নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
শেখ হাসিনা দেশে ফিরেছেন নাকি, ঢাকায় কিছু শোনা যাচ্ছে? নুরু, পুশির চড়ুইভাতি সরকার গঠন হওয়ার পর, উনার দেশে চলে আসা উচিত; না'হয় কোমলমতিরা ঝেঁকে বসবে, ক্রমে ওদের বাবারা স্হান দখল করবে। আসলে, মনে হয়, উনাকে ব্লাফ দিয়ে দেশ থেকে বের করা হয়েছে; সিকিউরিটিরা নাকি বলেছিলো যে, মিলিটারীর মাঝে কোমলমতিরা ঢুকে পড়েছে, কোনটা কোমলমতি, কোনটা রুঢ়মতি বুঝা যাচ্ছে না; গোলেমালে উনাকে হত্যা করতে পারে।
যা' হওয়ার হয়েছে, এহন দেশে ফিরলে উনার বিচার হবে; হয় ফাঁসি, না'হয় ৩/'শ বছরের জেল। ফাঁসির অর্ডার হয়ে গেলে কিছু করার নেই, মওলানা এখন বেহেশতে বসে শ্রমিক আন্দোলন করছেন, উনি বড়মিয়াকেও তেমন ভয় করতেন না। ফাঁসী নিতান্ত হয়ে গেলে, মতিয়া চৌধুরী কিংবা দীপুমণি দেখা করতে গিয়ে পেয়ারার সাথে ২টা পিল দিয়ে এলে, উনার ফাঁসি হবে না; আর জেল হলে, আওয়ামী লীগ উনাকে মুক্ত করে নিয়ে আসবে সময় মতো। উনি না'এলে আওয়ামী লীগ হারিয়ে যাবে।
এই যাবত, আওয়ামী লীগ ৩ বার লুকায়ে গেছে; ১ম বার লুকায়েছিলো ১৯৬৮ সালে, আইয়ুব খান শেখকে আটকানোর পর; সেবার আওয়ামীদের রাস্তায় এনেছিলেন মওলানা। ২য় বার তারা পালিয়ে গেলো শেখ হত্যার পর; ইহা ছিলো আসলেই লজ্জার ব্যাপার! ওরা না'পালায়ে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে রওয়ানা হলে জিয়াউর রহমান লুংগি পরে পায়ে হেঁটে পালিয়ে যেতো। সেই অবস্হা থেকে বের করে আনলেন শেখ হাসিনা; এবার আবারো উনাকেই দা্যিত্ব নিতে হবে ফিরায়ে আনার।
উনি ভয় পাবার লোক নন বলে আমার বিশ্বাস আছে।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৯
সোনাগাজী বলেছেন:
২ দিন দেরী হয়ে গেছে; মানুষজন হতাশ হয়ে যাবেন; উনি এলে, কোমলমতিদের বাবারাও পালাতে শুরু করবে।
২| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অপেক্ষায় থাকুন। তবে উনি ফিরে এলে কাউয়া কাদের মত লোকদেরকে কমিটিতে রাখা ঠিক হবে না।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২১
সোনাগাজী বলেছেন:
উনাকে একা ফিরতে হবে, উনার ছেলেকেও আনা যাবে না; উনাকে ফিরতে হবে তৃণমুলের কাছে; যারা পালিয়েছে, তাদের আসার দরকার নেই।
৩| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৮
কামাল১৮ বলেছেন: রাজনৈতিক আশ্রয় না দিলে ভারতে থাকা ঠিক হবে না।বৃটেন বা আমেরিকা ওনার জন্য ভালো ছিলো।শেখ হাসিনা নিজের ভালো নিজে বুঝে।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২২
সোনাগাজী বলেছেন:
ভিসা নিয়ে উনাকে থাকতে হবে ভারতে, দুরে যাওয়া ঠিক হবে না।
৪| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩
নূর আলম হিরণ বলেছেন: আরেকটু সময় নেওয়া উচিত।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৭
সোনাগাজী বলেছেন:
কিসের সময়, উনি তারেক নাকি? উনাকে সারা বিশ্বের মানুষ চেনেন। ইউরোপ আমেরিকা উনাকে পছন্দ করেন।
