নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মিলিটারী কিভাবে শেখ হাসিনার বিপক্ষে চলে গেলো?

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৮



শেখ হাসিনা মিলটারী অফিসারদের মাঝে থাকা জামাত ও বিএনপির লোকদের অবসরে পাঠায়েছেন; সব সময় চেষ্টা করেছেন মিলিটারীকে বিএনপি-জামাতমুক্ত রাখতে; সেই মিলিটারী কিভাবে শেখ হাসিনার বিপক্ষে চলে গেলো? মনে হয়, আন্দোলনের এই অংশটুকু কন্ট্রোল করেছে আমেরিকা।

আমেরিকা বিএনপি-জামাত ও হেফাজতকে জংগীই মনে করে; তারা এই দলগুলোকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাহে না। কিন্তু শেখ হাসিনা বারবার অকারণে কৌশল করে ইলেশানে জেতায় আমেরিকা রুষ্ট হয়; আমেরিকা মনে করেছে, এই ধরণের ইলেকশানের ফলে বাংলাদেশে চোর-ডাকাতেরা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ব্যাহত করছে; দেশে চাকুরির সৃষ্টি হচ্ছে না; মানুষ অনেক চেষ্টা করেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। আমেরিকা শেখ হাসিনাকে বারবার বলেছে ঠিকভাবে ইলেকশান করতে।

কিন্তু শেখ হাসিনা আমেরিকার অনুরোধকে বারবার অগ্রাজ্য করেছে। আমেরিকা ভিসা রেষ্ট্রিকশান দিয়ে উনাকে ভয় দেখাতে চেয়েছিলো; কিন্তু শেখ হাসিনা অনড়। তখন আমেরিকা শেখ হাসিনার বিপক্ষে ব্যবস্হা নেয়ার জন্য চিন্তা করছিলো। মনে হয়, তখন আমেরিকা দেখলো যে, জামাত-শিবির পাকিস্তানের সাহায্য নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করার চেষ্টা করছে। তখন আমেরিকা সেই প্রজেক্টকে সফল করার জন্য মিলটারীকে শেখ হাসিনার পক্ষ থেকে সরে যাবার নির্দেশ দেয়; এতে মিলিটারীর মাঝে থাকা জামাত-বিএনপিপন্হী আফিসারদের হাতে কন্ট্রোল চলে যায়। মনে হয়, কিছু অবসরপ্রাপ্ত মিলিটারী অফিসারও এতে জড়িত।


মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২২

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার ডায়েরিয়া এখনো বন্ধ হয় নাই?
বেশি করে ভায়াগ্রা খেয়ে জিনজিং খেলেন, এটলিস্ট ব্লগ থেকে কয়েকদিন দূরে থাকতে পারবেন

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

সোনাগাজী বলেছেন:




দেশের জনসংখ্যার মাঝে পংগু ও আবর্জনা অংশটুকু রগকাটা শিবির ও জামাতে যোগ দেয়।

২| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: পুরাটাই ফিল্মি স্টাইল। ওরকম একটা মুভি দেখছিলাম। হুবুহু হবে বুঝতে পারিনি।
"৪ আগস্ট রাতেই শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেইফ এক্সিটের জন্য রিকুয়েস্ট করে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে রিজেক্ট করে দেয়

পরদিন সকালে আর্মি নেভি এয়ারফোর্স এবং পুলিশ চিফ গণভবনে যায়। তারা পৌঁছানোর আগেই শেখ হাসিনা প্রচন্ড রাগান্বিত অবস্থায় অবস্থান করছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের অস্ত্র লোড রাখার নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে এসএসএফ অস্ত্র লোড রাখে

সেই মুহূর্তে চার বাহিনীর চিফ গণভবনে আসলে এসএসএফ তাদের দিকে অস্ত্র তাক করে। কাউন্টার পজিশন নেয় সেনাপ্রধানের ফোর্সও। দুই বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা।

তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করছিলেন।

আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যান।

এরপর সজীব ওয়াজেদ জয়কে ফোন করা হয়। জয় সেনাপ্রধানকে বলেন “তোকে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোরও তো বউ বাচ্চা আছে; দেখে নিব”

জবাবে সেনাপ্রধান জয়কে বলেন “জয় শান্ত হও। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই মুহূর্তে হয় ম্যাডাম (শেখ হাসিনা) রিজাইন দিবেন, নয়ত আমি স্টেপ আউট করব। তখন এসএসএফ আমাকে মেরে ফেলবে। আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকে হ ত্যা করবে”

পরবর্তীতে শেখ হাসিনা পদত্যাগ করেন।

এবং যাওয়ার পূর্বে পুলিশের আইজিপিকে নির্দেশ দেন "আমি চলে যাওয়ার এক মাসের মধ্যে দেশের এমন অবস্থা করবেন যেন আগামী ২০-২৫ বছরে দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে"

― Eyewitness

(Collected) "

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:



কিভাবে কি হয়েছে, সেটা প্রকাশ পেতে সময় লাগবে; বাংলাদেশের বেশীরভাগ মানুষ আগাছা; ওদেরকে মিলিটারীর অফিসার বানালেও ওরা আগাছাই থেকে যায়।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নয়া পাঠক বলেছেন: ওস্তাদ শিষ্য মিলে দারুণ নাটক লিখেছেন। তবে কথা সত্য আমেরিকায় বসে জয় তো এইসব কলকাঠি নাড়ছে তা জাতি দেখছে।

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



অনেক অনেক আগে, অনেক অনেক দুরের এক দেশ ছিলো, সেই দেশে একজন মানুষ ছিলো ..

৪| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

ফেনা বলেছেন: বাস্তব বিষটা এখন দেখি নাটক সিনেমার বিষয় বস্তুতে পরিণত হয়ে গেছে।

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



ক্রমেই সবটা জানা যাবে; জাতির মিলিটারী আসলে জাতির নয়।

৫| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: @লেখক, আপনার লেখা পড়ে মনে হলো আম্রিকা বাংলাদেশের ভালো চায়! আমার কাছে বিষয়টা অবাক করা লেগেছে। আমার ধারণা ছিলো আম্রিকা আমাদের ভালো চায় না।

@গোফরান, আপনার মন্তব্যের শেষ লাইনটি পড়ে মনে হলো শেখ হাসিনা কখনোই দেশের ভালো চান নি।

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের সাধারণ মানুষের ভালোভাবে বেঁছে থাকার আপ্রাণ প্রচেষ্টাকে আমেরিকানরা ভালো চোখে ।

৬| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

নতুন বলেছেন: গুলাগুলির ঘটনা সত্যি বলে মনে হচ্ছে না।

কিন্তু দেশের ক্ষমতা পেতে মরন কামড় দেবার জন্য শেখ হাসিনা সবই করতে পারে।

অজ্ঞতা অহংকারের জন্মদেয়, প্রতিহিংসার জন্ম দেয়।

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



উনার মাথায় মগজ না'থাকায় মোটামুটি ভালো দলটাকে, উনি চোর-ডাকাত ও লাঠিয়ালে পরিণত করেছে; উনার মিলিটারী আমােরিকার নির্দেশে জামাত শিবিরের পক্ষ নিয়ে দেশকে পুরোপুরি ধ্ংস করে দিয়েছে।

৭| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৯

কামাল১৮ বলেছেন: দেশের জনগনের মতোই হবে দেশের সবল প্রতিষ্ঠান।তারা জনগনেরই অংশ।
আর্মি প্রধান প্রথম নাম নিলেন জামাতের আমিরের,সেখানে ইপস্থিত ছিলো ৫০১ মামুনুল হক তার পর বিএনপি জাতিয় পার্টি ইত্যাদি ইত্যাদি।
আপনার বিশ্লষণ সঠিক।আমেরিকা পাকিস্তানের আইএসআই কে কাজে লাগিয়েছে।
চীনের কোন ভূমিকা আছে বলে কি আপনার মনে হয়।ভারতের একজন বিশ্লেষক চীন কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন।

