নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগেও ইনিয়ে-বিনিয়ে হিন্দু-বিরোধী প্রচারণা চলছে?

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২১



আওয়ামী লীগের ভয়ংকর পতনে স্বাধীনতাকামীরা এই মহুর্তে অত্যাচারিত ও ভীত। আমি যদি হিন্দুদেরকে "বড় স্বাধীনতাকামী" বলি, আপনি ক্ষেপে যাবার সম্ভাবনা আছে? ইহা আপনাদের অনেকের জন্য বড় সমস্যা হবে, আমি জানি! তবে, '৭১'এর জেনারেশন জানেন যে, বাংগালী মুসলমানদের ২০/২৫ ভাগ অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলো ও তাদের সন্তানেরা রাজাকার ও আলবদর মিলিশিয়া বাহিনীর সদস্য হয়ে, পাকীদের সাথে মিলেমিশে বাংগালী জাতির উপর গণহত্যা চালয়েছিলো; কিন্তু ১ জন হিন্দুও পাকীদের পক্ষে ছিলো না; ওরা শতভাগ স্বাধীনতাকামী ছিলো।

জামাত-শিবির, মুসলিম লীগ ও বিএনপি বাংগালী হিন্দুদের এই বিষয়টি কখনো ভুলেনি; এরা ধর্মীয় ও জ্বিহাদী জোসে আজো হিন্দুদের প্রতিমা ভাংগে প্রতি বছর ও ইনিয়েবিনিয়ে হিন্দু-বিরোধী প্রচারণা চালায়; ব্লগে এসেও এই অপকর্মটি চালায়।

ব্লগে এখন কোমলমতিরা বেশী এ্যাকটিভ, এখন ব্লগে হিন্দু-বিরোধী পোষ্ট জনপ্রিয়তা পেতে পারে। ব্লগে যারা সুন্দর গল্পের ফাঁদ পেতে হিন্দু-বিরোধী গল্প চালাতে চেষ্টা করেছে, তারা ১টি জিনিষ মিস করেছে কিন্তু : এবারের কোমমতিদের আন্দোলনে হিন্দুদের রক্ষার জন্য পাহারার ব্যবস্হা করা হয়েছিলো কোমলমতিদের পক্ষে থেকে; কারণ, কোমলমতিদের বাবারা এবারের আন্দোলনের ডিজাইন করতে "হিন্দু রক্ষা" ১টি ষ্টেপ যোগ করেছিলো। মনে হয়, কোমলমতিদের বাবারা অকারণে ভারতকে ক্ষেপাতে চাহেনি।

মনে রাখবেন, যারা ব্লগে হিন্দু-বিরোধী গল্পের ফাঁদ পাতেন, তারা কোমলমতিদের আন্দোলনের মুল ডিজাইন অনুসরণ করছেন না কিন্তু।


মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এটা ইসলামী রাষ্ট্র ।
এখানে থাকতে হলে জিজিয়া কর পরিশোধ করে থাকতে হবে।
সেটা যদি না থাকতে চায় কেউ সরাসরি বহিষ্কার,!!
মানুষদের কোন জায়গা হবে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪

সোনাগাজী বলেছেন:



সব বাংগালীরা নিজকে ধর্মীয় মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিযোগীয় নেমেছে: কাপড়ে চোপড়ে, কথায় মিলে সবাই বেদুইন হওয়ার চেষ্টা করছে; এরা কিন্তু হিন্দু বিরোধিতাকে তাদের ইমানের অংশ করে ফেলেছে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিন্দুদের নিয়ে রাজনীতি সবসময় আওয়ামীলীগই করে এসেছিল। অনেক মূর্তি ভাঙার ঘটনায় সরকারদলীয় লোকদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল...

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১

সোনাগাজী বলেছেন:



আআমি ওয়ামী লীগ অপরাধমুক্ত না ও কৌশলে হিন্দু সম্পত্তিও দখল করেছিলো; তবে, সেই পক্ষের কাউকে আমি "ব্লগে হিন্দু বিরোধী প্রচারণা চালাতে দেখিনি"।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪০

নতুন বলেছেন: শেখ হাসিনার গত ১৬ বছর ওয়াজের চাষ হয়েছে দেশে। মানুষও কথা বলতে না পারার ক্ষোভে ওয়াজ শুনে ব্রেনওয়াস্ড হয়েছে।

আসসুন্নাহতে মানুষ ১০০ কোটি টাকার বেশি দান করেছে।

কিন্তু ফেসবুকে স্টেটাস দেওয়াতে হিন্দুকে পিটিয়েছে কারা? এই ধমান্ধদের আবাদ রুখতে হবে।

এটা ইসলামের স্ট্রান্ডাডেও সহী না। এটা কারা করছে এবং করাচ্ছে সেটা ভাবতে হবে এবং কাজ করতে হবে।

নতুবা ইসলামী নেতাদেরও কপালে কস্ট আছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনি ইসলামের কথা বলে ভুল করছেন; কোন ধর্ন অন্য কোন ধর্মকে সহ্য করে ন.