৫| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩০
নূর আলম হিরণ বলেছেন: আমেরিকাকে সময়ে সময়ে উনি অকারণে ক্ষেপিয়েছেন।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩২
সোনাগাজী বলেছেন:
স্বয়ং বাবার মগজই কম ছিলো, উনার অবস্হা তো আরো খারাপ।
৬| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩২
আদিত্য ০১ বলেছেন: উপদেষ্টাদের মধ্যে একটা আছে আপাদমস্তক বাটপার,মিস্টার আসিফ একবার জামাতের সাঈদিকে নিয়ে কলাম লেখে আবার সাঈদির বিরুদ্ধে লেখে। সে জানে যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনে আইনগত ত্রুটি আছে, কিন্তু সে ফাক গুলো রেখে দিছে পরিকল্পিত ভাবেই
যাইহোক এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটনোর জন্যে, কোমলমতীদের গুপ্তচর আছে, এইটা অবোধ আন্দোলনের নেতৃবৃন্দরাও জানেনা, এই অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় বিএনপি জামাতের ইচ্ছের বাইরে অনেক দিন থাকবে আরও কিছু সিদ্ধান্ত নিবে, এই জন্য কোমলমতীরাই আজকে আরেকটা গুলমালের চেষ্টা করছিলো, কিন্তু পিঠ বাচানোর জন্যে দায় চাপায় দিছে আওয়ামীলীগের ওপর, সেইফ জোনে থাকার এখন একটাই ওপায় দোষ ধরা পড়ার সম্ভাববা থাকলে আওয়ামীলীগের ঘাড়ে দাও
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪১
সোনাগাজী বলেছেন:
ড: ইউনুস সাহেব ব্যতিত বাকিগুলো লিলিপুটিয়ান; অবশ্য ২টি হায়েনাও আছে।
৭| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লাফ বুঝা শেষ নাকি? দেশে সহজে আসতে পারবে না।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৬
সোনাগাজী বলেছেন:
আসতে বাধা কোথায়? উনাকে হত্যা করার সাহস জিয়ারও ছিলো না; কোমলমতিরা উনাকে মারলে, সাগরের নীচেও পালায়ে থাকতে পারবে না।
৮| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রধান উপদেষ্টা নিয়োগের গেজেট আছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন গেজেট নাই ।
বিষয়টা কেমন রহস্যজনক মনে হয়।
প্রধান উপদেষ্টা নিয়োগের গেজেট আছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন গেজেট নাই ।
বিষয়টা কেমন রহস্যজনক মনে হয়।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৪
সোনাগাজী বলেছেন:
সরকারের পতন ঘটায়ে দেশ দখল করলে, কেহ সংবিধানের তোয়াক্কা করে নাকি?
৯| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০০
শূন্য সারমর্ম বলেছেন:
ফাসি দেয়া হবে না এই মর্মে প্রটেকশন দিয়ে আসতে হবে ; জিয়ার সময় কিছু কন্ডিশনে সম্ভবত আসতে দিয়েছিলো।
কোমলমতিরা কারা? নাম বের হচ্ছে?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬
সোনাগাজী বলেছেন:
জিয়ার সময় ইন্দিরা গান্ধী জিয়াকে ফোন করে বলেছিলো যে, হাসিনা দেশে আসছে; তাতে জিয়া বুঝে নিয়েছিলো।
কোমলমতিদের আপনি এখনো চিনেননি?