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:



শিবিরের ট্রােনিং ও আংশিক ফান্ডিং করেছে পাকিস্তাানের আইএষআই; পাকিস্তান যুক্ত আছে দেখে চীন চুপচাপ ছিলো; বাংলাদেশের চোরদের সাথে চীনের ব্যবসা আগের মতোই থাকবে; বাংলাদেশের মতো গরীব দেশকে চীন থেকে সবকিছু ও সব সার্ভিস কিনতই হবে।

৮| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৮

দি এমপেরর বলেছেন: মিলিটারি নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে শুইয়ে দিলেই মনে হয় আপনি খুশি হতেন?

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৩

সোনাগাজী বলেছেন:



মিলিটারী সেটা করতো না; তারা দেখেছে যে, শেখ হাসিনার ভুলের কারণে শিবির জয়ী হচ্ছে; তারা শেখ হাসিনার সরকারকে সরায়ে সর্বদলীয় একটা সরকার করার চেষ্টা করতো। এখন শিবির ও সেই পক্ষের মিলিটারী কন্ট্রোলে থাকায়, দেশের ভয়ংকর পরিস্হিতি বিরাজ করছে।

৯| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৬

দি এমপেরর বলেছেন: লেখক বলেছেন: তারা শেখ হাসিনার সরকারকে সরায়ে সর্বদলীয় একটা সরকার করার চেষ্টা করতো

সেই সর্বদলীয় সরকারে নিশ্চয়ই আওয়ামী লীগও থাকত?

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪১

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের সব দলের রাজনীতিবিদদের মাথায় বানরের চেয়েও কম মগজ; আওয়ামী লীগ এখনো ২০/২৫ ভাগ মানুষের দল; ইহাতে এখনো সৎ মানুষ আছে,

১০| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


জামাত-শিবির,সাবেক আর্মি অফিসার,পাকিস্তান আইএসআই ও আর্মি এবং আমেরিকা-সবমিলিয়েই সরকার পতন। এসব দিনের আলোর মত পরিস্কার আপামর জনগণ কবে জানতে পারবে? আদৌ পারবে জানতে?

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



এতটুকু বুঝতে পারবে শতকরা ৪/৫ জন।

১১| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সারা দেশে এখন চলছে পদত্যাগের হিড়িক ।
ঢাকা শহরের বড় বড় পদের লোকেরা অলরেডি পদত্যাগ করে ফেলেছেন ।

এখন বাকি আছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণ এবং রাষ্ট্রপতির চুপপু সাহেব ।
এরপর গ্রামেগঞ্জে শুরু হবে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পদত্যাগের উৎসব।

দেখতে শুনতে ভালই লাগছে।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



চুপপু এমনিতে অপদার্থ; তবে, ড: ইউনুস কিছু না'বলা অবধি পদত্যাগ করলে ভুল হবে।

১২| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সারা দেশে এখন চলছে পদত্যাগের হিড়িক ।
ঢাকা শহরের বড় বড় পদের লোকেরা অলরেডি পদত্যাগ করে ফেলেছেন ।

এখন বাকি আছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণ এবং রাষ্ট্রপতির চুপপু সাহেব ।
এরপর গ্রামেগঞ্জে শুরু হবে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পদত্যাগের উৎসব।

দেখতে শুনতে ভালই লাগছে।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:




পদত্যাগ করা ভুল হচ্ছে; তৃণমুল আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে ২/১ সপ্তাহের মাঝে।

