নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কোমলমতিদের সময় বাংগালীর সংস্কৃতিকে হত্যা করা হবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮



জাতীয় সংগীত এই মহুর্তে বদলাবে না; আগামীতে বদলাবে। ব্লগে ২ জন কবি নিজের থেকে বলেছেন যে, তারা এইজাতীয় সংগীত লিখবেন; এখন অবশ্য উনারা গার্বেজ লেখেন।

হাজার হাজার শিক্ষকের চাকুরী চলে গেছে, তাদেরকে পিটায়ে, পদত্যাগ করতে বাধ্য করেছে কোমলমতিরা; অনেক শিক্ষক কাজে যোগ দিচ্ছে না ভয়ে, এদের যায়গায় আসবে নীচু মানের শিক্ষক

হাজার হাজার প্রাইমারী স্কুল বন্ধ হয়ে যাবে আগামী ৫ বছরের মাঝে, টং চা-দোকানের মতো মাদ্রাসা গড়ে উঠেছে প্রতি রাস্তায়, আরো গড়ে উঠবে। সব ইউনিভার্সিটিগুলো কোমলমতিরা দখল করে নিয়েছে; এগুলোতে আগামীতে কারা ভর্তি হবে, সেটার লিষ্ট দেবে কোমলমতিরা।

"নতুন বাংলাদেশ" প্রবাদটা মানুষ গ্রহন করেনি; তবে ১৯৭১ সাল সম্পর্কে এমন সব ব্যবস্হা নেয়া হবে যে, মানুষ স্বাধীনতা ও বিজয় দিবস নিয়ে মাথা ঘামাবে না। ১৫ই আগষ্টে বেগম জিয়া কেক কাটবে না, তবে সেই দিন যে সামরিক ক্যু হয়েছিলো সেটাকে দরকারী ক্যু হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

পড়ালেখার মান আরো কমবে; সাধারণ পরিবারের ছেলেমেয়েদের ভে্তরে সায়েন্সের ছাত্র থাকবে না। স্বাধীনতাকামীরাদের পরিবারগুলোকে চিহ্নিত করা হবে; সেইসব পরিবারের ছেলেমেয়েরা ভালো চাকুরী পাবে না।

বাংগালীদের অনেক উৎসবের দিনগুলো ক্রমেই উদযাপনে বাধা দেয়া হবে।


মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





বাংলা হবে আফগান।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



স্বাধীনতাকামীরা নেকড়ে-দলের মাঝখানে আটকা পড়েছে।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আমার মনে হয় বিষয়টা এতটা যায় নি।
কোমলমতি বলতে যাদের বোঝাচ্ছেন তারা এ পর্যন্ত যতখানি জাতিকে দিয়েছে জাতি তাতে সন্তুষ্ট বলেই আমি মনে করি।
প্রচুর উল্টা পাল্টা ঘটনা ঘটছে এটা অস্বীকার করার উপায় নেই। সময় লাগবে পুরোপুরি কন্ট্রোলে আসতে। দেশে এখনও পর্যাপ্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নেই। আওয়ামী দুঃশাসনের পর জাতি যেরকম খারাপ অবস্থা হবে ভেবেছিলো বাস্তবে অবস্থা তার চেয়ে ভালো।

বি: দ্র:- এর আগে আপনার দুটো পোস্টে কমেন্ট করেছিলাম। আপনার প্রতিউত্তর পড়তে পারিনি তার আাগেই মুছে ফেলেছেন। আশা করি এই পোস্ট থাকবে?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:




এই আধুনিক সভ্যতায়, একটি জাতির চাওয়া-পাওয়া নিয়ে আপনি কি কখনো ভেবে দেখেছেন, লিখেছেন?
আমেরিকায় ভোট হচ্ছে, CNN ও বিবিসি দেখেন, আমেরিকানরা এই ভোটে কি চাচ্ছেে।

নির্বাচিত হলে, কমলা হ্যারিস "ক্যাপিটেল গেইনে ২৮% ট্যাক্স চালু করবে, ট্রাম্প করবে ২০%; ইহাতে ভোটের সংখ্যা কিভাবে হিসেবে করা হচ্ছে?