১০| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এ বছর সরকারিভাবে জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট পালিত হবে কিনা?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৮
সোনাগাজী বলেছেন:
না, হবে না। মৃত্যু দিবস পালন করে কি হবে? মানুষ জীবিত থাকতে জন্মদিন পালন করে।
১১| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রধানমন্ত্রীর নিয়োগের গেজেট হয়েছে কিন্তু পদত্যাগের কোন গেজেট দেখা যাচ্ছে না।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৯
সোনাগাজী বলেছেন:
আপনি মনে হয় ঘোরের মাঝে আছেন? সংবিধান দিয়ে কি করবেন? আবার ক্ষমতা দখল করতে পারলে, তখন সংবিধান সাহায্য করতে পারে।
১২| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৫
শ্রাবণধারা বলেছেন: দেশে ফেরা উচিত হবে না, ফাঁসি হয়ে যাবে। কাদের, হাসান মাহমুদ, হানিফ, আরাফত বিচারে এদেরও ফাঁসি হতে পারে।
আওয়ামী লীগ যে বিচার ব্যবস্থার নামে যে গিলোটিন তৈরি করেছিলো, সেই গিলোটিনেই তাদের ফাঁসি হবার সমুহ সম্ভাবনা।
ড. ইউনূস নিরীহ দয়ালু তাত্ত্বিক মানুষ, আওয়ামী লীগ তার ব্যক্তিত্বের এই বিষয়টি নিজেদের রক্ষার জন্য কাজে লাগাতে পারেন।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩১
সোনাগাজী বলেছেন:
আপনি তো রশিটা ফ্রি সাপ্লাই দিবেন?
১৩| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অস্থির হচ্ছেন কেনো দেখতে থাকেন। সময় উত্তর দিয়ে দিবে সকল জিজ্ঞাসা!
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩১
সোনাগাজী বলেছেন:
সময় দিলে অজগরের বাচ্চারা আরও বাচ্চা দিবে।
১৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
নাম বলুন কয়েকটা?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৯
সোনাগাজী বলেছেন:
কাহাদের নাম?
১৫| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৬
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: আপনি তো রশিটা ফ্রি সাপ্লাই দিবেন?
নাহ, সকল প্রকার রক্তপাতেই আমার তীব্র অনিহা।
আর বিরোধী মতের লোককে আমি আন্তরিকভাবে পছন্দ করি (কাফের কতলকারী ছাড়া, এদের আমি কোনভাবেই নিতে পারিনা)। কেননা এরা না থাকলে আমার চিন্তাগুলোকে কষ্টিপাথরে পরখ করার উপায় নেই। এরা আমার চিন্তার দ্বান্দ্বিক বস্তুবাদকে সমুন্নত রাখে। তাই আার নিজের অস্তিত্বের জন্যই এদের প্রয়োজন।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:১১
সোনাগাজী বলেছেন:
কাফের বলতে কিছু আছে পৃথিবীতে? আপনি তো আইএস'এর জল্লাদ!
১৬| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯
চারাগাছ বলেছেন:
শেখ হাসিনা আপনার পোষ্ট দেখা মাত্র ই দেশে ফেরার টিকেট কনফার্ম করবেন।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৩
সোনাগাজী বলেছেন:
উনি আসতে টিকেট লাগবে না; উনাকে ফ্রি আনার জন্য ৭/৮ কোটী মানুষ আছে।
১৭| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:২০
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: কাফের বলতে কিছু আছে পৃথিবীতে? আপনি তো আইএস'এর জল্লাদ!
আপনি আমার কথাটাই ধরতে পারেন নি!
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৩
সোনাগাজী বলেছেন:
আপনার অন্তরটা দেখতে পেয়েছি।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৭
সোনাগাজী বলেছেন:
দ্বান্দ্বিক বস্তুবাদের মাঝে "কাফের" বলতে কিছু আছে? বড় বড় শব্দ উচ্চারণ করেন আপনি, আসলে ভেঁড়ার চামড়া পরে আছেন।
১৮| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৫
শ্রাবণধারা বলেছেন: কথাটা হল কাফের-কতলকারী। অর্থাৎ যারা কথায় কথায় কাফেরদের কতল করতে চায় এরকমের জঙ্গি মনোভাব সম্পন্ন। এই ব্লগেই কজন এরকম আছে।
আপনি যে জীবনে তেমন বই-পুস্তক পড়েন নি এটা ভুলে যাই। এখন থেকে আপনার পোস্টে মন্তব্য করলে, ক্লাস থ্রির ছাত্র যাতে বুঝতে পারে এভাবে বলার চেষ্টা করবো।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৪
সোনাগাজী বলেছেন:
যাদের বই পড়তে হয়, আমি টাদের বই পড়েছি: আমি মধুসুদন দত্তের কাব্য পড়েছি, মাার্কস, এডাম স্মিথ ও বারট্রান্ড রাসেল পড়েছি; এখন আমার নিজের পোষ্টগুলো পোষ্টগুলো বারবার পড়ি।
১৯| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৬
নতুন বলেছেন: শেখ হাসিনার সরকারের অধীনেই যে ৪০০-৫০০ মানুষ মারা গেলো, পুলিশ, ছাত্রলীগ, আয়ামীক্যাডারেরা হত্যা করলো সেটার বিচার কি হবে?