১৩| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৫

দীপ্ত একাত্তর বলেছেন: মিলিটারি সবসময় শেখ হাসিনার বিপক্ষে ছিলো। এমনকি ২০০৯ সালে শেখ হাসিনাকে খুনও করতে চেয়েছিলো। প্রণব মুখার্জির কারণে পারে নি।
মিলিটারির লোকজন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তাতে বোঝা যায় কোন টাইপের মোল্লা এরা।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:



মিলিটারির কন্ট্রোল এখন জামাত-শিবির অংশের হাতে।

১৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২১

চারাগাছ বলেছেন:
এতো কিছুর পরেও আপনি , কামাল সহ আরো কয়েকজন যে শেখ হাসিনার পক্ষে আছেন এটাই অনেক।
আপনারা শেখ হাসিনার, জাতির না।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:


আপনি আলাদা কোন জাতির মানুষ; নবী ইব্রাহিমের সন্তান।

১৫| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৮

এক্সম্যান বলেছেন: শেষ দিকে এসে আর্মির ফিল্ড অফিসার, সৈনিকরা ছাত্র-জনতার বুকে গুলি চালাতে চায় নাই। অনেক যায়গায় দেখা গেছে আর্মি ছাত্রদের পাশে থেকে লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে ফাকা গুলি ছুরেছে। আর্মির ফিল্ড অফিসার, সৈনিকরা যদি ছাত্র-জনতার সাথে একাত্ব হয় তাহলে জেনারেলদের কি করার ছিল?

ছাত্র-জনতার অভ্যুত্থানকে ছোট করার জন্যই এই আমেরিকা, আইএসআই ইত্যাদী থিউরি। অথচ হাসিনার করা একের পর এক ভুলই তার ক্ষমতা হারানোর জন্য একমাত্র দায়ী।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন: পং




শেখ হাসিনা বেঠিক কাজ করার জন্য ক্ষমতা হারায়েছে; আরো আগে হারালে হতো; তবে, জাতিকে রগকাটারা দখল করেছে।

১৬| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:০১

আলামিন১০৪ বলেছেন: আপনার গোবরসম মস্তিষ্ক যে অতি উর্বর তা বুঝা গেল, সুউট কর্ণ কি ফলবে তাতে? এদেশে সুইট কর্ণের ফলন সুবিধার না।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনি হাজার বছরের সেরা বাংগালী, লেখেন; দেখেন কেহ পড়ে কিনা!

১৭| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৮

খাঁজা বাবা বলেছেন: সুন্দর শিশুতোষ গল্প

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৮

সোনাগাজী বলেছেন:


আপনারা লিখলে কেহ পড়ে না কেন?

১৮| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১২

ধুলো মেঘ বলেছেন: ফেরাউন ক্ষমতায় থাকার জন্য বনি ইসরাইলীদের সমস্ত পুত্র সন্তান মেরে বিনাশ করে দিয়েছিল। থাকতে পেরেছে?

হোসনি মোবারক প্রশাসনের সকল পদে নিজের আত্মীয়দেরকে বসিয়েছিল? টিকতে পেরেছে?

খালেদা নিজের ভায়রা ভাইকে সেনাপ্রধান করেছিল? কি হয়েছিল?

আওয়ামী লীগ সেনাবাহিনীর প্রত্যেকটা সিপাহীকে পর্যন্ত নজরদারিতে রেখেছিল, কিন্তু থাপ্পরটা খেয়েছে নিজের ভগ্নিপতির হাতে।

সাঈদীর একটা ওয়াজের ক্লিপ এখন ভাইরাল "তোমারে বধিবে যে - গোকুলে বাড়িবে সে। গদি যখন উল্টাবে, তখন পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবানা চান্দু"

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



সাইদী ছিলো ক্রিমিনাল, দেশে ৫/৬ কোটীর উপরে ক্রিমিনাল আছে, সাইদীর গার্বেজ ওয়াজ তো ভাইরাল হবেই।

১৯| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১১

পুরানমানব বলেছেন: কি অবস্থা গাজী সাহেব ?
কেমন আছেন ?
আপনি কি এখনো মনে করিয়া থাকেন আপনার লেখা উচিত ?
কয়েকদিন বিশ্রাম লইয়া লন, ফল-ফলাদি খান, এদিক সেদিক ঘুরিয়া বেড়ান ,
কিভাবে কি করিলে আপনার লেখার বিষয়বস্তু সঠিক লাইনে আসিবে এসব লইয়া ভাবুন
তারপর ব্লগে 'ছবি ব্লগ' শুরু করিয়া দিন।

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



আপনি কি "কোমলমতি সাধারণ ছাত্র"?

