নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশবাসী চান, দেশ যেন সৎ, জ্ঞানী রাজনীতিবিদ ও প্রফেশানেলদের হাতে থাকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩৮



কোমলমতিরা প্রফেশানেল নয়; আমার ধারণা, এরা গত আন্দোলনের সৈনিকমাত্র; এদের ২ জন সরকারে আছে, আপনি ইহা পছন্দ করেন, নাকি ভয়ে আছেন? শুধু ২ জন নয়, সরকারের সবগুলো পোষ্টে যদি এরা থাকতো, ভয়ে আপনার ঘুম আসতো? এখন আপনি শংকিত, কিন্তু ড: ইউনুস ইহাতে থাকায় আপনি কিছুটা হলেও, খড়কুটা ধরে বেঁচে থাকার মতো আশাবাদী।

ড: ইউনুস জ্ঞানী; কিন্তু উনি মওলানা ও শেরে বাংলার মতো রাজনীতিবিদ ও সৎ নন, ইহাও ভীতিকর; তবে তিনি বেগম জিয়া, তারেক, পাগল রিজভী, বসুন্ধরা ও এস আলমের লোকদের মতো অসৎ নন। ড: ইউনুস বড় ধরণের সততার পরিচয় দিতে পারতেন, যদি তিনি দেশবাসীকে জানাতেন, কিভাবে কাহারা উনার নামটা "লিষ্টে" দিলো; ইহা যতই ভয়ংকর হোক না কেন, সত্য জানলে মানুষের ভয় কমে আসতো! এই কাজটা করলে, উহার সম্পর্কে শংকা কমে আসতো।

দেশ এখন এনার্খীর মাঝে, আমাদের কোমলমতিরা একটা শক্তি, যার লেজ-মাথা সম্পর্কে আমাদের পরিস্কার ধারণা নেই; তরুণদের বাহুতে শক্তি থাকে কিন্তু মাথায় জ্ঞান থাকে না পর্যাপ্ত পরিমাণ; ইহা হলো ঘরে ভালুক পালনের মতো। একটা ব্যাপার পরিস্কার যে, কোমলমতিরা ছদ্মবেশে আছে, ইহাও ভীতিকর।

দেশ এখন পড়ন্ত পাথরের মতো নীচের দিকে গড়াচ্ছে; ইহা নীচের দিকে যেতে অনেক ধাক্কা খাবে; শেষ কোথায় গিয়ে থিতু হবে, এখনো কেহ জানে না।



মন্তব্য ৪৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২২

এক্সম্যান বলেছেন: আপনার দেখি আর ঘুম হচ্ছে না। আশায় আছেন কখন বাংলাদেশ ধ্বংশ হয়ে যায়, তর আর সইছে না। তবে আপনার আশায় গুড়েবালি, এখন বুক চাপরান আর কান্দেন।

৫ আগষ্টের পর থেকে দেশে কার্যত পুলিশ প্রশাসন নেই, এর পরেও ক্রাইম রেট বাড়েনি। এস আলম বা দরবেশ নতুন কোনো হাজার বা শত কোটির লোন নিতে পারেনি, রেমিটেন্স প্রতিদিন আগের দিনের রেকর্ড ব্রেক করতেছে, স্বরনকালের ভয়াবহ বন্যা কোনো বৈদেশিক ভিক্ষা ছারাই সামাল দেয়া, ইত্যাদি ইত্যাদি যদি পড়ন্ত পাথরের মত নিচে গড়ানো হয় তাহলে দেশ নিচের দিকেই গড়াক।

নিচের দিকে গড়াতে গড়াতে বৈদেশিক লোন ১৮ লক্ষ কোটি থেকে কমে আসুক, আবার আগের মত পোশাক রপ্তানি খাত ঘুরে দাড়াক, পুরো ধ্বংশ করে ফেলা চামরা শিল্পটা আবার শুরু হোক ......... এভাবেই ধীরে ধীরে দেশটা দাড়িয়ে যাক এটাই দেশের মানুষের চাওয়া। কার হাত দিয়ে হল এটা বিষয় না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২১

সোনাগাজী বলেছেন:




ইডিয়টদের ভয় কম থাকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

সোনাগাজী বলেছেন:



৫০০ মিলিয়ন ডলার তো খুচরা পয়সা।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪৩

