নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: ইউনুস বেকুবী করছেন, এনজিও\'র লোভীদের সরকারে আনছেন?

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫০



ড: ইউনুস নিজেই এনজিও'র মানুষ, অন্যের দানের টাকাকে ব্যবহার করে ডলারে বিলিওনিয়ার হয়েছেন; যাক, তবু মানুষ উনাকে চেনেন। উনি এখন যাদের সরকারে স্হান দিচ্ছেন, তাদের মাঝে আমি ২ জনকে ভালোভাবে জানি, ২ জনেই ইডিয়ট, লোভী ও অপদার্থ।

১ম জন হচ্ছে, যাকে নির্বাচন দেখার ভার দিচ্ছেন, ড: বদিউল আলম মজুমদার; উনাকে আমি জানি ২০০২ সাল থেকে। আমি একটি কোম্পানীতে চাকুরী করতাম, জর্জ ওয়াশিংটান ইউনিভার্সিটির শিক্ষকেরা এসে অন-সাইটে ম্যানেজমেন্ট ক্লাশ নিতো; ক্লাশে আমিও ছিলাম। শিক্ষকদের ১ জন আমাকে জানালো যে, তিনি ১ জন বাংগালী শিক্ষককে চেনেন, এবং উনার অফিসের টেলিফোন দিলেন; আমি আলাপ করলাম কয়েকবার; নিউইয়র্কে ১ মিটিং'এ এলেন, বলেন এনজিও আছে উনার।

পরে, চাকুরী ছেড়ে দিয়ে এনজিও করতে লাগলেন; আলাপ করে বুঝলাম, বড় টাকার ধান্ধায় আছেন; অনেকবার আলাপ হয়েছে; কোন বিষয়ে সঠিক ধারণা নেই। পরে দেখলাম, সুজন নামে বাংলাদেশে মস্ত বড় এনজিও'র মালিক; বেগম জিয়ার এডভাইজার ড: এমাজুদ্দইনের মতো বড় ধরণের সেইফটি ট্যাংক।

২য় জন হলেন ড: ইফতাখার; উনি জাতিসংঘে সরকারের স্হায়ী রিপ্রেজেন্টেটিভ ছিলেন; অফিস ছিলো কনস্যুলেটে; আমি একবার নতুন পাসপোর্ট আনতে গিয়ে ঝামেলা হওয়ায় উনার সাহায্য চাইলাম; আমাকে সাহায্য করেননি; কারণ, আমাকে চিনেন না। এরপর, বাংগালীদের ১ মিটিং'এ দেখা হলো, চাকুরীর মেয়াদ শেষ; বাংগালীদের সাহায্য করার জন্য এনজিও খুলে বসেছেন; আমেরিকায় ও ই্উরোপে অফিসে বসে বাংগালীদের নাগরিক অধিকারের জন্য নাকি সংগ্রাম করছেন, বড় অংকের ডলার পেছনে ছুটেছেন।

ইউনুস সাহেব, এনজিওর এসব ইডিয়টকে আমাদের এই সমস্যার মাঝে কেন আনছেন?



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:০২

বিষন্ন পথিক বলেছেন: দেশে দুর্ভিক্ষ মানুষ ভিক্ষুক না হলে তো আর এনজিওর প্রফিট হবেনা, এনজিওর ফান্ড আন্তে তো মানুষের হাত পাতা ছবি লাগবে

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৪

সোনাগাজী বলেছেন:



২ জনেরই ভালো পেশা ছিলো, কিন্তু কাজে মন ছিলো না, লোভী, পশ্চিমের মানুষকে ফাঁকি ও নিজেদের মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে এরা ধনী হয়।

কিন্তু দেশের এই অবস্হায় এরা কি করবে?

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫০

নূর আলম হিরণ বলেছেন: এনজিওর বেশিরভাগ লোকজনই ধান্ধাবাজ। এরা ডলারের গন্ধ পাওয়ার জন্য মিথ্যা প্রজেক্ট তৈরী করে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৫

সোনাগাজী বলেছেন:



এই ২টা শুধু ধান্দাবাজ নয়, বড় ধরনের ইডিয়ট, কথা বললে ২/৩ মিনিটের মাঝে বুজা যায়।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৭