যেই মানুষের অহংকারের কারনে ৫০০ মানুষের জীবন গেলো তাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ২:০৯
সোনাগাজী বলেছেন:
উনার সরকারের হাতে অনেক মানুষ ও কিছু অমানুষ প্রাণ হারায়েছে; উনি দেশে এলে সেরটার বিচার হলে, উনার ফাঁসী কিংবা ৩/৪ শত বছরের জেল হবে। সেই বিচারের ভয়ে যদি দেশে না আসেন, দেশকে ইয়েমেন বানাবে কোমলমতিরা।
২০| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ২:০৯
চারাগাছ বলেছেন:
আমেরিকায় বসে আপনি ৭ কোটি মানুষকে দেখছেন?
৪০০৫০০ মানুষ মারা গেল যার জন্য তারজন্য ৭ কোটি মানুষ কে পাশে দেখছেন?
তাকে প্রধানমন্ত্রী বানাবেন?
আপনার পদত্যাগ করা উচিত।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ২:১২
সোনাগাজী বলেছেন:
৪০০৫০০ ( চার লাখ ৫ শত ) মানুষ মরেনি।
২১| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩২
নতুন বলেছেন: উনি শেষ পযন্ত আসবেন না।
আসতে চাইরেও উনার পেলেন ফেরত পাঠাইয়া দেবে পোলাপাইন। বর্তমান জামানার পোলাপাইন বড়ই বদ ।
এই সরকার ৫ বছর থাকবে, ততদিন উনার বয়স হয়ে যাবে।
জয় আসতে পারে, নতুবা রেহানা. তবে আগামী ১৫ বছর পরে আয়ামীলীগ ক্ষমতায় আসতে পারে।
জয় প্রতিদিন তার কথা পাল্টাচ্ছে।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০২
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, কোমলমতিদের পরিচয় যখন মানুষ পাবে, সবকিছু দ্রুত বদলাতে থাকবে।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০৪
সোনাগাজী বলেছেন:
কোমলমতিদের উপর দায়িত্ব ছিলো, আন্দোলনকারীদের পুলিশের সামনে আনা; ইহাও সময়ের সাথে মানুস বুঝবে।
২২| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:২৫
আলামিন১০৪ বলেছেন: আ্ন্নেও চইলা আসেন, শাহবাগীদের পথ দেখান, সমস্বরে কন হুক্কা হুয়া।। সাহস আছে তো?
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগের লোকেরা ১ সপ্তাহের ভেতরে নিজ নিজ এলাকায় ফিরে যাবে।
২৩| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৪
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: যাদের বই পড়তে হয়, আমি টাদের বই পড়েছি: আমি মধুসুদন দত্তের কাব্য পড়েছি, মাার্কস, এডাম স্মিথ ও বারট্রান্ড রাসেল পড়েছি।
এটা জেনে আপনার প্রতি সত্যি শ্রদ্ধা বেড়ে গেল। আপনি বারট্রান্ড রাসেলের কোন কোন বই পড়েছেন?
