নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
না মোটেও না; আমি এই ধরণের কোন ব্লগারের ১টা ষ্টেইটমেন্টও শুনতে চাইনা, যদি সেই ব্লগার সাক্ষ্য দেয়, "আমার ভগ্নিপতিকে জ্বীন নিয়ে যায় ও ২ সপ্তাহ পরে বাড়ীতে রেখে যায়।"
যেই লোক এই ধরণের অমুলক কথা বলেন, নিজকে জ্বীনের সাক্ষী হিসেবে দাঁড় করান, তিনি হয় মিথ্যুক, না'হয় মানসিকভাবে অপরিপক্ক ও অথর্ব; এই ধরণের লোকজন যদি ব্লগে লিখতে চায়, লিখুক; কিন্তু এই ধরণের মিথ্যুককে প্রমোট করা ব্লগিং'এর জন্য সুখবর নয়। আপনি এই ধরণের লিলিপুটিয়ানদের ইন্টারভিউ নিয়ে ব্লগে প্রকাশ করতে চান, নাকি এই ধরণের ইন্টাভিউ পড়তে চান?
আমাদের জাতীর শিক্ষার মান বলতে কিছুই নেই; ২০০৯ সালের পর, যারা পরীক্ষা দিয়েছে, তাদের ৮০ ভাগ অসৎ; এদের মাঝে হাজার হাজার ছাত্র পড়ালেখায় মোটামুটি ভালো হয়েও "ফাঁসকরা প্রশ্ন যোগাড় করেছে"। এই ব্যক্তিত্বহীন, অসৎ ছেলেমেয়েরা চাইলে জাতিকে সাহায্য করতে পারবে? এই ধরণের কোমলমতিরা আমাদের জাতির জন্য কিছু করতে পারবে, নাকি বোঝা?
ব্লগিং'টা পশ্চিমের সমাজকে সাহায্য করছে, ইহা ইউনিভার্সিটর বাইরে, অভিজ্ঞ প্রফেশনালদের ইউনিভার্সিটি; আধুনিক সভ্যতার জ্ঞান আদান প্রদানের মিলনমেলা; আপনি এখানে এসে লিলিপুটিয়ানদের মিথ্যা ষ্টেইটমেন্ট শুনতে চান? আমি মনে করি ইহা হলো দুর্জনকে প্রমোট করা মাত্র।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৪১
সোনাগাজী বলেছেন:
আমাদের শিক্ষিতদের ৮০ ভাগ হচ্ছে ভুয়া, লিলিপুটিয়ান ও পিগমী
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৩
দেখা হবে রাজপথে বলেছেন: 'সঝায্য' এর মত এমন পরিশুদ্ধ বাংলা শব্দ লিখে পুরো বাঙালি জাতিকে শিক্ষা দীক্ষায় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বানানোর দায়িত্ব আপনার নিজের কাঁধে নেবার জন্য সবিশেষ ধন্যবাদ গাজী বাবু! এই জাতি চিরদিন আপনার কাছে ঋণী হয়ে থাকবে।
একদিন পুরো পাঁচ লাইন অন্তত শুদ্ধ বাংলা লিখে তারপরে বাংলা ভাষা ও শিক্ষা-দীক্ষার জ্ঞান দিবেন প্লিজ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯
সোনাগাজী বলেছেন:
আমি আপনার মতো ব্লগার হতে চাই।
আপনার ব্লগিং ইতিহাস:
পোস্ট করেছি: ১টি
মন্তব্য করেছি: ৩৬টি
মন্তব্য পেয়েছি: ০টি
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
জ্বীনেরা পার্লামেন্টে বিল আনতে পারে এবার।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪১
সোনাগাজী বলেছেন:
লিলিপুটিয়ানের পিগমী ইন্টারভিউ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের মহাজাগতিক বলেছেন - জ্বীন অবশ্যই আছে ।
প্রতিদিন আমরা ভাত খাবার পর মোরগ-মুরগি গরু ছাগলের হাড় গুড় ফেলে রেখে আসি রাতের বেলা জিন এসে সেগুলো খেয়ে যায়।
আমাদের ফেলে দেওয়া খাবার খেয়েই বেঁচে আছে।
এজন্য মাঝে মাঝে তারা রাগ করে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে ।
বিশেষ করে মেয়েদের উপর তারা ভর করে বেশি।
অভিজ্ঞ ওঝা ছাড়া মেয়েদের কাছ থেকে জিন সরানো কঠিন ।
তবে আজকাল পুরুষ মানুষের উপর ও অনেকে জিন ভ করেছে শুনেছি।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫
সোনাগাজী বলেছেন:
মহাজাগতিকের অনেকে অনেক নতুন ইসলামিক থিওরী দিচ্ছেন, এগুলো উনার আবিস্কার।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
নতুন বলেছেন: আধুনিক বিজ্ঞান এবং বিশ্বসাহিত্যের জ্ঞান অর্জন ছাড়া জাতী কখনোই উন্নতি করতে পারবেনা।
এতো দিনের ওয়াজবাজ দিয়ে ব্রেনওয়াস্ড জাতীকে পাল্টাতে সময় লাগবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭
সোনাগাজী বলেছেন: ,
ব্লগে এক ফালতু ব্লগার বলেছিলো যে, উনার ভগ্নিপতিকে জ্বীনে নিয়ে গিয়েছিলো; উহার ইন্টারভিউ প্রকাশ হয়েছে, এসব গার্বেজ কেন ব্লগে?
