারা ৫ তারকা হোটেল/ রেস্টুরেন্টে চাকুরী করছেন কিন্তু ভাস্কর্য ভাঙ্গার পক্ষে। সুদের বিপক্ষে। ছেলেকে হাফিজি পড়াচ্ছেন, স্ত্রীকে পর্দা করাচ্ছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন।
তারা যেই প্রতিস্ঠানে চাকুরী করছে সেখানে মদ বিক্রি অন্যতম আয়ের উতস। কিন্তু ৫ ডিজিট বেতনের চাকুরি ছাড়তে পারছেন না।
আমি এইসব ভন্ডদের কথায় কান দেই না।
@সত্যপথিক শাইয়্যান ভাই সহমত।
* চক্রবৃদ্ধিহারে সুদ খারাপ। কিন্তু আমাদের দেশের প্রচলিত সুদ আর ইসলামী ব্যাংকগুলির মুনাফা একই জিনিস।
এটা নিয়ে বিরাট একটা বাটপারি চলছে। আবেগ কাজে লাগিয়ে একই সুদের % মুনাফা বলে চালিয়ে দিচ্ছে মাত্র।
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩০
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার পতনের দরকার ছিলো; পতনের পর ভালো মানুষ আসার দরকার ছিলো; তাঘটেনি, চড়ুইভাতি সরকারে একমাত্র ড: ইউনুস ছাড়া বাকী সবগুলো ভন্ড, কোমলমতিরা ভন্ড।
৬| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪
নতুন বলেছেন: চড়ুইভাতি সরকারে একমাত্র ড: ইউনুস ছাড়া বাকী সবগুলো ভন্ড, কোমলমতিরা ভন্ড।
আশা করি আ্পনার এই ধারনাটা ভুল প্রমান করবে ছাত্ররা।
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮
সোনাগাজী বলেছেন:
এই কোমলমতিদের ভয়ে সেনাপ্রধান প্যান্টে হিস্যু করছে এখনো, একটু খবর টবর রাখিয়েন।
৭| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭
ঊণকৌটী বলেছেন: নয় জন খারাপ মানুষের সাথে একজন ভালো মানুষ কখনো যায়না, নয় জনের নয়টা থাপ্পড় একজন নিতে পারবেনা
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪২
সোনাগাজী বলেছেন:
নির্বোধ শেখ হাসিনা অকারণে ড: ইুনুসের জীবনটাকে তামা তামা করে দিয়েছিলো; তাই ড: সাহেব আগাপাছা না'ভেবে প্রতিশোধ নিতে ভন্ডদের সাথে যোগ দিয়েছেন, উনাকে এইসব ভন্ডরা তুলা তুলা করে ফেলবে।
৮| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০
ঊণকৌটী বলেছেন: অতি অহংকারে পতন সোনার লঙ্কার,পৃষ্ঠ পোষাকের ছদ্মবেশে বিভিষন ঢুকে গেছে অভ্যন্তরে
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৪
সোনাগাজী বলেছেন:
মানুষকে পড়ালেখার সুযোগ না'দিলে মানুষ কাবুলীওয়ালা হয়ে যায় এক সময়।
৯| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৪
ঊণকৌটী বলেছেন: শিক্ষার প্রসার ব্যতীত একটা সমাজ একটা দেশ কোনো দিনও এগোতে পারেনা ,দুঃখের বিষয় একটা সাধারণ সমাজের পাশে যদি বিষাক্ত সামাজিক পরিবেশ বিরাজ করে তবে নির্ঘুম থাকে সাধারণ সমাজ আর এইটা পুরো বাংলাদেশের জন্যে খারাপ
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১০
সোনাগাজী বলেছেন:
দেশটা স্বাধীন হওয়ার পর, জাতি গঠনের কোন সামাজিক, অর্থনৈতিক প্রোগ্রাম হাতে নেয়া হয়নি; এরপর দেশকে পাকিদের মতো মিলিটারী দখল করে নেয়। এইযাবত ৪ বার মিলিটারী এলো।
১০| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৮
ঊণকৌটী বলেছেন: বাংলাদেশ এর শিক্ষিত সমাজের মানুষের মধ্যে বিশেষ করে মা বাবা দায়িত্ব জ্ঞানের কিছুটা অভাব আছে
১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৩
সোনাগাজী বলেছেন:
সব মা-বাবাই চায় যে, সন্তান শিক্ষিত হোক, ভালো থাকুক। আমাদের কলেজ ও ইউনিভার্সিটিগুলোকে ছাত্র মাফিয়ারা দখল করে রাখে। ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, কোমলমতি ছাত্ররা আমাদর শিক্ষাংনকে মাফিয়াদের ক্লাব বানায়েছে।
১১| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৯
আলামিন১০৪ বলেছেন: আন্নে দেশে আহেন, ইলেকশনে খারান
১০ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
সোনাগাজী বলেছেন:
আমার ইলেকশান করার বয়স নেই।
১২| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোটামুটি সবাই তো পদত্যাগ করলো ।
এখন রাষ্ট্রপতি বাকি।
এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা যেতে পারে।
অবাঞ্চিত যে কোন লোম শেভ করে ফেলাই উত্তম।
বাংলাদেশে বর্তমানে দাড়ি রাখাটা একটা ফ্যাশন।
পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে সম্ভব হলে মেয়েরাও দাড়ি রাখতো।
১০ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা নিজেদের শত্রুকে সরকার প্রধান বানায়েছে, ইহা জেনেও উনি সেখানে গেছেন।
কোমলমতিদের বাবাদের ভয়ংকর ভয়ংকর প্ল্যান আছে।
১৩| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৩
দীপ্ত একাত্তর বলেছেন: নবী ইউনুস(আঃ) মাছের পেট থেকে নিস্কৃতি পেয়েছিলেন দোয়া ইউনুস পড়ে।
আর সুদী ইউনুস কোন দোয়া পড়ে কোমলমতিদের হাত থেকে রক্ষা পাবেন?