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনি খালি ঝগড়া করেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



আপনি ইংরেজদের সাথে থাকেন ঝগড়া ভুলে গেছেন; ফেনী, সিলেটি ও ব্রাম্মনবাড়িয়ার লোকজন ঝগড়ার জন্য পুরো বাংলাদেশে পরিচিত।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

লোক বলেছেন: কালকে ১৫ বছর এর একটা ছেলেকে নির্মমভাবে মারা হলো। ছেলেটি মারা গেছে বলে কালকে বেশ কয়েকটা মিডিয়া প্রকাশ করেছে, মোল্লারা বিজয় মিছিল করেছে। আজকে আইএসপিআর বলছে ছেলেটা বেঁচে আছে ও বিপদমুক্ত। আপনার কি মনে হয় যে ছেলেটা বেঁচে আছে? নাকি ধামাচাপা দেয়ার জন্য এমন বলা হচ্ছে? নাকি কয়েকদিন পর বলবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আমাদের ধর্মনিরপেক্ষ দেশে ব্লাসফেমি আইন এর দরকার টাই বা কি ছিল যে এই আইন পাশ করানো হয়?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



দরকারী ১টি বিলও কখনো আসেনি পার্লামেন্টে, ১৯ কোটীর মাঝে কেহ ভাবেনি, আজকের বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতিকে উন্নত করার জন্য কোন কোন বিলটি আনার দরকার! ফলে, ইডিওটিক ব্লাসফেমী, ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলো পিগমীরা।

১৫ বছরের বাচ্চাকে কি জন্য, কারা পিটায়েছে?

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

বাউন্ডেলে বলেছেন: বাঙ্গালী জাতীর ইতিহাসে সবচেয়ে জঘন্য অন্ধকারাচ্ছন্ন সময় বর্তমানে । নিহতরা জানছে না মৃত্যুর কারন, হত্যাকারীরা জানছে না হত্যা করার কারন ; চাকুরিচ্যুতরা জানছে না বরখাস্তের কারন। অদভুত এক অন্ধকার ছেয়ে আছে পুরা দেশ ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



এদের আসার পথটা কে রচনা করেছে?

এরা ১৯৭১ সালে কি করেছিলো শেখ হাসিনার ১৪ গোষ্ঠি দেখেনি? ইডিয়ট তোফায়েল দেখেনি; রাখাল বালক প্রেসিডেন্ট দেখেনি? চোর-ডাকাত আওয়ামী লীগ দেখেনি?

৪৪ বছর শেখ হাসিনা যে আওয়ামী লীগের সভাপি ছিলো, আপনি ব্লগে বালছাল কিছু লিখেছিলেন?

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

কিরকুট বলেছেন: দেশ নর্দমায় ভরে গেছে

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেব ও শেখ হাসিনা জাতির টাকায়, জাতির দরিদ্রদের পড়ায়েছিলেন? ওদেরকে বালছাল যা পড়ায়েছে, তা পড়ায়েছে এতিমখানা; বেকুব শেখকে আবার নাম দিয়ে ছিলো "বংগবন্ধু", উনি ছিলেন "জাতীয় পিগমী"।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

বাউন্ডেলে বলেছেন: Barrister Johirul Islam
খুলনার সোনাডাঙ্গায় উৎসব মণ্ডল নামের এই বাচ্চা ছেলেকে সকলের উপস্হিতিতে ....সকলের সামনে এই ছেলেটাকে মিথ্যা অপবাধ দিয়ে হ্ত্যা করা হল গতকালকে
মহানবী ( সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে এরকম অভিযোগ তুলা হয়েছে। এরকম কিছু করে থাকলে দেশের প্রচলিত আইনে সেটির বিচার করা যেত। কিন্তু তা না করে পুলিশ, সেনা ও নৌবাহিনীর উপস্থিতিতে তাঁকে একটি নির্দিষ্ট গোষ্ঠির হাতে ছেড়ে দেয়া হয়। অল্পকিছুক্ষনের মধ্যেই সবার চোখের সামনে এই ছেলেটাকে হত্যা করা হয়।
যদিও ফেসবুকে কিছু লোক বলছেন যে ছেলেটি মারা যায়নি, কিন্তু সমকাল পত্রিকা খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলামের বরাতে জানিয়েছে যে উৎসব মণ্ডলকে হত্যা করা হয়েছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



