নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাকে জেনারেল করা হয়েছে।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩০



দেশের ভয়ানক এই সংকট ও পরিস্হিতিকে সঠিকভাবে বুঝা দরকার; বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় আমাদের বর্তমান অবস্হান কোথায়, ৫৩ বছরে আমরা কতটকু অর্জন করলাম, আমাদের দুরাবস্হা ও ইহার কারণগুলো সঠিকভাবে বুঝা দরকার; না'হলে আমারা বর্তমান সংকট থেকে বের হতে পারবো না।

৫৩ বছরে কোন কোন সরকার দেশকে ভালোর দিকে নিয়ে গেছে, কারা দেশকে ধ্বংসের দিকে নিয়েছে, আমরা কি বিশ্বের সাথে তাল মিলায়ে চলতে পারছি, নাকি পেছনে পড়ে আছি, তা সঠিকভাবে বুঝাটা খুবই প্রয়োজনীয়। গত ৫৩ বছরে এশিয়ার কিছু কিছু দেশ বিশ্বের তুলনায় অনেক সামনে এডিয়ে গেছে; যেমন চীন,দ: কোরিয়া, ইসরায়েল, মালয়েশিয়া; আবার কিছু কিছু দেশ ব্যর্থ দেশে পরিণত হয়েছে; যেমন সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন। আমরা কোন গ্রুপে আছি?

আমাদের সংকটটা কয়েক ধাপ পেরিয়ে নতুন এক পজিশনে এসেছে; এখান থেকে আমরা কি সমাধনের দিকে যাচ্ছি, নাকি আরো আঁধারের দিকে যাচ্ছি, সেটা নিরুপণ করার খুবই দরকারী।

ব্লগে আমারা গড়ে ৩০ জন বর্তমান সংকট নিয়ে চিন্তাভাবনা করছি; ভাবনাগুলো সঠিক, নাকি ভুল তা পরখ করে দরকার; তাই লিখছি।


মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:২৬

সত্যান্বেষীজীবন বলেছেন: ভবিষ্যৎ কি সেটা দেখতে চাই সবাই

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



ভবিষ্যত ইয়েমেন, কিংবা সুদান।

২| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশ আবার বিএনপি বা আওয়ামী লীগের কাছে গেলে আগের মত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশী বলেই আর্মির কাছে থাকা উচিত। যদিও আমি জানি, আর্মি চান না...

১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



শনিবার নিউইয়র্কে পলাতক আমাদের এলাকার ১ আওয়ামী লীগারের সাথে বসেছিলাম; সে গতভোটে নৌকা প্রতীকের আওয়ামী লীগারের কাছে পরাজিত হয়েছে। ২ ঘন্টার আলোচনায় বুঝলাম যে, সে আজকের বিশ্বের রাজনীতির "র"ও জানে না; ২/৩ দিনে ভেতরে বাংলাদেশ যাবে।


আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যেসব "কোমলমতি" এরা কাহারা?

৩| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

নূর আলম হিরণ বলেছেন: ব্লগ কর্তপক্ষ নতুন বাঙলাদেশের কথা বলছে কিন্তু আন্দোলনে চলার সময় ছাত্রদের পক্ষে কোনো পোস্ট দেয়নি এমনকি কভার ফটো লালও করেনি।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



কেহ সঠিকভাবে কিছু জানে না; ফলে, সবাই কোমলমতিদের পক্ষে! তবে, জাতি ইয়েমেন কিংবা সুদানে পরিণত হয়েছে।

৪| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৩

বিউটিফুল ইউ বলেছেন: আপনি জীবিত আছেন নাকি ব্যান/জেনারেল করা হয়েছে। মডারেটর সাহেবের পোস্টের আগামাথা বুঝিনাই।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:



আমি জেনারেল, সাথে সামনের পেইজ ব্যান।

এডমিনকে সামুর ভবিষ্যত দেখতে হচ্ছে।

৫| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ফেসবুকে কভার ছবি কেন লাল করতে হবে?
১৫ ই আগস্ট কালো করলে মানায়।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



সেটা হজরত ইব্রাহিমের পুত্ররা জানে; ওরা ছাত্রদের রাস্তায় নুয়ে পুলিশের রাইফেলের সামনে ফেলে দিয়েছে।