আমি আজকে ব্লগে হিন্দু বিরোধী লেখা দেখেছি।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪

ঊণকৌটী বলেছেন: ভারত বিরোধিতা আজকে পাকিস্তানকে আটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, ভবিষ্যতে পাকিস্তানের বড় ভাই বাংলাদেশের না এই অবস্থা দাঁড়ায় Click This Link

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



ভারত সম্পর্কে খুব অল্প ব্লগারের সঠিক ধারণা আছে; অনেেক ব্লগার মনে করেছে যে, ভারত ঠিক আরেকটি বাংলাদেশ কিংবা পাকিস্তান।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩

জ্যাক স্মিথ বলেছেন: পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে অচিরেই ঢাকা গজায় রুপান্তর হবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:



দেশ এখন পুরো অস্হিতিশীল; পাকি মিলিটারী , জামাত-শিবির ইহা বুঝতেছে; সেজন্য তারা বিজয়ের ক্রেডিট নেয়নি, বিজয়ের ক্রেডিট দিচ্ছে কোমলমতিদের।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:





২০০০ সালে ইরানে মোল্লারা "ইরানি স্পেস রিসার্চ ইনস্টিটিউট" প্রতিষ্টা করে এবং আম্রিকার দেয়া হাজারো অযৌক্তিক নিষেধাজ্ঞার বোঝা মাথায় নিয়ে ২০০৯ সালে সালে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইট নির্মাণে এবং উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করে। বিপরীতে কখনো আম্রিকা এবং কখনো ভারতের সহায়তা নিয়ে আমাদের কোর্ট-টাই পরা সেকুলার, পোগোতিশীল সোনাগাজীরা ৫৩ বছর ধরে কাগজ আর কালি অপচয় করে পত্রিকার পাতা জুড়ে ইয়াত্ত বড়বড় কলাম লিখে এটাই স্টাবলিস্ট করার সক্ষমতা অর্জন করেছে যে, মোল্লারা ক্ষমতায় এলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে। হা হা হা

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:




আপনি, জামাত-শিবির ও হেফাজতরা ইরানী নন; পারশিকদের ইতিহাস হচ্ছে হাজার বছরের; আপনাদের ইতিহাস হচ্ছে ১৯৭১ সাল থেকে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:




ইরানের জংগী সরকারের ও তাদের পালিত হামাসের কারণে, ৪৫ হাজার গাজাবাসী নিহত হয়েছে, ৪ লাখ পংগু হয়েছে, এবং গাজাকে মুছে দেয়া হিয়েছে; আপনার মগজ ছোট, ভাবনাও ছোট।

আপনার ুতো ছোট মগজের মানউষ আহমেদী নেজাদের জন্য ইরান আনবিক শক্তিতে পরিণত হতে পারেনি।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আমরিকা ইসরায়েলের মাধ্যেমে গাজায় গনহত্যা চালিয়েছে। আমেরিকা ইরাক, ভিয়েতনাম, আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, এবং অবশেষে চোরের মতো লেজ গুটিয়ে পালাইছে। বুশ অবশ্য ইরাকে লক্ষ লক্ষ মানুষ মারার পর স্যরি বলেছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আম্লিগের প্রতিক্রিয়া চলছে। আম্রিকা ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব জুড়ে পরিবর্তন হচ্ছে

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

সোনাগাজী বলেছেন:




আমেরিকা ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান থেকে উইথড্র করেছে আমেরিকার নাগরিকদের চাপে। আফগানিস্তান থেকে উইথড্র করা ছিলো বাইডেনের ইলেকশান এজেন্ডা; আমেরিকা নিয়ে ভাবাটা আপনার জন্য সম্ভব হবে না, আপনার লেখা ( আসলে গার্বেজ ) আমি সব সময় পড়ছি।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মালাউনরা এই দেশে থাকতে পারে ।
তবে অবশ্যই জিজিয়া কর দিয়ে থাকতে হবে।
এছাড়া তাদের থাকার অন্য কোন উপায় নেই ।
এটা ইসলামী রাষ্ট্র ।
এর ধর্ম ইসলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:



জামাত-শিবির এখন ক্ষমতায়, হিন্দুরা এখন ভয়ে ভয়ে থাকবে।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

জ্যাকেল বলেছেন: প্রথম লাইনে ভুল আছে- আওয়ামী লীগের ভয়ংকর পতনে স্বাধীনতাকামীরা এই মহুর্তে অত্যাচারিত ও ভীত।

আওয়ামী লীগের ভয়ংকর পতনে ফ্যাসিবাদীরা এই মহুর্তে অত্যাচারিত ও ভীত।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৭

সোনাগাজী বলেছেন:



