নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জুন বলেছেন, কাগু কেন আমেরিকার নির্বাচন নিয়ে লেখেন না?

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০



আমেরিকার রাজনীতি কঠিন ব্যাপার; সাথে সাথে, সামুর ব্লগারদের মাঝে প্রশ্নফাঁস জেনারেশনের প্রচুর লোকজন থাকায় রাজনৈতিক পোষ্ট লিখা খুব একটা উৎসাহের ব্যাপার নয়।

বাবার চাকুরীর সুবাদে, ব্লগার জুনের আনন্দময় কৈশোর কেটেছে আমাদের এলাকায়; উনি যখন চেয়েছেন, পাহাড়ে উঠেছেন, সেখানে আমলকি ও পেয়ারা খেয়েছেন, পান-বাগানে গেছেন, সমুদ্রে গেছেন; প্রকৃতির কোলে মানুষ হয়েছেন। উনি আমাকে কাকু ডাকার কথা; কিন্ত জটিল ভাই, ঢাবিয়ান, জুল ভার্ণ, ভুয়ার পোষ্ট পড়ে উনার মেজাজ খারাপ হলে উনি আমাকে কাগু ডাকেন।

জটিল ভাই, জুল ভার্ণ, ঢাবিয়ান, ভুয়া, শেরজা, সোনালী কাবিন, করুণাধারারা কোমলমতিদের বিজয়ে হরিপুরের লোকদের মতো চোখমুখ বন্ধ করে ঢোল বাজাচ্ছে; কিন্তু আমার ধারণা, কোমলমতিরা পাকিস্তানের আইএসআই'এর পরিচালনায় আন্দোলনে হাজার লাশের রাজনীতি করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে।

শেখ হাসিনাকে সরানোর দরকার ছিলো; কিন্তু কোমলমতিরা শেখ হাসিনাকে সরানোর ফলে, দেশ ১০০ ভাগ অনিশ্চয়তার মাঝে প্রবেশ করেছে ও আমরা এখন পাকিস্তান ও আমেরিকার কন্ট্রোলে আছি।

পাকিস্তান এই আন্দোলনের ডিজাইন ও কৌশলে ভয়ংকর হত্যাকান্ড ঘটায়ে ইহাকে বাস্তবায়ন করায়েছে; আন্দোলনের পর, এনার্খী বন্ধ করে, দেশকে রক্ষার জন্য আমেরিকা ড: ইউনুসকে "লিষ্টে" ঢুকিয়ে দিয়েছে।

পাকিস্তান পাকিস্তানের মতো আছে, আমেরিকায় এক ভয়ংকর নির্বাচন হচ্ছে ও আমরা এনার্খীর মাঝে এক অদক্ষ অস্হায়ী সরকারের হাতে আছি। এই সরকারের একজন, ড: ইউনুসই আমাদের একমাত্র কানা মামা; উনার ভবিষ্যত নির্ভর করছে আমেরিকার আগামী প্রেসিডেন্ট্বের উপর; ট্রাম্প নির্বাচিত হলে, উনার ভবিষ্যত বাংলাদেশের মতো অনিশ্চিত হয়ে যাবে।

গতকাল আমেরিকার নির্বাচনের একটা গুরুত্বপুর্ণ ফেইজ ছিলো: প্রেসিডেন্সিয়াল ডিবেইট; আমার ধারণা, ড: ইউনুস সকালবেলা উঠে টিভির সামনে বসেছিলেন দেড় ঘন্টা; কিন্তু সামুর ৯৫ ভাগ ব্লগার উহা দেখেছেন বলে মনে হয় না।

আমেরিকার রাজনীতি নিয়ে লিখলে পাঠক পাওয়া মুশকিল, সেজন্য লিখতে খুব একটা ইচ্ছে হয় না; আশাকরি, জুন ডিবেইট দেখেছেন।


মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

রানার ব্লগ বলেছেন: আমি চাই ট্র্যাম্প জয়ী হোক । বাংলাদেশী ভুয়া ইমিগ্রান্টদের ঘেটি ধরে দেশে পাঠিয়ে দিক । এমিরিকায় গেছে পরিবারের উন্নতির স্বার্থে কিন্তু ওখানে যেয়েও ঘোড়ার ডিমের রাজনীতি করে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা রাজনীতি বুঝে না; রাজনীতি বুঝলে দেশের এই অবস্হা হতো না; ট্রাম্প বাংগালীদের আমেরিকা থাকে তাড়াবে না; কারণ, বেশীরভাগ বাংগালী (৯৫% ) আমেরিকায় আসার পর, অন্য অনেক জাতির তুলনায় কম অপরাধ করে।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


ডিবেইটে আপনি থাকলে পারফর্মমেন্স কেমন হতো বলে মনে করেন?

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন: ,


আমি কমলা থেকে ভালো করতাম।

ট্রাম্প দ: আমেরিকার দরিদ্র মানুষেদের ইমিগ্রান্টেশান বিরোধী; আমি ট্রাম্পকে বলতাম, তোমার পুর্ব পুরুষেরা এইভাবেই এসেছিলো।
কমলা হেসে কেসে ভালো করেছে; তবে, সাদা ভোট বাড়েনি বলে আমার ধারণা।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
মাত্র ৯ থেকে ১২হলো । মনে হয় দিনে দিনে ব্লগার কমে যাচ্ছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



নতুন কিছু মালটি নিক খুলেছে, লিখতে জানে না। এখানে তো প্রশ্নফাঁসের ব্যবস্হা নেই।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৭

কামাল১৮ বলেছেন: অংশগ্রহনমূলক অর্থনীতিটা কি?

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:




সাধারণভাবে, সরকার ও প্রাইভেট সেক্টরের মাঝে জয়েন্টভেন্চার।,

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫

কামাল১৮ বলেছেন: গর্ভপাত সম্পর্কে সাধারণ আমেরিকানদের মনোভাব কি?

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:




আমেরিকার অনেক মেয়ে ২/১টার বেশী সন্তান ধারণ করতে চাহে না।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৯

রাসেল ০০৭ বলেছেন: সোনাদা! পাকিস্তান যদি এই আন্দোলনের ডিজাইনার হয়ে থাকে থালে হাসিনা সেটার বাস্তবায়ন কারী কি বলেন ?

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৫

সোনাগাজী বলেছেন:



না, শেখ হাসিনা পাকিস্তানের নামও শুনতে পারেন না।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০০

রাসেল ০০৭ বলেছেন: হাসিনা যদি প্রগলভের মত না বকতেন , কোটা ইস্যুতে উদ্ধত অহংকারী না হতেন ,
ইগো ঝেড়ে ছাত্রদের সাথে শরুতেই বসতেন তাহলে আপনার ভাষায় পাকিস্থানের ডিজাইনটা বাস্তবায়িত হতোনা ।
যেহেতু তিনি এসবের কোনটাই করেননি তাহলে তিনি পাকিস্তানের ডিজাইন বাস্তবায়ন করেছেন ... আপনার কথা অনুযায়ী ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২১

সোনাগাজী বলেছেন:




এগুলো ছাত্র নয়, আস্তে আস্তে জানবেন, এগুলো পাকী কমান্ডো ছিলো; শেখ হাসিনা জাতির ভয়ংকর ক্ষতি করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.