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৭
নূর আলম হিরণ বলেছেন: ব্লগে জ্বীন গবেষক আছে অনেকেই।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯
সোনাগাজী বলেছেন:
তবে, শুধু ১ জনই বলেছে যে, উহার ভগ্নিপতিকে জ্বীনে নিয়ে গেছিলো; সেই পিগমী ব্লগারের ইন্টারভিউ প্রকাশ করেছে আরকে পিগমী।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩
নতুন বলেছেন: ব্লগে এক ফালতু ব্লগার বলেছিলো যে, উনার ভগ্নিপতিকে জ্বীনে নিয়ে গিয়েছিলো; উহার ইন্টারভিউ প্রকাশ হয়েছে, এসব গার্বেজ কেন ব্লগে?
"There are more things in Heaven and Earth, Horatio, than are dreamt of in your philosophy,"
মানুষ একটা জিনিস বিশ্বাস করলেই তাকে ফালতু বলা যায় না।
যদি কেউ প্রমানিত কোন সত্যিকে অস্বিকার করে অন্য কিছু ভাবে তবে সেটা ভিন্ন। ধর্মবিশ্বাসের কারনে কাউকে ফালতু বলা ঠিক না।
বিশ্ব এগিয়ে যাচ্ছে, এর পেছনে আছে বিজ্ঞান শিক্ষা, সমাজ এগিয়ে যাচ্চে তার পেছনে আছে দর্শনের ভবনা, বিশ্বসাহিত্য না পড়লে জাতী সামনে যাবেনা বরং পেছনে যেতে থাকবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬
সোনাগাজী বলেছেন:
যার চিন্তাভাবনা ভুল, অমুলক ও অবান্তর সে ফালতু মানুষ, তার বক্তব্য হচ্ছে ক্ষতিকর।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
নতুন বলেছেন: যার চিন্তাভাবনা ভুল, অমুলক ও অবান্তর সে ফালতু মানুষ, তার বক্তব্য হচ্ছে ক্ষতিকর।
তাকে আমি ফালতু মানুষ বলবো না।
তবে তার কথা আমি সিরিয়াসলী নেবো না।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫১
সোনাগাজী বলেছেন:
যার কথা আপনি সিরিয়াসলী নিবেন না, আমি তাকে ফালতু মানুষ বলছি।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৪
নতুন বলেছেন: যার কথা আপনি সিরিয়াসলী নিবেন না, আমি তাকে ফালতু মানুষ বলছি।
সমস্যা তো ঐখানেই। ফালতু বললে একজনের মনে কস্ট দেওয়া হয়, তার সাথে দুরত্ব বাড়ে।
আপনি সবার কথা সিরিয়াসলি নেবেন না। কিছু কিছু মানুষকের কথা দুধ ভাত হিসেবে নেবেন।
তখন কেউই আপনার উপরে ক্ষিপ্ত হবেনা।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৯
সোনাগাজী বলেছেন:
দুধভাতের মানুষকে প্রমোট করার যায়গা ব্লগ?
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩১
জ্যাক স্মিথ বলেছেন: এই দেশের ৯০% লোকই জ্বীন বিশেষজ্ঞ, এখন তো জ্বীনের রমরমা বাণিজ্য হবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪০
সোনাগাজী বলেছেন:
৯০% ইডিয়ট আছে দেশে।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:২০
কামাল১৮ বলেছেন: যারা বিজ্ঞান মনস্ক না তারা বস্তুনিষ্ট কিছু লিখতে পারে না।কল্পনা থেকে মুক্ত হয়ে সত্য বা বাস্তবতাকে দেখার দৃষ্টিভঙ্গি তাদের থাকে না।