নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের প্রেসিডেন্ট হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট!

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫



আজ রাতে, ট্রাম্প ও কমলার মাঝে ডিবেইট!

দেশের সর্বোচ্চ পদের চাকুরীটার জন্য ৩য় বিশ্বে ডিবেইট হয় না; ফলে, বাংলাদেশের মানুষ কঠিন রাজনৈতিক ডিবেইট দেখার সুযোগ কখনো পাননি। আজকের জরীপে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা শতকরা ৪৮ ভাগ, কমলার সম্ভাবনা ৪৭ ভাগ; ভোটের আরো ৫৫ দিন বাকী। কালকে ভোরে অনেকগুলো জরীপ বের হবে; ডিবেইটের পর, জরীপের ফলাফল বদলে যাবে। ১ ডিবেইটের ফলে, বাইডেন প্রার্থীতা হারেয়েছেন।

আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি, কমলা জয়ী হোক; আমার আড্ডার বেশীরভাগ চায়, ট্রাম্প জয়ী হোক! আমার ধারণা, ড: উইনুসকে আমেরিকা আমাদের অস্হায়ী সরকার প্রধান করেছে।

আমি যাদের সাথে আড্ডা দিই, সেখানে ৪ জন বিএনপি'র মানুষ, ৪ জনই বিবিধ সময়ের দল ও সরকারের অংশ ছিলো; আমরা বাকী ২ জন আওয়ামী লীগ সাপোর্টার, কেহ দলের বা সরকারের কিছুতে ছিলাম না। যদি কমলা নির্বাচিত হয়, ড: ইউনুসকে সাহায্য করবে; কিন্তু ট্রাম্প জয়ী হলে, সে ড: ইউনুস কিংবা বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে না; তখন চাইলে "কোমলমতিরা" ড: ইউনুসকে ১ লাথি মেরে সরিয়ে দেবে। ইহা আমাদের জাতির জন্য কেয়ামতের সমান হবে।



মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাই হোক, হাসিনা তো আর আসবে না! তাতেই চলবে...

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার থেকে বড় সমস্যা হচ্ছে পাকিস্তানের আইএসআই ও জামাত-শিবির; ওরা দেশেক ধ্বংস করে দেবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সাহস থাকলে চলে আসতে পারবে; বিচারে জেল হবে, তেমন কিছু না।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

নতুন বলেছেন: শেখ হাসিনার থেকে বড় সমস্যা হচ্ছে পাকিস্তানের আইএসআই ও জামাত-শিবির; ওরা দেশেক ধ্বংস করে দেবে।


যদি কোমলমতীদের পেছনে পাকিরা না থাকে তবে আপনি এদের মেনে নিবেন?

তখন এদের কি পরামর্শ দেবেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



যদি কোমলমতীদের পেছনে পাকিরা না থাকে, এরপরও এদেরকে সাপোর্ট করার কিছুই নেই, এরা লিলিপুটিয়ান ও সভ্যতার শত্রু।
এরা কারো পরামর্শের জন্য অপেক্ষা করে না। এদের "কৌশলের" ফলে, যাদের প্রাণ গেছে, তাদের একাংশ হচ্ছে মাদ্রাসার ছাত্র।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


ধরুন, কমলা জিতলো ইউনুসকে দেখে রাখলো,দেশ কোথায় গিয়ে ঠেকবে?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



যেই কয়দিন ইউনুস থাকে, দেশ আফগানিস্তান হবে না; ইউনুসের পর নতুন সমস্যা হবে।

দেশের মুল সমস্যা হচ্ছে অর্থনৈতিক, সেটা সমাধান করার মতো ইতিহাস/ব্যাকগ্রাউন্ড ড: ইউনুসের নেই, সাথে সাথে উনার সময়ও নেই, উনি ৮৪ বছরের মানুষ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

শাহিন-৯৯ বলেছেন: নতুন বলেছেন: শেখ হাসিনার থেকে বড় সমস্যা হচ্ছে পাকিস্তানের আইএসআই ও জামাত-শিবির; ওরা দেশেক ধ্বংস করে দেবে।

যদি কোমলমতীদের পেছনে পাকিরা না থাকে তবে আপনি এদের মেনে নিবেন?

তখন এদের কি পরামর্শ দেবেন?


