নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

পোষ্ট দিয়ে আমাকে গালাগালি কেন?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০



ব্লগার জটিল ভাই, ঢাবিয়ান, ভুয়া, শেরজা, নীল আকাশ, সোনালী কাবিন, জুল ভার্ণ, প্রমুখ কোন ব্লগারকে নিয়ে ব্লগে পোষ্ট দিল ইহা ভালো সংবাদ নয়; এঁরা আপনার জন্য শুভ-কামনা করে পোষ্ট কখনো দেবেন না; এঁদের পোষ্ট মানে অপ্রয়োজনীয় বিষয়ে ভুল ধারণার প্রচার।

এঁরা আপনার বর্ষপুর্তি উপলক্ষেও যদি অভিনন্দন জানিয়েও পোষ্ট দেয়, উহাও আসলে কাম্য নয়; কারণ, এদের লেখা আসলে দুর্বল। সম্প্রতি, জটিল ভাই ব্লগার শায়মার জন্মদিন নিয়ে এক জঘন্য পোষ্ট দিয়েছিলেন; পোষ্টে উনি ব্লগার শায়মাকে "নানী শ্বাশুড়ি" সম্বোধন করে বস্তিমার্কা ময়লা ও অস্বাস্হ্যকর হুইমার করছিলো; শুনলে গা শিরশির করে। কেহই মন্তব্য করেননি।

ঢাবিয়ান সাহেব উনার মধুর ক্যান্টিনের দক্ষতার ভিত্তিতে আমাকে নিয়ে গতকালও ১টা পোষ্ট দিয়েছিলেন; দেশের এই অবস্হায় উনি আমাকে দেশ-বিরোধী হিসেবে উল্লেখ করেছিলেন, ইহা ভয়ানক ব্যাপার ছিলো। এডমিন সাহেবকে ধন্যবাদ, উনি গার্বেজটাকে ফেলে দিয়েছেন।

ব্লগে যদি আমাকে বা আপনাকে নিয়ে পোষ্ট আসে, সেই পোষ্ট মন্তব্য করার সুযোগ থাকা অবশ্যই দরকার; কি বলেন?

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯

আঁধারের যুবরাজ বলেছেন: আমাকে নিয়ে পোষ্ট দেয়ার অনুমতি থাকলে, আমার কমেন্ট ক্ষমতা থাকা উচিত? - উচিত ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:







আমাকে কমেন্ট ব্যানে পেয়ে এসব অস্বাস্হ্যকর ব্লগারেরা আমার বিপক্ষে পোষ্ট দিতেই থাকে; জটিল ভাই ৪ শতের বেশী পোষ্ট দিয়েছ।


২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

বিউটিফুল ইউ বলেছেন: আমি বুঝতেছিনা আপনারে গালি দিয়ে প্রতিদিন ১ টি পোস্ট করে পোস্ট দেয়া হচ্ছে, দৈনিক গড়ে ৩০/৪০ টি মন্তব্য করা হচ্ছে। ব্লগ টিম চুপ কেন? আপনাকে যারা গালি দেয় তাদের মধ্যে ১ জন মডু আরেকজন মডুর চামচ। অথবা ঐ মডু উক্ত গালিবাজের চামচ।
আমার কথা হল মডুর চামচ হলেই কি যে কেউ অন্য যে কাউকে গালিগালাজ ব্যাক্তি আক্রমণ করে প্রকাশ্যে পোস্ট দিতে পারবে?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:




যারা আমাকে বিশ্রী ও কটু কথা বলার জন্য পোষ্ট দেন, এরা তো দেশের কিছুতে চাকুরী করেন, ব্যবসা করেন, সমাজে চলেন; এখন দেখেন, কারা আমাদের সমাজে বসবাস করছে!