কামাল১৮ বলেছেন: দেশবাসীর চাওয়ার উপর এখন আর কিছু নির্ভর করে না।কোমলমতি ছাত্ররা যা চাইবে তাই হবে।ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে। এই দলের সাথে ঐক্যবদ্ধ হবে সকল ইসলামী দলগুলি।তারপর তারা কায়েম করবে তালেবানী শাসন।নীল নকশা প্রস্তুত।

আমেরিকারও মনে হয় সায় আছে।তাদের প্রয়োজন ঘাঁটি গাড়তে দেয়া।যেটা মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলি দিয়েছে।সেটাকেই উদাহরণ হিসাবে দেখাবে ইউনুস।
বিনিময়ে বাংলাদেশ হবে ফিলিপাইনের মতো আরেক বাংলাদেশ।সামরিক দিক দিয়ে আমরা হবো অনেক শক্তিশালী একটি দেশ।তাইওয়ানের মতো আমরাও চীনের সাথে টেক্কাদিয়ে চলা শিখবো।
১৫ তারিখে আমেরিকার শক্তিশালী দল আসছে বাংলাদেশে।সেখানেই অনেক কিছু নির্ধারণ হবে।বিনিময়ে দেয়া হবে ৫০০ মিলিয়ন ডলার।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৩

সোনাগাজী বলেছেন:



ইসলামিষ্টদের দেশে আমেরিকা কিভাবে ঘাঁটি করবে? এই অন্চলে আমেরিকানরা ঘাঁটি করবে না; করল্ব পাকিস্তানে করতো

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৫৮

অগ্নিবেশ বলেছেন: ফারমার চাচা, তালেবান শাসন খারাপ কি? শরিয়ত কায়েম হলে জ্বীন পরি আইসা জমিতে লাঙ্গল দেবে, ক্ষেতে পানি দেবে, সমুদ্দরত্থন ইলিশ ধইরা দেবে, আপ্নেরা বইসা বইসা খাইবেন আর কেম্বায়ে গাজায়েতুল হিন্দ করা যায় তার শলা করবেন। এর পর জিব্রাইল আইসা যখন হুকুম দেবে, আপনারা লুঙ্গি কাছা দিয়া লাঠি ঠেঙ্গা নিয়া ভারত দখল করবেন। আমি জানি মনে মনে আপনি মাধুরিরে চান, মাধুরী আপনার গনিমতের মাল হইব। তয় চাচা, ইসলাম আইলে বাংলাদেশে মাইয়াগো হাল খারাপ হইয়া যাইবো, প্রথমআলো কি যে সব গুজব ছাড়ায়, তারা কয় আফগানে মাইয়ারা ভালো নাই। এরা মাইয়ারা কেম্বায় বাজারে আনা যায় তার চেষ্টা করে। এদের কথায় কান দেবেন না।

https://www.prothomalo.com/world/asia/kpkz905stq

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৭

সোনাগাজী বলেছেন:



জ্বীন, পরি আর আজ্রাইল থাকলে তো পাকিস্তান আর আফগানিস্তান বিশ্ব মোড়ল হয়ে যেতো, মোল্লারা লাস-ভেগাসে হেরেম খুলতো।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৩৬

অগ্নিবেশ বলেছেন: আল্লাহ আপনার চক্ষে মোহর মেরে দিয়েছে, তাই আপনি পাকি বাংপাকি আগানিদের উন্নতি দেখতে পারেন না। এই অভিশাপ থেকে মুক্ত হইতে গেলে আপনাকে সনেট চাচার মুরিদ হইতে হইব। আমরা সিন্নি পেলেই খুশী।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৪

সোনাগাজী বলেছেন:





সনেট চাচা ভালো কবিতা লেখেন, মোটামুটি কম্প্যুটারও জানেন; বিগ ব্যাং থিওরীতে বিশ্বাস করেন, খরাপ না

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

প্রহররাজা বলেছেন: দেশে অনেস্ট রাজনীতিবিদ নাই। নাই মানে নাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৬

সোনাগাজী বলেছেন:



দেশে আধুনিক রাজনীতি জানেন, সেই রকম ১ জন মানুষও নেই; আমাদের দলসমুহে যাদের দেখেন এগুলো বানর।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৪