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬
সোনাগাজী বলেছেন:
দি প্রিন্সিপল অফ মেথামেটিকস, দি প্রোব্লেমস অফ ফিলোসফি, হিষ্ট্রি অফ ওয়েষ্টার্ণ ফিলোসফি; লজিকের উপর ১টা বই পড়েছিলাম, নাম ভুলে গেছি।
২৪| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
নুরু, পুশি, আয়েশা, শফিদের নাম।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৯
সোনাগাজী বলেছেন:
কোমলমতিদের নুরু, পুশি, আয়েশা, শফিদের চড়ুইভাতি সরকার।
২৫| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৫
কথামৃত বলেছেন: স্বৈরাচারী নিপাত যাক।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫০
সোনাগাজী বলেছেন:
দেশে ৫৩ বছর সব সময় স্বৈরাচারী সরকার ছিলো।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১
সোনাগাজী বলেছেন:
এখন যারা ক্ষমতা দখল করেছে, এরা অজগর
২৬| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৪
খাঁজা বাবা বলেছেন: হাসিনা ৬ সালেও পালাইছিল, এবারো পালাইলো।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২
সোনাগাজী বলেছেন:
সেটাই ঘটলো।
২৭| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪০
এস.এম.সাগর বলেছেন: আমরাও চাই খুনি মাফিয়া হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, তার পরে দেখা যাবে কি হয়! সন্ত্রাসী সংগঠন আওয়ামিলীগের যত চামচা কুকুরগুলিরও ন্যায় বিচার হবে।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৪
সোনাগাজী বলেছেন:
আোয়ামী লীগের অনেকের বিচার হবে এবং আওয়ামী লীগ নতুন করে আবার নিজ পায়ে দাঁড়াবে।
২৮| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৩
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: দি প্রিন্সিপল অফ মেথামেটিকস, দি প্রোব্লেমস অফ ফিলোসফি, হিষ্ট্রি অফ ওয়েষ্টার্ণ ফিলোসফি; লজিকের উপর ১টা বই পড়েছিলাম, নাম ভুলে গেছি।
ধন্যবাদ। আপনার পারফর্মেন্স তেমন ইম্প্রেসিভ না হলেও মন্দ নয়!
রাসেলের প্রথম যে বইটা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালীর ঘরে ঘরে আছে সেই বইয়ের নাম আপনি বলেননি। সেটির বাংলা নাম "সুখ" ইংরেজি "ইন পারসুইট অব হ্যাপিনেস", অনুবাদটা মোতাহের হোসেন চৌধুরি করেছিলেন (তিনি আবার আপনার শিক্ষক নয়তো?)। দি প্রোব্লেমস অফ ফিলোসফি এর বাংলা অনুবাদ আছে। আমি বাংলা ইংরেজি দুটোই পড়েছি। তার আপেক্ষিক তত্ত্বের অ, আ ক খ বলে আরেকটা বাংলা অনুবাদ আছে। হিষ্ট্রি অফ ওয়েষ্টার্ণ ফিলোসফির কথা উল্লেখ করায় ভালো নম্বর পেয়েছেন। আমি তার এই ফিলোসফিরর লিস্ট ধরেই একে একে স্টুয়ার্ট মিল থেকে লক, হিউম, দেকার্তে, কান্ট, হেগেল স্পিনোজা, নিৎসে থেকে উইলিয়াম জেমস পর্যন্ত অনেকর মূল বইগুলো পড়েছি।
তার আরও দুটি জনপ্রিয় বই হল ম্যারিজ এন্ড মোরাল এবং হোয়াই আই এম নট এ ক্রিষ্টিয়ান।
আপনি পড়ার তালিকায় তার খুব গুরুত্বপূর্ণ বই অটোবায়োগ্রাফি বাদ পড়েছে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
সোনাগাজী বলেছেন:
আপনার দ্বান্দ্বিক বস্তুবাদের মাঝে "কাফের" শব্দটি আছে তো?