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

বিউটিফুল ইউ বলেছেন: আপনি কয়েকজন আকাম্য বেকার ব্লাগারের ব্লগিং এর বিষয়বস্তু। আপনি না থাকলে ওরা ব্লগে কি লিখবে? লেখার বিষয়বস্তু কি হবে ভেবে পাইনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:




ওদের সব লেখাই গার্বেজ, হোক আমাকে নিয়ে কিংবা হযরত ওমরকে (রা: ) নিয়ে।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

রানার ব্লগ বলেছেন: অবস্থা দেখে মনে হচ্ছে দেশে রামরাজ্য চলছে । আপনি ও লেখেন আপনার ব্লগে লিখে লিখে ব্লগ ভাসিয়ে দেন । কি আছে জীবনে ?!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



আমাকে নিয়ে শতশত পোষ্ট এসেছে গত ১২ বছর; কিন্তু জটিল ভাই, ঢাবিয়ান, মেঠোপথ, জুল ভার্ণ, শেরজা, অপু, ভুয়া, সোনালী কাবিনের মতো অদক্ষ লেখকদের পোষ্টগুলো আসলেই অস্বাস্হ্যকর।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি নীতিমালা মেনে কমেন্ট করেন না বিধায় আপনার কমেন্ট করার ক্ষমতা নাই। যারা আপনাকে নিয়ে পোষ্ট দেয় তারা নীতিমালা না মানলে তাদের পোষ্ট দেওয়ার ক্ষমতা থাকবে না। এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছুই নাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



কবি সাহেব, আমি সোস্যাল মিডিয়ার নিয়ম সবার চেয়ে বেশী মেনে চলি; আমার উপর এই ব্যাপারে আস্হা রাখতে পারেন; আমাদের দেশের সব নিয়মগুলো হবু রাজ্যের মতো; সেই কারণে আমাদের দেশের এই অবস্হা।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:



আপনার মনে আছে, আপনার অসুস্হতার মাঝে আপনাকে বেতন দেয়নি আপনার ডিপার্টমেন্ট? ইহা কি সঠিক নিয়ম ছিলো?

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

বিউটিফুল ইউ বলেছেন: মহা জাগতিক @

ওরে পাগলা - আপনি থামেন। এমন কোন আপত্তিকর শব্দ নেই, যেগুলো সোনাগাজীকে উদ্দেশ্য করে করা হয়নি। সোনাগাজী নীতি ভাঙলে মডু আছে। আপনারা কোন হনু?

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

নরকীয়ো বলেছেন: ধর্মের পুঁজিবাদি সোসালিষ্টকে পুঁজি বানাইয়া বেঁচে খাওয়াই তো তার স্বভাব।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:




কার স্বভাব?

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

নরকীয়ো বলেছেন: যিনি আপনাকে নিয়ে কটুকথা বলেছেন। আপনার, কবি সাহেব।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



কবির মাথা ঘুরে গেছে; উনি আমাকে ও অনেক ব্লগারকে নিয়ে অনেক পজেটিভ সনেট লিখেছিলেন; এখন বেশ কনফিউজড!

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০২

কামাল১৮ বলেছেন: আপনাকে পুঁজি করেই কিছু ব্লগার টিকে আছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:



যাদের লেখা কেহ পড়েন না, তারা আমাকে গালাগাল করে পোষ্ট দিলে, ওদের মতো কয়েকেজন থেকে ৪০/৫০টা মন্তব্য পেয়ে যান। তবে, হতাশ হয়ে অনেক অনেক পরিচিত ব্লগার লেখাই বন্ধ করেছেন।

কিছু কিছু দেশের গোলযোগের সুযোগে ফিরেও এসেছে।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৭

অস্বাধীন মানুষ বলেছেন: আপনি হাউন আঙ্কেলের মত হয়ে গেছেন,ব্লগটাকে দিনদিন আপনার ভাতের হোটেল বানিয়ে ফেলেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:




আপনার পোষ্ট পড়লাম, মনে হয় ফাঁসকরা প্রশ্ন কিনেছিলেন?

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি ভাই আজ থেকে হাতির খাম্বা, সরি লিখতে চাইছিলাম জাতির আব্বা

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



আপনি লিখলে লোকজন উহা পড়েন না; আপনার লেখা আসলে পড়ার মতো কিছুই নয়; মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার কোন ধারণাই নেই, উহা নিয়ে লিখে আপনি অপরাধ করছেন।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০২

