নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
সামুর প্রতি পোষ্টে উনার নাম আছে; ড: ইউনুসকে সামুতে আসতে হবে, অথবা জোর করে হলেও আনতে হবে; উনি নিজের সম্পর্কে সঠিক ফিডব্যাক পাবেন সামুতে।
ড: ইউনুস রাজনীতিবিদ নন, অর্থর্নীতিবিদও নন, উনি ফাইন্যান্সের মানুষও নন: উনি হচ্ছেন ভালো ব্যাংকার ও এনজিও'র লোক; সামুর ২/১ জন ব্যতিত, বাকী ব্লগারেরা উনার সাপোর্টার ও উনাকে নিয়ে খুবই দরকারী ফিডব্যাক দিচ্ছেন; আমার সব পোষ্টে উনার নাম আছে। আমার মনে হয়, উনাকে কোমলমতিরা বের না'করা অবধি, ব্লগের সব পোষ্টে উনার নাম থাকবে।
ব্লগার ঢাবিয়ান উনার বক্তব্য শুনে কেঁদে ফেলেছেন, উনার কমিশন চেয়রম্যানদের নাম শুনে আনন্দে শিহরিত হয়েছেন; সবগুলো এনজিও'র লোক; উনার ভাই, ড: ইব্রাহিমেরও এনজিও আছে। ফেইসবুক জেনারেল ও ব্লগার সাখাওয়াত বাবন উনার কর্মকান্ডের মাঝে ভুলত্রুটি দেখছেন; এসব ড: ইউনুসের জানার দরকার আছে; বুদ্ধিজীবি ব্লগার জুল ভার্ণ কিছু এখনো বলেননি, উনি ব্যাকপেইন নিয়ে সমস্যায় আছে বেগম জিয়ার মতো চেয়ার কিনেছেন ১ খানা।
সামু হচ্ছে শিক্ষিত বাংলার একটি অতি ক্ষুদ্র মডেল; এখানে হযরত ওসমান (রা: ) থেকে শুরু করে নোবেল বিজয়ী বারাক ওবামার সাপোর্টার পর্যন্ত আছেন; এখানে জামাত-শিবির থেকে মওলানার লোকেরাও আছেন; শেখ হাসিনার লোকজনও আছেন ( কয়েকজন পালিয়ে গেছেন ); বেগম জিয়ার কেহ আছেন নাকি? মনে হয়, ব্লগার মেঠোপথ হচ্ছেন বেগম জিয়ার থিংক ট্যাংক!
আমাদের বিরহের কবি ও খায়রুল আসসান সাহেব কাদের বিষয়ে বিষয়ে বিশেষজ্ঞ? আমি ভুলে গেছি। উনি এলে, আমাদের সনেট কবি, মহাজাতক উনার নামে সনেট রচনা করে দেবেন।
সবচেয় বড় কথা, ব্লগার মুসা, রূপক ও আমি, আমরা সবাই একটা করে চাকুরী পেয়ে যেতে পারি! উনাকে আনতেই হবে সামুতে!
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩
সোনাগাজী বলেছেন:
শাকিব ও মাশরাফি নিয়ে আপনি এত চিন্তিত কেন? উনি শেখ হাসিনা ব্যতিত কারো নামে মামলা করবেন না; আপনি চিটাগং'এর ভাষা শিয়ে নেন, আপনার চাকুরী হবে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৬
সোনাগাজী বলেছেন:
ডাংগুলি খেলে এমপি হলে, মামলা তো খাবেই!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
এম ডি মুসা বলেছেন: সরকার যা চায় তাই করছে। উক্ত শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা চাইছে তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে একটা সিট দখল করতে। এটা কি মাশরাফির ভুল। তখন যদি নির্বাচন না করতেন তাহলে তাকে বিএনপি করছে বলে হয়রানি করতো। মাশরাফি বিন মর্তুজা কি ছাত্রদের উপর হামলা চালাতে বলছে? এটা তো ছাত্রলীগের সভাপতি থেকে নির্দেশ। একটি ভিন্ন মতের মানুষ বলেই বিনা অপরাধে যে কেহ হয়রানি উচিত নয়। বিগত সরকারের আমলে ভিন্ন মতের মানুষ উপর কিছু ষড়যন্ত্রে স্বীকার হয়েছে। তাই বিগত সরকার পতন হয়েছে। আবার পুনরায় চিত্র আবার দেখবেন?
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
সোনাগাজী বলেছেন:
বাংগালীরা রাজনীতি জানে না, ওরা যা করছে এটা হলো সামন্তবাদের জমিদারী; এখন নতুন জমিদার এসেছে ও এনজিওর লোকজন নতুন ব্যবসার চেষ্টা করছে; ওদের পেছনে পাকীরা আছে।
আপনি নিজে কি করছেন এখন?
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ড. ইউনূসের বক্তব্য আশাজাগানিয়া স্বপ্ন দেখায়।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
সোনাগাজী বলেছেন:
দেশ দখল করেছে পাকী নেকড়েরা, উনাকে সামনে রেখে, উনার ছায়ায় লুকিয়ে আছে।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১১
পুরানমানব বলেছেন: দেশ দখল করেছে পাকী নেকড়েরা, উনাকে সামনে রেখে, উনার ছায়ায় লুকিয়ে আছে।
উম্মাদ বা পাগলকে দেশদ্রোহি বলা যায় না।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৫
কামাল১৮ বলেছেন: নাম আরো বেশি করে উচ্চারিত হবে যখন ভারত বাংলাদেশ আমেরিকা মিলিত ভাবে চীনের মোকাবেলা করবে।
উচ্চপর্যায়ের টিম এখন ভারতে আছে দুইদিন পর আসবে বাংলাদেশে।কিছু টাকা পয়সা দিবে সেই সাথে পর্দার আড়ালে হবে কিছু সমোঝোতা।
এটা বোঝা যাবে,ভারত যদি রাশিয়ার সাথে যে অস্ত্রের বিরাট অর্ডার আছে সেটা কাটছাঁট করে আমেরিকাকে কিছু অর্ডার দেয়।
চীনের দিক থেকে ভারত বিরাট চাঁপের মাঝে আছে।অরুণাচলের বিরাট এলাকা চীন দখল করে বসে আছে।
অনেকটা রাশিয়া ইউক্রেনের মতো অবস্থা।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৮
রেজাউল করিম ফকির বলেছেন: আপনি যেহেতু দীর্ঘদিন এই ব্লগে টিকে আছেন, সেজন্য আপনার নিকটি একটি পরামর্শ চাই। পরামর্শটি হলো প্রথম পাতায় লেখা প্রকাশ হওয়া প্রসঙ্গে। আমার লেখা পূর্বে ১ম পাতায় প্রকাশিত হতো। কিন্তু এখন ১ম পাতায় পোস্ট করলেও, ১ম পাতায় লেখা প্রকাশিত হয় না। এখন জানার বিষয় হলো, ১ম পাতায় লেখা প্রকাশিত হওয়ার জন্য কী করণীয়? জানার বিষয়টি সম্পর্কে পরামর্শ দিলে খুশী হবো।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৩
সোনাগাজী বলেছেন:
আপনাকে ১ম পাতায় ব্যান করেছে সামুটিম।
আপনি ব্লগের "কাল্পনিক_ভালোবাসা"এর পোষ্ট গিয়ে, উনাকে অনুরোধ করে মন্তব্য করেন।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪০
এম ডি মুসা বলেছেন: ডক্টর ইউনুস সাহেব কেন বর্তমানে শাকিব এবং মাশরাফি নামে মামলা দিয়েছে সেটা নিয়ে বলছেন না?