২৯| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৩
নতুন বলেছেন: আমার মনে হয়, কোমলমতিদের পরিচয় যখন মানুষ পাবে, সবকিছু দ্রুত বদলাতে থাকবে।
যদি ছাত্রদের পরিচয় সাধারন জনগন পায় তবে সত্যিই খবর আছে।
দেশ দূনিতি মুক্ত হবে, দেশ আধুনিক হবে, দেশ বিশ্বসাহিত্য শিখবে।
কিন্তু মানুষকে নেতারা আয়ামীলীগ/বিএনপি/জামাত ছাড়া কোন পথ নাই সেখাচ্ছেন কিছু ধান্দাবাজেরা।
মমতাজকে এমপি হিসেবে স্যার বলতে সমস্য নাই। খালেদাকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে সমস্যা ছিলো না। কিন্তু ঢাবির ছাত্রদের উপদেস্টা মানতে খুবই সমস্যা হচ্ছে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৫
সোনাগাজী বলেছেন:
মিলিটারী খালেদা জিয়াকে সাইনবোর্ড হিসেবে রেখে দেশ চলানোতে খালেদা জিয়া জাতির মাথা হয়েছিলো। মমতাজকে রাজনীতিদিব হিসেবে হিসেব করলে, তিনি বানর; শিল্প হিসেবে হিসেব হলে, অনেক উঁছু দরের এখন।
ঢাবির ২ ছাত্র উপদেষ্টা হচ্ছ, "গরকাটা শিবির"।
[native code]
}
৩০| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইদানিং কি রাতে ঘুম ঠিক মতো হয়?
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৯
সোনাগাজী বলেছেন:
আন্দোলনকে যেদিন রাস্তায় নেয়া হয়েছে, সেদিন থেকে আমি রাতে ঘুমাচ্ছি না, সংবাদ দেখে চলেছি।
৩১| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮
আমি ব্লগার হইছি! বলেছেন: আওয়ামীলীগ কে এখন কোন রাজনীতি বা আন্দোলনে অংশ নেয়া ঠিক হবে না। তাহলে তাকে বিএনপির লীডে এইসব করতে হবে। তার চেয়ে সক্রিয় রাজনীতি কিছুদিন বন্ধ থাকুক। ইউনুস কয়েক বছর দেশ চালাক। প্রতি বছর ১৫ ই আগষ্ট সব কর্মী রা ধানমন্ডি ৩২ নম্বরের পোড়া বাড়িটার নিচে গিয়ে শুধু কানবে। একদিন পাবলিকের সিমপ্যাথি চলে আসলে তখন রাজনীতি শুরু করা যাবে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫১
সোনাগাজী বলেছেন:
আন্দোলনটা শিবিরের নেতৃত্বে হওয়ায় ইহা টিকবে না
৩২| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৮
নতুন বলেছেন: ঢাবির ২ ছাত্র উপদেষ্টা হচ্ছ, "গরকাটা শিবির"।
আপনার কাছে যদি কোন প্রমান না থাকে তবে নিজে একজন মুক্তিযোদ্ধা হয়ে, মিথ্যা অপবাদ দেবেন না।
সমালোচনা আর মিথ্যা ছড়ানো একনা।
আপনিও যদি হাসান ভাইয়ের মতন কথা বলেন তবে সেটা আমার মেনে নিতে কস্ট হবে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩
সোনাগাজী বলেছেন:
স্যরি, এই মহুর্তে আমার হাতে প্রমাণ নেই, কিন্তু ইহারা যে, রগকাটা শিবির তাতে আমার সন্দেহ নেই।
৩৩| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭
নতুন বলেছেন: ঠিক আছে যখন প্রমান দেবেন তখন আমিও আমার সমর্থন তাদের প্রতি থেকে সরিয়ে নেবো।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৬
সোনাগাজী বলেছেন:
আমাদেরকে অপেক্ষা করতে হবে।
৩৪| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৪
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আন্দোলনকে যেদিন রাস্তায় নেয়া হয়েছে, সেদিন থেকে আমি রাতে ঘুমাচ্ছি না, সংবাদ দেখে চলেছি।