দেখা হবে রাজপথে বলেছেন: ওহে পাগলা দেশের চিন্তায় দেখে তোমার ঘুম হারাম হয়ে গেল!!!
হর হর মহাদেব বলে গঞ্জিকার কল্কিতে ভালো করে কষে দুটো দম দাও দেখি গাজী বাবু, মাথা ফাঁকা হয়ে যাবে- গ্যারান্টি :)

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৮

সোনাগাজী বলেছেন:




আমি বিশ্বের অন্য জাতিগুলোকে সুখে শান্তিতে থাকতে দেখছি, আপনি তা দেখার বা বুঝার সুযোগ পাননি।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সরাসরি সরকারে আছে ৩ জন।

২ জন উপদেষ্টা।
১ জন সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:



এগুলো আইএসআই'এর লোকজন

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫০

কিরকুট বলেছেন:

ঘাতক যুদ্ধাপরাধীদের আইনজীবী এবং সাবেক শিবির নেতা তাজুল ইসলাম এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর।

যারা স্লোগান দিয়েছিলো ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, তারা নিজেরাই তাদের জাত চিনিয়ে দিচ্ছে।

আমি শুধু বলবো রাজাকার নিপাত যাক।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:




পাকিস্তানীরা আমাদের দেশের কন্ট্রোল দখল করেছে

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

এম ডি মুসা বলেছেন: হেডলাইন পড়ে বুঝতে পারছি। সেই হেডলাইনের মর্ম মত দেশ চলুক। যেন ৭১ এর লাখো শহীদের প্রতি শ্রদ্ধা রেখে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



'৭১ এর লোকজন নিজেদের দায়িত্ব পালন করেছেন, এখন আপনারা নিজেরটা করুন

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯

নতুন বলেছেন: ড: ইউনুস বড় ধরণের সততার পরিচয় দিতে পারতেন, যদি তিনি দেশবাসীকে জানাতেন, কিভাবে কাহারা উনার নামটা "লিষ্টে" দিলো; ইহা যতই ভয়ংকর হোক না কেন, সত্য জানলে মানুষের ভয় কমে আসতো! এই কাজটা করলে, উহার সম্পর্কে শংকা কমে আসতো।

৫ তারিখে যখন শেখ হাসিনা পালালো তখন আপনাকে জিঙ্গাসা করলে আপনি কার নাম প্রধান হিসেবে প্রস্তাব করতেন?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



ড: আবদুর রাজ্জাক

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪

নতুন বলেছেন: দেশ এখন এনার্খীর মাঝে, আমাদের কোমলমতিরা একটা শক্তি, যার লেজ-মাথা সম্পর্কে আমাদের পরিস্কার ধারণা নেই; তরুণদের বাহুতে শক্তি থাকে কিন্তু মাথায় জ্ঞান থাকে না পর্যাপ্ত পরিমাণ; ইহা হলো ঘরে ভালুক পালনের মতো। একটা ব্যাপার পরিস্কার যে, কোমলমতিরা ছদ্মবেশে আছে, ইহাও ভীতিকর।

আপনি আইএসআই কে স্বপ্নে দেখছেন। গত ১ মাসে কোমলমতিদের মাঝে আইএসআই এর একটিভিটি দেখতে পেয়েছেন?

শেখ হাসিনা দেশের এখনার হত্যার জন্য অনেকটাই দায়ী।

দেশের পুলিশ নৈতিক ভাবে ডিউটি করতে পারছেনা। জনগনের সামনে দাড়ানোর মতন মনবল তাদের নাই কারন তাদের হাতে জনগনের রক্ত, এবং সেই রক্ত হাসিনার নির্দেশে তারা ঝড়িয়েছেন।

পুলিশ যদি থাকতো তবে এখন এই সব হত্যা করার সাহস সন্ত্রাসীরা করতে পারতো না।

আপনি ভালোই জানেন যদি আজ রাতে আপনার শহরে ব্লাক আউট হয় আর পুলিশ না থাকে তবে আপনার শহরে কি পরিমান লুটপাট হবে, কতগুলি জিবন যাবে।

প্রতিটা সমাজেই কিছু ধান্দাবাজ মানুষ থাকে আইনের হাত না থাকলে তারা তাদের মুখোশ খুলে বাইরে আসে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



রাষ্ট্র প্রধান হিসেবে শেখ হাসিনা দা্যী; কিন্তু মনে হচ্ছে, পুলিশ ও সেনাবাহিনীকে তখন অন্যেরা কন্ট্রোল করছিলো। সেনাবাহিনীকে আজকে কে কন্ট্রোল করছে?