এখনকার অবস্হায়র জন্য শেখ হাসিনা দায়ী; উনি ডাকাত পোষার ফলে, উনার ছলের ডাকাতীর ফলে, উনার বোনের ডাকাতীর কারণে উটসব মন্ডলরা প্রাণ হারাবে,

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১১

লোক বলেছেন: ১৫ বছরের বাচ্চাকে কি জন্য, কারা পিটায়েছে?
মোহাম্মদ কে নিয়ে নাকি কটূক্তি করেছে এইজন্য gen -f এর কয়েকজন তাকে ধরে পুলিশ এর কাছে নিয়ে যায়। ধীরে ধীরে কয়েক হাজার লোক জমা হয় এবং ছেলেটিকে জনতার হাতে তুলে দিতে বলে। পুলিশ দিতে না চাইলে পুলিশ ও আর্মি এর সামনেই নির্মমভাবে মারা শুরু করে (পুলিশ ও আর্মি শুধু মুখ মেলে দেখে ছিল)। ছেলেটি মারা গেছে মনে করে সবাই চলে যায়। কিন্তু পরবর্তীতে এক হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় ছিল ছেলেটি। তার মৃত্যু নিশ্চিত করতে আবারো হাসপাতাল এ হামলা দেয়। আজকে আইএসপিআর জানিয়েছে যে ছেলেটি বেঁচে আছে ও বিপদমুক্ত।
কারা মেরেছে এটা আপনি আমার থেকে বেশি ভালো করে জানেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:



জেন-এফ'রা জল্লাল, এরা রগ কাটে; এরা বিশ্বকে দোযখ বানাচ্ছে।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:
এদের আসার পথটা কে রচনা করেছে?
এরা ১৯৭১ সালে কি করেছিলো শেখ হাসিনার ১৪ গোষ্ঠি দেখেনি? ইডিয়ট তোফায়েল দেখেনি; রাখাল বালক প্রেসিডেন্ট দেখেনি? চোর-ডাকাত আওয়ামী লীগ দেখেনি?
৪৪ বছর শেখ হাসিনা যে আওয়ামী লীগের সভাপি ছিলো, আপনি ব্লগে বালছাল কিছু লিখেছিলেন?


২৫০ বছর বৃটিশ বেনিয়াদের আসার পথ যে ধরনের মানুষ করে দিয়েছিলো সেই জাতের লোকরাই এ কাজ করেছে ।
আমি বিশাল কোন লেখক নই যে, আমার কথায় ইতিহাস তৈরী হবে।
আপনি বিশ্বের সবচেয়ে উন্নত জীবন-যাপন অব্যাহত রাখার পরও - দ্যাশের জন্য আপনার মন পোড়ে । ইহা দ্যাশের লগে তামাশা নাকি তমসা ?
জবাব চাই- ভাইজান ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:




আমি ২০১৮ সালের ভোটের পর থেকে লিখে আসছি ও আওয়ামী লীগের লোকদের সাথে ( আমাদের এমপি, থানা আওয়ামী সভাপতি ) সাথে বলে আসছি যে, শেখ হাসিনার পতন হবে; কিন্তু প্রান ও দেশ হারাবে স্বাধীনতাকামীরা।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৬

কামাল১৮ বলেছেন: শেখ হাসিনার ভুলের মাশুল দিচ্ছে জাতি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



আপনার খেয়াল আছে কিনা, ইহা আমি ২০১৮ সাল থেকে বলে আসছি।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: টং চা-দোকানের মতো মাদ্রাসা গড়ে উঠেছে প্রতি রাস্তায়, আরো গড়ে উঠবে।

- সঠিক বলেছেন। মানুষের বাসায় বাসায় মাদ্রাসা গড়ে উঠেছে। একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শুরু করে দিয়েছে। অথচ আমাদের মহল্লাতে বড় বড় কয়েকটি মাদ্রাসা রয়েছে। এর মাঝে একটিতো ৮ তলা। তার পরেও প্রায় অনেক রোডের ভিতরে দেখা যাচ্ছে ফ্ল্যাট কেন্দ্রিক মাদ্রা গড়ে উঠেছে !