আপনাকে আমি ২ বছর সময় দিলাম, আপনি নিজের থেকে ফ্যাসিবাদের ১টা ডেফিনেশন ব্লগে লিখুন।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

সোমহেপি বলেছেন: মােহাম্মদ সাজ্জাদ হোসেন আপনি উ্সকািনমূলক মন্তব্য করছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



উনি বুঝাতে চাচ্ছেন যে, কোমলমতিরা আরবের সামন্তবাদে নিয়ে গেছে আমাদেরকে।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৬

সোমহেপি বলেছেন: তাদেরকে যদি বলা হয় জিজিয়া কর কি আর যাকাত কি বলতে পারবে না । কিন্ত্ত সাম্প্রদায়িক উস্কানিতে উস্তাদ। দোষ আসলে তাদের না । দোষ হচ্ছে বিদ্বেষপ্রসূত ন্যারিটিভের।

আসল জ্বালা কি জানেন এরা চায় এনি হাউ বাংলাদেশ ব্যর্থ হোক। আর ডুগডুগি বাজাতে মজা হবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:




খেলাফতীরা অন্য ধর্মের মানুষদের সহ্য করে না।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২২

কামাল১৮ বলেছেন: ধর্ম এবং ধার্মিক যতদিন থাকবে,এই প্রচারণা চলতেই থাকবে।এটা ভারত বাংলাদেশ উভয় রাষ্ট্রের লোকজনই করছে।কম আর বেশি।


০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:



ভারতের মানুষ কোর্টে যেতে পারে, বাংলাদেশে খেলাফতী কোর্ট, গণপিটুনী

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: আমেরিকার লালা তালিকা ভুক্তির বিষয়টা কি।বাংলাদেশকে লাল তালিকা ভুক্ত করেছে।ইয়েমেন,আফগান কি লাল তালিকা ভুক্ত।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:


আমেরিকা জংগী দেশগুলো থেকে মানুষজনকে আসতে দেয় না; ইহাই লাল তালিকা।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি ছাত্রদের পক্ষে কাজ করেছি।

তাই, জানি, হিন্দুদের উপর আক্রমণের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের মেইন স্ট্রীম ছাত্রদের কোন যোগাযোগ নেই।

এটা আপনাকে বিশ্বাস করার অনুরোধ করছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



আমি তো পোষ্টে বলেছি যে, কোমলমতিরা ভারতকে ক্ষেপাতে চাহে না; তাই কোমমতিরা হিন্দু বাড়ী পাহারা দিচ্ছে।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
আমি তো পোষ্টে বলেছি যে, কোমলমতিরা ভারতকে ক্ষেপাতে চাহে না; তাই কোমমতিরা হিন্দু বাড়ী পাহারা দিচ্ছে।
==================

ভারতকে খেপাতে পারাটা কি খুব জরুরী কাজ? নাকি ক্রেডিটের?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫৮

সোনাগাজী বলেছেন:



অস হায় দরিদ্র হিন্দুদের বাড়ী গিয়ে তাদের প্রতিমা ইত্যাদি ভাংগলে, এসব খবর বেরুলে ভারত ক্ষেপে।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৩০

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: আপনে "ভারত খেপা" নিয়ে এত চিন্তিত কেন দাদা?

https://www.somewhereinblog.net/blog/alchudurwalbudur/30365678

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



দেশটা আমারও

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: আপনিও ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিন, দেখবেন ব্যপক বাহবা পাবেন, আমি অলরেডি শুরু করে দিয়েছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।


০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



দেশে এখন ৩০ ভাগ মানুষ মুক্তিযুদ্ধ-বিরোধী

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: আসল কথা হচ্ছে দুটি ধর্মের মানুষ কখনোই একসাথে পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে বসবাস করা সম্ভব নয়।
তেল আর জল জোড় করে যেমন মেশানো যায় না এরাও ঠিক তেমনি পাশাপাশি শান্তিপূর্ণ বসবাসের অভিনয় করছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



কোন ধর্ম অন্য ধর্মের নামও শুনতে চাহে না।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: গত ষোল বছরে যদগুলো হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে, যত হিন্দু নির্যাতন হয়েছে, যত হিন্দু সম্পত্তি দখল করেছে এর সব, আই রিপিট 'সব' ঘটনা ঘটিয়েছে আপনার পেয়ারের আওয়ামীলীগের গুন্ডাপান্ডারা।

আপনারে নিয়া আরেক বিপদ, এখন তো শুরু করবেন ঝগড়াঝাটি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:




আমি জানি, আওয়ামী লীগের লোকজনও হিন্দুদের ক্ষতি করেছে; তবে, ওরা ওদেরকে ভারতে চলে যেতে বলে না; নোয়াখালীতে ১৯৪৭ সালে দাংগা হয়েছিলো, গান্ধী আসতে বাধ্য হয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.