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৬
সোনাগাজী বলেছেন:
আমাদের কোমলমতিদের উপর দোয়া কাজ করবে না; গোলামে আজমের বাণী কাজ করতে পারে।
১৪| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩১
শায়মা বলেছেন: আচ্ছা তুমি তার দাঁড়ির পিছে লাগলে কেনো ভাইয়া!!!
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৮
সোনাগাজী বলেছেন:
আপনি নকল দাঁড়ি কিনেন।
দাঁড়ি টা ওদের ট্রেইড মার্ক।
১৫| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৪
খাঁজা বাবা বলেছেন: আপনার মাথা আগেই খারাপ ছিল
হাসিনার পতনে পুরোটা গেছে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৫
সোনাগাজী বলেছেন:
আমিও নিজকে অনেকটা বিশ্বাস করতে পারছি না।
১৬| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১
রানার ব্লগ বলেছেন: শুনলাম জনমত জরিপে কামালা ট্রাম্পের থেকে এগিয়ে আছে ।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬
সোনাগাজী বলেছেন:
সঠিক, তবে এখনো খুবই কাছাকাছি; কনভেশনের পরে আরো একটু আগানোর সম্ভাবনা আছে।
১৭| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫১
ধুলো মেঘ বলেছেন: আসলে সমস্যাটা কি জানেন? স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অপশক্তি - এইসব বলে লীগ সরকার যতই জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, বাক স্বাধীনতা হরণ করে সব পক্ষকেই আস্তে আস্তে নিজের শত্রু বানিয়েছে। এইসব শত্রুরা এখন বুঝতে পেরেছে যে তাদের একটা কমন শত্রু আছে। তাই সুদখোর, বামপন্থী, ইসলামপন্থী - সব মিলেমিশে একাকার হয়েছে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৮
সোনাগাজী বলেছেন:
আন্দোলনে জয়ী হয়েছে "রগকাটা শিবির"; ফলে বিজয় বেশীদিন থাকবে না।
১৮| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
এম ডি মুসা বলেছেন: এটা কোনো কথা?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৭
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার ভুলের জন্য আপনি চাকুরী পাননি ও শেখ হাসিনার চাকুরী চলে গেছে; তবে, মাঝখান থেকে ক্ষমতা চলে গেছে রগকাটাদের হাতে।
১৯| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৭
ধুলো মেঘ বলেছেন: শিবির সম্পর্কে আপনাদেরকে অনেক ভুল বোঝানো হয়েছে। আমেরিকায় অনেক জামাত-শিবির আছে। তাদের সাথে কিছুদিন উঠাবসা করেন - অবশ্যই আপনার ভুল ভাঙবে।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৮
সোনাগাজী বলেছেন:
আমার আশেপাশে ৫০০০ শিবির জমা হয়েছে; এরা এখানে বেশ ভালো হয়ে চলে; এরা জানে যে, এদেরকে উপর নজর রাখা হয়েছে। এরা লাঠি দেখলে ভালো মানুষের অভিনয় করে।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৯
সোনাগাজী বলেছেন:
আরব-মেক্সিলো হয়ে হাজার হাজার শিবিের আমেরিকা আসছ.
২০| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১২
নতুন বলেছেন: আপনি যে মিথ্যা পোস্ট দিয়েছিলেন তার সত্যতা প্রমান দিলেন না এখনো?
আপনার কাছে ২ ছাত্র যে পাকি ট্রেনিং নিয়েছিলেন তার প্রমান আছে?