জাতীয় সংগীত এই মহুর্তে বদলাবে না; আগামীতে বদলাবে।

- আমার দৃর্ষ্টিতে জাতীয় সংগীত পাল্টানোর কথা বার্তা অনর্থক ও অপ্রয়োজনীয়।

জামাত এই মুহূর্তে যে কোনো সময়ের চাইতে শক্তিশালী বলে মনে হচ্ছে। একটা সময় ছিল , জামাত বা শিবিরের লোক শুনলেই ওদেরকে মারতো। ঢাকায় আমি নিজে দেখেছি। আর এখন শুনা যাচ্ছে এরা নাকি ক্ষমতায় যাবার চিন্তা করছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:


জামাত দেশ চালালে সেটা হবে ইয়েমেনের মতো; ওরা ক্ষমতায় থাকলে জাতি বাংগালী থাকবে না; রোহিংগাদের মতো শংকর জাতিতে পরিণত হবে

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৬

ঊণকৌটী বলেছেন: জামাত দেশ চালালে সেটা হবে ইয়েমেনের মতো; ওরা ক্ষমতায় থাকলে জাতি বাংগালী থাকবে না; রোহিংগাদের মতো শংকর জাতিতে পরিণত হবে কিন্তু আজকের দিনে ভারত আর শরণার্থী নিতে প্রস্তুত না হোক সে হিন্দু বা যে কোন জাতির সে ক্ষেত্রে 2027 শে অনেক ক্ষেত্রের মানচিত্রে পরিবর্তন দেখতে পারি

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



এখন জাতি শুন্য ( জিরো ) অবস্হায়; ইহা ক্রমেই খারাপের দিকে যাবে: অনেক কিছু ঘটবে।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৪

ঊণকৌটী বলেছেন: কামাল১৮ বলেছেন: শেখ হাসিনার ভুলের মাশুল দিচ্ছে জাতি। সবুর করেন, আরো দেখেন, সামনে আরো অনেক বিপ্লব দেখতে পারবেন

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা একটি রাজনৈতিক দলকে ধ্বংস করেছে, ১টি জাতির সম্পদ ডাকাতীতে সাহায্য করেছে; উনার গোষ্ঠীটা বেশ বড়, সবগুলোই ডাকাত। ফলে, মানুষ দাঁড়াতে অনেক সময় লাগবে।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৬

তানভির জুমার বলেছেন:

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:


দল বলতে ১টাই ছিলো বাংগালীদের উহাকে কেহ বাধা দিয়ে রাখতে পারবে না; কিন্তু ক্রমাগত সংঘর্ষের ফলে জাতি পুরোপুরি ইয়েমেন হয়ে যাবে।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪১

মেঘনা বলেছেন: বাংলাদেশ আফগান হলে, বাঙালি তালিবানরা তাদের মহান ধর্মীয় আদর্শ দারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের হিন্দু বৌদ্ধদের নির্যাতন করবে, হত্যা করবে, রমণীদের ধর্ষণ করবে।তখন হিন্দু বৌদ্ধদের বাঁচাতে ভারত মায়ানমার বাধ্য হয়ে বাংলাদেশকে চিপা দিয়ে মমিন মুসলমানদের বিচি গালাইয়া দিবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৩

সোনাগাজী বলেছেন:



ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তিত, ইহা ভালো লক্ষন নয়। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ কুটনৈতিক সমস্যায়

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬

নতুন বলেছেন: বাংলাদেশীরা পুরাই কিউট জাতী।

গোলাম আজমের পোলা জাতীয় সঙ্গীত নিয়ে কথা কইলো, দেশের হট টপিক এখন হিন্দুর লেখা গান নিয়ে?

যেই জাতী সাহিত্যচর্চ করেনা সেই জাতী কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে?

দেশের মোড়ে মোড়ে মাদ্রাসা, রাস্তায় নারীরা সবাই বোরকা পরে।

দূনিতি সব খানে, জুম্মার নামাজে রাস্তায় জায়গা হয় না...

হাজার মানুষ খুন করে, দূনিতির পালন করে হাসিনা পালালো, এখনো অনেকেই হাসিনার জন্য কান্নাকাটি করে।

বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের নেত্রিত্বকারী আয়ামীলীগকে পছন্দ করে কিন্তু নুন্নতম মানবিক বোধ থাকলে বলতে পারে হাসিনা যেটা করেছে সেটা অন্যায়।

সেটা না করে দেশটাকে বিকল করতে কাজ করে, দরকার হলে ভারতের সেনা দিয়ে আক্রমন করাতেও এরা রাজি।

পুরাই কিউট জাতী আমরা। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.