নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কোমলমতিদের কি ঠেংগায়ে মাঠ-ছাড়া করতে হবে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৩



কোমলমতিদের ঘরে ফেরার সময় হয়েছে; ঠিক সময়ে নিজেরা নিজের থেকে ঘরে না'ফিরলে, ঠেংগায়ে ঘরে ফেরানোর দরকার হতে পারে।

কোমলমতিদের রক্তাক্ত আন্দোলনের ফলে, কয়েকটা দরকারী কাজ হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, পুলিশ কিছু সময়ের জন্য হলেও ঘুষ নেয়া বন্ধ করবে, ব্যাংক থেকে শিল্পখাতে নতুন করে ঋণের নামে ডাকাতিও সাময়িকভাবে বন্ধ হয়েছে।

তবে, কাহাদের রক্ত ঝরলো, কি কারণে এ্ত বেশী মানুষের রক্ত ঝরলো, এরা কি কোমলমতি, নাকি সাধারণ মানুষ, ইহা বের করার দরকার হবে যথাসময়ে।

এখন কিন্তু কোমলমতিরা ভয়ংকর এনা্র্খির সৃষ্টি করছে, ইহাতে ড: ইউনুসের সরকার ফেল করার সম্ভাবনা আছে; কোমলমতিরা নিজ পরিচয় দিয়ে নিজ নিজ ঘরে চলে যেতে হবে; তারা ভেঁড়ার চামড়া পরে, অনেক এনার্খীর সৃষ্টি করেছে।

কোমলমতিরা ড: ইউনুসের সরকার ও দেশের প্রশাসন নিয়ে আর মাথা ঘামানোর দরকার।নেই। যেই ২ জন সরকারের আছে, তাদেরকে ঘরে ফিরে যেতে হবে। কোমলমতিদের এনার্খীর ফলে লাখ লাখ চাকুরে পালিয়ে বেড়াচ্ছে; বেশ কয়েক হাজারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে; প্রশাসন ওদেরকে চাকুরীতে আনতে হবে; না'হয় দেশ ক্রমাগতভাবে এনার্খীর দিকে যেতে থাকবে ও ড: ইউনুসের সরকার ফেইল করবে।

এখন পুরো জাতির কাজ হবে, ড: ইউনুসকে সাহায্য করা, যাতে তিনি দেশকে চালু করতে পারেন, সরকারী চাকুরেদের বেতন দিতে পারেন ও কলকারখানাকে চালু রাখতে পারেন। কেহ ধর্মঘট করতে চাইলে, তাদেরকে ঘরে গিয়ে কাজে পাঠাতে হবে।

দেশের তহবিলে টাকা নেই; টাকার খবর জানে সেক্রেটারীরা। ড: ইউনুস পুরোজাতির মাঝে সবচেয়ে ভালো ব্যাংকার; উনি বের করতে পারবেন কে কত টাকা কিভাবে কোথায় নিয়েছে!





মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৮

ইলি বলেছেন: এদের যে অবস্তা ঠ্যাঙ্গানি না দিলে এরা ঘরে ফিরবে বলে মনে হয় না। ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:




মনে মনে তৈরি হোন, ভেঁড়ার চামড়াটা কেড়ে নিলে আর কিছু করা লাগবে না।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

দেখা হবে রাজপথে বলেছেন:
~ প্রথম শ্রেণীর এক দৈনিকে এসেছে এই রিপোর্টটা!
ঘটনা কি সত্যি -জানেন কিছু? শুধু নিউইয়র্কের এই অবস্থা নাকি পুরো আমেরিকার একই হাল?
শুধু বাংলাদেশের বাচ্চাদের পশ্চাৎদেশে আঙ্গুল না দিয়ে নিজের দেশের খোঁজ খবর কিছু রাখেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



দেখা হবে রাজপথে:

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২৪টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ সপ্তাহ ৪ দিন

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

জ্যাকেল বলেছেন: আপনে কি নিউ ইয়র্কে থাকেন নাকি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:



আপনাকে ঠিকানা দেয়া যাবে না, আপনি ভেঁড়ার চামড়া পরে ঘুরেন।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫

আঁধারের যুবরাজ বলেছেন: পুরো জাতির আস্থা রয়েছে ড:ইউনূসের উপরে। দলমত সবাই সমর্থন দিচ্ছে উনাকে। আপনি কি একটি উদহারণ দিতে পারবেন যে অতীতে আওয়ামীলীগের লোকজন বা হাসিনা ছাড়া অন্য কেউ উনাকে বাজে কথা বলেছে ?আওয়ামীলীগ ছাড়া আর কেউ উনাকে অপমান করেছে ?উনাকে যদি কেও ব্যর্থ করে বা সরায় সেটা "হাসিনার আওয়ামীলীগই " করবে তাদের প্রভুদের মদদে।

ইন্ডিয়া আজকে হাসিনাকে আশ্রয় দিয়েছে। অথচ হাসিনা বলেছিলো যে, ২০০১ এর দিকে ইন্ডিয়ার কারণে তাকে ক্ষমতা হারাতে হয়েছিল !