ঊণকৌটী বলেছেন: সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি ভাই আজ থেকে হাতির খাম্বা, সরি লিখতে চাইছিলাম জাতির আব্বাসরি ভাই আপনাকে বলছি, কিছু মনে করিয়েনা ,আপনার মতো দুই চার জন লেখকদের লেখা পড়লে বাংলাদেশের সম্পর্কে ধারণা কিছুটা পাল্টে যায়, কারণ হিসাবে বলি ছোট থেকেই শুনে এসেছি বাংলাদেশের শিক্ষিত সমাজ খুবই সমৃদ্ধ,ভাষার ব্যবহার খুবই উন্নত মানের

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:


উনি গল্প, কবিতা, উপন্যাস, রাজনৈতিক পোষ্ট লেখেন; পাঠক পান না। এখন ফিল্ড মার্শাল হয়ে গেছেন, বলছেন যে, ডিসেম্বরের ভারত-বাংলাদেশ যুদ্ধ হবে; দেশের শিক্ষিতদের ৭০/৮০ ভাগ নকলবাজ ও প্রশ্নফাঁস করা এ+

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৫

কাছের-মানুষ বলেছেন: আমাকে নিয়ে পোষ্ট দেয়ার অনুমতি থাকলে, আমার কমেন্ট ক্ষমতা থাকা উচিত

আমিও সেটাই মনে করি, তাহলে ব্যাপারটা ফেয়ার হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:




বাড়তি সমস্যা হলো, আমাকে হয়রাণী করার জন্য লিখে লিখে এরা এক সময় হতাশ হয়ে ব্লগ ছাড়ে; জটিল, জুল ভার্ণ, নীল আকাশ, প্রমুখ ব্লগ ছেড়েছিলো।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৭

ঊণকৌটী বলেছেন: ব্লগটা আর সুস্থ স্বাভাবিক মানুষের প্ল্যাটফর্ম মনে হচ্ছেনা , মনে হচ্ছে একটা মনের আবর্জনার রাখার জায়গা ,আমি covid এর অবসর সময়ে এই ব্লগ টা আবিস্কার করি, সেই থেকেই আমি লেখক দের কে ফলো করতে করতে, একটা সময়ে আমার ভালো লাগার একটা প্রিয় স্থানে আবিষ্কার করি, তখন কিছু কিছু পোস্ট করেছিলাম কিন্তু তা কোন দিনই প্রথম পাতায় আসেনি,তা নিয়েও আমার কোন দুঃখ নেই, কিন্তু গত একমাস ধরে ব্লগে যে সব লেখা দেখছি, তাতে মনে হচ্ছে সবাই বিপ্লবী, আমার ধারণা ( দল বদল করেছে ) তথ্য অনুসারে যে যত আজকের দিনে অন্য দের কে গালি দেবে তারা যে পবিত্র তার গ্যারান্টি কে দিবে মানে ( সুযোগ সন্ধানী এর দল)

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:




৫৩ বছরের ভয়ংকর জীবনের প্রোডাক্ট হচ্ছেন বাংগালদেশী নাগরিকেরা; এখন এদেশের লোকজন নিজ পরিবারের সবাইকে বিশ্বাস করেন না।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৭

এক্সম্যান বলেছেন: আপনি মিথ্যা, গুজব, ব্যাক্তি আক্রমন করেন বেশি।

একবার বলেন জেডফোর্সে যুদ্ধ করেছেন তো একবার বলেন নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করিনা।

নিজেকে বাংলাদেশী দাবী করেন অথচ বাংলাদেশের কোন ভাল কিছু আপনার চোখে পড়ে না।

আর আপনি মন্তব্য করেই বা কি করবেন? আপনার মন্তব্যর দৌড় সবার জানা। লজিক্যাল উত্তরতো দিতে পারেন না। প্রশ্ন ফাস জেনারেশন, ব্লগ স্টাটিস্টিক্স, লীগের দালালি ইত্যাদির বাহিরে কোনো মন্তব্য/উত্তর আপনি পারেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:




আমি ব্যক্তি আক্রমণ করি? আপনি কোন ব্যক্তি নন; ফলে, আপনার কোন ভয় নেই; লিখতে জানেন না, বড় বড় কথা বলেন!

