নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প ও কমলার ডিবেইট চলছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২০



এখন (বাংলাদেশে সময় সকাল ৮টা ১৬ মিনিট ) ট্রাম্প ও কমলার মাঝে ডিবেইট চলছে। আপনারা কে কি দেখছেন?

আমার মতে, ডিবেইটে কমলা ভালো করছে।

আজকের জরীপে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা শতকরা ৪৮ ভাগ, কমলার সম্ভাবনা ৪৭ ভাগ; ভোটের আরো ৫৪ দিন বাকী। কালকে ভোরে অনেকগুলো জরীপ বের হবে; ডিবেইটের পর কমলা হ্যারিসের সাপোর্ট বাড়বে।

আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি, কমলা জয়ী হোক; আমার আড্ডার বেশীরভাগ চায়, ট্রাম্প জয়ী হোক! আমার ধারণা, ড: উইনুসকে আমেরিকা আমাদের অস্হায়ী সরকার প্রধান করেছে।

যদি কমলা নির্বাচিত হয়, ড: ইউনুসকে সাহায্য করবে; কিন্তু ট্রাম্প জয়ী হলে, সে ড: ইউনুস কিংবা বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে না; তখন চাইলে "কোমলমতিরা" ড: ইউনুসকে ১ লাথি মেরে সরিয়ে দেবে। ইহা আমাদের জাতির জন্য ভয়ংকর এনার্খির সৃটি করবে।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৮

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আমি অল্প একটু দেখছি। আমেরিকা কি ব্ল্যাক নারী প্রেসিডেন্টের জন্য রেডি? আপনার কি মনে হয়??

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৩

সোনাগাজী বলেছেন:



ব্লু-কলার আমেরিকানরা সাদা মহিলাকেও ভোট দেয়নি ও সহসা দিবে না।

তবে, ট্রাম্প যেভাবে কথা বলছে, কমলার সাপোর্ট বাড়বে; ভোটে জয়ী হবে কিনা বলা মুশকিল, সামনে আরো ৫৪ দিন; কাল সকাল থেকে ক্রমেই বুঝা যাবে।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

রবিন_২০২০ বলেছেন: ট্রাম্প এর মিথ্যার ফুলঝুরি তো সে ভালোই মোকাবেলা করেছে। এটা সহজ নয়। কামালা হ্যারিস কে ২০ বছরের ও অধিক সময় ধরে জানি। সে আমাদের ডিস্ট্রিক্ট এটর্নি ছিল। আগে কখনো তাকে এতটা প্রেসিডেন্সিয়াল মনে হয়নি। আশা করি তার রেটিং কিছুটা বাড়বে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪

সোনাগাজী বলেছেন:



আগামীকাল থেকে অনেক ইনডেপেনডেন্ট কমলার পক্ষে কথা বলবে।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৭

প্রহররাজা বলেছেন: ট্রাম্প আসলে নোবেল ইউনুস অভিভাবক হীন হয়ে যাবে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪১

সোনাগাজী বলেছেন:



শুধু ড: ইউনুস নয়, পুরো আফ্রিকা ও মুসলিম দেশগুলো ধ্বংস হয়ে গেলে, সে বলবে যে, এ্যাশোল জাতিগুলোট টিকে থাকার কি দরকার!

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১১

এম ডি মুসা বলেছেন: এটাই‌ কি প্রথম যুক্তরাষ্ট্রের নারী প্রেসিডেন্ট হিসেবে লড়ছেন?

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪২

সোনাগাজী বলেছেন:



ভোলা কি অন্য গ্রহে? আপনি হিলারীর নির্বাচনের কথা শোনেননি?

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


কমলা তো বললো, ট্রাম্প আপনি মিথ্যা বলছেন কেন, মিথ্যা বলবেন না।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩

সোনাগাজী বলেছেন:



কমলা ১টি মিথ্যা বলেছিলো, ট্টাম্প বলেছে ৩২টা

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪

রানার ব্লগ বলেছেন: আমি চাই ট্র্যাম্প জয়ী হোক । বাংলাদেশী ভুয়া ইমিগ্রান্টদের ঘেটি ধরে দেশে পাঠিয়ে দিক । এমিরিকায় গেছে পরিবারের উন্নতির স্বার্থে ওইখানে যেয়েও ঘোড়ার ডিমের রাজনীতি করে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:


এই মহুর্তে বাংলাদেশে ১ জনই রাজনীটিবিদ আছেন, আওয়ামী লীগের ড: রাজ্জাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.