কিছু মানুষ জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলছে ,এই ধরণের চিন্তা ঠিক না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ড: ইউনুস শব্দটা শোনারও আগে (১৯৭৮-১৯৮৫ ) জামাত-শিবির, হেফাজত ও বিএনপি উনাকে "সুদখোর" নাম দিয়েছিলো। উনাকে হেনস্তা করেছিল আওয়ামী লীগ, এটা করেছিলো নেত্রীকে খুশী করার জন্য।

কিন্তু জামাত-শিবির, হেফাজত ও বিএনপি উনাকে "সুদখোর" নাম দিয়েছিলো উনাকে থামানোর জন্য।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন: মনোযোগী



এবারও উনাকে উৎখাত করতে চাইবে জামাত ও কোমলমতিরা; ওরা সুযোগের জন্য অপেক্ষা করছে, আমেরিকা একটু অমনোযোগী হলে উনার কলার চেপে ধরবে কোমলমতিরা।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০

অস্বাধীন মানুষ বলেছেন: আসেন আপনার অপেক্ষায় আছি । আপনাকে খুঁজছে ছাত জনতা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



আমি আছি, কেহ খুঁজলে আমি দেখা দেবো; আপনি খুঁঝতেছেন নাকি?

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:শেখ হাসিনা ড: ইউনুস শব্দটা শোনারও আগে (১৯৭৮-১৯৮৫ ) জামাত-শিবির, হেফাজত ও বিএনপি উনাকে "সুদখোর" নাম দিয়েছিলো।

ওই আমলে হেফাজত নামের সংগঠন ছিল না,কওমীদের ভিন্ন সংগঠন ছিল হয়তো ( আমি যতদূর জানি )। জামাত বা বিএনপির শীর্ষস্থানীয় নেতা যেমন হাসিনা বলেছে তেমন খালেদা জিয়া বা তারেক জিয়া এবং জামাতের সেই সময়ের প্রধান ওই কথা বলেছিলো ? বা দলীয় মুখপাত্র দলের পক্ষ থেকে ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



হেফাজত নামটা সাম্প্রতিক, এরা বিবিধ নামে ছিলো ও সবাই ড: ইউনুসের বিপক্ষে ছিলো'; ড: ইউনুস শেখ হাসিনার শত্রু হয়েছে জেনারেল মঈনের সময় দল করার চেষ্টা করে।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: কোমলমতিরা তো এখন পর্যন্ত খারাপ কিছু করেনাই। তবে বিম্পি-জামাত এমন আচরণ করছে যেন বর্তমান অন্তবর্রতীকালীন সরকার এর উপদেষ্টাগণ তাদের সৃষ্ট কটা ডামি মাত্র। এমন আচরণ যদি অন্তবর্তীকালীন সরকার প্রশ্রয় দিতে থাকে তবে, এর জন্য এক ভয়াবহ পরিনাম দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে লীগ ওদের কিনে নিয়ে রাজপথে পরাজিত করে আবার স্বৈরাচার কায়েম্ করবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০১

সোনাগাজী বলেছেন:



বিএনপি হচ্ছে মিলিটারীর দলের আবর্জনা; কোমলমতিরা ট্রেনিং-প্রাপ্ত কমান্ডো; ওরা এখন ভেঁড়ার চামড়া পরে ঘুরছে।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৩

এম ডি মুসা বলেছেন: রাজনীতি দল কে বিশ্বাস করার উপায় আছে? এদের আরো দেখছে অলরেডি নমুনা দেখেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনি তো বাংগালায় ১টি বাক্যও শুদ্ধ করে লিখতে পারেন না; আপনি এই সমস্যা থেকে বের হবেন কি করে? আপনি ক্লাশ সিক্স/সেভেন'এর ২/১ পৃষ্ঠা লম্বা গল্প মুখস্হ করেন; যখন কিছু লিখবেন, মুখস্হ করা বাক্যের সাথে মিলিয়ে নিবেন।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৪

আঁধারের যুবরাজ বলেছেন: গাজী ভাই আপনি লিখেছেন যে , "জামাত-শিবির, হেফাজত ও বিএনপি উনাকে "সুদখোর" নাম দিয়েছিলো। " একটি দলের পক্ষ থেকে বা দলের প্রধান ( যেহেতু আমাদের দেশে দলের প্রধানের কথাই দলের কথা ) যদি এই জাতীয় কথা না বলে থাকে ,তাহলে আমরা বলতে পারি না যে , ঐ দল এই কথা বলেছে। কিন্তু হাসিনা নিজে স্বয়ং "সুদখোর" , "গরিবের রক্তচোষা বা রক্তচোষা " এইজাতীয় কথা বহুবার বলেছে। তার দলের অন্যদের কথা না হয় বাদ দিলাম। সুতরাং আপনি যে কথা বলেছেন যে , "জামাত-শিবির, হেফাজত ও বিএনপি উনাকে "সুদখোর" নাম দিয়েছিলো" , এই কথা আসলে সঠিক না।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৯

