নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার পোষ্ট সামনের পাতায় যাচ্ছে না

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:২১




এখন বসে বসে কোমলমতিদের রুপকথা শুনতে হবে।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





সকলেরই জেনে রাখা দরকার যে, এক মাঘে শীত যায় না ।
এই মাঘ মাসের পরেও আরেক মাঘ মাস আসবে।
অতএব সাধু সাবধান!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



হামাসের অপরাধের জন্য গাজার ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে, হুতির কারণে এয়মেদের মানুষ আবার বেদুইনে পরিণত হয়েছে, আইএস এর কারণে মুসলিম বিশ্বকে সারা ভয় করে, কমলমতিরা বাংলাদেশকে এদের লেভেলে নিয়ে গেছে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

চারাগাছ বলেছেন:
আপনার ধারণা সবাই আপনার পিছে লেগে থাকে।
শুভাকাঙ্খি আর তোষামদকারী এক না।
শেখের বেটির মত আপনিও ব্যাপারটা বুঝতে পারেন নি।
পাবলিক সেন্টিমেন্ট হাসিনা বোঝেনি, আপনিও কিছু ব্লগারের সেন্টিমেন্টে আঘাত করেছেন।
এখন বসে বসে জাবর কাটুন , সময় পেলে আমি আসবো আপনাকে সঙ্গ দিতে।
তোষামদকারী নয় শুভাকাঙ্খি হিসেবে।

'শুভাকাঙ্খী' বানান ভূল আছে।

আপনার ধারণা সবাই আপনার পিছে লেগে থাকে।
শুভাকাঙ্খি আর তোষামদকারী এক না।
শেখের বেটির মত আপনিও ব্যাপারটা বুঝতে পারেন নি।
পাবলিক সেন্টিমেন্ট হাসিনা বোঝেনি, আপনিও কিছু ব্লগারের সেন্টিমেন্টে আঘাত করেছেন।
এখন বসে বসে জাবর কাটুন , সময় পেলে আমি আসবো আপনাকে সঙ্গ দিতে।
তোষামদকারী নয় শুভাকাঙ্খি হিসেবে।



'শুভাকাঙ্খী' বানান ভূল আছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:




আপনার মতো লোকজনের লেখায় কি থাকে, কি নিয়ে আপনি লেখেন?

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

চারাগাছ বলেছেন:
আপনার মতো লোকজনের লেখায় কি থাকে, কি নিয়ে আপনি লেখেন?


রবীন্দ্রনাথ কিংবা বঙ্কিম কেও আপনি এই প্রশ্ন করতেন। সমস্যা আপনার মূলে। এই সমস্যা যাওয়ার নয়।
আমি দেশে থেকে সরকার কে ট্যাক্স দেই। আপনি দেশের বাইরে বসে লিখে দেশ আর সমাজের কোন কাজেই আসছে না।


ব্লগে রেজিস্ট্রেশন করলেই যে পোষ্ট দিয়ে যেতে হবে এমন কোন কথা নেই।
আপনার ভবিষ্যত হচ্ছে জাবর কাটা। ইহা ব্যতিত আপনার কোন কাজ নেই।
ইহা অব্যাহত থাকুক। প্রথম পাতায় আসুন। শুভকামনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



মুসার বেলায়, উনার জন্য আমার সহানুভুি আছে; উনার চাকুরী নেই এবং চাকুরী পাবার কোন সম্ভাবনা দেখছি না; উনার বড় ভাই উনাকে বিপদে ফেলেছেন; উনার সাথে ১ টা মেয়ের ভালোবাসা ছিলো, মেয়েটা মনে হয়, এখন উনাকে পছন্দ করে না। উনি কোন ধরণের লিখিত পরীক্ষার টিকার সম্ভাবনা নেই।

এগুলো আপনাকে কষ্ট দেয়? ১৯ কোটীর মাঝে কেহ উনাকে নিয়ে ভাবেন? একমাত্র আমি উনার জন্য ভেবে থাকি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:




আজকের দিনের বিশ্বের জন্য আপনি একজন বোঝা ছাড়া কিছু নন।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি হচ্ছেন, জাতীর খাম্বা আপনার পোষ্ট প্রথম পাতায় না গেলে উহা খুবই লজ্জার ব্যাপার। প্রথম পাতায় পোষ্ট যেতে হলে যে যোগ্যতা লাগে তা আপনার হয়তো নাই। যোগ্যতা অর্জন করুন। আপনি যে সব লিখেন তা না পড়লে জাতীর কোন ক্ষতি হবে না৷আইডিয়া দিচ্ছি, কোনভাবে ডাইনীর হাসিনার ফোন নাম্বার যোগার করে ফোন দিয়ে নিজের কল রকডিং নিজেই ফাস করে ভাইরাল হয়ে যান। তাইলে যদি আবার প্রথম পাতায় আবার চান্স পান :)