হাম্বালীগ কি কখনো মানুষ হওয়া সম্ভব? তাদের কাজ গুঁতানো, তারা তাদের কাজ করে যাচ্ছে, করতে দিন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:




ড: এমাজুদ্দিন বেগম জিয়া উপদে্ষ্টা ও বিএনপি'র থিংক ট্যাংক ছিলেন; ম্যাডাম যে কেকে খাওয়ার কারণে জেলে যেতে পারেন, সেটা ড: এমাজুদ্দিন টের পাননি; আপনি লুংগি বিক্রয় করে দেশকে কতদুর নিতে পারবেন?

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

শাহিন-৯৯ বলেছেন: যেই কয়দিন ইউনুস থাকে, দেশ আফগানিস্তান হবে না; ইউনুসের পর নতুন সমস্যা হবে।

দেশের মুল সমস্যা হচ্ছে অর্থনৈতিক, সেটা সমাধান ইউনুস করার মতো ইতিহাস/ব্যাকগ্রাউন্ড উনার নেই, সাথে সাথে উনার সময়ও নেই, উনি ৮৪ বছরের মানুষ।


ইউনুচের পরে আপনাকে প্রধান করা হবে, আপনি হকারি ছেড়ে প্রস্তুতি নিন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:




আমার চান্স এসেছিলো দেশের অর্থনীতি নিয়ে কাজ করার, নিজের পরিবার দেখতে গিয়ে সেটা সম্ভব হয়নি; এখন সেই সুযোগ আর আসবে না।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

শাহিন-৯৯ বলেছেন: আমার চান্স এসেছিলো দেশের অর্থনীতি নিয়ে কাজ করার, নিজের পরিবার দেখতে গিয়ে সেটা সম্ভব হয়নি; এখন সেই সুযোগ আর আসবে না।

সুযোগ কাজে লাগাননি. অন্যরা চেষ্টা করছে তাদের আপনার এত হকারি কেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:





অন্যেরা কি চেষ্টা করছে, সেটা বুঝতে আপনার জীবন কেটে যাবে; কোমলমতিরা '৭১'এর পরাজিতরা।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

শাহিন-৯৯ বলেছেন: ড: এমাজুদ্দিন বেগম জিয়া উপদে্ষ্টা ও বিএনপি'র থিংক ট্যাংক ছিলেন; ম্যাডাম যে কেকে খাওয়ার কারণে জেলে যেতে পারেন, সেটা ড: এমাজুদ্দিন টের পাননি; আপনি লুংগি বিক্রয় করে দেশকে কতদুর নিতে পারবেন?

ড. এমাজউদ্দিনের ভুল পরামর্শে খালেদা জিয়া জেলে গেছে এখন মুক্ত আর আপনার পরামর্শ শুনে হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছে!!! তাহলে কে বেশি বুদ্ধিমান?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা কি আমার পরামর্শ চেয়েছিলেন? ভুতের মতো বকেন, আবার রাজনৈতিক পোষ্টে মন্তব্য করেন।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

কামাল১৮ বলেছেন: আমাদের দেশের প্রধান হতে যোগ্যতার প্রয়োজন হয় না।প্রয়োজন হয় দলের যোগ্যতার প্রমানদিতে।দল যাকে চাইবে সেই রাষ্ট্রের প্রধান হবে।
কমলা নির্বাচিত হলে আমরা যুদ্ধে জড়িয়ে যাবো।যেই যুদ্ধটা শেখ হাসিনা বহু বছর ঠেকিয়ে রেখেছিলো।আমেরিকার সাথে দহরমমহরম চীন ভারত সহ্য করবে না।এমনিতেই উত্তপ্ত হবে আছে এই অঞ্চল।
গত এক মাস ইউনুসের শাসনের লক্ষন খুব ভালো কিছু না।রাজাকারদের পক্ষেই তার তার অনেক বক্তব্য।লুট তরাজ ও অগ্নিসংযোগর বিরুদ্ধে সে কোন ব্যবস্থাই নেয় নাই।এমনকি কথাও বলছে না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:




উনি এখনো রাগ উড়াচ্ছেন, দেশ চালনার কথা উঠলে, উনি টের পাবেন যে, উনি নেকড়ে দলে মাঝেখানে বসে আছেন।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