৬| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আন্দোলনটা ছিল কোটা সংস্কারের ।
কিন্তু তৃতীয় পক্ষের লোকজন ঢুকে পড়ায় দেশী-বিদেশি ষড়যন্ত্রের কারণে সেটা হয়ে দাঁড়ায় সরকার পতনের আন্দোলন।
৯০ এর গণঅভ্যুত্থানের সাথে এটাকে কোনোভাবে তুলনা করা যায় না ।
এটা একটা ষড়যন্ত্রের ফসল মাত্র।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:



এরা রাস্তায় নেমেছে "কোটার নাম" দিয়ে; ওদের প্রস্তুতি ছিলো ৫/৬ বছরের।

৭| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৭

আদিত্য ০১ বলেছেন: আপনার লেখা কিছু ব্লগার পছন্দ না করলেও তারা পড়ে, আপনার লেখায় এনালাইটিক্যাল ডেপ্ত থাকে বলেই পড়ে, আপনি সহ আরও কিছু ব্লগার আছে যাদের লেখা গুলা পড়ি।
আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলছে তারপরও, কোমলমতীরা এটাকে আবার আন্দোলনের রুপ দিয়ে ফেলার চেষ্টা করছে,

ছাত্রছাত্রীরা কথায় যদি আন্দোলন করে, তাহলে তারা পড়াশোনা জ্ঞান অর্জনই করবে কখন

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা সরকারের সবাইকে জিম্মি করে রেখে ত্রাসের মাঝে রাখবে, যাতে তারা সরে যায়; তারপর তাদের রাজনৈতিক পিতা হযরত ইব্রাহিমকে সরকারে নিয়ে আসবে।

৮| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪০

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আমি জেনারেল, সাথে সামনের পেইজ ব্যান।


এই আশংকা করছিলাম , আপনার ২/১ জন শুভাকাঙ্খী আপনাকে সাবধানও করেছিল।

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৮

সোনাগাজী বলেছেন:



জেনারেল হওয়ায় মনে হচ্ছে যে, আমার ধারণাগুলো সঠিক হচ্ছে

৯| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ইতিহাসের সবচেয়ে বেশিবার ব্লগ নীতিমালায় আসা ব্লগার। ভুয়া জটিল নিক থেকে ও আরেকটি নিক থেকে যখন পোস্ট দিছে তখনই বুঝছিলাম ব্যান করানো হবে। হুদাই ব্লগে এত শ্রম ও সময় দিচ্ছেন। আপনি বই লেখা শুরু করুন। ব্লগ থেকে আমি দূরে থাকব। হুদাই টাইম ওয়েস্ট আর ক্যাচাল করে ব্রেনের ক্ষতি।

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৫

সোনাগাজী বলেছেন:



সঠিক, ফেইসবুকারদের জন্য এটাসেটা লেখার জন্য ভুয়া, জটিল, জিকো, ঢাবিয়ান, অপু, করুনা ধারা, নীল আকাশ, শেরজা, না'হল তরকারী, তানভীর জুমার আছে।

১০| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:জেনারেল হওয়ায় মনে হচ্ছে যে, আমার ধারণাগুলো সঠিক হচ্ছে

আপনার বেশ কিছু মন্তব্য বিব্রতকর ছিল।

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:



হয়তো, সময় এলে, মনে হবে যে, মন্তব্যগুলো সঠিক ছিলো; আমার ধারণা, কোমলমতিদের মাঝে হাজার হাজার ভেঁড়ার চামড়াপরা নেকড়ে ছিলো।

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



উপরের ছবিতে, ড: ইউনুসের পাশ যারা আছে, এরা জাতিকে ১০০ ভাগ সুদান বানাবে।

১১| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৮

ডার্ক ম্যান বলেছেন: জেনারেলের হাতে দেশ। আপনার তো খুশি হওয়ার কথা

১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৩

সোনাগাজী বলেছেন:



ঐ জেনারেলরা আমেরিকার, আমি হচ্ছি সামুর।

১২| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

আবার কেন জেনারেল,অন্যায় কি?

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:



অন্যায় নয়, "নতুন বাংলাদেশের জন্ম"কে সেলিব্রাশন করার অংশ হিসেবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.