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫০

সোনাগাজী বলেছেন:




ড: ইউনুসকে হজমের প্ল্যান শুরু করেছেন?

২০| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮

বাউন্ডেলে বলেছেন: মিথ্যা কাহিনী, গুজব, বিভ্রান্তী ছড়িয়ে যেমন জাতির জনক কে হত্যার পরিবেশ তৈরী করেছিলো আমেরিকা, ফাকিস্থান, তেমনি ভাবেই তৈরী হয়েছিলো হাসিনা হত্যার পরিবেশ। তবে এবার ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের ফলে খুব দ্রুত সবকিছু ঘটেছিলো। হাসিনা বেঁচে থাকাটা মিরাকল। আওয়ামীলীঘ ঘুরে দাড়াবে অচিরেই। সেনা বাহিনী দেশ চালাতে অক্ষম। ট্যাক্স চোর ও তার তস্করেরা সারাদেশ বিচার বহির্ভুত হত্যা ও লুটতরাজ চালিয়েছে। জনগন এসব ঘটনার বিচার চায়। দেশের মানুষকে স্লটিং ইকোনমি সিস্টেমে পিষে চুষে খাওয়ার জন্য ইউরো-মার্কিন পুজিপতিদের পা-চাটা বিশেষজ্ঞ অর্থনীতিবিদকে করা হয়েছে তস্কর প্রধান । এরা ১ বছর চুরি ও লুটের দায়িত্বে থাকলে সোমালিয়া-ইথিওপিয়ার দৃশ্য দেখা যাবে বাংলাদেশে। রাস্তায় রাস্তায় ঘুরবে জীবন্ত কন্কাল।

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনাকে হত্যা করা হতো এতে সন্দেহ নেই।
তবে, উনার দল ও সরকার বাংলাদেশের দরিদ্র সাধারণ মানুসের জন্য কিছুই করেনি; উনি চাকুরী সৃষ্টি করতে না'পারায় উনার সরকারের পতন হয়েছে।

ড: ইউনুস দক্ষ লোক, উনার সাথের বাকীরা মৌলবাদী, উনাকে ওরা খেয়ে ফেলবে।

২১| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



উত্তর পাড়ার অনেক উৎসাহী সদস্যকে দেখা গেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করতে এবং তার ছবি নিয়ে বিকৃত উল্লাসে মাততে।
তাদের অবহেলার কারণেই গণভবনে হয়েছে লুটপাটের মহোৎসব ।
সংসদ ভবন হয়েছে তছনছ।
প্রধানমন্ত্রীর কার্যালয় হয়েছে ধ্বংসস্তূপ এবং ৩২ নম্বরের বাড়িতে হয়েছে নারকীয় অগ্নিসংযোগ।

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৪

সোনাগাজী বলেছেন:



এরা -৭১ সালে রাজিত হয়েছিলো

২২| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৩

আঁধারের যুবরাজ বলেছেন: আর্মির কিছু সৈন্য শুরুতে ছাত্রদের উপরে গুলি করেছিল , কিন্তু পরবর্তীতে উনারা গুলি করতে অস্বীকার করে। জুনিয়র অফিসাররা সেনাপ্রধানের সাথে এটা নিয়ে কথা বলেছে।

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৫

সোনাগাজী বলেছেন:



কোন আমেরিকান সেনাপ্রধানের সাথে কথা বলেছিলো নিশ্চয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.