কিরকুট বলেছেন: দেশে বা রাষ্ট্রে যখন অরাজকা বেড়ে যায় তখন সৃষ্টিকর্তা সেই রাস্ট্রে কু শাসন জারি করেন ও অসভ্যদের আনাগোনা বাড়িয়ে দেন। বাংলাদেশে অরাজকাতা অসিম মাত্রায় বেড়ে গেছিলো তার ফলাফল ইউনুস গং ও জামাত শিবির৷ ইটস ফ্যাক্ট ম্যান।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



জামাত-শিবির, ইসলামিক ব্রাদারহুডের সৃষ্টি হয়েছে সভ্যতা ও মানব জাতিকে ধ্বংস করার জন্য।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

শাহিন-৯৯ বলেছেন: শেখ হাসিনা কি আমার পরামর্শ চেয়েছিলেন? ভুতের মতো বকেন, আবার রাজনৈতিক পোষ্টে মন্তব্য করেন।
চ্যাতে গেলেন মানিক মিয়া? বুঝতে পারছেন অহেতুক মন্তব্য করলে কি রকম লাগে।

আপনি পরামর্শ দেননি যেমন ঠিক তবে তাকে যারা পরামর্শ দিতো তারা আপনার ক্লাসের মেধাবী। ক্লিয়ার?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



আমি বানরের খাঁচা থেকে বেরিয়ে এসে মানুষের সাথে বসবাস করছি; সেটা ব্লগে লিখছি।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

শাহিন-৯৯ বলেছেন:

অন্যেরা কি চেষ্টা করছে, সেটা বুঝতে আপনার জীবন কেটে যাবে; কোমলমতিরা '৭১'এর পরাজিতরা।

এই উপদেষ্টা পরিষদে যারা আছেন (ছাত্ররা বাদে, এদেরকে কেউ ভাল মত চিনতো বলে মনে হয় না) একমাত্র আসিফ নজরুল ছাড়া কেউ লীগের কখনো কট্টর সমালোচক ছিলেন না তাদেরকে কিভাবে ৭১ পরাজিত হিসাবে মূল্যায়ণ করছেন?

আপনি বলেছিলেন ২/৩ সপ্তাহের লীগ গর্ত থেকে বের হবে. হয়েছে?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০২

সোনাগাজী বলেছেন:



ওখানে যারা আছে, এরা বাংগালীদের জন্য ভালো কিছু করার মতো দক্ষ নয়; ড: ইউনুস হচ্ছে কানা মামা।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১১

শাহিন-৯৯ বলেছেন: ওখানে যারা আছে, এরা বাংগালীদের জন্য ভালো কিছু করার মতো দক্ষ নয়; ড: ইউনুস হচ্ছে কানা মামা।


আপনার প্রার্থী ড. রাজ্জাক সাহেব লীগের মন্ত্রী ছিল, প্রেসিডেন্ট সদস্য, দলের গুরুত্বপূর্ণ ভূমিকা কি ছিল তার? তার মত অতি মেধাবী থাকার পরেও হাসিনা থেকে কিভাবে স্বৈরাচার খুনি হাসিনা হয়ে উঠলো?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:



আমি জানতাম যে, আওয়ামী লীগে ১ জনই কিছুটা দক্ষ, কিন্তু উনি ভারতে ভ্রমনের সময় কিছু একটা বলেছিলেন, যা শেখ হাসিনা পছন্দ করেনি; ফলে, বুঝা যাচ্ছে যে, শেখ হাসিনা উনাকে মুল্যায়ন করতেন না।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেনো যে এতো চিন্তা করেন জনাব!
ড. সাহেব ওনার যতটুকু করার করে যাবেন বিশ্বাস রাখেন। একদিন দেশের স্থিতিশীলতা আসবে। শাষণ ব্যাবস্থার উন্নতি হবে এই আশা রাখতে পারি। মানুষ বদলায়, বদলাবে আমাদের সমাজ। অগ্রজদের পার্শ্বে এসে দাঁড়ান দেখেন ওরা কি করে!

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪১

সোনাগাজী বলেছেন:




অগ্রজ তো আওয়ামী লীগ! আপনি কি কোমলমতিদের কথা বলছেন?

