নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প কমলার সাথে আবারো ডিবেইটে যেতে চায়!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭



**** আমার পোষ্ট সামনের পাতায় যাচ্ছে না ****

ট্রাম্পের আচরণ বাংগালীদের মতো, অসততা তাকে গ্রাস করেছে; সে ডিবেইটে হ্যারিসের ব্যক্তিত্বের কাছে পরাজিত হয়েছে; মুল বিষয়ে ২ জনই ফেইল করেছে। এখন সে আরেকটি ডিবেইটে যেতে যায়। এদিকে হ্যারিসও বুঝতে পেরেছে যে, তার জিনে থাকা ভারতীয় আচরণের কারণে অনেক আমেরিকান বিরক্ত হয়েছে; সে সেটা থেকে বের হওয়ার জন্য আরেকটি ডিবেইটে যেতে চায়।

ডিবেইটের সবচেয়ে গুরুত্বপুর্ণ প্রশ্ন ছিলো ১নং প্রশ্নটি; প্রশ্ন ছিলো, "গত সাড়ে ৩ বছরে আমেরিকানরা আগের চেয়ে ভালো থেকেছে, নাকি ভালো থাকেনি?"

হ্যারিস বেকুবী করে, প্রশ্নটার সরাসরি উত্তর দেয়নি; আমেরিকানরা সরাসরি উত্তর জানতে চায়; ফলে, এখনো কিছু ইনডেপেনডেন্ট ভোটার কমলাকে নিয়ে অনিশ্চিত। কমলা যখন পরে তার ডিবেইট দেখেছে, তখন ভুল বুঝতে পেরেছে; সে ২য় ডিবেইট চায়।

ট্রাম্প মানুষের সামনে বলছে যে, আরেকটি ডিবেইটে যাবে না; কিন্তু আমেরিকানরা জনাে যে, তারা উভয়ে, উভয়কে ডিবেইটে পরাজিত করার জন্য আরেকটি ডিবেইটে যেতে চায়।


মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঠিকানায় আজ লিখেছে, ট্রাম্প তাঁর এক্সে লিখেছেন যে, তিনি আর কমলার সাথে ডিবেটে যাবেন না। তিনি কমলাকে ভাইস প্রেসিডেন্সীতে মনোনিবেশ করতে বলেছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:


আমি তো বিবিসি, সিএনএন'এ শতবার শুনছি যে, ট্রাম্প আর কোন ডিবেইটে যাবে না।

কিন্তু আমি বলছি যে, সে ডিবেইটে যাবে; এখানে হলো পার্থক্য!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার লেখা প্রথম পাতায় যাচ্ছে না কেন!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:



২০১৬ সাল থেকে প্রটি ১ মাস পরপর, আমার লেখা সামনের পাতায় যায় না; ৯০ দিন করে আমাকে সেমিব্যানে রাখে; জটিল ভাই, ভুয়া, জুল ভার্ণ, শেরজা, সোনালী কাবিন, নীল আকাশ, জিকো ব্লগ, মেঠপথ, অপু, ঢাবিয়ান আমাকে গালি দেয়; এভাবেই আমার ব্লগিং চলছে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৪

আহা রুবন বলেছেন: গাজী সাহেবের ট্রাক্টরটি মনে হয় কুফা। :-/ আশা করি দ্রুত প্রথম পাতায় দেখতে পাব।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৮

সোনাগাজী বলেছেন:



ইহা আধুনিক সভ্যতায় খাদ্যের নিশ্চয়তার প্রতীক; সামুর লোকজন বেদুইনদের খেজুরের আশায় আছে; খেজুর চাষে ট্রাক্টর লাগে না।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমার মনে হচ্ছে- নারী প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটন হেরে গেলেও কমলা হ্যারিস হয়তো হারবেন না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:




ইহা টাইট নির্বাচন হওয়ার সম্ভাবনা; সে জয়ী না'হলে বাংলাদেশ কোমলমতিদের গুহা থেকে বের হতে পারবে না।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩১

কামাল১৮ বলেছেন: অনেক জেলা থেকেই বিতাড়িত হচ্ছে কোমলরা।ছাত্রদল বিতাড়নে প্রধান ভূমিকা রাখছে।তরেক কে সমালোচনা করে ভুল করেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



কোমলমতি তথা পাকিস্তানী কমান্ডোরা দেশে গৃহযুদ্ধ লাগাবে।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২১

আহরণ বলেছেন: @ দাদা, অনেক দিন পর। মডুভাই আমার আগের আইডি "অহরহ/অহন" ব্যান করেছেন। তো, আহরণ নতুন নামে। আপনি কেমন আছেন, শরীর স্বাস্থ ভালো তো?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো।
আপনাকে কেন ব্যান করেছে?

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩২

রবিন_২০২০ বলেছেন: দুজনেই বার বার মূল প্রশ্ন এড়িয়ে গেছে। খুব বিরক্তিকর ছিল ব্যাপারটা। তবে গুলি খাবার আগের ট্রাম্প আর পরের ট্রাম্প এক নয়। কেমন যেন নেতিয়ে আছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প যেভাবে কথা বলছে, যদি সে রিপাবলিকন দলকে দখল না'করতো, ওকে রিপাবলিকানরা বাইডেনের মতোই বাদ দিয়ে দিতো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



এটা খুবই নীচু মানের ডিবেইট ছিলো; পুরো আমেরিকা হতাশ।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ এটা কি শুনলাম আপনাকেও শেষ পর্যন্ত আমার মত দেখতে দিচ্ছে না । ধিক্কার জানাই সামুর মডুদের।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৭

সোনাগাজী বলেছেন:




আপনি তো কমেন্ট করতে পারছেন, আমি শিধু নিজের ব্লগ এলাকায় লিখতে ও নিজের পোষ্টে কমেন্ট করতে পারি। আমার জন্য এটুকু কম নয়।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৩

কিরকুট বলেছেন: প্রথম পাতায় যেমনে যায় সেই মতো ব্যবস্থা নেন । প্র্যোজন হলে কর্তৃপক্ষের উদ্দেশ্যে লম্বা চিঠি লেখেন । বেশি তেল দেবেন না তাতে আপনিও পিছলিয়ে যেতে পারেন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২

সোনাগাজী বলেছেন:



"নতুন" সামুর অভিনন্দন। ড: ইউনুস সময় মতো নতুন এডমিন দিবেন।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৪

কিরকুট বলেছেন: আমেরিকা মহিলা প্রেসিডেন্ট চায় না । হিলারির সুজুগ ছিলো কমলা বানুর নাই ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



হিলারী কয়েকটি মিথ্যা বলার ফলে, মিথ্যাবাদী রাখালের মতো সমস্যায় পড়েছিলো। হিলারীর তুলনায়, কমলার সাপোর্টারের সংখ্যা কম; কিন্তু ট্রাম্পরের কিছু লোকজন ভোটে না'হলে, সবকইছু বদলে যেতে পারে।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:



ভবিষৎে মার্কিন নির্বাচনের ক্যান্ডিডেট ভিনগ্রহ থেকে আমদানী করতে হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় লোকজন আছে; কিন্তু কর্পোরেশনগুলো নিজেদের ক্যান্ডিডেটকে সামনে নিয়ে আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.