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৫

ঊণকৌটী বলেছেন: সবচেয়ে ভয়ংকর অবস্থা ,আমাদের ত্রিপুরাতে প্রতি দিন বাংলাদেশের অনুপ্রবেশ এর জন্য আমরা অতিষ্ঠ, সবচেয়ে ভয়ংকর ঘটনা মেয়ে পাচার হচ্ছে হাজারো, কিন্তু বাংলাদেশের সরকার বা BDR এতে কোন স্টেপ নিচ্ছে না, তাহলে কি এইটা পরিকল্পিত ? গুলি খাবে জেনেও যখন কোন জনসাধারণ অন্য দেশে আসার জন্য মরিয়া হয় তখন ধরে নিতে হবে, যে ওই দেশের পরিস্থিতি সুস্থ এবং স্বাভাবিক নয়,BDR ডিম পাড়ে বর্ডারে তার জন্যেই মারা যাচ্ছে আপনার ভাইয়েরা , ভবিষ্যতেও মারা যাবে আরও অনেক অনেক, সমস্যা টা সমাধান করেন ভাইয়েরা ,রাত্রির অন্ধকারে আসলে গুলি খেতে হবে ভাই, এইটাই বাস্তব, আটকানোর চেষ্টা করেন, দেশ প্রেমিক হোন ভাইগণ

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৩

সোনাগাজী বলেছেন:




আমি প্রবাসে আটকে গেছি; না'হয় চট্টগ্রামের উত্তর সীমান্ত হয়ে প্রবেশকারীদের দিনের বেলায় ভিসা কিংবা আশ্রয় নি্তে উপদেশ দিতে পারতাম।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৬

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:

আমি ব্যক্তি আক্রমণ করি? আপনি কোন ব্যক্তি নন; ফলে, আপনার কোন ভয় নেই; লিখতে জানেন না, বড় বড় কথা বলেন!


=p~ =p~ =p~

প্রমান হাতে-নাতে দিয়ে দিলেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনি লিখে দেখেন, কেহ পড়বেন না; চুরি করে অন্য লেখা নিয়ে আসিয়েন না।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪২

ঊণকৌটী বলেছেন: দেখুন আমি এক সাধারণ ব্যবসায়ী, সে ক্ষেত্রে আমার প্রচুর বাংলাদেশের মানুষের সাথে পরিচয় আছে, সবাইর সাথেই সুসম্পর্ক আছে, উনারা ভিসা নিয়েই আসেন এবং সম্মানের সাথেই থাকেন, এই দেশ এর সম্পর্কে যে আগ্রহ ছিলো, সেইটা আজকে আর নাই, কারণ আপনারা সেকুলার না, সন্ত্রাসী জনগনে রূপান্তরিত হয়ে গেছেন ,তাই ভয় পাই আপনাদেরকে, তাইতো সমগ্র ভারত ভয়ে আছে আপনাদের j6

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনার অজ্ঞতার সুযোগ নিয়ে কোমলমতিরা আমাদেরকে ইয়েমেন বানায়েছে; সামনে ভয়ংকর সময় আসছে।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


যুদ্ধ চলছেই?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৩

সোনাগাজী বলেছেন:




কিছু লিলিপুটিয়ান কিছুই লিখতে পারে ন; অকারণে আমাকে আক্রমণ করে, নিজেরাই বিপদে পড়ে।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




যুক্তিতে পরাজিত হয়ে যখন মানুষকে ধরে বলে তখন বকাঝকা করাতে হয় তারা একমাত্র অস্ত্র।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৯

সোনাগাজী বলেছেন:



সামুতে অনেক ব্লগার আছেন, যাদের কোন বিষয়ের উপর সঠিক ধারণা নেই; এবার কি ঘটেছে, ইহা বুঝতে আনেকের ২/৪/১০ বছর লেগে যাবে।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যুক্তিতে যারা পরাজিত হয় যখন মানুষকে অশালীন বকাঝকা করা ছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র থাকে না ।
এটা করেই তারা আনন্দ লাভ করে।


লজিকে পরাজিতদের বকাঝকা ও অশালীন আচরণই একমাত্র অস্ত্র।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৩৫

সোনাগাজী বলেছেন:



এখন ৪০ জনের মতো রেগুলার ব্লগার আছেন; বেশীরভাগই "কোমলমতিদের" কলকারখানা বুঝে না; এরা আমাকে অপদস্ত করার চেষ্টা করে যাচ্ছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.