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনা দেশে ফিরেছেন ১৯৮১ সালের ১৭ই মে; তার আগের থেকেই হা ট হাজারী মাদ্রাসা ও চিটাগং'এর লোকজন উনাকে সুদখোর ডাকতো।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১২

কামাল১৮ বলেছেন: আন্তরজাতিক রাজনীতি শুরুহলে এরা পালানোর পথ পাবে না।একদিকে আমেরিকা অন্যদিকে ভারত রাশিয়া।চীন আছে ব্যবসার তালে।আমেরিকার শাক্তিশালী দল আসছে বাংলাদেশ সফরে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০২

সোনাগাজী বলেছেন:



এরা ভয়ংকর; টরাম্প জিতলে, আমেরিকা বাংলাদেশ নিয়ে আর কিছুই করবে না।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাতাসে টাকার গন্ধ।
কোমলমতিরা কি করবে?
তারাও তো লোভ লালসা দিয়ে ঘেরা মানুষ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৪

সোনাগাজী বলেছেন:




এদের ভেতরে বিবিধ লেভেলের লোকজন আছে, কমান্ডোগুলো সমাজকে কন্ট্রোল করবে।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৪৯

শাহিন-৯৯ বলেছেন:

তারা ঘরে না ফিরলে আপনাদের আকামগুলো ঠিকঠাক হচ্ছে না, তাই তো? সব জায়গায় অস্থিরতা লাগিয়ে রাখার যে আকাম চিন্তা করছেন তা হবে না কোমলমতিরা জানে আপনারা কত বড় --------, হালুয়া রুটি হারিয়ে কুত্তা পাগল হয়ে গেছেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:১৫

সোনাগাজী বলেছেন:



আপনি দেশ ও জাতি নিয়ে আপনার ১ পায়সার ধারণাও নেই; আপনার মতো লোকজন রাজনীতির কেহ নন।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৯

রানার ব্লগ বলেছেন: রাজনৈতিক দল গুলার মধ্যে সংস্কার জরুরী।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১০

সোনাগাজী বলেছেন:



আপনার জানামতে, ১ লোকের নাম বলুন, যেই লোক রাজনীতি জানে!

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪

রাসেল ০০৭ বলেছেন: সোনা দা ! আসেন ঠেঙাইতে । আপনাকে সসম্মানে ঠেঙিয়ে দিবে কোমলমতিরা

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪

সোনাগাজী বলেছেন:



মানুষের পাগলামীটা কমে আসুক, তারা দেখতে পারে যে, তারা নেকড়ের হাতে পড়েছে।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

রাসেল ০০৭ বলেছেন: কামাল১৮ বলেছেন: আন্তরজাতিক রাজনীতি শুরুহলে এরা পালানোর পথ পাবে না

আপনার স্বৈরাচারী ভাই ব্রাদার্সরা তো পালাতে চাচ্ছে , কিন্তু পথ খুঁজে পাচ্ছেনা । কী মুশকিল :#)

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:



কামালের অভিজ্ঞতা আছে দাঁত দেখলে বলতে পারে, কোনটা ভেঁড়া, আর কোনটা নেকড়ে।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




জাতীয় প্রাণীগুলিকে থাপড়াইয়া দাঁত ফেলে দেওয়া দরকার।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওদেরকে ঠেঙ্গাবে কে? ওরাইতো সবাইকে ঠেঙ্গাচ্ছে! আমার পাশের বিশাল নেছারাবাদ মাদ্রাসা। সেখানে মাদ্রাসার কোমলমতিরা হুজুর শিক্ষককে পিটিয়েছে। অবশেষে কর্তৃপক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তাদের কয়েকজন আবার আমার কম্পিউটারের প্রশিক্ষণার্থী। তাদেরকে বললাম তো শিক্ষককে পিটালে কেন? তারা বলল, অবিচার করেছে। কোমলমতিরা ঘর থেকে বের হতে শিখেছে। অন্যায়-অবিচার দেখলেই তারা ঘর থেকে বের হবে। এখন ওদের শহীদি মার্চ দেখছি। ওরা এখনো বাঁধভঙ্গা স্রোতের মত। কথা হলো স্কুলের বাচ্চারাও এতে আছে। প্রাইমারীর বাচ্চারা রাস্তায় না নামলেও ওরাও বড় বাচ্চাদের চাপোটার। ওদের বিষয়টি কল্পনাকেও হার মানায়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



একটু সময় যেত দেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:



স্কুল ও মাদ্রাসার বাচ্চারা কি কিছু বুঝে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.