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৭

অস্বাধীন মানুষ বলেছেন: আপনি দেশে আসলে যদি আপনাকে দেশের প্রধান উপদেষ্টার চুল দাড়ি কাটিং এর দায়িত্ব দেয়া হয় তাহলে আপনি কি করবেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



উনি আমার শিক্ষকের কাছাকাছি, আমি উনার চুল-দাঁড়ি কেটে দিবো; আপনি উনার নীচের দিকেগুলো কেটে দিবেন, প্লীজ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



পড়ালেখা না'করায় আপনার মাথায় বানরের মতো ভাবনাচিন্তা আসে।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি খবর ওস্তাদ ভালো আছেন ? তা আপনিও বিদেশের মাটিতে কোনো একটা দলে নির্বাচনে দাঁড়িয়ে যান। দেখা গেল পাশ করতে
পারলে আমাদের দেশের মুখ উজ্জ্বল হবে । কি বলেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



কেমন আছেন!

দেশের কোমলমতিদের আসল পরিচয়টা কি?

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৬

এম ডি মুসা বলেছেন: বাংলাদেশে থেকে বাংলাদেশে প্রেক্ষাপটে বলা কঠিন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



আপনাদের এলাকার আওয়ামী লীগের নেতারা সবাই পালিয়েছে?

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৭

এম ডি মুসা বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের দলীয় প্রভাব এর প্রেক্ষাপট।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৪

সোনাগাজী বলেছেন:



আপনাদের এলাকার কোন কোমলমতিকে চেনেন?

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২১

ঊণকৌটী বলেছেন: পোস্ট করিনা, আপনার মাধ্যমে কিছু কিছু লেখি, আজকের ভারত বাংলাদেশের সম্পর্ক! আজকের দিনে ভারত পৃথিবীর চার নম্বর অর্থনীতি থেকে তিন নম্বরে 2027 শে যাবার টার্গেট, মিডল ইস্ট থেকে পুরো আফ্রিকাই ব্যবসায়ী নেটওয়ার্ক সাথে ইউরোপে এবং আসিয়ান দেশ গুলি সমূহ, ভারতের কোম্পানি যেমন আমবানি,আদানি ,টাটা গোষ্ঠী সাথে আরো অনেক নাম না জানা গোষ্ঠী এই কর্ম কাণ্ডে জড়িত, তো সার কথা টা ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে সবাই বাধ্য, ভালো লাগুক আর না লাগুক, এইটা মেনে না শত্রুতা করলে শুধুমাত্র অর্থনীতির চাপেই দেশ ধ্বংসের রাস্তায় চলে আসবে, উদাহরণ পাকিস্তান, ব্যবসায়ী হিসাবে একটা জিনিষ বুঝতে পারি, আজকের দিনে ভারত একটা গুলি না ছুড়েও যে কোন দেশের অর্থনীতি পঙ্গু করে দিতে পারে, সে সুদূর আফ্রিকা হোক বা পাকিস্তান, শেষ কথা পররাষ্ট্র নীতিতে বন্ধু বা শত্রু বলে কিছুই হয় না, সম্পর্ক হয় জাস্ট gives & takes,আজকের দিনে আমাদের স্বার্থ সুরক্ষিত থাকলে কোন সমস্যা নেই, আশা করি এই সরকার আমাদের চাহিদা গুলি জানে এবং তা পূরণ করবে




১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৫

সোনাগাজী বলেছেন:



ইহা কি সরকার নাকি মাড়কসার জাল বুঝতে সময় লাগবে; একমাত্র ড: ইউনুস ব্যতিত বাকীগুলো মনে হচ্ছে ক্রিমিনাল। ড: ইউনুস দেশ কি অবস্হায় আছে, উনি কি করতে চান, কোন কিছুর আভাস দেননি।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪১

দূর মিয়া বলেছেন: সুনা ভাই আরব বসন্ত কথা শুনেছেন? বাংলা দেশে আরব বসন্ত হবার সম্ভাবনা আছে

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৭

সোনাগাজী বলেছেন:




আপাতত আফগানী বসন্ত চলছে, পাথর ও বালু খেতে হবে।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৩

ঊণকৌটী বলেছেন: : সুনা ভাই আরব বসন্ত কথা শুনেছেন? বাংলা দেশে আরব বসন্ত হবার সম্ভাবনা আছে এই ভাষার প্রয়োগ কি আপনার উচিত হয়েছে ? মনে রাখবেন দেশ বিদেশের মানুষ আপনার বক্তব্য শুনছে, তো দেশের সম্মান রেখেই ভাষার প্রয়োগ করবেন

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৯

সোনাগাজী বলেছেন:



সেনাবাহিনী, আইএসআই ও আমেরিকা এমন ছদ্মবেশে আছে যে, কেহ কিছু জানে না, যা মুখে আসছে তা বলছে।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫০

রবিন_২০২০ বলেছেন: @ ঊণকৌটী,
পাগলের সুখ মনে মনে। যতই ভারত ভারত বলতে থাকেন , আন্তর্জাতিক স্তরে ভারত কে কেউ পুছেও না, তার যতো দাদাগিরি শুধু ছোট দুর্বল পড়শিদের সাথে। ক্যালিফোর্নিয়ার ইকোনমি ও ভারত এর চাইতে বড়ো। অথচ ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা ৩৯ মিলিয়ন আর ভারতের বানরের সংখ্যা ১.৫ বিলিয়ন। এগুলো কেন তুলনায় না এনে ছোট দুর্বল দেশ গুলোর সাথে তুলনা করেন।
আচ্ছা ক্যালিফর্নিয়া বাদ , প্রতিবেশী চীনের সাথে একটু তুলনা করেন তো দাদা আমরা মিলিয়ে দেখি।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৭

কামাল১৮ বলেছেন: আমাদের এলাকা(যশোরের প্রতন্ত অঞ্চল) খবর নিয়ে জানতে পারলাম আমাদের এলাকার আওয়ামী লীগের সবাই বহাল তবিয়তে আছে।সেখানে বিএনপি খুবই দুর্বল।

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৩৪

কাছের-মানুষ বলেছেন: বাংলাদেশের অসুস্থ রাজনীতি চলে। আমি চাই দলমত নির্বিশেষে এই ধরনের সমস্ত হামলা বন্ধ হোক। এগুলো অবশ্যই পরিবর্তন করা দরকার। গত বছর এক ৮-১০ বছরের একটি মেয়ে ১৬ই ডিসেম্বর উপলক্ষে "যেমন খুশী তেমন সাজ" অনুষ্টানে খালেদা জিয়ার সাজে সেজেছিল। এরপর আওয়ামী লীগের কর্মীরা সেই মেয়েটির জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তার বাবার চাকরি খেয়েছে, এবং তাদের পরিবারকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। এমনকি ঢাকা আসলেও, ঢাকায় কেউ তাদের সাথে মিশতে চাইত না। আমি আজ সেই মেয়েটির ভিডিও দেখলাম, যেখানে সে নিজের মুখে তার অভিজ্ঞতা শেয়ার করেছে।

আমাদের রাজনীতির ক্ষমতা বদল হলে এইগুলো ঘটতেই থাকে। কয়েকদিন আগে যেই ছাত্রলীগের নেতাকে মারা হয়েছে, আমি চাই সেই ঘটনার আসামিদের দ্রুত পাকড়াও করা হোক। আওমীলীগ এখন চাপে আছে তাদের নিরাপত্তা দেয়া হোক। কেউ যদি প্রভাব খাটিয়ে অন্যায় করে থাকে লীগ আমলে আইন অনুসারে ব্যাবস্থা নেয়া হোক। বিএনপি যারা চরাও হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া দরকার।

সমস্যা হল বাংলাদেশের পুলিশের মনবল এবার একেবারেই ভেঙ্গে গেছে, তারা জনগনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন সেই ভিডিও গুলো সামনে আসছে সেটা তাদের সাথে মানুষে দুরুত্ব আরো বাড়িয়ে তুলছে, পুলিশ একা এখন আসামী ধরতে যেতে ভয় পায়, আগে যেখানে একজন পুলিশ গিয়ে কোন ছোট খাট আসামী ধরত এখন ৭-৮ জন যেতেও ভয় পাচ্ছে। এই সুযোগে মানুষজন আইন হাতে তুলে নিতে সাহস পাচ্ছে।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:







কোমলমতিরা তো রাজনৈতিক দল গঠনের পথে কয়েক ধাপ এগিয়ে গেছে।
এখন ধারণা করা যেতেই পারে যে এরা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সংসদে দুইশোর উপরে সিট পাবে যাতে করে তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করতে পারে ।

বিএনপি ও জামাত হবে বিরোধী দল ।
আওয়ামীলীগ হয়তো দুই একটা আসন পেতেও পারে।

এটাই এখনকার বাস্তবতা।
কোমলমতিদের এখন আর ছোট করে দেখার অবকাশ নেই।
তারাই এখন বিরাট রাজনৈতিক শক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.