দেখা হবে রাজপথে বলেছেন: বড় সমস্যা হচ্ছে আপনার নিজের মধ্যে। উনাদের থেকে হাজারগুণে ফাজিল মানুষ হচ্ছেন আপনি। একজনকে কদিন দেখি কোন লেনদেন না করেই বুঝে গেলেন উনি লোভী, বড় টাকার ধান্দায় আছেন আর আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন উনি একজন চরম খারাপ মানুষ। আর একজন আপনার পাসপোর্টে হেল্প করেনি বলে উনি আরো খারাপ মানুষ।
গুণী মানুষদের সম্বন্ধে আপনি এত বাজে মন্তব্য করতে পারেন এত বাজে ধারণা পোষণ করতে পারেন যা শুনে বুঝে দেখে আপনার প্রতি ঘৃণা ছাড়া আর কোন কিছু করার অবশিষ্ট থাকে না।
পৃথিবীর কোন ভাল মানুষকে আপনার পছন্দ না, সবার ভেতরে আপনি বড় বড় ধরনের খুঁত বের করেন সেটা আপনার স্টাইলে- এবং সবাইকে সেটা খাওয়াতে চান।
শুনেন এই মানুষগুলোর একটা আঙ্গুলের সমান যোগ্যতা আপনার নাই এটা দ্ব্যার্থহীন কন্ঠে বলে দিতে পারি। আপনার মত এরকম কুটনা আর পরশ্রীকাতর মানুষ পৃথিবীতে নিঃসন্দেহে বিরল।

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

সোনাগাজী বলেছেন:



এই বালছাল লিখতে ১টা প্যারাগ্রাফ লাগলো আপনার?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৭

প্রহররাজা বলেছেন: সুজনের সুশীল বদিউলের ২০১৮ সালের সেই বিখ্যাত ডায়লোগ--"সবাই মিলেমিশে কাজ করলে দেশ উন্নতি করবে"।

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮

সোনাগাজী বলেছেন:



এখন হয়তো অনেক বয়স্ক, তখনই কিছু করার ক্ষমতা ছিলো না; এরা আমেেরিকায় কাজ করার সময় এনজিও'র লোকদের সাথে পরিচয় করে, ওদের বড় টাকা চলার শুরু করেছে;এরপর, কথা আর কাগুজী জীবন।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওদের না নিলে আর কাকে নিবে? বাকী সবার তো কোন না কোন দলের সাথে ট্যাগ আছে। ভোট হওয়া পর্যন্ত একটু ধৈর্য্য ধরতে হবে...

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

সোনাগাজী বলেছেন:




নিতে হবে, যারা ইন্ডাষ্ট্রী চালায়েছেন, জাক করে আয় করেছেন, মানুষ চালায়েছেন ও রাজনীতি বুঝেন। উনি ভগবানের গরুকে আনছেন হাল চষার জন্য।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

এনজীও তার ভাই-ব্রাদার নিয়োগ দিয়ে একসাথে বায়োস্কোপ দেখবে,সমস্যা কোথায়।

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৪

সোনাগাজী বলেছেন:



উনার ১ ভাইড: ইব্রাহিমেরও এনজিও আছে।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরীর কোন বক্তব্য আজকাল শুনতে পাই না ।
উনি কোথায় আছেন আপনার জানা আছে?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৪৭

সোনাগাজী বলেছেন:



উনি মুক্তিযুদ্ধের আগে যেখানে ছিলেন, এখন সেখানেই আছেন; আগে কেহ ছিলো না, জিয়া উনাকে সাইনবোর্ডে পরিণত করেছিলেন, এখন সাইনবোর্ড নেই।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






এই বাংলাদেশের জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকা খুবই জরুরী ছিল ।
বিএনপি বাংলাদেশের জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হতে পারত।
কিন্তু বিএনপির নীতির নির্ধারকরা কখনোই বিরোধী দলে থাকতে চায় না।

যদি বিএনপি বিগত নির্বাচনগুলিতে প্রার্থী দিত এবং সঠিকভাবে প্রচারণা চালাতো আমার ধারণা বাংলাদেশের গণতন্ত্র সুন্দর ভাবে চলতে পারতো।

বর্তমান পরিস্থিতির জন্য তাই একই সাথে বিএনপিরও কিছু দায়-দায়িত্ব আছে।
অথচ এখন তারা এমন আচরণ করছে যেন তারাই বিজয়ী।
যেন তারাই আন্দোলন করে সাবেক ক্ষমতাশীনদের পরাজিত করেক্ষমতায় চলে এসেছে

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৪৯

সোনাগাজী বলেছেন:



ছিলো, শক্ত বিরোধী দলই ছিলো।
সংসদে ছিলো গাধারা, বিরোধীদলে খচ্চরেরা

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৭

আহরণ বলেছেন: @ দাদা, আপনার এই ছবিটা দারুন appropriate হয়েছে................। ভেড়ার ছদ্ম আবরণ সেই রগকাটা শিরিব উনুস

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫২

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের শিবিরের সন্মানে এই এই ছবিটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.