শরীরের যত্ন নিন ,প্রয়োজনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। আপনার অস্থিরতা ,আপনার বেশ কিছু মন্তব্যে এবং পোস্টেও চলে এসেছে ! আওয়ামীলীগের সমর্থকদের মধ্যে প্রচুর ভালো মানুষ আছেন , কিন্তু বাস্তবতা তাদের বুঝতে হবে। আমার বন্ধু বা আত্মীয়দের মাঝে অধিকাংশ আওয়ামীলীগের। তারা ভীষণ রকম বিষন্ন ,বলা যায় ভেঙে পড়েছে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৬
সোনাগাজী বলেছেন:
আন্দোলনের নেতৃত্বে আছে শিবির , পেছনে পাকিস্তানী মিলিটারী, বিজয় টিকবে না।
৩৫| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪০
নতুন বলেছেন: বঙ্গবন্ধুর জন্যই দেশপ্রেমিকদের পথম পছন্দ আয়ামীলীগ।
কিন্তু শেখ হাসিনার নিবুদ্ধিতা আর অহংকার সব কিছু নস্টের মূল।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫২
সোনাগাজী বলেছেন:
আমি বলে আসছিলাম, সবকিছু হাসিনা একা চালাচ্ছে এবং ভুলভাবে চালাচ্ছে।
৩৬| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আন্দোলনের নেতৃত্বে আছে শিবির , পেছনে পাকিস্তানী মিলিটারী, বিজয় টিকবে না।
পরিবর্তনের প্রয়োজন ছিল ,পরিবর্তন এসেছে। মানুষ গত ১৬ বছর ভয়ের মাঝে ছিল ,তাদের সেই ভয় ভেঙে পড়েছে। কেউ প্রতিবাদ করলেই তাকে নানা ভাবে থামিয়ে দেয়া হয়েছে ,সারা দেশ আজ প্রতিবাদ মুখর ! এই দেশের খুব কম মানুষই জামাত শিবির পছন্দ করে ,তারা সামনে আসলে তাদেরকেও সরানো হবে। হাসিনার চাইতে প্রতাপশালী ক্ষমতাধর বাংলাদেশে কেউ ছিল না ,তাকে যেমন সরানো হয়েছে , প্রতিক্রিয়াশীলরাও টিকবে না।
তবে এটা সত্য দেশে আজহারীদের বা মামুনুলদের মতো ভয়ঙ্কর মানুষদের অনুসারীদের সংখ্যা অনেক বেড়েছে যা একটি অশনি সংকেত। দেশে আইনের শাসন না থাকলে , গণতন্ত্রের চর্চা ব্যাহত হলে , শিক্ষা ব্যবস্থা আধুনিক না হলে ,তরুণদের কর্ম সংস্থান না হলে উগ্রবাদিতা বেড়ে যাবে। এই ব্যর্থতা গত স্বৈরাচার এড়াতে পারে না।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৬
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা পুরো সময় ব্যয় করেছে জামাত-শিবির ও বিএনপি'র বিপক্ষে; দেশের জন্য স ঠিকভাবে কিছু করেনি; উনার পুরো সময়টা জাতির মুল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৭| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: সাধারণ ছাত্র জনতার সরকার আজ বিবৃতি দিয়েছেন:
"বাংলাদেশের বিদ্বমান সব রাজনৈতিকদলগুলোকে একটি এ্যাক্ট এর আওতায় আনা হবে, সেই এ্যাক্ট মেনে রাজনীতি করতে হবে, যদি সেটা মানতে না পারে তাহলে তারা রাজনীতি থেকে বিদায় নিতে পারে।
(রাজনৈতিক এ্যাক্ট মানে ‘নীতি বা ডিসিপ্লিন&rsquo "
এই উক্তি পড়ে আপনার মন্তব্য কি?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৯
সোনাগাজী বলেছেন:
এ্যাক্ট মেক্ট কাজ করবে না; কারণ, আওয়ামী লীগ শিবির জড়িত সরকারের কিছু মানবে না; ড: ইউনুসকে কৌশলে শিবিরমুক্ত হতে হবে
৩৮| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৪
চারাগাছ বলেছেন: ৪০০ এর পর ' ' হবে। কোন কারণে নেয়নি।
৪০০৫০০ এবার হয়েছি কিনা দেখতে হবে।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪০
সোনাগাজী বলেছেন:
ওটা লেখের ফরমেট হলো, "৪০০/৫০০ জন"।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অপেক্ষায় থাকুন।