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১

রানার ব্লগ বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে চাই । রাস্ট্র ৭১এর পরাজিত পক্ষ ও তার পক্ষের লোক থেকে নিরাপদ থাকুক ও দুরত্ব মেনে চলুক ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



দেশ এখন স্বাধীনতা-বিরোধী, আইএসআই ও আমেরিকার কন্ট্রোলে চলছে।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবস্থা এমন হয়েছে যে, এখন ভুল করলেও সবাই শুধরে নিবে নিজেদের। কারণ, কেউ যেন বলতে না পারে, আগের সরকারই ভাল ছিল...

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



যেসব ছেলে পড়ালেখা করে না ঠিক মতো, ওদের শোধরানো দিয়ে জাতি চলতে পারবে?

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

নতুন বলেছেন: দেশ এখন স্বাধীনতা-বিরোধী, আইএসআই ও আমেরিকার কন্ট্রোলে চলছে।


১ মাসের বেশি হতে চললো কিন্তু আইএসআই এর প্রমান ভারতীয় র ও পাইলো না। আপনি কোথা থেকে পাইতেছেন?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:



আমি আন্দোলনের শুরু থেকেই বুঝতে পারছিলাম যে, ইহা আমাদের ছাত্রদের আন্দোলন নয়।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

আঁধারের যুবরাজ বলেছেন: আন্দোলনের সমন্বয়কদের মাঝ থেকে তিনজন রয়েছেন সরকার।

দেশ এখন স্বাধীনতা-বিরোধী, আইএসআই ও আমেরিকার কন্ট্রোলে চলছে।

এই জাতীয় কথা আন্দোলনের শুরু থেকে "মোদির মিডিয়ার " শ্রী রাধা দত্ত , ব্রহ্ম চেলানি সহ আরো কয়েকজন নানা মিডিয়াতে বলে চলেছে। যদিও তার প্রমান এখনো উনারা দিতে পারেন নাই। এই সরকার এক মাসও হয়নি ,আরো কিছু দিন তো অপেক্ষা করতেই হবে।

প্রাক্তন ভূমিমন্ত্রীর ২৫০ এর মতো বাড়ি রয়েছে ইংল্যান্ডে ,উনার ভাইয়ের আছে ২০০ এর মতো ! এস আলমের আত্মীয়দের ব্যাংক থেকে ২৬ হাজার কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে ,যা সে আমানতকারীদের টাকা ব্যাংক থেকে ওখানে সরিয়েছিলো। অথচ হাসিনা তার বিরুদ্ধে কোনোরকম তদন্ত যাতে না করা যাই সেই জন্য অধ্যাদেশ জারি করেছিল। আপনি নিজেই বলেছিলেন অন্য জায়গায় যে, আপনার দল দেশ ধ্বংস করে দিয়েছে ! আপনার কথার রেশ ধরেই জানতে চাই ,"ধ্বংস প্রাপ্ত " দেশের নতুন ধ্বংস বর্তমানে যারা সরকারে আছেন তার আর কি ধ্বংস করবে ? তারা ভালো কিছু করবে , এই আশা টুকু আমরা নাহয় অপেক্ষার সময়টুকু করি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:




আমার থেকে যা শুনছেন, ইহা আমার কথা; আমি কারো লেখা পড়ি না, কারো কথা নিয়ে মাথা ঘামাই না।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি আন্দোলনের শুরু থেকেই বুঝতে পারছিলাম যে, ইহা আমাদের ছাত্রদের আন্দোলন নয়।

আপনার অবসারভেসন অন্য লেভেলের। আপনি বুজতে পেরেছেন যে পাকিরা ওয়াইফাই ব্যবহার করেছে।

কিন্তু গত ১ মাস ভারতীয় গোয়েন্দা সংস্থা র এতো চেস্টে করেও পাকিস্তানের কোন কানেকসন পায় নাই।

র সম্ভবত ক্যাবেল কানে্কসন খুজতেছিলো!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:



"র", সিআইে, আইএসআই, কি করছে, সেটা আপনার অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পারবেন; ওরা চেষ্টা করে সব ঢেকে রাখতে।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

নতুন বলেছেন: "র", সিআইে, আইএসআই, কি করছে, সেটা আপনার অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পারবেন; ওরা চেষ্টা করে সব ঢেকে রাখতে।


ভারতীয় র প্রথম থেকেই চেস্টা করছে এর পেছনে কে আছে সেটা বের করতে। পাকি কানেকসন পাইলে কি চুপ করে মুখে কুলুপ এটে বসে থাকতো?