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



আপনার গার্বেজ উপন্যাস কেহ পড়েছিলো?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

সোনাগাজী বলেছেন:



আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ৩৯২টি
মন্তব্য করেছি: ২৬৬৪টি
মন্তব্য পেয়েছি: ৩৭৮৪টি
ব্লগ লিখেছি: ১১ বছর ৭ মাস


****** আমার ব্লগিং:

পোস্ট করেছি: ৮৭৩টি
মন্তব্য করেছি: ২৪৭১৩টি
মন্তব্য পেয়েছি: ৩০৭৬৩টি
ব্লগ লিখেছি: ২ বছর ৭ মাস

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জাতীর খাম্বা ভাই,আমি সবার জন্য লিখি না। যা লিখি তা যারা পড়ে তারা পাঠক। আর আপনার লেখা হচ্ছে টয়লেট টিস্যু পেপারের মতো ব্যবহারের পর ফেলে দেয়। মজা নেয়, সস্তা বলেই মজা নেয়। আচ্ছা ভাই,আপনার কি লজ্জা শরম বলে কিছু নাই? এতো অপমানের পরেও ক্যাচাল করতে কি ভাবে পারেন? সিনিয়র মানুষ বলে অনেকেই এড়িয়ে চলে। আমিও আপনাকে আনব্যান করার জন্য এক সময় মডারেটরকে বলেছি৷ কিন্তু ভাই আপনি ভদ্রতাই জানেন না,শুধু মেয়ে মানুষের মতো ঝগড়া করেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:




আপনি আপনার মতো লিলিপুটিয়ানদের জন্য লেখেন; তাই আপনার "পরিণতি" উপন্যাসে মাঝ ২/১ লিলিপুটিয়ান মন্তব্য করেছে, অন্যসময় শুন্য (০) মন্তব্য।

আপনি ফেইসবুক জেনারেল, ভারত দখল করেছেন; ব্লগে, গার্বেজ লেখেন

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

চারাগাছ বলেছেন: "আজকের দিনের বিশ্বের জন্য আপনি একজন বোঝা ছাড়া কিছু নন।

আচ্ছা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:




আপনি একা নন, আপনার মতো ২/৩ কোটী আছে প্রশ্নফাঁস ও বোঝা

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৭

চারাগাছ বলেছেন:
আপনি কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৮

সোনাগাজী বলেছেন:




আমি সোনাগাজী, লোকজন আমার লেখা পড়েন।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১০

চারাগাছ বলেছেন: লোকজন মানে?
নিচের মুদির দোকানদারও আপনাকে চেনে না।

এই পোস্ট পড়া হয়েছে ১২১ বার এখন পর্যন্ত।
তার মধ্যে আমিই এসেছি ১০০ বার।
আপনার সর্বাধিক পঠিত পোষ্ট কোনটা?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৪

সোনাগাজী বলেছেন:



এই পোষ্ট সামনের পাতায় যায়নি।

এই নিকে ২ বছর ৭ মাসের মাঝে ১১ মাস সেমি-ব্যানে ছিলাম; তাতে ৩০ হাজার মন্তব্য এসেছে। এর আগের নিকে (চাঁদগাজী ) ৭ বছরে ৮৮ হাজার মন্তব্য ছিলো, তার বাহিরে আরো ৫টিনিক ছিলো; ওগুলো ব্যান খেয়েছে।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৭

চারাগাছ বলেছেন: জরিপে আওয়ামীলীগ ৯০% পেয়েছে। জানেন নাকি?
সেক্ষেত্রে 'লোকজন' আপনার লেখা পড়বে সেটাই স্বাভাবিক।

'লোকজন' আপনার কথা পড়ে বলে ব্লগের বিশাল কিছু ভাবেন?
জাতীয় দৈনিকে আপনার কলাম ছাপা হয়?
হাজার পোষ্ট লিখেও যদি পেপারে ছাপার উপযোগী কোন লেখা না লিখতে পারেন তাহলে ব্লগে শুধু পোষ্টের সংখ্যা বাড়বে , এর বেশি কিছু না।
ব্লগার রাজীব নুরের বই আছে। সেগুলো ছাপার উপযোগী।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৫

সোনাগাজী বলেছেন:



আমি আওয়ামী লীগের কেহ নই; আমি সাপোর্টার মাত্র।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৬

চারাগাছ বলেছেন:
ব্লগার কামাল কোন পোষ্ট লেখেননি।
উনি যথেষ্ট শিক্ষিত , জ্ঞানী, অভিজ্ঞ, মার্জিত।
আর আপনি ছোটলোকের মত নিজের ব্লগিং পরিসংখ্যান দেখিয়ে বেড়ান।
কি বিশাল এচিভমেন্ট আপনার।

আমি দেশের অর্থনীতি চাকা সচল রাখতে অংশগ্রহন করি।
আপনি পোষ্টের সংখ্যা বাড়ান আর প্রথম পাতায় না যাওয়ার যাতনায় জাবর কাটুন। এটাই আপনার নিয়তি।

ভয় পাবেন না।আশাহত হবেন না। আমি সময় পেলেই আপনার পোষ্টে আসবো।
এবং আপনাকে যাতে প্রথম পাতায় নেয়া হয় , সেই বিষয়ে একটা পোষ্ট লিখবো।
আমি একেবারেই কম লিখলেও লেখার হাত ভালো। পেপারে লেখা ছাপা হয়েছে। আরো হবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৮

সোনাগাজী বলেছেন:



ব্লগিং পরিসংখ্যা হলো পাঠাকের সংখ্যা বুঝার উপায়।

আপনার লেখায় দরকারী কোন ব্যাপারে আপনার নিজস্ব মতামত থাকে না। আসলে, কোন বি্ষয়ে ৯৫ ভাগ ব্লগারের সঠিক কোন মতামত থাকে না।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৩১

আহরণ বলেছেন: দাদা, মডু ভাই খুব strict person, আমাকে দুইবার ব্যান করেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

সোনাগাজী বলেছেন:



সামু আমার ৭টি নিক খেয়েছে; ব্লগিং হলো পশ্চিমের মানুষদের জন্য। সামুর জন্য আমেরুকান কিংবা ইউরোপিয়ান মড়ুর দরকার।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: @ "পরিণতি" আমার লেখা উপন্যাসের নাম আপনার মস্তিষ্কে ঢুকে গেছে। মৃত্যুর আগে আর সেটা মুছে ফেলতে পারবেন না। এটাই আমার উপন্যাস লেখা স্বার্থকতা :)

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:




প্রশ্রাবের সাথেও বেরুবে না?

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৪

আদিত্য ০১ বলেছেন: আপনার পোস্ট প্রথম পেইজে কেমনে যাবে বলেন, পুরা বাংলাদেশটা এখন সব বাবা দের আড্ডা খানা, পাকি বাবা জিন্নাহর দিবস পালন করা হচ্ছে, আবার ব্লগেও অনেক বাবাদের আগামন, কোথাও শয়তানের বাবা, কোথাও গু বাবারা (খাজা বাবাকে নাম দিয়েছি, কারন তার পোস্ট গুয়ের মত) এখন সামু নিয়ন্ত্রন করে, বাংলাদেশের নাম পরিবর্তন করে নাম রাখবে বৈষম্যবিরোধীদেশ বা সাইদ দেশ বা নাহিদ দেশ বা সারজিস দেশ, এখন বাংলাদেশের সব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দেওয়া হোক, ছাত্ররা এখন দেশ চালাবে, বছর শেষে সার্টিফিকেট নিবে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশুনা করে কি হবে?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:




ব্লগিং হচ্ছে পশ্চিমের আবিস্কার; ব্লগ চালানোর মতো দক্ষ লোকজন না'থাকাতে সবগুলো ব্লগ বন্ধ হয়ে গেছে।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৭

আলামিন১০৪ বলেছেন: হা হা হা, গার্বেজের জায়গা ডাস্টবিন, প্রথম পাতা নয়। তার উপর, খরগোসের মতো অনর্গল প্রডাকশন ফ্লাডিং, কোন তথ্য সূত্র না দিয়ে মনগড়া রচনা, আর কাহাতক সওয়া যায়।
@ মডু এবার সঠিক কাজটিই করেছে, হ্যাপি ব্লগিং সোনা দা

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



নীচে আপনার বালছাল ব্লগিং; ইহা দিয়ে পাঠকেরা কি বালছাল করবেন?

পোস্ট করেছি: ১৭টি
মন্তব্য করেছি: ৫৩৮টি
মন্তব্য পেয়েছি: ৭৯টি
ব্লগ লিখেছি: ৯ বছর ৪ মাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.