মিথ্যা বলে নিজেকে হাকা লেভেলে নামিয়ে আনলেন বলে খারাপ লাগছে।
১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৪
সোনাগাজী বলেছেন:
আমি কখনো মিথ্যা বলি না।
এবারের আন্দোলনের প্যা টার্ণ থেকে আমি অনুমান করছি, শিবিরের ২০/৩০ হাজার পাকিস্তানী আইএসআই থেকে ট্রেনিং পেয়েছে; এরা মানউষকে রাস্তায় আনার জন্য "সাধারণ ছাত্রদের" রাইফেলের সামনে এনেছিলো।
unction at() {
[native code]
}
২১| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
রায়হান চৌঃ বলেছেন: ধুলো মেঘ বলেছেন: শিবির সম্পর্কে আপনাদেরকে অনেক ভুল বোঝানো হয়েছে। আমেরিকায় অনেক জামাত-শিবির আছে। তাদের সাথে কিছুদিন উঠাবসা করেন - অবশ্যই আপনার ভুল ভাঙবে।
ধুলো মেঘ: আপনি দয়া করে আপনার এই লিখা ঠিক করে নিন।
আমি জামাতের বৈঠকে প্রায় ৬ থেকে ৭ বছর উঠাবসা করার পর ওনাদের কাছথেকে দুরে সরে এসেছি, শুধু আমি নই একজন সিনিয়র লেভেলের এরিয়া ভিত্তিক সভাপতি তার পদ ছেড়ে দিয়েছেন, যিনি কুরআন শপৎ নিয়ে জামাতের সদস্য হয়েছিলেন। শুনিনাই, নিজের চোখের সামনে দেখেছি। শুনতে চান আপনি ? প্রমান সহ শুনাতে পারব। সমস্য হচ্ছে টিকে থাকতে পারবেন না, নির্ঘাত আত্নহত্য করবেন যদি জামাতের সদস্য হয়ে থাকেন।
পরিশষে বলব, "একমাত্র অহংকার ই শেখ হাছিনার পতন এর মূল কারণ" অন্য কিছু নয়।
গ্রামের ভাষায় একটা কথা বলে "যে আগুন খায় সে কয়লা হাগে"
ভালো থাকবেন
২২| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
নতুন বলেছেন: আমি কখনো মিথ্যা বলি না।
এবারের আন্দোলনের প্যা টার্ণ থেকে আমি অনুমান করছি, শিবিরের ২০/৩০ হাজার পাকিস্তানী আইএসআই থেকে ট্রেনিং পেয়েছে; এরা মানউষকে রাস্তায় আনার জন্য "সাধারণ ছাত্রদের" রাইফেলের সামনে এনেছিলো।
তাহলে আপনার পোস্টে লিখবেন যে আপনার অনুমান এই আন্দোলন শিবিরের,
আপনি অনুমান করেছেন সেটা পরিস্কার উল্লেখ করবেন।
২০/৩০ হাজার পাকি আইএসআই ট্রেনিং কি বাংলাদেশে হয়েছে? ( গত ১৬ বছর আয়ামীলীগের সময় এই ট্রেনিং সেন্টার কোথায় ছিলো?)
১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০২
সোনাগাজী বলেছেন:
এই ধরণের ট্রেনিংগুলো পার্বত্য চট্টগ্রামে ও পাকিস্তানে হয়।
আওয়ামী লীগ এদেরকে ট্রেকিং করেনি, উহারা ডাকাতিতে ব্যস্ত ছিলো।
২৩| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৩
নতুন বলেছেন: পাকিস্তানে ২০/৩০ হাজার মানুষ গেলো এবং ট্রেনিং নিয়ে চলে এলো।
অনুমানে এতো কিছুই জেনে গেলেন?
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ২:১০
সোনাগাজী বলেছেন:
আমি ভাবছি, রাস্তায় কতো মানুষ নেমেছিলো, এরা কারা; এতগুলো মানুষকে রাস্তায় আনতে কত মানুষ যুক্ত ছিলো, এদের কি ধরণের দক্ষতা, এগুলো কোথায় পেলো, ইত্যাদি ইত্যাদি।
আমার সব লেখা এই ধরনের ধারণাভিত্তিক।
২৪| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক রকম সব হাস্যকর কাজ হচ্ছে। ৬০ বছরে সরকারি কাজে অবসর নিতে হয়। এ বয়সে নাতি পুতিরা পিঠে নুনু ঘসে। জমি জমাও নাতিপুতিরা আব্দার করলে লিখে দেয়। সে আমাদের প্রধান। নাতি পুতিরা যা আব্দার করে তাই করে। আর তিনি তো ৮৪। আব্দার তো মানতেই হবে।
অধ্যাপক সাহেব পাগল হয়ে যাবেন
১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১:১২
সোনাগাজী বলেছেন:
তবে, এই বয়সে কোমলমতিদের সাথে কাজ করার জন্য সাহস করেছেন, এটা বড় কথা; কোমলমতিরা আগের ভারতের ঠগী।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের দেশের সুদ খারাপ, এটা সঠিক নয়।