আর আপনার মনে হয় পাকিরা এমন একটা বিষয়ে এতোটাই গোপন ভাবে করতে পারে যেটা কেউই টের পাবে না? :|

বঙ্গবন্ধু যেমন স্বায়িত্ব শাসন আর প্রধানমন্ত্রী হবার জন্য চেস্টা করছেন আর পাকি ভুল চাল দেয় ২৫ মার্চের হামলা করে। ফলে স্বাধীনতা আসে।

তেমনি হাসিনার ভুলেই আজকের এই অবস্থা।

যখন সবাই দেখেছে হাসিনা পড়ে যাচ্ছে তখন সবাই টেনে নামাতে টান দিয়েছে পতন তরান্নিত হয়েছে।

দুনিয়ার সকল কিছুই পরিকল্পনা মাফিক হয় না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা বড় ভুল করেছিলেন ২০২১ সালে, উনার খুবই জনপ্রিয়তা থাকা সত্বেও তিনি "নির্বাচনে খারাপ প্রার্থী দেন ও কৌশল প্রয়ো করেন"; তখন থেকেই উনি জাতির স্বার্থের বিপক্ষে কাজ করছিলেন; বিএনপি-জামাত তখন থেকেই উনার বিপক্ষে লেগেছিলো; কিন্তু ওদের প্রতি মানউষের আস্হা না থাকাতে ওরা পারেনি; আজো আস্হা নেই; কিন্তু এখন পেরেছে আইএসআই ও সিআইএ সাহায্য পেয়ে।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০১

শূন্য সারমর্ম বলেছেন:


দেশবাসী সৎ,জ্ঞানীর ডেফিনিশন বুঝে বলে মনে হয়?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৬

সোনাগাজী বলেছেন:



না, বেশীরভাগ মানুষের এসব ধারণা নেই।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




কোটা আন্দোলনের নেতারা বিসিএস এর স্বপ্নে লাথি মেরে নেতা হয়ে গিয়েছে ।
এখন তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে।
যাতে করে তারা আগামী দিনে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী মেয়র ইত্যাদি হতে পারে ।
বিসিএস এর চাকরি তাদের পোষাবে না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৮

সোনাগাজী বলেছেন:



পাকিস্তানের সাথে দেশকে আবার যোগ করেছে এরা।

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৭

ছাত্র২৪ বলেছেন: ভাই কাজ না থাকলেই যে এভাবে আবোল তাবোল বলবেন তা কি ঠিক ?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪০

সোনাগাজী বলেছেন:



নকলবাজ ছাত্র, নাকি প্রশ্নফাঁসের ছাত্র?

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কয়েকটি পোস্টে আমি বলেছিলাম যে, হাসিনা সরকারের গত ১৫ বছরে যে লুটপাট করেছে তা নিয়ে কয়েকটি রচনা লেখেন। এই যেমন রেহানা কতটাকা কমিশন খেয়েছে? জয় কত খেয়েছে? মন্ত্রী আমলারা কত মেরেছে? পাতিনেতারা কীভাবে শতশত কোটি টাকার মালিক হলো? কে কোন দেশে টাকা নিয়ে গেছে? কত নিয়ে গেছে এই সব নিয়ে কিন্তু আপনি কোন ভাবেই সে রকম রচনা লিখছেন না কিন্তু কেন? রচনা লেখার কথা বললেই আপনি পাশ কাটিয়ে চলে যান, কারণ কী ? আশা করবো আপনি হাসিনার লুটপাট নিয়ে কয়েকটি রচনা লেখেন আমরা একটু পড়ে ধন্য হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:



আমি আনুমানিক ধারণা পেয়েছি; লিখবো।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




দেশের পরিস্থিতি আরেকটু ভালো হলে কোমলমতিরা হয়তো বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে ।
তখন ডঃ ইউনুসকে একই সাথে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হতে পারে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৯

সোনাগাজী বলেছেন:



রাষ্ট্রপতি ও সেনাভিনীর প্রধানকে আমেরিকা রেখেছে, যাতে কোমলমতিরা সব পোষ্ট দখল করতে পারে না।

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বাংলাদেশে এক সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল সর্বোচ্চ ২৭ বছর আর অবসরের বয়সসীমা ছিল ৫৭ বছর। এটা হয়তো সেই সময়ের জন্য সঠিক ছিল। পরবর্তী কালে সময়ের প্রয়োজনে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ করা হয় আর অবসরের বয়স করা হয় ৫৯ বছর। আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট নয়।
যেহেতু সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩ বছর বৃদ্ধি করা হয়েছে সেহেতু অবসর গ্রহণের বয়সও ৩ বছর বৃদ্ধি করা যুক্তিসঙ্গত। কেননা আগে কেউ চাইলেই সর্বনিম্ন ( ৫৭-২৭)=৩০ বছর চাকরি করতে পারতো। আর বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ আর অবসরের বয়স ৫৯ বছর করাতে এখন সর্বমোট চাকরি করতে পারবে ( ৫৯-৩০)= ২৯ বছর। অর্থাৎ ধরেই নেয়া যায় চাকরিতে প্রবেশের বয়স ৩০ আর অবসরের বয়স ৫৯ বছর করাতে এখন সর্বমোট চাকরি করতে পারবে আগের চেয়ে ১ বছর বছর কম। এটা অনেকের জন্যই পীড়াদায়ক ব্যাপার বলে মনে হয়েছে। সম্ভবত এটি আগে কারো নজরে আসেনি।


ইদানিংকালে তরুণ সমাজের পক্ষ থেকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সীমা ৩০ বছর থেকে আরো বৃদ্ধি করারও দাবি ওঠেছে। আমি মনে করি এটা খুবই ন্যায্য ও সময় উপযোগী দাবি। সময়ের প্রয়োজনেই এখন চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা আরো বৃদ্ধি করা সমীচীন হবে। বর্তমানের বাস্তবতাও তাই।

বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক অনেক বেশী উন্নত একটি রাষ্ট্র। ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। এখন স্মার্ট বাংলাদেশের পথে এগয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয় মাতৃভূমি। পৃথিবীর অনেক দেশের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা বাংলাদেশের আছে।
আমেরিকা, কানাডাসহ পৃথিবীর বেশীর ভাগ উন্নত দেশেই চাকরিতে প্রবেশের ও অবসর গ্রহণের কোন বয়সসীমা নেই। মানুষ তার প্রয়োজনের তাগিদে যার যত বছর খূশী চাকরি করে। রাষ্ট্রকে ট্যাক্স দেয়। এই প্রথা বাংলাদেশেও থাকা উচিত। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সব দেশে চাকরিতে প্রবেশ আর অবসরের কোন বয়সসীমা যদি না থাকে তাহলে স্মার্ট বাংলাদেশেও এটা থাকা বেমানান।

জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে পুরো পৃথিবীটাই এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। ব্যাপক উন্নয়নের সুফল ভোগের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু ও কর্মক্ষমতা উভয়ই আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু বেড়ে প্রায় ৭২ বছর হয়েছে। কয়েক বছর আগেও এই গড় আয়ু ছিল ৭০ বছরের নীচে। সেই বিবেচনায় অবসর গ্রহণের বয়সসীমা এখন কমপক্ষে ৬৫ বছর করা যেতে পারে। এতে বিরাট সংখ্যক সরকারি কর্মচারী উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অবসরের পর মানুষের হাতে কোন কাজ থাকে না। সীমিত আয়ে সংসার চলে না। মানুষ বিরাট হতাশায় দিন অতিবাহিত করে।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিধায় ব্যাপক জনমত গড়ে তোলা প্রয়োজন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫১

সোনাগাজী বলেছেন:



দেশের অর্থনীতির সাইজ, জনসংখ্যা, গড় আয়ু, মাথাপিছু আয়, বেকারত্ব, রিটায়ারমেন্ট বেনেফিট, সোস্যাল বেনেফিট , সবকইছুর সমন্বয় করে এগুলো করতে হয়; সেই রকম বাংগালী অর্থনীতিবিদ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.